ফরেক্স শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য না।এটা সকল পেশার সকল মানুষের জন্য।আপনি ছাত্র হলেও করতে পারবেন,চাকুরিজীবি হলেও করতে আবার মহিলা- পুরুষ যায় হন না কেন ফরেক্স করতে কোন সমস্যা নেই।ফরেক্স আপনি দুই ভাবে করতে পারেন।পার্ট টাইম অথবা ফুল টাইম যেকোন ভাবে ফরেক্স এ সময় দিতে পারেন।অনেকে ফরেক্স কে মেইন ব্যবসা হিসাবে নিয়েছে এবং সফল ও হচ্ছে।তবে সময় আর আপনার ব্যস্ততা বুঝে ফরেক্স কে সেই হিসাবে নিবেন।বাড়ির মহিলা রা অলস সময় নস্ট না করে ফরেক্স করলে তারা স্বাবলম্বী হতে পারবে।ছাত্ররা চাইলেই ফরেক্স এ সময় দিতে পারে।এখান থেকে তারা ভাল ইনকাম করতে পারে।অতএব বলা যায় ফরেক্স শুধু ব্যবসায়ীদের জন্য না ফরেক্স সকলের জন্য উন্মুক্ত।