ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। এই ফরেক্স সাপ্তাহে ৭ দিনের মধ্যে ৫দিন ই ২৪ ঘন্টা খোলা থাকে। এই ফরেক্স মার্কেট এ যে কোন ব্যাক্তি যে কোন সময় যে কোন বয়সে করতে পারে। কেউ চাকুরির, ব্যবসা পাশাপাশি প্রতিদিন যার যার সময় অনুযায়ী ফরেক্স করে আয় করে থাকেন। আমি এখন বর্তমান এ পার্ট টাইম ই করি। ভবিষ্যৎ এ যদি আমি ফরেক্স থেকে ভাল কিছু পাই তাহলে আমি ফুল টাইম ই করব ধন্যবাদ।