-
অনেকেই মনে করে ফরেক্স মার্কেটে লাভ বা লস ভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু তা ঠিক না। ফরেক্স মার্কেট কখনো ভাগ্যের উপর নির্ভর করেনা্ । এটি নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর । আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে কতটুকু জানেন ট্রেড নিয়ে কি পরিমান ভাবেন একটি ট্রেড করার আগে কিভাবে মার্কেট এনালাইসিস করেন। এই সব কিছুর উপর নির্ভন করে ফরেক্স মার্কেটে লাভ বা লস হয়।
-
আমি আপনার সাথে হাজার বার একমত , আমরা অনেকেই ভাঘ্য বেশি বিস্বাস করি কিন্তু আমার মতে আমি যদি ফরেক্স ভাল করে না শিখে ইচ্ছা মত ট্রেড করে লাভ বা লস করি তাহলে আমি ভাগ্যকে দস দিই না কারন ভুলটা আমার ।
আমি যদি বাল করে ফরেক্স শিখি তাহলে তা নিজের অবিজ্ঞতার ও শিখার মাধ্যমে আমার রাভ হবে , ভাগ্যর জন্য নয় ।
-
হ্যা বন্ধু আপিনি ঠিক বলেছেন কারন ফরেক্সে লাভ এবং লস ভাগ্যের উপর নির্ভর করে না বরং নির্ভর করে ট্রেডারের জ্ঞান, ট্রেডিং দক্ষতা আর পদ্ধতিগত ভাবে ট্রেড করার সক্ষমতার উপর এরুপ ক্ষেত্রে যারা সক্ষম তারা লাভ করে আর অক্ষমরা লস করে। ধন্যবাদ।
-
অনেক সময় ভাগ্য এর উপর নির্ভর করে কিন্তু এ গুলো পরিহার করলে ভালো ফল পাবেন
১। কারন না বুজে ইনভেস্ত করে
২। মনে করে এটা এমন কি জিনিস, শুধু buy & sell
৩। লোভ কাজ করে
৪। না বুজে বেশি লেভারেজে নেয়
৫। এক সাথে অনেক ত্রাদে ওপেন রাখে
৬। বেশি লট ওপেন করে
৭। স্টপ লস সেট করে না
-
সব সময় লাভ লস ভাগ্যের উপর নির্ভর করে না,কেন কেন সময় নিজের দোসেও হয়ে থাকে,কোন কিছু করতে গেলে অবস্যয় লাভ লসের সামনা সামনি হতে হয়, তাই অনেক সময় নিজের দোসেও লস হয়ে থাকে
-
যে ব্যবসায় যত লাভ করার সুযোগ রয়েছে সে ব্যবসায় তত লস হওয়ারও সম্ভাবনা থাকে। আর ব্রোকারগুলোর ব্যবসা নির্ভর করে আমাদের ট্রেডের উপর, আমরা যত বেশি ট্রেড করবো তাদের ততো স্প্রেড বা কমিশন। সুতরাং কোন এগুলো নির্ধারণ করে দিলে আমরা কম্পিউটারের সামনে থাকি বা না থাকি নির্ধারিত মূল্যে লাভ অথবা লস সহ ট্রেডটি ক্লোজ হয়ে যাবে।
-
লাভ/লস ট্রেডারের অভিজ্ঞতার উপর নির্ভর করে। যে ট্রেডার যত বেশি অভিজ্ঞ সে ট্রেডারের লাভ তত বেশি হয়। অভিজ্ঞ ট্রেডাররা তাদের লাভ ধরে রাখতে পারে কিন্তু নতুন ট্রেডার রা তাদের লাভ ধরে রাখতে পারে না। ফরেক্স এ প্রচুর ইমোশন কাজ করে। এই ইমোশনের কারনে অনভিজ্ঞ ট্রেডার রা মার্কেট এর বিপরিতে ট্রেড নিয়ে লসে পরে থাকে।
-
আমি মনে করি প্রতিটি লাভ বা লস ভাগ্যের উপর নির্ভর করে না,হয়ত কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের সহায়তা লাগে।তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার লাভ-লস নির্ভর করে আপনার ট্রেডিং অভিজ্ঞতা এবং কৌশলের উপর।আপনি যত বেশি অভিজ্ঞ এবং কৌশলি হবেন,তত বেশি সফল হতে পারবেন।
-
কোন ব্যবসায় কখনও ভাগ্যের উপর নির্ভর করেনা। তদ্রুপ ফরেক্সও ভাগ্যের উপর নির্ভর করেনা। ফরেক্স মার্কেটে লাভ করতে হলে প্রথমেই ট্রেডিঙে দক্ষতা অর্জন করতে হবে। তারপর ভালমত এনালাইসিস করে, সঠিক মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করলে অবশ্যই লাভবান হবেন।
-
ভাগ্য ছাড়া কিছুই ঘটে না তবে ভাগ্য তারই ভালো হবে যে ভাগ্যের দোহায় না দিয়ে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয় করে সর্বোচ্চ চেষ্টা করে যাবে।এমনিভাবে ফরেক্স মার্কেটের লাভ -লস ভাগ্যের সাথে জড়িত কিন্তু সেই ভাগ্য তার ভালো হবে যে পরিশ্রম করবে।এজন্য লাভ -লস ভাগ্যের ওপর নির্ভর করে না বরং তা নির্ভর করে ব্যক্তির যোগ্যতা ও দক্ষতার ওপর।এজন্য বলা হয়ে থাকে ফরেক্সে লাভ -ভাগ্যের ওপর নির্ভর করে না।
-
আমি মুসলমান তাই আমি ভাগ্যে বিশ্বাস করি। তবে একথা ঠিক যে, চেষ্টা না করলে কিছুই পাওয়া যায় না। ভাগ্যকে বিশ্বাস করে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। মহান আল্লাহ বলেছেন, তুমি সেজদায় লুটিয়ে পড়, সেজদা থেকে উঠে হালাল অন্ন অন্বেসনে বের হয়ে যাওয়। তাই তো আমাদেরকে পরিশ্রম করতে হবে। সঠিক ভাবে পরিশ্রম করলে আল্লাহ সফলতা দান করে থাকেন।
-
ফরেক্স ব্যবসায় লাভ অথবা লস আপনার ভাগ্যের উপর নির্ভর করে না। কারন আপনি যদি ভাল ট্রেডার হন তাহলে আপনার লস কম হবে আর লাভ বেশি এবং যারা মোটামুটি ট্রেডার তাদের লস বেশি হয় লাভ কম হয়। তাই যারা ফরেক্স সম্পর্কে কম যানেন বা ফরেক্স সম্পর্কে কম কিছু শিখেছেন তাদের উচিত ফরেক্সকে ভাল ভাবে শিখা ফরেক্স সম্পর্কে জানা অনেক অভিজ্ঞাত অর্জন করা।
-
ফরেক্স মার্কেটে লাভ লস নির্ভর করে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর। ফরেক্স মার্কেট সম্পর্কে যার ভালো জ্ঞান ও অভিজ্ঞতা আছে সে ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে। আর যার ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা নাই সে ফরেক্স থেকে লাভ করতে পারবে না। আমি কিছু ট্রেডার দেখেছি যারা ফরেক্স শিখতে চাই না। শুধু ফরেক্স থেকে লাভ করতে চাই। ফলে তারা ফরেক্স মার্কেটে শুধু লস করে। তাই ভাগ্যের উপর নির্ভর না করে আগে ফরেক্স শেখা উচিৎ। তারপর ট্রেড করা উচিৎ।
-
হ্যা লাভ অথাব লস অবশ্যই ভাগ্যার উপর নির্ভর করে না করান এই ফরেক্স এ লাখ এর উপর কোন কথা নাই আপনি যদি লাখ নিয়ে ব্যবসা শুরু করে তাহলে আপনে অবশ্যই এই ব্যবসায় লস করবেনা । তাই আমি বলবো যে আপনি যদি ফরেক্স পছন্দ করেন আর ফর্কেস এ সাফ্যলতা অর্জণ করতে চান তাহলে আপনি ফরেক্স এ সিরয়াস ভাবে শুরু করেন তাহলে আপনি প্রথম দিকে একটু কষ্ট হবে কিন্ত তারপর আপনি ফরেক্স থেকে শুধু টাকা গুনবেন।
-
হ্যাঁ। লাভ বা লস আপনার এনালাইসিস মোতাবেকই হয়। আমি মনে করি আপনি যদি সঠিক ভাবে এনালাইসিস করে থাকেন তাহলে আপনার লসের সম্ভবনা অনেকাংশে কমে যাবে। তাই আমি মনে করি আপনি ট্রেড করার আগে ভাল করে এনালাইসিস করে নিন। ধন্যবাদ
-
আমি মনে করি ফরেক্সে সফলতার হার অভিজ্ঞতার উপর নির্ভর করে। যে যত অভিজ্ঞ সে তত কম ভুল করে, কিন্তু অভিজ্ঞ না হলে প্রচুর ভুল করে। এখন একজন অভিজ্ঞ ট্রেডার ভুল কম করে বিধায় তার লাভ বেশি হয়। আবার অনভিজ্ঞ ট্রেডার ভুল বেশি করে বিধায় লস বেশি করে। এখানে ভাগ্যের উপস্থিতিটা খুবই স্মান্য। তবে আমি মনে করি ভাগ্যটাও একটা কো ফ্যাক্টর।
-
লাভ লস কথা টা ভাগ্যের উপর নির্ভর করে ন। এটা যার যার কর্মের উপর নির্ভর করে।যদি আপনি ঠিক মত কাজ এবং সিধান্ত নিতে পারেন তবে লাভ হবেউই ।কিন্তু কপাল বলে একটা কথা আছে সেতা সত্যি ।তবে আত যার যার কর্মের উপর নির্ভর করে।
-
আমার মনে করি আসলে ভাগ্য বলে কিছু নেই । কারন ভাগ্য বলে কিছু নেই। ভাগ্য নিজেকে গড়ে নিতে তাই তার পিছনে প্রচুর মময় ব্যয় করতে হবে। তেমনি ভাবে ফরেক্স এ টাকা উপার্জন করতে হলে অবশ্যই অভিজ্ঞা হতে হবে। অভিজ্ঞাতা এবং দক্ষতা হলে টাকা আয় করা সম্ভব । যখনেই ফরেক্স সম্পকে ভালো জানা থাকবে তখনেই নিজের ভাগ্য গড়ে যাবে। তাই আগে অভিজ্ঞা অর্জন করতে হবে তার পর ভাগ্য । তাহলে লস না হয়ে সবর্দা লাভবান হতে পারবো।
-
হ্যা বন্ধু আপনি একদমই টিক বলেছেন যে ফরেক্স মার্কেটে লাব এবং লস ভাগ্যের উপরে নির্ভর করেনা বরং নির্ভর করে আপনার মার্কেট সম্পর্কে আর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতার উপরে কারন আপনার জ্ঞান এবং ট্রেডিং দক্ষতা বেশি হলে আপনি তা কাজে লাগিয়ে অধিকাংশ ট্রেডে লাভ করবেন কিন্তু ভাগ্য সব সময় আপনার সঙ্গ দিবে না। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে ঢুকে আপনাকে প্রথমে টেকনিক্যালি মার্কেট এনালাইসিস করতে হবে। তারপর আপনাকে নিউজ দেখে নিশ্চিত হতে হবে, তারপর মানি ম্যানেজমেন্ট করে ট্রেড ওপেন করতে হবে। তাহলে আপনি প্রফিট করতে পারবেন। তাই আমি মনে করি লাভ বা লস ভাগ্যের উপর নির্ভর করে না। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে লাভ বা লস হতে পারে । ফরেক্স মার্কেট লাভ লস নিরভর করবে আপনার ট্রাড এর উপর । আমি মনে করি ৯৯ % হবে আপনার ট্রাডিং এর অভিগতার উপর । আপনি যত ভাল টড়াডার হবেন লস তত কম করবেন । লাভ বেশি করবেন এতাই নিয়ম । কখন হয়ত আপনার কপাল এর উপর নিরবর করতে পারে ।
-
লাভ বা লস মূলত ট্রেডারের দক্ষতার উপর নির্ভর করে থাকে। আপনি যদি ফরেক্সে দক্ষ হন তাহলে আপনি মার্কেট দেখেই অনেক ক্ষেত্রেই বলে দিতে পারবেন যে আসলে কি হতে পারে। তাই আমি মনে করি লস বা লাভ উভয়ই আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে থাকে। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট এ লাভ লস নির্ভর করবে আপনার দক্ষতা এবং ভালো অবিজ্ঞতার উপর আপনি নিয়ম কানুন না জেনে ফরেক্সে কাজ করবেন সে কাজটা ভালো হবে না ফরেক্সে কাজ করতে হলে আগে আপনাকে ফরেক্স শম্মন্ধে জানতে হবে বেশি বেশি করে ডেমো করতে হবে সেই মোতাবেক আপনি যদি কাজ করেন তাহলে এখানে ভাগ্যকে দোষ দিলে হবে না লাভ লচের উপরে নির্ভর করবে।
-
জী লাভ বা লস ভাগ্যের উপর নিভ'র করে না। ফরেক্স মাকে'টে লাভ লস নিভ'করে দক্ষতার উপর চচা'র উপর জানার উপর। আসলে ব্যাবসায় লাভ লস হবেই তবে সেটা মাত্রাতিরিক্ত। ফরেক্স মাকে'টে যে যত বেশী দক্ষতা অজ'ন করবে এখানে সে তত বেশী লাভ বান হবে। ফরেক্স মাকে'টে দক্ষতার এবং অভিঙ্গতার গুরুত্ব অনেক বেশি।
-
প্রত্যেকটা ব্যবসাই লস বা লাভ থাকে।ফরেক্স ও তার ব্যতিক্রম না।ফরেক্সে লাভ বা লস নির্ভর করে অভিজ্ঞতার উপর।ফরেক্স সমন্ধে ভাল অভিজ্ঞতা থাকলে কি ঘটবে তাহা আগেই বলে দেয়া যায়।ফরেক্স মার্কেটে যাহার বেশী দক্ষতা থাকবে সেই বেশী লাভ করতে পারবে।তাই সব সময় সব কিছু ভ্যগের উপর ছেড়ে দেওয়া উচিত না।
-
ফরেক্স মার্কেট এ লাভ লস নির্ভর করে থাকে আপনার অবিজ্ঞতার উপর এখানে ভাগ্য এর উপরে নির্ভর করে না। আপনি যদি লস করেন আর সেই দোষ আপনার ভাগ্যের উপর দেন তাহলে আপনি কোনদিন ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারবেন না । ফরেক্স মার্কেট এ লাভবান হতে হলে আপনাকে প্রয়োজন মত ফরেক্স শিখতে হবে ফরেক্স মার্কেট এ আপনার অবিজ্ঞতা বৃদ্ধি করতে হবে।
-
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট এখানে ভাগ্যের খেলা হয় না যে লাভ লস ভাগ্যের উপর নির্ভর করবে তাই এটা ঠিক না লাভ লস আপনার ট্রেদের উপর নির্ভর করে আপনি যে ট্রেদটি দিছেন সেই ট্রেডটি সঠিক হলে আপনার লাভ হভে আর যদি ট্রেড সঠিক না হয় তাহলে আপনার লস হতে পারে।
-
লাভ লস ভাগ্যের উপর নির্ভর করে তখনই যখন কোন অভিজ্ঞ ফরেক্স টেডার লস করেন। যারা নতুন তারা লস করেন তাদের নিজেদের অনবিজ্ঞতার কারনে এটা ভাগ্যের দোষ দেওয়া যায় না।
-
ভাই আমরা সব সময় ভাগ্যকে দোশারপ করি।আসলে পরিশ্রম না করলে ভাগ্য আপনার সঙ্গ ত্যাগ করবে।তেমনি ফরেক্স বিষয়ে অভিঙ্গ না হয়ে এবং এ বিষয়ে বিস্তারিত না বুঝেই নিজেকে অভিঙ্গ মনে করে যদি আপনি ট্রেড করেন ।তাহলে আপনি অবশ্যই লস খাবেন।এতে লাভ লস আপনার ভাগ্যের উপর ভরসা করবে না।
-
এখানে ভালো ভাগ্য আর খারাপ ভাগ্য্ বলতে কিছুনাই। আপনি যদি সঠিক ভাবে ট্রেড করতে পারেন তাহলে আজীবন আপনার ভাগ্য ভালো থাকবে আর যদি উল্টা পাল্টা ট্রেড করেন তাহলে আজীবন খারাপ ভাগ্য নিয়ে থাকতে হবে। নিজের ভাগ্যকে নিজেই গড়ে নিতে হয়। তাই ফরেক্স করতে হলে বেশী করে জ্ঞানার্জন করতে হবে।
-
লাভ লস কার ভাগ্যের উপর নির্ভর করে না নির্ভর করে ট্রেডারের উপর নির্ভর । আপনি জদি ভাল ট্রেডার হয়ে থাকেন তাহলে ভাল লাভ করতে পারভেন না হলে আপনি লস খাভেন ।
-
লাভ লস ভাগ্যের উপর নিরর্ভর করেনা। দুই একবার হয়তো ভাগ্যের কারনে লাভ হতেও পারে কিন্তু সবসময় সেই ভাগ্য সাথে থাকেনা। ফরেক্স মারকেটে ট্রেন্ড বিভিন্ন লজিক এর কারনে ওঠানামা করে কারো ভাগ্যের উপর নিরর্ভর করে না।
-
ফরেক্স মার্কেট এ লাভ লস নির্ভর করে থাকে আপনার অবিজ্ঞতার উপর এ কথাটা কিছুটা ঠিক কিন্তু এখানে ভাগ্য এর উপরে নির্ভর করে না এটাও ঠিক নয় ।ভাগ্যের ব্যাপারটি আমার কাছে এমনি মনে হয়। হয়ত আপানর ভাগ্যে আছে কিন্তু আপানাকে এ জন্য চেষ্টা করতেই হবে। ভাগ্যকে বিশ্বাস করে ফরেক্স শিখা থেকে দূরে সরে যাবেন না ।
-
আ্সলেে েএ বিয়য়ে লাভ ও লস েএর বেপার অনেক পরের বিষয় । কারণ আপনাকে প্রথমত ভাল ভাবে জানতে হবে ও বুঝতে হবে । তারপর আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বশি লাভ করতে পারবেন । তবে এই পরেক্স এ লাভ ও লসের বেপার তো আসেই । প্রথম ক্ষেত্রে আপনি হয়তো লস খেতেই পারেন । অঠিক অনূশীলন করলে আপনি আবশ্যই লাভের মুখ দেখতে পারবেন । তাই এখানে লাভ করতে হলে আপনাকে বেশি বেশি অনুমীলন করতে হবে । অনুশীলন ই আপনাকে ভাল রাখবে ।
-
ফরেক্স যেহেতু একটি ব্যবসা আর প্রতিটি ব্যবসাই লাভ লস থাকবেই তাই বলে ভাগ্যকে দোষ দেওয়ার কিছুই নাই। ফরেক্স যেহেতু আপনার নিজের ব্যবসা তাই তাই ফরেক্স এ লস লাভ দুটোই নির্ভর করে আপনার উপর। ভাল ট্রেড করলে লাভ করবেন আর খারাপ ট্রেড করলে লাস করবেন।
-
জাবে।ফরেক্স মার্কেটে লাভ লস কনটাই ভাগ্যের উপর নিরভর করে না কারন এই মার্কেটে আপনাকে লাভ করতে হলে মারকেট সম্পর্কে জানতে হবে আর না জানলে আপনার লস যাবে তাই ভাগ্যের উপর নিরভর করে ট্রেড করা যাবে না ফরেদ মার্কেটে লাভ করতে হলে অবশ্যই ফরেওক্স সম্পর্কে ভাল করে জানতে হবে।
-
ন।ফরেক্স মার্কেট ব্যবসা প্রতিস্টান এখানে অভিজ্ঞতার কারনে আপনার লাভ লস হবে ভাগ্যের কারনে লাভ লস হয় না ফরেক্স মার্কেটে লাভ লস হবে ফরেক্স সম্পর্কে কেমন অভিজ্ঞতা অরজন করেছেন তার উপর লাভ লস নির্ণয় হবে।
-
ফরেক্স মার্কেটে লাভ অথবা লস ভাজ্ঞের উপর নির্ভর করে না সঠিক কথা কারন লাভ এবং লস ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার উপর নির্ভর করে তাই গরেক্স ট্রেড সবসময় অভিজ্ঞতার উপর নির্ভর করে।
-
আমি মনে করি লাভ অথবা লস নিজের উপর নির্ভর করে । যে কোন কাজে আপনাকে লাভ করতে হলে সে কাজ সম্পর্কে ভালো ভাবে শিখতে হবে । তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে এনালাইসিস করতে হবে । তাই আপনাকে বুঝে ট্রেড করতে হবে।
-
আমি এই কথার সাথে এক মত । কারণ মানুষের কাজই তার ভাগ্য নির্ধারণ করে দেয় । এই কাজে যার জ্ঞান আর অভিজ্ঞতা যত বেশি সে তত ভাল ট্রেডার । ক্ষট করলে ভাগ্য সহায় হয় ।