আমি আমার বাড়ির পাশের এক বন্ধুর কাছ থেকে পোস্ট সম্পর্কে জানি, এরপর পোস্ট এর অ্যাকাউন্ট খুলি, কিছু দিন পর মাসের শেষে ইন্সতাফরেক্স এর অ্যাকাউন্ট সংযুক্ত করি এরপর থেকে ট্রেড করতে থাকি, আজ আমি একটা ছোট গুরুপ করে কাজ করি, এবং ভালো ভাবে গুরুপ পরিচালনা করি, তবে আমার বন্ধুর কাছেই ফরেক্স শুরু করি। এরপর আরো ভাল করে শেখার জন্য আমি ফরেক্স কোর্স করি আরেক ভাইয়ের কাছে। উনি আমাকে মূলত ফরেক্স টা সব বুজিয়ে দেন। এবং ট্রেডিং জগতে উনার হাত ধরে চলতে শিখা।