-
আমা এক সিনিয়র ভাই থেকে মাঝে মাঝে সিগনাল ফলো করার চেস্টা করি কারন মাঝে মাঝে তারা কিভাবে ট্রেড করে কোন অবস্হায় ট্রেড করে সাপোর্ট রেজিসটেন্স কিভাবে ধরে এই সকল দিক গুলো জানার জন্য সিগনাল ফলো করতে হয়। একদিন সিগনাল ফলোকরে লাভ করি আবার ট্রেড সেগুলো লস করে পেলি।
-
আমি বলবো ফরেক্স এ সিগনাল ফলো করুন এতে কোন সমস্যা নেই, কিন্তু যাই অনুশরন করেন না কেন আগের বুঝার চেষ্টা করুন কিভাবে সিগনাল প্যাটার্নটি হল। শুধু অন্ধের মত অনুশরন করে গেলেন তো আপনি কিছুই শিখতে পারবেন না। দরকার হলে যার সিগনালটি আপনি অনুশরন করেছেন টাকে জিজ্ঞাসা করুন, লাভ আপনারই হবে।
-
অন্যর দেওয়া সিগন্যালে ট্রেড করলে আসলে তেমন কিছু অর্জন হয় না বরং অন্যর দেওয়া সিগন্যাল যদি বারবার লস হতে থাকে তবে ট্রেড হতে অামাদের আগ্রহ অনেক কমে যায় এবং সাথে সাথে প্রচুর লস হয়ে যায় যা অনেকের বহন করার মত ক্ষমতা থাকে না । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে কারো সিগন্যাল ব্যবহার করা মানে তার উপর নির্ভরশীল হয়ে পড়া । আর নিশ্চই কারো উপর নির্ভরশীল হওয়া কোন ভাল ব্যাপার নয় । তাই আমি সবসময় লস হোক লাভ হোক আমি অবশ্যই নিজেরে এনালাইসেসে ট্রেড করি ।
-
বর্তমানে ফরেক্স মার্কেটের জন্য নানা ধরনের সিগনাল অনলাইনে কিনতে পাওয়া যায় । আমার মতে অনলাইন থেকে টাকা দিয়ে কেনা এ সকল সিগনাল অধিকাংশ সময় ভূল তথ্য দিয়ে থাকে । কেননা সিগনাল দেখে ট্রেড করে যদি ফরেক্স মার্কেটে লাভ করা যেত তাহলে যারা সিগনাল বিক্রি করে তারা কোটি কোটি ডলার ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারত । তাই সিগনালের উপর নির্ভরশীল না হয়ে নিজের একটি ট্রেডিং স্ট্রাট্রেজি তৈরী করুন ।
-
আমি কোন সিগনাল ফলো করি না , কারন আমি ফরেক্স এ নতুন। তাই ফরেক্স বুঝে তারপর , এ জন্য ফরেক্স এ কাজ করছি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে কোন না কোন সিগ্নাল ফলো করতে হবে আর আপনি যে সিগ্নাল ফলো করবেন সেটা যদি ভাল কাজ মা করে তবে আপনি ফরেক্স মার্কেট থেকে খুব একটা ভাল কিছু আশা করতে পারবেন না আর তাই আপনি সিগ্নাল ব্যবহার করার আগে ভাল করে বুঝে নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে কোন না কোন সিগ্নাল ফলো করতে হবে আর আপনি যে সিগ্নাল ফলো করবেন সেটা যদি ভাল কাজ মা করে তবে আপনি ফরেক্স মার্কেট থেকে খুব একটা ভাল কিছু আশা করতে পারবেন না আর তাই আপনি সিগ্নাল ব্যবহার করার আগে ভাল করে বুঝে নিতে হবে।
-
আমি মনে করি লাভ হউক লস হউক নিজের ডিসিশন ও নিজের এনালাইসিস মোতাবেক ট্রেড করাই ভাল। এতে একদিন সফল ট্রেডার হবার সম্ভবনা থাকে। আর অন্যর সিগনাল অনুযায়ি ট্রেড করলে নিজের স্টাডি কাজে আসে না। অন্যদিকে সিগনাল সবসময় পজেটিভ হয় না।
-
আমি কোন সিগনাল ফলো করিনা। শুধু এনালাইসিস করি। এতে রেজাল্ট তত ভালো না। যারা ফরেক্স ফ্যাক্টরির নিউজ দেখে ট্রেড করছেন, তারা ভালো রেজাল্ট করছেন। আগামীতে ফরেক্স নিউজ দেখে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করব।
-
সিকন্যাল যে একবারে ফলো করি না এটি বলতে ভূল বলা হবে তবে আমি কখনই সিগন্যালকে অন।ধবিশ্বাস করে ফরেক্সে ট্রেড করি না আমি সব সময় সিগন্যালের পাশাপামি আমার নিজের ট্রেডিং অভিজ্ঞতার আলোকে মার্কেট পরিক্ষা বা মূল্যায়ন করে তার পর ফরেক্স ট্রেড করতে পছন্দ করি।
-
আমি প্রথমে একজনের সিগনাল পলো করতাম এর পর লস করতে থাকি আবার কিছু ট্রেডে লাভ করতে থাকি। লসের পাল্লা দেখি ভারি হয়। তাই আমি সেথেকে আর সিগনাল পলো করিনা নিজে নিজে ট্রেড করার চেস্টা করি। তাই এখন আরো ট্রেড করতে পারি।
-
না, আমি ফরেক্স এ কোন ওয়েবসাইট থেকে বা কারোকাছ থেকে কোন সিগ্নাল ফলো করি না। ফরেক্স এ সিগ্নাল ফলো করে কোন লাভ হবে না। নিজে শিখে করতে পারলে লাভ বেশি করা সম্ভব। আর তা না হলে সারাদিন সিগ্নালের জন্য বসে থাকতে হবে।
-
অবশ্যই আমি সিগন্যাল অনুসরন করি । সিগন্যাল অনুসরণ করে আজ আমি সফলকাম হতে পেরেছি । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য সিগন্যাল অনুসরণ করব তাহলেই সফলবান হতে পারব । আপনারাও অবশ্যই সিগন্যাল অনুসরন করুন অবশ্যই সুফল পাবেন ।
-
ফরেক্সে ট্রেড করার পূর্বে সব সময় সিগন্যাল ফলো করি কিন্তু কখনই আমি সিগন্যাল অনুসরন করে ফরেক্সে ট্রেড করার কথা ভাবি না আমি সিগন্যাল এবং আমার নিজেস্ব মার্কেট অ্যানালাইসিসকে তুলনা করে তার পরেই ফরেক্সে ট্রেড করার সিদ্বান্ত নিয়ে থাকে আর এতে করে ট্রেডে লস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে।
-
আমি ফরেক্স এ ট্রেড করার সময় কোন সিগন্যাল ফলো করি না। ফরেক্স এ সিগন্যাল ফলো করে ট্রেড করলে কখনই ফরেক্স ট্রেডিং শিখা যাবে না। ফরেক্স মার্কেটে সিগন্যাল ফলো করে ট্রেড করে লাভ করা যায় এটা সত্য কিন্তু মাজে মধ্যে ভুল সিগন্যাল ফলো করে ট্রেড করার কারনে অনেক বড় ধরনের লস যার কারনে অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যেতে পারে।
-
আমি মনে করি সিগন্যাল অনেকটাই সুভংকরের ফাকির মত কারন এখানে যদি সিগন্যালকে অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা হয় তা হলে সব সময় প্রফিট লাভ করা যায় না কারন সিগন্যাল সব সময় সঠিক মার্কেট মুভমেন্ট ধরতে পারে না যার ফলে সিগন্যাল ফলো করে ট্রেড করে অনেকেই বড় ধরনের লসের মুখে পড়ে।
-
আমি সিগন্যাল কোনভাবেই ফলো করি না । কেননা আমি যেহেতু নতুন সেহেতু মার্কেটে প্রথম দিকে এসেই কয়েকজনের সিগন্যাল ফলো করি । কিন্ত তাদের সিগন্যালে আমি লাভতো দুরের কথা বরং ব্যাপকভাবে ক্ষতির স্বিকার হয়ে থাকি । তাই আমি মনে করি যে সিগন্যাল নির্ভরশীলতা অর্জন না করে বরং ট্রেড নির্ভরতা অর্জন করতে হবে ।
-
এক সময়করতাম কিন্তু খন আর করি নাহ ।
-
আমি সাপোর্ট ও রেজিস্ট্যান্স নির্নয়ের জন্য সিগনাল এর সাহায্য নিই। এরপর নিজের আনালাইসিস অনুযায়ী ট্রেড করি। ১০০% সিগনাল ফলো করাকে আমি কখনই সামর্থন করিনা। কেননা এর ফলে কোন ভাবেই মার্কেট সম্পর্কে অভিগ্যতা অর্জন করা সম্ভব হবেনা। আর যদি মার্কেট সম্পর্কে ভাল অভিগ্যতা অর্জন করা না যায় তাহলে কোন ভাবেই একজন সফল ট্রেডার হিসেবে ক্যারিয়ার গড়া যাবেনা।
-
না আমি কোন সিগন্যাল ব্যবহার করি না। কারন আমার মতে সিগন্যাল ফলো করলে কখনোই ট্রেডের মান উন্নত হয় না। তাছাড়া সিগন্যাল সব সময় ১০০% সঠিক সিগন্যাল দিতে পারে না। সিগন্যাল ফলো করা আর অন্যের কথায় ট্রেড করা একই কথা। আমি কেন শুধু শুধু অন্যের কথায় ইনভেষ্ট করতে যাব। নিজের এ্যানালাইসিসের উপর ট্রেড করব। লস হলেও ভাল। কারন- এই লস হতে আমি ট্রেড শিখতে পারব।
-
আমি যখন একাধারে লস করছিলাম তখন আমি অন্যর সিগ্নাল ফলো করেছিলাম। তখন দেখলাম যে আমি আর ও লস করছি। আসলে সিগ্নাল দেখে ত্রেড করা যায় না। নিজে ট্রেড করে লস করলে ও সেটা বুঝতে পারা যায়। কেন আমি ট্রেডটি লস করলাম।
-
আমি ফরেক্স এ ট্রেড করার জন্য কোন প্রকার সিঙ্নাল ফলো করি না। কারন কোন সব সিংনালে কাজ করে না। সুতরাং নিজে যা ভাল মনে করছি তাই করছি তো মোটামুটি ভাল আছি। তাছাড়া আমি মনে করি আমার মতো সবাই কোন প্রকার সিংনাল বা ইনিডকের ফলো না করে নিজেই যা বুঝেন তা করেন কারন টাকা আপনার পকেট থেকেই যাবে কেউ আপনাকে টাকা দিবে না।
-
আমার মনে হয় সব সময় সিগন্যাল ফলো না করাই ভাল। কারন কাতে নিজের বিচারিক ক্ষমতা লোপ পায় এবং লসের সম্ভবনা থাকে। কারণ সিগন্যাল সব সময় সঠিক নির্দেশনা প্রদান করতে পারেনা। সুতরায় আমাদের উচিৎ সিগন্যালের পাশাপাশি নিজের বিচারিক ক্ষমতা ব্যবহার করা।
-
ফরেক্স মার্কেটিং এ সিগনাল ফলো অনেক গুরুত্বপুর্ন। ফরেক্সে যার অনেক অভিজ্ঞ ট্রেডার তার সিগনাল ফলো করে ট্রেড করে থাকেন । সিগনাল ফলো করে ট্রেড করলে আপনার ট্রেডে লস হবার সম্ভাবনা অনেক কম থাকে। আপনি যদি নিয়মিত ভাবে ফরেক্সে সিগনাল ফলো করে ট্রেড করতে থাকেন তাহলে ফরেক্সে আপনি একজন অভিজ্ঞ ট্রেডার হয়ে যাবেন।
-
আমি বলবো ফরেক্স এ সিগনাল ফলো করুন এতে কোন সমস্যা নেই, কিন্তু যাই অনুশরন করেন না কেন আগের বুঝার চেষ্টা করুন কিভাবে সিগনাল প্যাটার্নটি হল। শুধু অন্ধের মত অনুশরন করে গেলেন তো আপনি কিছুই শিখতে পারবেন না। দরকার হলে যার সিগনালটি আপনি অনুশরন করেছেন টাকে জিজ্ঞাসা করুন, লাভ আপনারই হবে।
-
ফরেক্সে সিগনাল ফলো করা অনেক গুরুত্ব পুর্ন বিষয় । আপনি যদি ফরেক্সে সিগনাল ফলো করে আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে সুন্দর ভাবে ট্রেড করতে পারেন তাহলে আপনি ফরেক্স থেকে সফলতা পাবেন। আর আপনি যদি সিগনাআল ফলো না করে আজে বাজে ব্রোকারে ট্রেড করেন তাহলে নাপনার লস হবার সম্ভাবনা অনেক বেশি।
-
আমি সিগনাল ফলো করি না। আমি মনে করি সিগনাল ফলো করা উচিত নয়। আপনাকে সঠিক ভাবে ব্যবসা করতে হলে দক্ষ্যতা অর্জন করতে হবে। দক্ষতার সাখে সঠিক সিদান্ত নিয়ে ট্রেড করলেই আপনি লাভবান হবেন সিগনাল ফলো করে কিছু হবে না। সিগনাল সব সময় সঠিক তথ্য দিতে পারে না। যদি সিগনাল ১০০% তথ্য প্রদান করত তবে যারা সিগনাল তৈরি করে তারা অনেক লাভবান হতে পারত। তাই সিগনাল ফলো না করে নিজের দক্ষতা কে কাজে লাগানো উচিত।
-
আমি সাধারণতা সিগন্যাল ফলো করি না এখন । যদিও আগে করতাম কারণ তখন আমি একদম ফরেক্সে নতুন ছিলাম । আসলে প্রথম প্রথম ফরেক্সের সিগন্যাল ফলো করে আমি কার্যত কোন উপকার পাইনি । তাই আমি মনে করি ফরেক্সে ট্রেড করে সফল হতে হলে নিজের দক্ষতা ও ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজিকে কাজে লাগিয়ে উন্নতি করতে হবে অন্যথায় ভালো কিছু করার সম্ভাবনা নেই বললেই চলে ।
-
না ভাই,আমি অন্যজনের তৈরি করা কোনো প্রকার সিগনাল ব্যাবহারও করি না এবং বিশ্বাসও করি না৷নতুন ট্রেডারগণ দ্রূত প্রফিট করার লোভে পড়ে নানা রকমের লাল-নীল রংচঙ্গা বিকল্প,আহামরি সিগনাল,সিষ্টেম খুজতে থাকে৷অথচ তারা কিন্তু জানেনা কোনো প্রকার সিগনাল,সিস্টেম,এক্সপার্ট এডভাইজার অথবা কোনো প্রকার সুপার-পার রোবোট ই বলেন না কেনো,স্বয়ং আপনি ব্যতিত অন্য কোনো কিছুই আপনাকে ১ টাকা প্রফিট দিতে পারবে না৷দেখেন-যাচাই করেন,সময়েই প্রকৃত সত্যটা জেনে যাবেন৷
-
আমার মতে সাপোর্ট ও রেজিস্ট্যান্স নির্নয়ের জন্য সিগনাল এর সাহায্য নিই। এরপর নিজের আনালাইসিস অনুযায়ী ট্রেড করি। ১০০% সিগনাল ফলো করাকে আমি কখনই সামর্থন করিনা। কেননা এর ফলে কোন ভাবেই মার্কেট সম্পর্কে অভিগ্যতা অর্জন করা সম্ভব হবেনা। আর যদি মার্কেট সম্পর্কে ভাল অভিগ্যতা অর্জন করা না যায় তাহলে কোন ভাবেই একজন সফল ট্রেডার হিসেবে ক্যারিয়ার গড়া যাবেনা।
-
আমি সিগন্যাল ব্যবহার করিনা। আমি নিজেই একজন সিগন্যাল প্রভাইডার। যারা অভিজ্ঞ না অথবা লস করে থাকেন তারা সিগন্যাল নিয়ে ট্রেড করলেই ভালো। তবে এক্ষেত্রে একটু ধৈর্য্্য ধরে ডেমো ট্রেডিং এ নিজেকে অভ্যস্থ করতে থাকুন। সিগন্যাল নিয়ে ফরেক্স অনেকেই করতে চায়না কিন্তু দক্ষ না হলে সিগন্যাল নিয়ে ট্রেড করাই অনেকটা নিরাপদ।
-
হ্যা আমি যখন ট্রেড করি তখন সিগন্যল ফলো করে থাকি ।আমি মনে করি যখন আমরা ট্রেড করি থখন খেয়াল রাখতে হয়।তাহলে লস এর পরিমান কম হয় ।সব গুলো জিনিস আমাদের ভাল করে বুঝতে হবে তাহলে আমরা ফরেক্স মার্কেট এ টিক্তা পারব ।
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন সিগন্যাল ফলো করি না । কারন এখনি যদি আমি এখানে সিগন্যাল দেখে দেখে ট্রেড নেই তাহলে আমি আর কোনদিন ফরেক্স শিখতে পারব না । তাই আমি সিগন্যাল ছাড়া নিজের এনালাইসিস মত আমি ট্রেড করার চেষ্টা করে থাকি ।
-
আপনি যদি সিগ্নাল ফলো করে থাকেন তাহলে সেই সিগ্নাল বা ট্রেড এর কারন জানতে হবে। কিভাবে ট্রেড নেওয়ার হলো। কি কারন ছিল সেই ট্রেডটি নেওয়ার। এগুলো আপনাকে বিস্তারিত জানতে হবে। যদি না জানতে পারেন তাহলে সিগ্নাল ফলো করে কিছুই শেখা সম্ভবনা।
-
ফরেক্স মার্কেট এ সিগন্যাল ফলো করা আমি পছন্দ করি না আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে সিগন্যাল ফলো করলে আপনি আপনার ফরেক্স শিখার মেধাকে শেষ করে দিলেন নিজের বুদ্দিমত্তা দিয়ে এনালাইসিস করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা ভাল। অন্যের সিগন্যাল ফলো না করাই উচিত।তাই সবাইকে আমি পরামর্শ দিব তাঁরা যাতে ভাল করে ফরেক্স শিখে এবং নিজে এ্যানালইসিস এর মাধ্যমে ট্রেড করে।
-
আমি কখনও সিগন্যাল ফলো করিনা কারন সিগন্যাল ফলো করলে নজের এন্যালাইসেসের সুওযোগ থাকেনা । এভাবে দীর্ঘদিন সিগ্ন্যাল ফলো করলে একসম্অয় শিখা বিষয় গুলি ভুলে ন যেতে হবে । অরথাত নিজের পায়ে কুড়াল মারার সমান ।
-
অ।মার মনে হয় ফরেক্সে কারো সিগন্যাল ফলো না করাই ভালো গ্রাফিক্যাল প্যাটার্ন বিশ্লেষণ,বিনিময়ের ধরণ, বিনিময় হার লেনদেন করার কৌশল অর্থনৈতিক নিউজগুলো ইত্যাদি জানলে খুব ভালো প্রফিট করা যাবে
-
ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট ও রেজিস্ট্যান্স নির্নয়ের জন্য সিগনাল এর সাহায্য নিই। এরপর নিজের আনালাইসিস অনুযায়ী ট্রেড করি। ১০০% সিগনাল ফলো করাকে আমি কখনই সামর্থন করিনা। কেননা এর ফলে কোন ভাবেই মার্কেট সম্পর্কে অভিগ্যতা অর্জন করা সম্ভব হবেনা। আর যদি মার্কেট সম্পর্কে ভাল অভিগ্যতা অর্জন করা না যায় তাহলে কোন ভাবেই একজন সফল ট্রেডার হিসেবে ক্যারিয়ার গড়া যাবেনা।
-
না আমি কোন সিগনাল অনুসরণ করি না। কারণ আমি অন্যের সিগনালে বিশ্বাসী না। আর আমি যদি অন্যের সিগনাল অনুসরণ করি তাহলে আমি কোনদিনই এই ব্যবসায় সফল হবো না। আর আমি এই ব্যবসায় সফল হতে চাই। কারণ এই ব্যবসার মাধ্যমে অনেক টাকা উপার্জন করা সম্ভব। আমার মতে অন্যের সিগনাল না অনুসরণ করাই ভাল। আপনি যদি কিছু নিতে চান তাহলে প্রথমদিকে অবশ্যই আপনাকে কিছু দিতে হবে তারপর আস্তে আস্তে আপনি সেটা নিতে পারবেন। এখানে একবারে কোন কিছুই পাওয়া সম্ভব না।
-
সিগনাল বলতে অন্য কারো সিগনাল ফলো করি না। ইন্ডিকেটর ব্যাবহার করি। অন্যের সিগনাল না নেওয়াই ভালো। অনেকে রোবটের বিপক্ষে, আমিও তার মধ্য অন্যতম তবে কিছু কিছু রোবট আছে যারা ডিভোরাপার তারা কাউকে শেয়ার করে না তারা নিজেরা তা দিয়ে প্রফিট করে।