-
আমি স্কাল্পিং অনেক পছন্দ করি আমি মনে করি ফরেক্স মার্কেট এ স্কাল্পের জন্য একটি ভাল সুবিধা দিয়ে যাচ্ছে যাতে করে অল্প টাকা ইনভেস্ট করে ভাল লাভ করা যায় । এ জন্য আপনাকে একটি টাইম ফ্রেম সিলেক্ট করে ট্রেড করতে হবে আর সময় ফিক্সড করতে হপবে কখন স্কাল্পিং এর জন্য ভাল হয় ।
-
আমি মনে করি স্কাল্পিং খুব ভাল একটি ট্রেডিং সিস্টেম । কিন্তু স্কাল্পিং যদি সঠিক ভাবে না করেন তবে বড় ধরনের লস হওয়ার সম্ভবনা রয়েছে । স্ক্যাল্পিং করতে হলে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে । আসলে আপনি যে ট্রেডিং পদ্ধতি অনুসরন করেন না কেন আপনাকে সেই ট্রেডিং পদ্ধতি সম্পর্কে ভালভাবে জেনে নিতে হবে । না হলে লাভ করা কঠিন হয়ে যাবে ।
-
ফরেক্স মার্কেটে আমি এই স্কাল্পিং ব্যাপারটা মোটেও পছন্দ করি না । কারণ স্কাল্পিং নতুন ট্রেডারদেন জন্য শুধু লস বয়ে আনে । আর স্কাল্পিং ট্রেডে যদি একবার ধরা খেতে হয় তবে অনেক সময় দেখা যায় যে একাউন্ট পর্যন্ত লস হয়ে যেতে পারে । তাই একাউন্ট লসের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই অনেক বেশি লং ট্রাম ট্রেড করতে হবে । অার স্কাল্পিং এর মাধ্যমে আমরা অনেক কিছু ভালভাবে বুঝিনা । তবে লং ট্রাম ট্রেডের বিভিন্ন পজিশন খুব ভালভাবে বুঝতে পারি ।
-
যদিও আমি মোটেও স্ক্যাল্পিং পছন্দ করি না । তবে আমি নিজেও মাঝে মাঝে স্ক্যাল্পিং করে থাকি । যখন মার্কেটে তেমন কোনো টেন্ড থাকেনা । তখন আমার একমাত্র ভরসা হলো স্ক্যাল্পিং । তখন স্ক্যাল্পিং করে অল্প কিছু প্রফিট হলেই মার্কেট থেকে বের হয়ে যায় ।
-
স্ক্যল্পিং সম্পর্কে আমি পরিপুর্নভাবে জ্ঞাত নয় তবুও যতটুকু বুঝি তাতে আমি স্ক্যাল্পিংকে সমর্থন করি না । কেননা আমি মনে করি যে স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেডার এর যে সুনিদ্দিষ্ট লক্ষ্য আছে তা পুরণ হয় না । আর স্ক্যাল্পিং এর বিপরীতে অবশ্যই আমাদেরকে বেশি করে লং ট্রাম ট্রেড করতে হবে । আর এতে করে আমরা নিজেরাই লাভবান হতে পারব ।
-
স্কাল্পিং ফরেক্স মার্কেটে ভাল একটি দিক।যারা স্কাল্পিং এ দক্ষ তারা খুব অল্প সময়ে অনেক প্রফিট করতে পারে।তবে সবাই স্কাল্পিং করে ভাল করতে পারেনা। স্কাল্পিং করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক অভিজ্ঞতা দরকার।যারা নতুন তাদের জন্য স্কাল্পিং করা খুব কঠিন। তাই নতুনদের স্কাল্পিং করা ঠিকনা।
-
স্ক্যাল্পিং একটি জনপ্রিয় ট্রেডিং মাধ্যম। এটি একটি নেশার মত। এটি আমাদেরকে প্রচুর আনন্দ দেয়। তবে স্ক্যাল্পিং সব সময় কম লটে করাই ভাল এতে বেশ ভালভাবে সময় কাটানো যায় এবং ট্রেড শেখা যায়। আজকাল ট্রেডিংএর এই পদ্ধতিটি তরুনদের মাঝে ব্যাপক সারা দিচ্ছে।
-
স্ক্যাল্পিং পছন্দ করি । কেননা অল্পো ইনভেস্ট করে ট্রেড করলে শুধু মাত্র স্ক্যাল্পিং করলেই লাভ বেশি হয় । স্ক্যাল্পিং এর ক্ষেত্রে আমি ৩০এম পছন্দ করি , কেননা এই অবস্থায় মার্কেট দেখলে আমি স্ক্যাল্পিং ভাল খেলি। এবং মাই যেহেতু নতুন ট্রেডার ,সেহেতু লং টার্ম ট্রেড করতে ভয় পায়। স্ক্যাল্পিং করে ও প্রতিদিন ৫ থেকে ১০ ডলার ইঙ্কাম করা সম্ভব। আবার লস করা ও খুব সহজ । তাই আমি স্ক্যাল্পিং পছন্দ করি।
-
না আমি ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং মোটেও পছন্দ করি না । কেননা মার্কেটে আমি স্ক্যাল্পিং করে আমার তিনটি এ্যাকাউন্ট জিরো করেছি । প্রথম প্রথম স্ব্যাল্পিং করে ভালই লাভ করা যায় । পরবর্তীতে যখন বেশি লো্ভ হয়ে যায় তখন আর স্ব্যাল্পিং করে আয় করা যায় না । তখন শুধু লসই হতে থাকে । আমার মতে মার্কেটে অভিজ্ঞ না হলে স্ব্যাল্পিং করা ঠিক না । ধন্যবাদ ।
-
আমি বলবো স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। তাছাড়া স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । সুতরাং অবশ্যই স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করাটা উত্তম এবং আমি স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করা খুব পছন্দ করি।
-
আমি স্ক্যাল্পিং পছন্দ করি না কারন আমি মনে করি স্ক্যাল্পিং করতে হলে ফরেক্স ট্রেডিংয়ে অনেক বেশি এক্সপার্ট হওয়া প্রয়োজন যা আমি এখনও অর্জন করতে পারিনি। আমি ফরেক্সে সব সময় লং টাইমফ্রেমে লং ট্রেড করতে অভ্যাস্ত আর এতে আমি বেশ ভালই সাফল্যের দেখা পেয়েছি তাই সব সময়ই আমি লং ট্রেড করতে চাই।
-
স্কেল্পিং করা আমি ও পচ্ছন্দ করি । করন আমি অল্প সময়ের মধ্যে বেশি টা ইনকাম করতে পারি । তবে সেটা সময় বুঝে । যে সময় মার্কেট বেশি উঠা নামা করে শুধু মাএ সেই সময় স্কেল্পিং করে থাকি । এবং ১ মিনিট থেকে ৩০ মিনিট এর মার্কেটে করে থাকি । আমার মতে স্কেল্পিং করা ভাল কিন্তু এটা কে নেশায় পরিনত করা যাবেনা । তাহলে আপনি অব্যশই ক্ষতির সামনে পরবেন ।
-
আমি স্কাল্পিং পছনদ করিনা কারন এটা যেমন প্রফিট হয় আবার তেমন লস ও হয় তাই এটা কোন ভাল সিস্টেম নয় । ভাল ট্রেডার হতে পারলে মুনাফা এম্নিতেই হবে । তাই লোভ না করাই ভাল ।
-
সাধারণত আমি স্কালপিং করি না।আর বেশির ভাগ ক্ষেত্রে লং টার্ম বা ডে ট্রেডিং করার চেষ্টা করি।আমি মনে করি স্কালপিং রিস্কি।সেজন্য এর থেকে লং টার্ম ট্রেড করাটা উত্তম। ডেমোতে আগে ভাল করে শিখে নিলে ভাল একটা কিছু করা যাবে।আর যারা করতে পারেন তারা করতে পারেন।কারণ ফরেক্স মার্কেটে একেক জন একেকভাবে ট্রেড করে থাকেন।যার যেটাতে প্রফিট হয় সেটা মেনে চলা ভাল।সুতরাং আপনি আপনার পছন্দ মত স্ট্রাটেজি বেছে নিতে পারেন।
-
স্ক্যালপিং একটি ছোট ট্রেড বা র্সট ট্রেড। এখানে অল্প সময় ভাল মুনাফা আয় করা যায়। অল্প পুজি দিয়ে ও ভাল আয় করা যায় । তাই আমি স্কলপিং পছন্দ করি।
-
ফরেক্স মার্কেট একটি রিক্সি মার্কেট । মার্কেটে আমি একজন নতুন সদস্য । তাই মার্কেটে আমার ব্যালেন্সও খুব সামান্য॥ তাই মার্কেটে আমি স্ক্যাল্পিং করার সাহস পাই না । মার্কেটে স্ক্যাল্পং করার জন্য অনেক ব্যালেন্সের দরকার বলে আমি মনে করি|
-
আমি ফরেক্স এ স্ক্যাল্পিং পছন্দ করি কারন স্ক্যাল্পিং এর মাধ্যমে কম সময়য়ে এবং কম রিস্কে ভালো প্রফিট করা যায়। ফরেক্স টারমিনালের m5,m15 এবং m30 টাইমফ্রেমে স্ক্যাল্পিং করা হয়। স্ক্যাল্পিং এর মাধ্যমে বড় লটের ট্রেড ওপেন করে জায়গা মত স্টপ লস এবং টেক প্রফিট বসাতে পারলে অনেক বেশি প্রফিট করা যায়।
-
হ্যা এমন একটি সময় ছিল যখন আমি ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেড করতে ভালবাসতাম আর সেই ভালবাসা থেকেই আমি প্রথম স্ক্যাল্পিং করতে শুরু করি এবং পর পর বেশ ভালই প্রফিটের দেখা পাই কিন্তু এক সময় আমি এই স্ক্যাল্পিয়ের জন্য সর্বশান্তি হয়ে যাই সেই থেকে আমি আর কখনই এখানে স্ক্যাল্পি ট্রেড করি না। আসলে স্ক্যাল্পিং ট্রেড করার সময় লোভ অনেক বেশি নিজেকে তারিত করে থাকে।
-
ফরেক্স এ স্কাল্পিং খুবই জনপ্রিয়। কারন এটি অল্প সময়ের জন্য ট্রেড অপেব করা হয়। আর প্রফিট ও দ্রুত চলে আসে। আমি নিজেও স্কাল্পিং পচ্চন্দ করি। আর লং ট্রেড করতে হলে আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে ট্রেড এর জন্য। আর সেই ট্রেড ক্লোজ না হওয়া পরযন্ত অন্য ট্রেড অপেন করা ও ঠিক হয় না।
-
স্ক্যাল্পিং হল ছোট ট্রেড, মানে কম সময়ের যে ট্রেড তাই ই স্ক্যাল্পিং । স্ক্যাল্পিং মানে কম লস বা কম প্রফিট । আমি মনে করি যা স্ক্যাল্পিংএ রিস্ক কম । তাই বলবো যে স্ক্যাল্পিং কে না পছন্দ করে । আমি স্ক্যাল্পিং খুব পছন্দ করি । আমি হাই নিউস এ লং ট্রেড করলে ও অন্য সব সময়ে স্ক্যাল্পিং করে থাকি । তাই বলব যে স্ক্যাল্পিং ফরেক্স ব্যবসা করার জন্য খুব ভাল ১ টা মাধ্যম ।
-
আমি ফরেক্স মার্কেটে এক সময় স্ক্যাল্পিং করাতাম, তবে এখন করিনা। কেননা খুব বেশী পরিমানে দক্ষতা না থাকলে স্ক্যাল্পিং করে এ্যাকাউন্ট জিরো হবার সম্ভবনা অনেক বেশী থাকে । স্ব্যাল্পিং লোভ বাড়ায় যা ফরেক্স মার্কেটের জন্য ক্ষতিকর।সর্বপরি বলা য়ায মার্কেট সম্পর্কে অভিজ্ঞ না হয়ে স্ব্যাল্পিং করা উচিৎ না।
-
স্ক্যাল্পিং আমার পছন্দ কারন অল্প সময়ে ট্রেড করে মোটামুটি লাভ তোলা যায় আবার মাঝে মাঝে অনেক লস হয়ে জাই তাই আমি মনে করি স্ক্যাল্পিং করার চেয়ে লং টার্ম ট্রেডিং কোরা ভাল এতে লাভ করা জায় বেশী । আমি প্রায় বেশীরভাগ সময়ই লং টার্ম ব্যবসা করে থাকি তবে মাঝে মাঝে নিউজের সময় আমি বেশী স্ক্যাল্পিং করি ।
-
স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । সুতরাং অবশ্যই স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করাটা উত্তম এবং আমি স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করা খুব পছন্দ করি। এ জন্য আপনাকে একটি টাইম ফ্রেম সিলেক্ট করে ট্রেড করতে হবে আর সময় ফিক্সড করতে হপবে কখন স্কাল্পিং এর জন্য ভাল হয় ।
-
স্কালপিং নতুন বা পুরাতন সকল ট্রেডার এর খুব পছন্দের।আমিও স্কালপিং পছন্দ করি । স্কালপিং একটি সর্ট টার্ম ট্রেড । এটি ছোট টাইম ফ্রেমে ( m1 / m5 / m15 ) টেকনিক্যাল এনালাইসিস করে করতে হয়। অল্প মুলধন দিয়ে ট্রেড এর জন্য স্কালপিং অতি পরিচিত।
-
ফরেক্স মার্কেট এ স্কাল্পিং খুবই জনপ্রিয়। কেননা স্কাল্পিং করে ফরেক্স থেকে দ্রুত প্রফিট বের করে আনা যায়। আমি নিজেও স্কাল্পিং করা পছন্দ করেই। ফরেক্স স্কাল্পিং ছাড়া লং ট্রেড ও করা যায়। কিন্তু লং ট্রেড করতে হলে অনেক ধর্য্য ধরে ট্রেড এর জন্য অপেক্ষা করতে হয়।
-
ভাই ফরেক্স মার্কেট একটি রিক্সি মার্কেট । মার্কেটে আমি একজন নতুন সদস্য । তাই মার্কেটে আমার ব্যালেন্সও খুব সামান্য॥ তাই মার্কেটে আমি স্ক্যাল্পিং করার সাহস পাই না । মার্কেটে স্ক্যাল্পং করার জন্য অনেক ব্যালেন্সের দরকার বলে আমি মনে করি । আমার মতে মার্কেটে অভিজ্ঞ না হয়ে স্ক্যাল্পিং না করাটাই ভাল ।
-
স্ক্যাল্পিং একটা জনপ্রিয় ট্রেডিং পদ্ধতি । সাধারণত নতুন ট্রেডাররা এটা করে থাকে আর নিউজের ক্ষেত্রে এক্সপার্টরাও করে থাকে। স্ক্যাল্পিং হচ্ছে ট্রেড নিয়ে তাড়াতাড়ি কিছু প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাওয়া। যেহেতু ট্রেড ছোট, পিপ অর্জন হয় কম তাই লট বড় করে প্রফিটের অঙ্কটা বাড়াতে হয়। ইটা হচ্ছে প্রথম ঝুঁকি। এরপর এখানে sl আর tp এর রেশিও হয় খুব কাছাকাছি তাই খুব বেশি ট্রেড প্রফিট না করলে ফলাফল লোকসান । এটা দ্বিতীয় ঝুঁকি। এছাড়া এটা মেন্টালি ট্রেড ক্লোজ করতে উদ্বুদ্ধ করে যা, ফরেক্স এর সবচেয়ে বড় ঝুঁকি। এছাড়াও স্ক্যাল্পিং এর মধ্যে রয়েছে ফরেক্সের প্রায় সকল ঝুঁকি। তাই স্ক্যাল্পিং যদি ব্যাকটেস্টের দ্বারা লাভজনক দেখা যায় এবং ট্রেড হ্যান্ডেল করার বিষয়ে সর্বোচ আস্থা নিজের উপর থাকে। সে ক্ষেত্রে লং টার্ম স্ট্রাটেজির পাশাপাশি স্ক্যাল্পিং করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে ব্যালান্সের নিরাপত্তা হওয়া চাই ২০০%। নতুনরা কেউ স্ক্যাল্পিং এর ভালো সোর্স চাইলে বেবিপিপসের COWABUNGA সিস্টেম দেখুন। সিস্টেমটা অনেক বৎসর যাবৎ প্রফিট করছে, নিয়মিত আপডেট দেয়। এবং স্ক্যাল্পিং এর থিওরি সম্পর্কেও এখান থেকে একটা ধারণা হবে।
-
স্ক্যাল্পিং সিস্টেমটা মূলত এমন একটা সিস্টেম যে সিস্টেমটার মূল হলো একটা নিদিষ্ট সময় যে সময়টাতে ট্রেড করলে অথবা অল্প ইনভেস্ট করে বেশী মুনাফা অর্জন করা যায় আর তাই আমি ফরেক্স ট্রেডের এই স্ক্যাল্পিং ট্রেড সিস্টেম আমি খুব পছন্দ করি। এছাড়া অল্প সময়ে মেধা খাটিয়ে কেম ইনভেস্টমেন্টে বেশী মুনাফা স্ক্যাল্পিং সিস্টেমে সম্ভব বলে আমি স্ক্যাল্পিং সিস্টেম পছন্দ করি।
-
স্কাল্পিং করতে পারলে পছন্দ করে না এমন ট্রেডার নেই কিন্তু সমস্যা একটাই যে, স্কাল্পিংয়ের সময় খুব এলার্ট থাকতে হয়। এবং স্কাল্পিংয়ের অভ্যাস ফরক্সের জন্য একটা বড় প্রতিবন্ধক। তাই যদি স্কাল্পিং স্ট্রাটেজি এমন হয় যেটা সপ্তাহে তিনদিন সর্বোচ্চ চারদিন সিগন্যাল দেয় এবং দিনের মধ্যে নির্দিষ্ট একটা সময়ে সেই ট্রেডটা দিতে আর ইন্সট্রুমেন্টও এক দুইটা তাহলে করা যায়। তারপরও অনেক প্রাকটিসের বিষয় আছে।
-
স্ক্যাল্পিং কে না পছন্দ করে । কারন স্ক্যাল্পিং হল ছোট ছোট ট্রেড । যেখানে লস খুব কম্ম হয় কিন্তু প্রফিট ও একটু কম কম হয় । কিন্তু আমার কথা হল অল্প রিস্ক নিয়ে লস খুব কম করে অল্প অল্প করে প্রফিট করা অনেক ভাল । আমি সব সময় স্ক্যাল্পিং পছন্দ করি এবং বেশির ভাগ সময়ে স্ক্যাল্পিং করে থাকি । আমার অনেক ফরেক্স বন্ধুরাও স্ক্যাল্পিং পছন্দ করে ।
-
হ্যা এমন একটি সময় ছিল যখন আমি ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেড করতে ভালবাসতাম আর সেই ভালবাসা থেকেই আমি প্রথম স্ক্যাল্পিং করতে শুরু করি এবং পর পর বেশ ভালই প্রফিটের দেখা পাই কিন্তু এক সময় আমি এই স্ক্যাল্পিয়ের জন্য সর্বশান্তি হয়ে যাই সেই থেকে আমি আর কখনই এখানে স্ক্যাল্পি ট্রেড করি না।
-
আসলে আমি প্রথম দিকে প্রচুর স্কাল্পিং করতাম । কিন্ত বর্তমানে আমি স্কাল্পিং মোটেও পছন্দ করি না । কেননা স্কাল্পিং আমি মনে করি সেই সব ট্রেডারদের জন্য উপযুক্ত যাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে ফরেক্স মার্কেট সম্পর্কে । তাই আমি মনে করি যে ফরেক্স ট্রেডার হতে হলে আমাদেরকে অবশ্যই বিচক্ষণ হতে হবে । আমার নিজের জন্য উপযুক্ত টাইম ফ্রেমটা নির্বাচন করতে হবে ।
-
এই স্ক্যল্পিং করতে গিয়ে কম একাউন্ট লাল করি নি। তবে এখন আর এই ভূল মাথার মধ্যে নেই। তাই আমি নিজের মধ্যে এই জিনিস তৈরী করেছি যে এটা অনেক বড় একটা বিষয় এবং অনেক পরের একটা বিষয়। কেননা এর জন্য অনেক ব্যালান্স দরকার হবে। তাই আমি এটা পছন্দ করিনা |
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ আমরা যারা আছি তারা অনেকেই স্কাল্পিং পছন্দ করি না কারন এটা হল অল্প সময়ের ট্রেড আর অল্প সময়ের ট্রেড থেকে অল্প লাভ ছাড়া বেশী লাভ করা যায় না । তাই যারা এটা ভাল বোঝে তারা স্কাল্পিং করে যারা বুঝে না তারা করে না ।
-
আমি স্কালপিং পছন্দ করি না। তবে অর্থ কম থাকায় স্কালপিং করতে হয়। কারণ স্পালপিং এ অনেক সময় বিপরীত প্রতিক্রিয়া ঘটে। তবে ১ঘন্টা ৪ ঘন্টার চার্ট ফলো করে স্কালপিং করলে সমস্যা থেকে এড়ানো যায়। তবে স্কালিং না করাটায় উত্তম।
-
ফরেক্স মার্কেটে স্ক্যালিং করে প্রচুর আয় করা সম্ভব।কিন্তু যে কোন ট্রেডার স্ক্যালিং করে কখনো অনেক টাকা আয় তো দূরে থাক তার থেকে বেশি লস হবে।কারন একজন দক্ষ ট্রেডারই স্ক্যালিং করতে পারে ভালভাবে।স্ক্যালিং বলতে শর্ট টাইম ট্রেড কে বোঝায়।যেমন ১ মিনিট থেকে ৩০ মিনিটের ভিতরে যে ট্রেড করা হয় তাই স্ক্যলিং ট্রেড।
-
আমি কোনভাবেই স্ক্যাল্পিং পছন্দ করি না । কেননা স্ক্যাল্পিং জিনিসটা অত্যন্ত কার্যকর হয় অভিজ্ঞ ট্রেডারদের ক্ষেত্রে । কিন্ত আমরা যারা নতুন ট্রেডার কিংবা অদক্ষ ট্রেডার আছি তাদের সর্বদা উচিত হবে ফরেক্সে বেশি পরিমাণে লং ট্রাম ট্রেড করা । যত বেশি লং ট্রাম ট্রেড করা যাবে তত বেশি পরিমাণে সফলতা লাভ করা যাবে । ফরেক্সে সফল হতে হলে লং ট্রাম ট্রেডিং এর কোন বিকল্প নেই ।
-
স্ক্যাাল্পিং ট্রেডের মাধ্যমে আমরা নগদ আয় করতে পারি । কিন্তু সেটা স্থায়ী নয় । আমরা যদি স্থায়ীভাবে কোন ট্রেড করি তাহলে অবশ্যই আমাদের লং ট্রেড করতে হবে তা না হলে আমরা বিপদে পড়ে যাব । অতএব যে ট্রেডার যত ধৈর্য্য ধারণ করে ফরেক্স করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সকলেই স্কেল্পিং ট্রেড না করে লং ট্রেড করা শুরু করব ।
-
স্কাপ্লিং ট্রেদ করা ফরেক্স মার্কেটে অনেক ক্ষতিকর আপনি যদি ফরেক্স মার্কেট থেকে সফলতা পেতে চান তাহলে আগে মার্কেট থেকে জ্ঞান অর্জন করতে হবে।তবে আমার মতে লং টার্মের ট্রেড করা বেশি লাভজনক।দিনের যেকোন সময়ে ট্রেড করে আপনি লাভবান হতে পারেন লং টাইমের ট্রেডে।
-
ফরেক্স মার্কেটে অনেকেই আছে যারা স্ক্যাল্পিং পছন্দ করে এবং প্রতিনিয়ত স্ক্যাল্পিং করে থাকে। আসলে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ তারাই কেবল স্ক্যাল্পিং করতে পারে। নতুনদের উচিত স্ক্যাল্পিং হতে দুরে থাকা। কেননা অভিজ্ঞতা ছাড়া স্ক্যাল্পিং করতে গেছে তাতে লসের সম্ভাবনাই বেশি হয়ে থাকে। না আমি কখনোই স্ক্যাল্পিং করি না।