-
হ্যাঁ ভাই ট্রেড নেওয়ার পর আমি আর মার্কেট খুলেও দেখিনা। কারন একটা ট্রেড নেওয়ার আগেই আপনাকে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। এখন এর জন্য আপনার যা-যা করা প্রয়োজন, একটা ট্রেডকে সিকিউর করার জন্য, সেটা আপনাকে আগেই সেরে ফেলতে হবে। এবং এটা ভেবে নিশ্চিন্তে ঘুমাতে হবে যে, আপনি সবকিছু এ্যানালাইসিস করে তারপর একটা ডিসিসন নিয়েছেন।
-
ঘুম মানুষের জন্য অনেক দরকারী। ঘুম ছাড়া মানুষ বাচতে পারে না।অনেক চিন্তা করলে ঘুমের অবশ্যই অনেক ঘাটতি হয়,,যা খুবই খারাপ ফল বয়ে আনে আমাদের জন্য। আমাদের এমন ট্রেড করা উচিৎ না,,যা করলে আমাদের ঘুম হারাম হয়ে যাবে। ট্রেড করলে একটু চিন্তা অবশ্যই হয়,,তাই এমন ট্রেড করা উচিৎ যেটাতে কোন প্যাড়া নেই। আর ট্রেড মার্কেট বুঝে ট্রেড করা উচিৎ যাতে অতিরিক্ত পেইন না নিতে হয়। ঘুম কম হলে শরীর খারাপ হয়ে যায় তাই এমন ট্রেড করা যাবেনা যেটা আমাদের ঘুম নষ্ট হওয়ার কারণ হয়।
-
আমি যখন ট্রেড ওপেন করি তার আগে ভাল ভাবে মার্কেট এনালাইসিস করি। আমি আমার অবিজ্ঞতা কে কাজে লাগিয়ে টেক প্রফিটও টেক লস সেট করে রাখি।তার পরে আমি ঘুমিয়ে
যায় কেন না। ফরেক্স মার্কেটে সফল তার সাথে কাজ করতে হলে
শরীর ও মন ২ টুই ঠিক রাখতে হবে। তার জন্যে ঘুম টা খুব ই জরুরী।
-
ড অপেন করলে সচরারচর খুব ফিলিং হয়।এজন্য অনেকেই ফিলিংস দূর করার জন্য ঘুমিয়ে পড়েন।এতে আমার উল্লেখ করা থাকে যে প্রফিট হলে এত প্রফিট হবে এবং লস হলে এত লস হবে। যদি খুববেশী ঘুম পায় তাহলে প্রয়োজনে সকল ট্রেড সামান্য লসে হলেও ক্লোজ করে দিয়ে তারপর ঘুমাতে যাওয়া উচিত বলে আমি মনে করি।তবে প্রথম দিকে মোটেও ঘুম আসত না শর্ট টাইমের ক্ষেত্রে তো ঘুমের প্রশ্নই উঠে না। কিন্তু এখন আমি স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করার চেষ্টা করি ।
-
আমি প্রায় সময় আমি অনেক সময় ট্রেড করে ঘুমিয়ে পরি । আমি সব সময় টেক প্রফিট সেট করে দিয়ে রাখি । ফলে আমি অনেকটা নিশ্চিত থাকি । কারন আমি এনালাইসিস করেই ট্রেড করি । আমাদের যদি এনালাইসিস ভালো হয়ে থাকে এবং আমরা যদি অভিজ্ঞ হয়ে থাকি তাহলে ট্রেড করে ঘুমাতে কোন সমস্যা নাই । আপনি ঘুমাতে পারেন ।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে মাঝে মাঝে আমি ট্রেড করে ঘুমিয়ে পড়ি। কিন্তু সে ক্ষেত্রে আমি স্টপ লস এবং টেক প্রপিট ব্যবহার করি। এতে আমার ঝুঁকি থাকেনা। তবে আমি যেটা করি এটার জন্য আপনা কে মার্কেট সমন্ধে একটা পূর্ব ধারণ রাখতে হবে। যেমনঃ আপনি ঘুমিয়ে গেলে মার্কেট টা আর কতটুকু উঠতে বা নামতে পারে। আপনার যদি এ সর্ম্পকে স্ট্রং ধারনা থাকে তবে আপনি ট্রেড করে ঘুমিয়ে পড়তে পারেন। এক কথায় আমার এই ট্রেডিং সিস্টেম টা লং টাইম ট্রেডিং এর জন্য।
-
ফরেক্স মোটেও সহজ কিছু না । এখানে টাকা আয় করা খুব সহজ কিছু না । ফরেক্স এ নিয়মিত উপার্জন করতে হলে কঠোর পরিশ্রম কার বাঞ্চনীয় । এই দুনিয়াতে কোনো কিছুই বিনামূল্যে আসে না । ফরেক্স উপার্জন করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক পড়াশোনা করতে হবে, ও অনেক দিন সময় নিয়ে ডেমো ট্রেড করতে হবে । ডেমো তা সফল হলে তবেই আমরা আমাদের নিজেদের মূলধন বাজারে বিনিযোগ করা উচিত । আর ট্রেড করার সময় মার্কেট এর ভিবিন্ন রকম এনালাইসিস গুলু ভালো ভাবে বুজতে হবে ও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারলে তবে ই আমরা মুনাফা অর্জন করতে পারব
-
হ্যাঁ আমি অনেক সময় ট্রেড করে ঘুমিয়ে পরি । আমি সব সময় টেক প্রফিট সেট করে দিয়ে রাখি । ফলে আমি অনেকটা নিশ্চিত থাকি । কারন আমি এনালাইসিস করেই ট্রেড করি । আমাদের যদি এনালাইসিস ভালো হয়ে থাকে এবং আমরা যদি অভিজ্ঞ হয়ে থাকি তাহলে ট্রেড করে ঘুমাতে কোন সমস্যা নাই । আপনি ঘুমাতে পারেন ।
-
আমি এখনো রিয়েল বা লাইভ ট্রেডিং শুরু করিনি,তবে আমার মনে হয় একজন ট্রেডার মার্কেটে ট্রেড ওপেন করার পরে নিশ্চিন্তে ঘুমাতে পারেনা, কেননা যতক্ষণ পর্যন্ত তার ওপেন করা ট্রেডটি ক্লোজ না হয় ততক্ষণ পর্যন্ত তার ভিতর একটা চিন্তা কাজ করতে থাকে যে কখন মার্কেট তার বিপরীত দিকে চলে যায় বা কখন তার টার্গেট অনুযায়ী পৌঁছায়।সেক্ষেত্ ে কোন ট্রেডার আর যদি ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে নেয়,পাশাপাশি ট্রেড ওপেন করার সময় স্টপ লস এবং টেক প্রফিট এর ব্যবহার করে থাকে তাহলে হয়তো সে মোটামুটি রিলাক্স থাকতে পারবে, তবে আমার মনে হয় যে সে সম্পূর্ণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না।
-
কিছুদিন পূর্বেও আমি যখন নতুন ট্রেডার ছিলাম তখন ট্রেড করে ঘুমিয়ে যেতাম না।যতক্ষণ পর্যন্ত না ঐ ট্রেড ক্লোজ না করতাম ভালো লাগতো না।তখন মূলত শর্ট টার্ম ট্রেড করতাম। কিন্তু বর্তমানে ট্রেড নিয়ে ঘুমানো স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে।আসলে এখন লং টার্ম ট্রেড করতে ভালো লাগে।তাই এখন আর ট্রেড নিয়ে আগের মত দু:চিন্তা, ইমোশন কাজ করে না।
-
না ভাই ঘুম আসে না সবসময় অস্থিরতা কাজ করে। আমি অধিকাংশ ট্রেডই স্ক্যাল্পিং করি। যেকারণে দ্রুত ট্রেড ক্লোজ করতে হয়। লট সাইজ বড় থাকে বলে টেনশন কাজ করে তাই আর ঘুম আসে না। কিন্তু স্টপ লস, টেক প্রফিট দেওয়া থাকলে টেনশন একটু কম কাজ করে। ট্রেড ওপেন করা মানেই ঘুম হারাম করা।
-
মাঝে মাঝে আমার ট্রেড দিয়ে আসলেও ঘুমিয়ে পড়ি, কারণ অতিরিক্ত চাপ নিয়ে ট্রেড করলে এরকমই হয়। তবে অতিরিক্ত চাপ নিয়ে ট্রেড না করাটা ভাল। ট্রেড হবে সম্পূর্ণ রিলেক্স মুডে। প্রতি দিন ১-২ টা ট্রেডের বেশি দেওয়া ঠিক নয়। আর প্রতিটি ট্রেডে ১০-২০ পিপস প্রফিট হলেই চলবে। আর এই পরিমান প্রফিট করা কোন ব্যাপার নয়।
-
না আমি ট্রেড দিয়ে কখনো ঘুমাতে পারি না। যতক্ষন ট্রেড ওপেন থাকে। যে কারণে দ্রুত ট্রেড ক্লোজ করতে হয়। লট সাইজ বড় থাকে বলে টেনশন কাজ করে তাই আর ঘুম আসে না। কিন্তু স্টপ লস, টেক প্রফিট দেওয়া থাকলে টেনশন একটু কম কাজ করে। ট্রেড ওপেন করা মানেই ঘুম হারাম করা।
-
আসলে প্রত্যেকটা ট্রেডই আমাদের জন্য এক একটা চ্যালেন্জ। ট্রেডের পর সবসময় একটা অস্থিরতা কাজ করে আমাদের মাঝে। যে কারণে ট্রেড ওপেন রেখে ঘুম আসে না। আর আমরা যারা অনভিজ্ঞ ট্রেডার তারা স্ক্যাল্পিং করি। সর্ট টাইম ট্রেডিং এ সর্বক্ষণ মার্কেট পর্যবেক্ষণ করতে হয়। তবে ছোট লটে স্টপ লস, টেক প্রফিট সেট করে লং ট্রেড করে ঘুমানো যায়।
-
ট্রেড করে ঘুমিয়ে পরার বিষয়টা ভাই ট্রেডিং টাইম এর উপর নির্ভর করে । কারণ আমি যদি সন্ধ্যায় ট্রেড করি আর রাত ২ টা পর্যন্ত কোন ট্রেডিং ফলাফল না পাই তাহলে আমি ট্রেড চালু রেখেই ঘুমিয়ে পড়ি আর যদি ট্রেডিং ফলাফল পাই সেক্ষেত্রে ট্রেড ক্লোজ করে ঘুমাই । আবার যদি দিনে ট্রেড করে দিনেই লাভ পাই সেক্ষেত্রেও ট্রেড ক্লোজ করে দেই । মাঝে মাঝে আমার ট্রেড ৭/৮ দিন ধরেও চলে । সেক্ষেত্রে আমি মাঝে মাঝে মার্কেট এর খবর নেই যদি লাভ হয় তখন ট্রেড কেটে দেই ।
-
আগে প্রত্যেকটি ট্রেড ওপেন করার পর মার্কেটের দিকে অনেক সময় খেয়াল করতাম এবং মুভমেন্ট দেখে অনেক সময় হতাশ হয়ে যেতাম । কারণ ওই সময় লস মেনে নেয়াটা তখনো শিখিনি । কিন্তু এখন আর মার্কেট দেখিনা কারণ বেশীর ভাগ সময় ট্রেড করার ক্ষেত্রে আমি স্টপ এবং টেক প্রফিট ব্যবহার করার চেষ্টা করি । তা সত্তেও ট্রেড যখন নিউজ আওয়ারের সময় ওপেন থাকে তখন বার বার মার্কেটে প্রবেশ করি ।
-
একথা সত্য যে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পরে প্রত্যেকটা ট্রেডারের মনেই সেই ট্রেড ক্লোজ হওয়ার আগ পর্যন্ত টেনশন বিরাজ করতে থাকে।এমনকি আমার ভিতর টেনশন কাজ করতে থাকে যতক্ষণ পর্যন্ত আমার ট্রেডগুলো ক্লোজ না হয়। কিন্তু তারপরেও আমি বেশ রিলাক্সে ঘুমাতে পারি বা ঘুমিয়ে থাকি,কারন আমি কোন ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ওপেন করার চেষ্টা করি পাশাপাশি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে থাকি, তাছাড়া আমি বিশ্বাস করি যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, তাই যদি কখনো মার্কেট অনেক বেশি বিপরীত দিকে যেতে থাকে তখন আমার ধৈর্য ধারণ করা ছাড়া তেমন কিছুই করার থাকেবে না, তাই শুধু শুধু বাড়তি টেনশন না নিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করি।
-
আমি দীর্ঘ সময়ের ট্রেড করে থাকি এবং আমি টেক প্রফিট ও স্টপ লস সেট করি। এরপর আমি মার্কেট থেকে চলে যাই এবং অনেকক্ষণ পরপর মার্কেটের অবস্থা দেখি। আর ঘুমাতে যাই যখন ঘুমের সময় হয়।
-
বৈদেশিক মুদ্রার বাণিজ্য একটি শক্ত বাণিজ্য, বৈদেশিক মুদ্রার বাণিজ্য একটি দীর্ঘ মেয়াদী বাণিজ্য। বৈদেশিক মুদ্রার বাণিজ্য একটি দীর্ঘমেয়াদী শেখার ব্যবসা। ফরেক্স বাণিজ্য একটি খুব ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জযোগ্য ব্যবসা। সুতরাং এটি শিখতে দীর্ঘ সময়ের প্রয়োজন। এটি জানতে দীর্ঘ সময় প্রয়োজন। সাফল্য পেতে এটি অবশ্যই দীর্ঘ সময়ের প্রয়োজন। সুতরাং আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
-
আমি যখন ট্রেড করি তখন সবসময় স্টপ লস ব্যাবহার করি। যার কারনে আমার ট্রেড নিলে ঘুমাতে সমস্যা হয় না। তবে প্রথমে আমি ট্রেড নিয়ে সারা রত ও জেগে থেকেছি। কারন তখন আমার ভয় লাগত। কিন্তুু আস্তে আস্তে আমার এ ভয় দূর হয়ে গেছে। এখন ট্রেড করে লাভ ও করতে পারি।
-
হ্যা,, আমি এই ফরেক্স মার্কেটে যখন প্রথম ট্রেড ওপেন করছিলাম,, তখন আমি ট্রেড ওপেন করে ঘুমিয়ে পড়েছিলাম । পরে যখন আমার ঘুম ভেঙে গেল,, তখন আমি দেখতে পেলাম যে আমার একাউন্ট জিরো হয়ে গিয়েছে । তাই আমি তার পর থেকেই সাবধান হয়ে গেছি এবং ট্রেড করার সময় চিন্তামুক্ত থাকি এবং অসাবধানতার সহিত ট্রেড ওপেন করার চেষ্টা করি ।
-
আমি ফরেক্স ট্রেডিং এ একজন নতুন সদস্য।আমি এখুনো রিয়েল ট্রেড করিনি তবে ডেমো ট্রেড করি। আমি ডেমো ট্রেডে ট্রেড ওপেন করে ঘুমিয়ে পড়ি তবে মাঝে দেখি কি অবস্হায় আছে।তবে আমি মনে করি রিয়েল ট্রেড করলে লাইভ ট্রেড করাই ভালো।
-
ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করতে হলে আগে মনটাকে ভালো রেখে কাজ করতে হবে।তাই আপনি যদি এমনটা মনে করেন যে আপনি আপনার ট্রেড অপেন করে ঘুমিয়ে পড়বেন সেই টা আপনি করতে পারেন।তবে ট্রেড অপেন করার আগে অবশ্যই আপনাকে tp এবং sl সেট করে তার পর আপনি আপনার খুশি মতো চলতে পারবেন।কিন্তু আপনি যদি এই টা না করে ঘুমিয়ে পড়েন তাহলে মার্কেট যদি বিপরীতে মুভ করে তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।তাই ট্রেড অপেন করার আগে অবশ্যই আপনাকে tp এবং sl সেট করতে হবে।তাহলে আপনি নিচ্চিন্তে ঘুমাতে পারবেন।
-
হ্যাঁ আমি ট্রেড নিয়ে ঘুমিয়ে পড়ি। আমি সেই সকল ট্রেনের জানি আমি লাভ করতে পারব। যার জন্য আমি ট্রেনে ঘুমিয়ে পড়ি। এবং তাতে আমি স্টপ লস এবং তাতে আমি টেক প্রফিট সেট করে দিই।
-
আসলে ফরেক্স মার্কেটের মুভমেন্ট বুঝা যায় না মার্কেট কখন কথায় উঠানামা করে তা বুঝা যায় না অনেক সময় ট্রেড করে ঘুমিয়ে পরলে দেখা যায় যে ঘুম শেষে একটা বিরাত লসের বঝা আমার কাঁধের উপর থাকে আমি কখনো ট্রেড করে ঘুমিয়ে পরি না আমি মনে করি ফরেক্স মার্কেটের জন্য ঘুম খুব বাজে জিনিস
-
আমি ফরেক্সে ট্রেড নিয়ে ঘুমাতে পারি। আমার কোন সমস্যা হয় না। কারন আমি যখন ট্রেড করি তখন সবসময় স্টপ লস ব্যাবহার করি। যার কারনে আমার ট্রেড নিলে ঘুমাতে সমস্যা হয় না। তবে প্রথমে আমি ট্রেড নিয়ে সারা রত ও জেগে থেকেছি। কারন তখন আমার ভয় লাগত। কিন্তুু আস্তে আস্তে আমার এ ভয় দূর হয়ে গেছে। এখন ট্রেড করে লাভ ও করতে পারি।
-
হ্যাঁ আমি ট্রেড অপেন করে ঘুমিয়ে পড়ি। কারণ, আমি টেক প্রফিট এবং স্টপ লস উল্লেখ করে দেই। এতে মার্কেট যদি নিচে যায় তাহলে আমার ট্রেডটি লসে ক্লোজ হয়ে যাবে এবং মার্কেট যদি অনুকুলে আসে তবে টেক প্রফিট হয়ে আমার ট্রেড আপনাআপনিই ক্লোজ হয়ে যাবে।
-
আমি নিশ্চিত না যে আমরা আমাদের করে ফরেক্স ট্রেডিং জিততে কোনও কৌশল ব্যবহার করতে পারি কিনা। যদি এরকম কিছু ঘটে থাকে তবে অবশ্যই ইতিমধ্যে অনেক ব্যবসায়ী রয়েছেন যারা কোটিপতি হন।অর্থ পরিচালন এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল নয়, অযাচিত ঝুঁকি হ্রাস করার একটি উপায় এবং লাভের পরিমাণ বাড়াতেও এটি ব্যবহার করা যেতে পারে। যা অবশ্যই জ্ঞান, প্রযুক্তিগত এবং মৌলিক বিশ্লেষণের সাথে সমর্থন করা উচিত।
-
হ্যাঁ আমি ট্রেড অপেন করে ঘুমিয়ে পড়ি। কারণ, আমি টেক প্রফিট এবং স্টপ লস উল্লেখ করে দেই। এতে মার্কেট যদি নিচে যায় তাহলে আমার ট্রেডটি লসে ক্লোজ হয়ে যাবে এবং মার্কেট যদি অনুকুলে আসে তবে টেক প্রফিট হয়ে আমার ট্রেড আপনাআপনিই ক্লোজ হয়ে যাবে।
-
কিছুদিন পূর্বেও আমি যখন নতুন ট্রেডার ছিলাম তখন ট্রেড করে ঘুমিয়ে যেতাম না।যতক্ষণ পর্যন্ত না ঐ ট্রেড ক্লোজ না করতাম ভালো লাগতো না।তখন মূলত শর্ট টার্ম ট্রেড করতাম। কিন্তু বর্তমানে ট্রেড নিয়ে ঘুমানো স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে।আসলে এখন লং টার্ম ট্রেড করতে ভালো লাগে।তাই এখন আর ট্রেড নিয়ে আগের মত দু:চিন্তা, ইমোশন কাজ করে না।
-
হ্যাঁ আমি একটা ট্রেড ওপেন করে অনেক সময় ঘুমিয়ে যায় । কারন আমি একটু লং ট্রেড করি । টেক প্রফিট সেট করে আমি ঘুমাই কারন আমার এনালাইসিস এর উপর আমার ভরসা আছে । তবে যদি আমদের কারো ব্যালেন্স অল্প হয় তাহলে আমদের এভাবে ঘুমানো থিক হবে না । আর কম লট এ ট্রেড ওপেন করতে হবে তাহলে ট্রেড কিছুটা লসের দিকে যাবার পর আবার রিভার্স এ আসার সুযোগ পাবে ।
-
আপনি অল্প সময়ের মধ্যে ফরেক্স ট্রেডিংয়ে সমৃদ্ধ হওয়ার জন্য এই জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে দেখায় যে আপনি ইতিমধ্যে আপনার বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের যাত্রায় এটি ভুল করে ফেলেছেন কারণ যে কোনও ব্যবসায়ী যে ফরেক্স ট্রেডিংয়ে শর্ট কাট থেকে সাফল্যের সন্ধান করছেন তিনি কখনই ব্যবসায়ী হিসাবে সফল হতে পারবেন না তবে এরকম কী? একজন ব্যবসায়ী কেবলমাত্র ভুল দিকনির্দেশনা পাবে এবং তার অ্যাকাউন্টটি হারাতে পারলে আমি দীর্ঘদিন ধরে এই খেলায় আছি এবং আমি জানি ফরেক্স ট্রেডিংয়ে সাফল্যের পথে আমি কী নিয়ে যাচ্ছি তা একটি ধীর অথচ অবিচল পদ্ধতি এবং দ্রুত নয় আক্রমণাত্মক পদ্ধতির এবং আবারও আপনি সবচেয়ে বেশি পুনরাবৃত্তি করতে পারেন আপনার নিজের বিকাশ এমন মাত্রায় যাতে এই দুটি মানসিক নিয়ম আপনার মনের মধ্যে লেগে থাকে এবং আপনি অনুশীলন (ডেমো ট্রেডিং) এবং সঠিক কৌশল রেখে এই বিধিগুলি বজায় রাখার জন্য ব্যবসায়ের দক্ষতা এবং শৃঙ্খলা তৈরি করেছেন have এবং অর্থ পরিচালনার দক্ষতা। এখানে নিয়ম আছে। বিধি 1, টাকা আলগা করবেন না, বিধি 2 নিয়ম এক নম্বর ভুলে যাবেন না। লিখেছেন ওয়ারেন বুফেট।
শেষ বার বার সম্পাদনা করেছেন
-
মার্কেটের দৈনিক প্রাইজের হাইয়ার ও লোয়ার পাইজকে যোগ করে ২ দিয়ে ভাগ করলে যে ফলা পাওয়া যায় তাকে ডেইলি পিভট পয়েন্ট বলে । ডেইলি পিভট পয়েন্ট কি ভাবে বের করব। কেই জানলে একটু বলবেন । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে এ্যানালাইসিস করার চেষ্টা করব ।
-
না এই বিষয় আমার মদ্ধে তেমন কিছু ভয়ের কাজ করে না কারন আমি চেষ্টা করি ট্রেড যেন বেশি না থাকে ... বেশি ট্রেড থাকলে দুরচিন্তা সবারই হয় । আর আমি খেয়াল রাছি বেশি করে মানি-মানেজমেন্টের দিকে
কারন মার্কেট যদি বেশি উঠে বা নামে তাহলে আমার ব্যাক-আপ যেন ঠিক তাকে সেই দিকে বেশি খেয়াল রাখি ।
-
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন পেশাদার ক্যারিয়ারের দিক দিয়ে আমি বাজারের অবস্থা বোঝার চেষ্টা করি। খুব তাড়াতাড়ি বাজারে ফিরে এসেছি। যে কোনও ক্ষেত্রে, দীর্ঘস্থায়ী এক্সচেঞ্জটি যদি খোলা থাকে, আমি এক্সচেঞ্জের সাথে অন্য কাজগুলি সম্পাদন করি বা বন্ধ করে দিয়েছি। যাইহোক, প্রাথমিকভাবে, কল্পনাটির কোনও প্রসারিত করে কোনও বিশ্রাম ছিল না।
-
আমি ট্রেড দিয়ে মার্কেটের অবস্থা বোঝার চেষ্টা করি। কিছুক্ষন পর পর আমি মার্কেটে ফিরে আসি। তবে লংটাইম ট্রেড ওপেন করলে আমি ট্রেড দিয়ে অন্য কাজ করি বা ঘুমিয়ে পরি। তবে প্রথম দিকে মোটেও ঘুম আসত না শর্ট টাইমের ক্ষেত্রে তো ঘুমের প্রশ্নই উঠে না।
-
হ্যা , আমি মাঝে মাঝে ছোট লটে ট্রেড করে ঘুম আসি , তবে বড় লটে ট্রেড করলে চেষ্টা করি ট্রেড বন্ধ করে ঘুম আসতে , তবে অনেক সময় আবার হয় না , । আমি মনে করি বড় লটের ট্রেড করে ট্রেড বন্ধ ঘুম আসা ভাল ।
-
আমি দীর্ঘ সময়ের ট্রেড করে থাকি এবং আমি টেক প্রফিট ও স্টপ লস সেট করি। এরপর আমি মার্কেট থেকে চলে যাই এবং অনেকক্ষণ পরপর মার্কেটের অবস্থা দেখি। আর ঘুমাতে যাই যখন ঘুমের সময় হয়।
-
জিও, আমার প্রিয় ভাই, আমি আপনার সাথে এবং আপনার প্রকৃত বন্ধুর সাথে একমত হই যে আমাদের অবশ্যই এটিতে বাণিজ্য করতে হবে এবং আমাদের এতে বাণিজ্য করা উচিত। আমরা এতে সোনার সন্ধান করব না, আমাদের বাণিজ্য করা উচিত, আমরা সফল হব। চেয়ে ভাল এটি আমরা এতে কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা করি
-
আমি আমার ট্রেডিং কার্য চলাকালীন অন্য কোন কিছু ভাবতে পারি না, ঘুমের কথা তো বাদ দিলাম। তবে আমি স্কাল্পিং ট্রেডিং করতে বেশি পছন্দ করি তাই আমাকে অল্প সময় ব্যয় করলেই হয়ে যায় এবং আমি আমার ট্রেডিং সম্পন্ন করার পর ঘুমাতে যায়।