আমার আগে থেকেই ফরেক্স মার্কেটে সম্পর্কে লেখা লেখি করতে অনেক ভাল লাগে আর আমি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে শুরু করি তারপর থেকে আরো ভাল লাগে। তাই ফরেক্স ফোরামে আমি অনেক লিখা লিখি করি আর প্রতি মাসে ফরেক্স ফোরাম থেলে বোনাস নিয়ে থাকি।
Printable View
আমার আগে থেকেই ফরেক্স মার্কেটে সম্পর্কে লেখা লেখি করতে অনেক ভাল লাগে আর আমি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে শুরু করি তারপর থেকে আরো ভাল লাগে। তাই ফরেক্স ফোরামে আমি অনেক লিখা লিখি করি আর প্রতি মাসে ফরেক্স ফোরাম থেলে বোনাস নিয়ে থাকি।
ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে আমার ভালই লাগে । আমি চাই আম্র দারা আর ১০ জনের উপকার হক । আর এর মাধমে আমারও উপকার হয়।
ফরেক্স সম্পর্কে লিখা লেখি করতে অনেক ভাল লাগে কারন ফোরামের মাধ্যমে অামি ফনেক কিছু জানতে পারি এবং এটার মাধ্যমে আমি আমার সমস্যা গুলো লিখে সেগুলোর সমাধান পাই।
ফরেক্স সর্ম্পকে লেখালিখি করতে অামার খুবই ভালো লাগে । কারণ ফরেক্স ব্যবসা এমন একটি আর্ন্তজাতিক ব্যবসা এ ব্যবসা না করে পারা যায় না যদি কোন ট্রেডার জীবনে উন্নতি করতে চায় । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য ফোরামে লেখালিখি চালিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে এবং শুধু লেখালেখি করা নয় অন্যদের লেখা পড়তে আমার আরও বেশি ভাল লাগে। ফরেক্স ফোরাম সাইটে লেখালেখি করলে অনেকের সুবিধা হয় ফরেক্স সম্পর্কে ।
ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে ভালো লাগে। এর মাধ্যমে নিজের মত প্রকাশ করতে পারি এছাড়াও অন্যান্যদের মতামতও জানতে পারি। বিশেষ করে লেখা লেখির মাধ্যমে নিজের ধারনা শেয়ার করতে পারি। যখনি সময় পাই ফোরামে এসে বিভিন্ন জনের থ্রেড পড়ি। ভালো লাগেলে নিজের মন্তব্য প্রকাশ করি।
ফরেক্সে লেখালেখি করতে অবস্যি ভাল লাগে । এতে সুধু ভাল লাগাই নয় এখানে লাভও আছে বিভিন্ন জনের মতামত সেয়ার করলে অনেক কিছু জানা যায় যা নিজের ট্রেডঅর সময় কাজে লাগে ।
আমার ফরেক্স হাতে খড়ি এই ফোরামের মাধ্যমেই । আর আমি প্রথম থেকেই অভিজ্ঞ ও ভাল লেখকদের অনুসরন করে লিখালিখি চালিয়ে যাচ্চি । আর অবশ্যই আমি এটাকে যথেষ্ট উপভোগ করছি । আমি মনে করি যে ফরেক্স নিয়ে যত লেখালিখি করা যাবে তত বেশি নিজের জ্ঞান বৃদ্ধি পাবে । এটা অবশ্যই আমাদের জন্য একটা ইতিবাচক *দিক যার মাধ্যমে দক্ষতা বাড়ানো যায় ।
ফরেক্সে লেখা লিখি করতে আমার প্রথম প্রথম ভালো লাগতো কিন্তু এখন অনেক বোরিং লাগে । কিন্তু কিকরা ফরেক্সে লেখা লেখি করিতো কিছু ডলার আয় করার জন্য । তাই বোরিং হওয়া সত্তেও ফরেক্সে লেখ লিখির কাজ টা করে যাচ্ছি । যদি ফরেক্সে লেখা লিখি টা ১ লাইনে হতো তাহলে আমার জন্য ভালোই হতো । ফরেক্সের লেখা লিখির ঝামেলা একদম ভালো লাগে না । আপনাদের কার কাছে লেখা লিখি কেমন লাগে তা জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে না এটা বলতে পারি ।
ফরেক্স সম্পকে লেখালেখি করতে অনেক ভাল লাগে । এর একটি বড় কারন হচ্ছে ফরেক্স সম্পকে লেখালেখি করতে করতে অনেক কিছু শেখা যায় । যা থেকে ভবিষৎতে অনেক কিছু শেখা যায় । ফরেক্স ট্রেডিং এর এরকম নানা রকম সুবিধা হচ্ছে । আসলে জ্ঞানের ধম হচ্ছে তা অন্যের নিকট ছড়িয়ে দিতে হবে ।
আসলে ফরেক্স সম্পর্কে লেখতে আমার অনেক ভাল লাগে।এখান থেকে আমি ব্যাবসা সম্পর্কে অনেক কিছু শিখতে পারবো।ফরেক্স বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে আমার অনেক সমস্যার সমধান খুজে পাই।তাছাড়া যারা ফোরামে নতুন তারা ফোরামে কথোপকথনের মাধ্যমে অনেক উপকৃত হবে বলে আমি মনে করি।
সত্যি কথা বলতে কি প্রথমে এই সাইট এ অনেক বোরিং লাগতো কিন্তু দিন যত যাচ্ছে তত ভালো লাগছে , আমি অনেক কিছু শিখতে পেরেছি এই সাইট এর মাধ্যমে , তাই ফরেক্স এর এই পর্যায়ে এসে আমি বলতে চাই আমার ভালোই লাগছে ফরেক্স নিয়ে লেখা লেখি করতে
আমার কাছে যে কোন কিছু লেখালেখি করতে ভাল লাগে। আর ফরেক্স এ টাইপ করতে আমার আরো ভালো লাগে। কারন ফরেক্স এ অনেক কিছু শিখছি এবং টাইপ করে আমি আমার হাতটা কম্পিউটার দ্বারা অনেকটা টাইপ করে আমার হাত টাইপ করা ক্লিয়ার করতে পারছি।
ভাল কিছু করতে কার না ভাল লাগে । ফরেক্স তো অনেক ভাল একটা ব্যবসা । ফরেক্স ব্যবসা করে অনেকে কটিপতি হয়েছে । আমি মনে করি আমি ফরেক্স ট্রেডার হয়ে অনেক ভাল কিছু করেছি । আর সত্যি ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে আমার অনবেক ভাল লাগে । আমি সব সময় ফরেক্স নিয়ে আমার ফেসবুকে পোষ্ট করি । তাতে আমার অনেক ফেসবুকের বন্ধু ফরেক্স এ নাম লিখিয়েছে ।
ফরেক্স বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে আমার অনেক সমস্যার সমধান খুজে পাই। শিখার সময় অনেক ছোট ছোট বিষয় দেখানোর হয়। যা হয়ত পরে আমরা ভুলে যায়। কিন্তু ফরেক্স লেখার জন্য সে সব ছোট ছোট বিষয়গুলো আমার লেখা হয়ে যায়। আমি যখনই সময় পাই ফরেক্স মার্কেটে পোরাম পোষ্ট লেখার চেষ্টা করি।
নিজের তৈরী করা নিয়ম কখনই ভাঙ্গবেন না ট্রেড করার সময়। আমি এমন অনেক ট্রেডারকে জানি যারা বেশ ভাল ট্রেড করে কিন্তু ঠিকতে পারে না। কারণ উল্টা পাল্টা ট্রেড করে লাভের থেকে লসের পাল্লা ভারী করে ফেলে। ফলাফল একাউন্ট জিরো। তাই ট্রেড করার আগে দেখুন আপনার মুলনীতির সাথে যায় কিনা। গেলেই একমাত্র ট্রেডে এন্ট্রি নিতে পারেন। নতুবা এই চার্ট ছেড়ে অন্য চার্টে যান যেখানে আপনার সাথে প্রাইস ও ইত্যাদি মিলবে। অনুমানে ট্রেড করা যাবে না কোন ভাবেই।
ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে আমার কাছে অনেক ভাল লাগে কারন ফরেক্স থেকে আমার জীবন চলার জন্য অনেক কিছু জানতে পারছি আর সেটা শিক্ষার গুরু হল ফোরাম। ফোরাম থাকার কারনে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারি এখনো শিখতেছি।
ফরেক্স সম্পর্কে লিখা লিখি করতে আমার ভালই লাগে বলতে পারেন মজা পাই।। বন্ধুদের নতুন নতুন সমাধান দিতে পারি।। নিজেও এখান থেকে অনেক কিছু শিখি ।। আর লিখা লিখি করলে নিজের স্কিল বাড়ে। সরব পরি কার সাথে ফরেক্স নিয়া আলচনা করে তার সমাধান দিতে পারলে নিজেরি অনেক ভাল লাগে আর অই মানুস্টির অ অনেক উপকার হয়।।
ভাল কিছু করতে কার না ভাল লাগে । আমি জানি আমার এই ফরেক্স সম্পর্কে লেখাটা অনেকের কাছে চলে যায় । আর তারা আমার এই লেখাতা পড়ে অনেক কিছু শিখে থাকে । আর এই জন্য আমি অনেক ভাল করে লেখার চেষ্টা করি । সত্যি মন থেকে বলছি ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে ওনেক অনেক লাগে ।
ফরেক্স মার্কেট সম্পর্কে লেখালেখি করতে অনেক ভাল লাগে যদি আমার লেখে দেখে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে সফলতা আসে তাহলে আমার লেখালেখি ফরেক্স মার্কেটে অনেক সার্থকতা পাবে,তাই ফরেক্স মার্কেটে ভাল ভাবে ট্রেডিং করতে হবে, ফরেক্স মার্কেটে ভাল ট্রেড করার কোন বিকল্প নেই।
ফরেক্ম নিয়ে লিখা লিখি করতে আমার অনেক বেশী ভাল লাগে এবং আগ্রহ নিয়ে লিখা লিখি করছি । এতে আমার এক দিকে বাংলা লিখার হাত তৈরী হচ্ছে অন্য দিকে ফরেক্স সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন হচ্ছে । আমি যতিই বশী লিখছি ততই বেশী শিখছি । ফরেক্সে যে যত বেশী শিখবে সে তত বেশী ভাল করবে । ফরেক্স ব্যবসাতে লাভ করতে হলে জানার কোন বিকল্প নেই । না জেনে ফরেক্স করবেন তো লস করবেন এতে কোন সন্দহ নেই ।
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স ট্রেডিং সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে এবং শুধু লেখালেখি করা নয় অন্যদের লেখা পড়তে আমার আরও বেশি ভাল লাগে। ফরেক্স ফোরাম সাইটে লেখালেখি করলে অনেকের সুবিধা হয় এবং যারা লেখেন তাদেরও সুবিধা হয়।
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার খুব ভাল লাগে। আমি যখন ফরেক্স এ নতুন জয়েন্ট করেছি তখন আমি অতটা টাইপ করতে পারি নি। এখন আমি এই ফরেক্স ফোরামে টাইপ করে অনেকটা টাইপ করতে পারি এবং আমি কম সময়ে অনেকটা টাইপ করতে পারি এবং ফরেক্স এর ভিভিন্ন ধরনের কথাবার্তা সবকিছু খুব কম সময়ে অনেকটা উত্তর দিতে পারি টাইপ স্পিড এম মাধ্যেমে।
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার খুভ ভাল লাগে কারন সম্পর্কে জত বেশি আলচনা করা হয় লেখালেখি করা ততই ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং ফরেক্স সম্পর্কে জানা যায় ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা বাড়ে তাই ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে ভাল লাগে।
ব্যক্তিগতভাবে আমার ফরেক্স ট্রেডিং সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে এবং শুধু লেখালেখি করা নয় অন্যদের লেখা পড়তে আমার আরও বেশি ভাল লাগে। ফরেক্স ফোরাম সাইটে লেখালেখি করলে অনেকের সুবিধা হয় এবং যারা লেখেন তাদেরও সুবিধা হয়।
ফরেক্স ফোরামে লেখালেখি করতে অনেক ভাল লাগে। ফরেক্স ফোরাম এ লেখালেখি করে অনেকটা টাইপ এর ক্ষেত্রে অনেকটা আমার হাত স্পিড হয়ে গেছে । এছাড়া ফরেক্স ফোরামে এই টাইপ করে আমি ফরেক্স মার্কেট এর অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করছি।
ফরেক্স সম্পকে লেখালেখি করতে আসলেই আমার খুব ভাল লাগে কারন আমি খুব দ্রুত লিখতে পারি ও ফরেক্স সম্পকে মোটামুটি জানি। তাই কোন প্রশ্ন কেউ জিজ্ঞাসা করলে আমি সেগুলার ভালকরে উত্তর দেওয়ার চেস্টা করি এতে আমার নিজের কাছে ভাল লাগে।আর আমি যা জানি তা অন্যকে জানাচ্ছি এর জন্য আমার ভাল লাগে।আমি কোন সমস্যাই পড়লে প্রশ্ন করি ও জানার চেস্টা করি।
লেখা লেখি করাটা আমার কাছে এক ধরনের সখ। আগে প্রচুর লিখা লেখি করতাম। গল্প কবিতা প্রবন্ধ ইত্যাদি। কিন্তু এখন সময় এবং সুযোগের অভাবে তেমন একটা লেখা লেখি করা হয় না। বলতে পারেন লেখা লেখি করার সময়ই পাই না। কিন্তু এখন ফোরামে লিখতে পেরে অনেক ভাল লাগে। বিশেষ করে ফরেক্স সম্পর্কে লেখা লেখির মজাই আলাদা।
ভাই আপনি সুন্দর কথা বলেছেন আমার ফরেক্স কমেন্ট করতে অনেক ভাল লাগে কারন এখন থেকে আমি আমার প্রশ্নের উত্তর পায় | এখান থেকে আমার সমস্যা গুলো আমি সমাধান পায় তাই আমি ফরেক্স কমেন্ট করি | আমি আমার সমস্যা গুলো আপোণাদের মাঝে রাখি আপনার উত্তরদেন তাই আরও বেশি ভাল লাগে |
ফরেক্স সর্ম্পকে লেখালেখি করতে খুব ভালো লাগে । কারণ এটা এমন একটা ব্যবসা যা দক্ষতা অর্জন করতে পারলেই সফলকাম হওয়া সম্ভব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা বেশী বেশী দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারব ।
সবথেকে ভাল কথা এখানে কথাবার্তা বললে টাকা পাওয়া যায়।এটাই সব থেকে ভাল বেনিফিট।
লেখালেখি করলে ফরেক্স সম্পর্কে আগ্রহ বাড়তে থাকে । সব মিলিয়ে ফরেক্স নিয়ে লেখালেখি করতে ভালোই লাগে । ফরেক্স নতুন নতুন বিষয়ের উপর ধারনা দিয়ে থাকে । অামরা ফরেক্স মার্কেটে অতি অাগ্রহের সহিত কাজ করার চেষ্টা করব এবং লিখে তার সঠিক ব্যবহার করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
ফরেক্স নিয়ে লেখালেখি করতে ভালো লাগে । তবে আমি নতুন ট্রেডার হিসেবে বলতে পারি যে নতুন ট্রেডার এর জন্য ফরেক্সের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক কিছু লেখালেখি হয় না । তাই নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে পারলে একদিকে যেমন জ্ঞানভান্ডার সমৃদ্ধ হবে তেমনি করে অনেক বেশি পরিমাণে লাভবান হওয়ার যাবে ফরেক্সে ট্রেডিং করার মাধ্যমে । ফরেক্সে ট্রেডিং করতে দক্ষতা ও ফরেক্স জ্ঞানের বিকল্প নেই ।
ফরেক্স সম্পর্কে আমার স্টাডি করতে ভালো লাগে। আর একারনে আমি যখন অবসর সময় পাই তখন ফরেক্স এর বই পরি। আমি ফিবোনাচি নিয়ে স্টাডী করি। কারন্স এটি একটি কার্যকরী ট্রেডিং সিটেম। আমি ট্রেন্ড লাইন নিয়ে স্টাডী করি। আর ফোরমা পোস্টিং এ মনোযোগ সহকারে পোস্টিং করে থাকি।
আমি এমনিতেই ফরেক্স সম্পর্কে জানতে খুবই পছন্দ করি।ফরেক্স সম্পর্কে লেখালেখি করলে ফরেক্স বিষয়ে অনেক কিছুই অনেক ক্লিয়ার হয়ে যায়।নিজের জানা কিছু অন্যের সাথে শেয়ারিং করা হয়।আমি আমার ট্রেডিং অভিজ্ঞতা সবাইকেবানা বলতে পারছি। এতে করে অনেকে অনেক উপকৃত হচ্ছে।আমি মনে করি ফরেক্স কে ভাল ভাবে জানার জন্য এটি দারুন কাজ করছে। এই লেখালেখির সুজোগ এর ফলে পুরাতন ট্রেডার দের অভিজ্ঞতা ও বৃদ্ধি পাচ্ছে।
যেকোন বিষয়ে জানার জন্য এবং সেই সম্পর্কে পূর্ণ জ্ঞানার্জন করার জন্য আলোচনা ও গ্রুপ ডিসকাশন খুবই দরকার। আর সেই সুযোগ এই ফোরাম আমাদের করে দিচ্ছে। এজন্য এই ফোরামকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসলে ফরেক্স থেকে সফলভাবে আয় করতে এর সম্পর্কেও আমাদের প্রচুর পরিমানে জ্ঞান আহরন করতে হবে। এজন্য নিজেদের জ্ঞান অন্যের কাছে শেয়ার করতে হবে আর অন্যের জ্ঞান নিজের করে শিখতে হবে। তাই জ্ঞান শেয়ার করার জন্য লেখালেখি খুবই জরুরী। এক কথায় ফরেক্স এর মত এত সুন্দর একটা বিষয় নিয়ে লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে।
ফরেক্ম নিয়ে লিখা লিখি করতে আমার অনেক বেশী ভাল লাগে এবং আগ্রহ নিয়ে লিখা লিখি করছি । এতে আমার এক দিকে বাংলা লিখার হাত তৈরী হচ্ছে অন্য দিকে ফরেক্স সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন হচ্ছে । আমি যতিই বশী লিখছি ততই বেশী শিখছি । ফরেক্সে যে যত বেশী শিখবে সে তত বেশী ভাল করবে । ফরেক্স ব্যবসাতে লাভ করতে হলে জানার কোন বিকল্প নেই । না জেনে ফরেক্স করবেন তো লস করবেন এতে কোন সন্দহ নেই ।
অাসলে ফরেক্স সম্পর্কে লেখালেখির মাধ্যমে যেমন কিছু বোনাস পাওয়া যায় তেমন অনেক কিছু শিখা যায়। তবে মূল একটি কথা হলো ফোরামে নিয়মিত অাসার ফলে ফরেক্স এ ট্রেডিং এর অনেক খুটিনাটি শিখার সুযোগ রয়েছে যার ফলে ভালো মানের একজন ট্রেডার হওয়া ও ফরেক্স এ অভিজ্ঞ হওয়ার যায়। অাবার পাশা পাশি কিছু অর্থ অায়ের মাধ্যমে নিজেকে সাবলম্ভি করার সুযোগ ও ফোরাম কর্তৃপক্ষ অামাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছেন। সো সব দিক মিলিয়ে ফোরামে ফরেক্স সম্পর্কে লেখা লেখি করা অামার কাছে ভালোই লাগে।
হ্যাঁ ফরেক্স সম্পর্কে আমার লেখা লিখি করতে ভালো লাগে। ফরেক্স লেখা লিখি করার মাধ্যমে আমি যা জানি তা শেয়ার করতে পারি এবং আমি যা না জানি তা আমি শিক্ষতে পাড়ি। আমি ফরেক্স এর একজন নতুন সদস্য তাই আমার ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিক্ষার আছে। আমি ইতিমধ্যে ফরেক্স লেখা লিখি করে অনেক কিছু শিক্ষেছি।
ফরেক্স নিয় লিখা লিখি করতে ভাল লাগে কারন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে ভালবাসি আসলে কিছু লিখে যদি মানুষের উপকার হয় তা হলে তো ভাল লাগে আমি মনে করি আমার কাছে কেও যদি কিছু শিখতে পারে তা হলে আমার ভাল লাগে বাংলাদেশ এ অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করে তারা অনেক জনকে ফরেক্স সিখাই ও