টেকনিক্যাল এনালাই বেশি ভালবাসি,এটা কি ঠিক ?
Quote:
Originally Posted by
Nayan22
টিকে থাকতে হলে আপনাকে নিউজ এবং টেকনিকাল দুটো শম্পরকেই ভাল ধারনা থাকতে হবে, কেবল একটির পিছেনে পড়ে থাকলে আপনার ফরেক্স এ সফলতা কখনই আশবেনা। একটা সময় না একটা সুময় আপানি ধরা খাবেনি।
আমি টেকনিক্যাল এনালাইসিস বেশি ভালবাসি। কারণ, আমি স্টপলস ব্যবহার করে ট্রেড করি। ফান্ডামেন্টাল এনালাইসি অর্থাৎ মার্কেট ট্রেন্ডের দিকে ট্রেড করি কিন্তু স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের জন্য আমি টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করি। আমার মতে, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এ দুটি এনালাইসিসই খুব গুরুত্বপূর্ণ। মার্কেটের পরিবর্তন হয় ফান্ডামেন্টাল কারনে আর তাই টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী ট্রেড করে আমরা লাভবান হওয়ার নিশ্চয়তা আছে বলে আমার মনে হয়না। মার্কেট যদি বাই মোডে যায় তবে যে, শুধুমাত্র বাই আর বাই হতে থাকে তা নয় ইনভেষ্ট জনিত ও আরও বিভিন্ন কারনে কিছুটা আপ-ডাউন হয়। কিন্তু প্রকৃতভাবে কি ধরনের পরিবর্তন হচ্ছে তা বুঝার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিসে কোন বিকল্প নেই।