ফরেক্স মার্কেট এর গুরুত্বপূর্ণ টুলস হয়ছে স্টপলস,এটি এমন একটা জিনিস আপনি যদি আপনার এন্ট্রিতে না ব্যবহার না করেন তাহলে আপনি বড় লস এর স্বীকার হবেন,এটি সেট করে রাখলে মার্কেট যদি ওই লেভেল এ যাই তাহলে অটোমেটিক আপনার এন্ট্রি ক্লোজ হয়ে যাবে,ফলে আপনি বড় লস হতে সেফ থাকবেন।