-
আমি ওআপনার সাথে একমত যে দক্ষতা এবং পরিশ্রম এই দুই এক সাথে নিয়ে অগ্রসর হলে অবশ্যই সফলতা আসবে তবে এর সাথে আমি আরো দুই একটি বিষয় সংযুক্ত করব আর তা হল ফরেক্স ট্রেডিংয়ে সফলতা মানেই ভাল প্রফিট আর এই ভাল প্রফিট আয় করতে হলে আপনাকে অবশ্যই নিলোভি হতে হবে,অতিরিক্ত আবেগ এবং উত্তেজনা পরিহার করতে হবে,নিজেস্ব ট্রেডিং কেৌশল গড়ে তুলতে হবে।
-
ভাই আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করা বা ফরেক্স মার্কেট এ শ্রম দেয়ার ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন।হ্যাঁ ভাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ বা দক্ষ হতে হবে।এর পাশাপাশি আমাদের কে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের শ্রম ব্যেই করতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করা অত সহজ নই যত সহজ আমরা মনেকরি।আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাইসিস করি।
-
জি আসলে দক্ষতা তো আর নতুন ত্রেদার হিসেবে আপনি যোগার করতে পারবেন না, আপনি পরিশ্রমের সাথে ট্রেড করলে অথবা যেকোনো কাজ করলে করতে করতে আপনি সেই কাজে অথবা ট্রেডিং এ দক্ষ হয়ে উঠবেন, একাগ্রতা নিস্তা এবং আবেগে নিতন্ত্রন এবং ধৈর্য অনেক গুরুত্ব ট্রেড করার ক্ষেত্রে. সুতরাং আপনাকে এই সবুগ্লো যদি মেনে চলতে পারেন, আপনি সফল হবেন ই.
-
যেকোন ব্যবসা করতে হলে দক্ষতা ও পরিশ্রম অতি গুরুত্তপুর্ন । দক্ষতা ও পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব । আর সফলতার মূলেই রয়েছে এই দুইটি বিষয় । ফরেক্স মার্কেট এ কাজ করার জন্য দক্ষতা ও পরিশ্রম করতে পারলে ফরেক্স এর মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব । দক্ষতা না থাকলে আর ফরেক্স এর পেছনে পরিশ্রম না করলে কোনদিনেই সফলতা অর্জন করা যাবে না । তাই বলা যায় দক্ষতা ও পরিশ্রম = সফলতা । দক্ষতা ও পরিশ্রম করতে পারলে যেকেউ সফলতা অর্জন করা সম্ভব ।
-
যে কোন কাজের সফলতার জন্য দক্ষতা ও পরিশ্রম প্রয়োজন।ফরেক্স এমন একটি প্রতিষ্ঠান যেখানে দক্ষতার সাথে পরিশ্রম করলে প্রচুর সফলতা পাওয়া সম্ভব।ফরেক্স এর অনেক দক্ষ ট্রেডার রয়েছে যারা প্রচুর দক্ষতার সাথে পরিশ্রম করে সফলতা অর্জন করেছে।
-
যদি কোনো মানুষ একটি কাজ করে আর সে ব্যক্তির ঐ কাজের দখতা না থাকে এবং সে ব্যক্তি পরিশ্রম না করে তাহলে কখনই সফলতা অরজন করতে পারবে না।তাই কোনো কাজ করার আগে সে কাজের প্রতি দখতা ওপরিশ্রম থাকতে হবে তাহলে সফলতা আসবে।
-
পরিশ্রম সৌভাগ্যের চাবি কাঠি এই কথাটার ফল তখনই পাওয়া যাবে । যখন আমাদের দক্ষতা , ধৈর্য আর একাগ্রতা এই সবগুলো একসাথে প্রয়োগ করতে পারবো তখনই সফলতা আমাদের হাতের কাছে ধরা দিবে ।
-
ফরেক্সে সফল হওয়ার পেছনে অনেক কিছু কাজ করে:
১। ফরেক্স জ্ঞান।
২। এনালাইসিসে দক্ষতা।
৩। সঠিক সিদ্ধান্তের ক্ষমতা।
৪। সাহস।
৫। ধৈর্য্য।
৬। ইমোশন নিয়ন্ত্রণ।
৭। সময়, মনোযোগ দেওয়া।
-
দক্ষতা ও পরিশ্রমের ফলোশ্রুতিতে সফলতা অর্জন সুনিশ্চিত। আত্মবিশ্বাসের সহিত বলা যায় জিনি দক্ষ ও পরিশ্রমী তিনি জীবনে অনেক উনতি করতে পারবেন।দক্ষ ও পরিশ্রমী ছাড়া ফরেক্স মার্কেটে নিজেকে সাভলম্বী করা যায়না।তাই আপনাকে ফরেক্স ট্রেড করতে হলে কঠোর পরিশ্রম এবং অনেক ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে।ধন্যবাদ
-
পরিশ্রম সভাজ্ঞের প্রশতি। দক্ষ ও প্ররিশমী ছারা যেমন সফলতা অর্জন সম্ভাভ নয়। কোন কাজ করতে গেলে তাকে অবশয় কাজের প্রতি দক্ষ ও পরিশ্রমী হতে হবে। তা না হলে সে কাজে সফলতা আশা করা সম্ভব নই। তাই সফলতা আনতে হলে তাকে অবশ্যই দক্ষ এবং পরিশমী হতে হবে। নতুবা সফলাতা আশা করা যাই না।
-
আপনি একটি ব্যবসায় করবেন। যদি সেই ব্যবসায়ে আপনি সফলতা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, তা নাহলে আপনি সফলতা পাবেন না। আমি মনে করি কোন কিছু থেকে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের প্রয়োজন হবে। এর উপর অনেক জ্ঞান অর্জন করতে হবে তারপর সফলতা অবশ্যই আসবে।
-
আমরা সবাই জানি ফরেক্স খুব রিস্কি এবং কঠিন ব্যবসা। ফরেক্স এ সফলতা অর্জন করা অনেক কঠিন এজন্য আমাদের অনেক পরিশ্রম করাতে হয় প্রতিদিন ফরেক্স এর উপর এনালাইসিস করতে হয় এর সঠিক ভাবে এনালাইসিস করলে একদিন সফলতা আসবেই তবে ফরেক্স এ অনেক দক্ষ হতে হবে কারন দক্ষতা সারা পরিশ্রম করে ফরেক্স এ কোন লাভ নেই তাই পরিশ্রম ও দক্ষতা দুটোই প্রযোজন।
-
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আর দক্ষতার জন্য প্রয়োজন ধর্য্য ধরে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা ।ফরেক্স মার্কেটে যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন তত সহজে সফলতা পাওয়া সম্বব । তাই আমাদের বেশি করে ডেমো প্রেকটিস করা ।
-
দক্ষতা ও পরিশ্রম ছাড়া ফরেক্স মাকেটে থেকে সাফলতা অজর্ন করা মোটেও সম্ভব না।তাই আপনাকে অবশ্যই ফরেক্স ব্যবসায় দক্ষ হতে হবে।দক্ষ ও পরিশ্রমের পাশাপাশি আপনাকে অবশ্যই ধৈয্যশিল হতে হবে।এবং লোভকে পরিহার করতে হবে।তাহলেই ফরেক্স ব্যবসায় আপনি সফল হবেন।ধন্যবাদ
-
পরিশ্রম এবং নিয়মিত যথাযথভাবে অনুশীলন একজন ট্রেডারকে সফল করতে পারে।নিয়মিত পরিশ্রম করলে একজন ট্রেডার ফরেক্সে দক্ষ হয়ে উঠবে, এইটা শুধুমাত্র সময়ের ব্যাপার।ফরেক্স সর্ম্পকে ভাল ধারণা তৈরি করতে হলে এবং ফরেক্স করে লাভবান হতে হলে ধৈর্য্য সহকারে পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজনীয়তা আবশ্যক। এ দুটিই মূলত ফরেক্সে সফল হওয়ার পেছনে চাবিকাঠি হিসেবে কাজ করে।
-
একজন মানুষ একমাত্র তার দক্ষতা ও পরিশ্রম দিয়ে তার জীবন গড়তে পারে । আর তার জীবন গড়ার মাধ্যমে তার সফলতা অর্জন হয় ।
-
আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই দক্ষতা ওপরিশ্রম এবং সাফলতা অজন করতে হবে।তাই আপনাকে ফরেক্স মাকেটে সাফলতা অজন করতে হলে অবশ্যই দক্ষতা ও পরিশ্রম না করলে আপনি মোটেও সাফলতা পাবেনা।আপনি কি কখনো কোন কাজে সফল হয়েছনে যার পেছনে আপনার দক্ষতা ওপরিশ্রম ছাড়া আপনি কখনো সফল হয়েছনে।আমার মনে হয় না।আরার যে কোন ব্যপারে আপনি অনেক অভিজ্ঞ কিন্তু আপনার দক্ষতা নেই তাহলে কি আপনি সফল হবেন। আত্মবিশ্বাসের সহিত বলা যাবে যিনি দক্ষ ও পরিশ্রমী তিনি জীবনে সফলতার মুখ দেখবেন। ধন্যবাদ
-
আমি আপনাদের সাথে একমত যে, দক্ষতা ও পরিশ্রমের ফলোশ্রুতিতে সফলতা অর্জন সুনিশ্চিত। আত্মবিশ্বাসের সহিত বলা যাবে যিনি দক্ষ ও পরিশ্রমী করবেন তিনি সবশেষ লাভ করতে পারবেন.
-
ফরেক্স মার্কেটে দক্ষতা বা পরিশ্রম করার দরকার ফরেক্স মার্কেটে সফলতা অরজন করার জন্য এই দুটি জিনি খুভ দরকার কারন ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে ফরেক্স মার্কেটে দখতা বা পরিশ্রম ছাড়া কন ভাবে সম্ভব না ফরেক্স মার্কেটে সফলতা অরজন করা কন ভাবে সম্ভব হবে না ।
-
দক্ষতা ওপরিশ্রম ছারা কখনো কোন কাজে সাফল্য আশা করা য়ায়না।আনি একজন ছাএ আপনি যদি ভালাে ভাবে দক্ষতা ও পরিশ্রম দিয়ে পাশুনা করনে তাহলে আপনার পাশুনার ফলভালাে হবে।তেমনি ফরেক্স একটি বিজনেস যেখানে আপনাকে দক্ষতা ও পরিশ্রম দিয়ে আপনাকে অনুশীলন করতে হবে।এবং ধৈয্য দিয়ে করতে হবে বুজতে হবে তাহলেই আপনি ফরেক্স থেকে আপনি অনেক কিছুু আশা করতে পারবেন।ধন্যবাদ
-
ফরেক্সে সফলতা অর্জন করতে হলে অবশ্যই জ্ঞান, দক্ষতা ও ধৈর্যের প্রয়োজন। তাছাড়া ধৈর্যের ফল সুমিষ্ট হয়। ধৈর্য না থাকলে আপনি কোন দিনই কোনো কাজে সফলতা পাবেন না। দক্ষতা ও পরিশ্রম ছাড়া ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করা মোটেও সম্ভব না । তাই দক্ষতা ও পরিশ্রম = সফলতা।
-
দক্ষতা ও পরিশ্রম = সফলতা। এটা একে বারেই সঠিক কথা। দক্ষতা ছারা আমরা কোন কিছুই করতে পা
রব না। যেমন ফরেক্স। আর সফলতা আনতে আমাদের অবস্যই পরিশ্রম করতে হবে। আমার জানা মতে পরিশ্রম সৌভােগ্যর চাবি কাঠি। আপনাদের মতে কি?
-
দক্ষতা ও পরিশ্রম = সফলতা। হা কথাতা সত্য।ফরেক্স থেকে লাভবান হতে চাইলে আপনাকে অবশ্যই অনেক পড়াশুনা করতে হবে। কারন এগুলো না থাকলে আপনি আপনার ট্রেড সঠিক ভাবে করতে পারবেন না। তাই এই গুণ গুলো অর্জন এর জন্য চেষ্টা করুন। তাহলে ফরেক্স থেকে সাফল্লতা পাওয়া যাবে।
-
পরিশ্রম ছারা উন্নতি করা য়ায় না উন্নতির মূলে রয়ছে শ্রম।পরিশ্রম করলে কাজের দক্ষতা বারে, কাজের দক্ষতা ফলে য়ে কোন কাজে সফলতা আসে।দক্ষতাসম্পন্ন ব্যক্তি দেশ ও জাতিকে উন্নতি করিতে পারে,পরিশ্রম ও দক্ষতার পেছনে রয়েছে সফলতা।
-
দক্ষতা নিয়ে যদি আমরা পরিশ্রমি হই তবে সফলতা নিশ্চিত। কথা হলো ফরেক্স মার্কেটের দক্ষতা কিন্তু টাকায় কেনা যায় না। আমাদের দেশে এ ব্যবসাটি এতই নতুন যে , আমরা যে কারও কাছ থেকে সাহায্য নেব সে পথ ও নেই। তাই একমাত্র ডেমো করেই আমাদেরকে পথ চলতে হবে।
-
যেকোনো কিছু করে ভালো ফলাফল পেতে চাইলে আপনাকে অবশ্যই ধৈর্য়ের প্রয়োজন তাছাড়া আপনি ভালো কনো ফলাফল এখান থেকে পাবেন না।ফরেক্স থেকে লাভবান হতে চাইলে আপনাকে অবশ্যই অনেক পড়াশুনা করতে হবে।এর উপর অনেক জ্ঞান অর্জন করতে হবে তারপর সফলতা অবশ্যই আসবে।
-
দক্ষতা ও পরিশ্রম দারা যেকোনো মানুষই জিবনে সফলতা করতে পারে। যে বেশি শ্রম ও দক্ষতা দিয়ে ফরেক্স সম্পর্কে জানতে ও শিখতে পারবে সে জীবনে সফলতা অর্জন করতে পারবে। শ্রম ও দক্ষতা মানুশের জীবনে সফলতা করতে পারবে। তাই শ্রম ও দক্ষতা দ্বারা তুমি তুমার জীবনের উন্নতি করতে পারবে।
-
আপনি যে কোন ব্যপারে যদি দক্ষতা অর্জন করতে চান তবে আপনাকে আগে পরিশ্রম করে সেই বিষিয়ে অবিজ্ঞতা অর্জন করে তারঅঅর আপনি সফলতার কথা চিন্তা করতে পারেন। আমি ফরেক্স মার্কেটে প্রায় ছয় মাস ধরে ট্রেড করছি কিন্তু মনে করি না যে কোন কিছু খুব বেশি জানি।
-
ফরেক্সে সফলতা অর্জন করতে হলে পরিশ্রম এবং দক্ষতার দারুন সমন্বয় হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। পরিশ্রমের মাধ্যমে সবকিছুই শিখার এবং জানার চেষ্টা করা হয় আর দক্ষতার মাধ্যমে জায়গামত পরিশ্রমের প্রয়োগ করতে হয়। এজন্য আমি মনে করি ফরেক্সে সফলতা অর্জনের জন্য দক্ষতা এবং পরিশ্রম এ দুয়ের সমন্বয় থাকতে হবে।
-
আপ*নি যে কথা*টি উ*ল্লেখ ক*রেঠছন আ*মি আ*পনার সাাথ একমত অব্যই দক্ষতাই হ*লো ফ*রেক্স এর মূল লক্ষ যায় যত দক্ষ ও প*নরশ্র*মি তাই তত ফ*রেক্স এ কাজ করার উপ*যো*গি। আর প্র*রিশ্র*মি উন্ন*তির চা*বি কা*ঠি।
-
হ্যা ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী ও দক্ষ হতে হবে । তাছাড়া মার্কেট এ্যনালাইসিস এর উপরও গুরুত্ব দিতে হবে । ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মার্কেটে সফলতার পূর্ব শর্ত হচ্ছে মানি ম্যানেজমেন্ট, দক্ষতা এবং পরিশ্রম ।
-
ফরেক্স মার্কেটে পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতাকে সঠিক ব্যবহার করতে পারলেই আপনি সফলতা পাবেন । নিজের দক্ষতা বাড়াতে আপনাকে জানতে হবে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে, লোভ করা যাবে না , নিয়মিত প্রপার ট্রেড করতে হবে । ইমোশনাল হওয়া যাবে না । মার্কেট অ্যানালাইসিস করতে হবে ।
-
আমরা কাজ করি কোন কিছু শিখার জন্য ফরেক্স মার্কেটে সফল হতে হলে আমাদের এই মার্কেট নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে সেখানে যেখান থেকে আমরা শিকতে পারি এবং ধৈর্য ধরে ফরেক্স নিয়ে কাজ করতে হবে ফোরামে লেকতে আমাদের অনেক ধৈর্যের প্রয়োজন হয়। অনলাইন থেকে বিভিন্ন সাইট রয়েছে সেখান থেকে আমাদের কে জ্ঞান অর্জন করতে হবে এই মার্কেটে আমরা একদিন সফলতা অর্জন করতে পারব।
-
কিছু করে ভালো ফলাফল পেতে চাইলে আপনাকে অবশ্যই ধৈর্য়ের প্রয়োজন তাছাড়া আপনি ভালো কনো ফলাফল এখান থেকে পাবেন না।ফরেক্স থেকে লাভবান হতে চাইলে আপনাকে অবশ্যই অনেক পড়াশুনা করতে হবে। কারন এগুলো না থাকলে আপনি আপনার ট্রেড সঠিক ভাবে করতে পারবেন না। তাই এই গুণ গুলো অর্জন এর জন্য চেষ্টা করুন। তাহলে আপনি সফল হতে পারবেন বলে আমি মনে করি।
-
আমি মনে করি দক্ষতা ও পরিশ্রম এর পাশাপাশি ফরেক্স করতে হলে বা ফরেক্স এ সফলতা আনতে হলে নিজেকে লোভ থেকে সংবরন করতে হবে। তাইলে ফরেক্স এ সফলতা আসবে।
-
দক্ষতা ও পরিশ্রম এই দুইয়ের সমন্বয়ে প্রকৃত অর্থে সফলতা আসে । এটা জীবনের যে কোন ক্ষেত্রেই কাজে লাগার মত একটা সূত্র । আমরা জানি যে ফরেক্স ব্যবসা হল এমন একটা ব্যবসা যার মাধ্যমে আমরা নিজেদের একটা ভাল অবস্থান তৈরী করতে পারি যদি আল্লাহ চান । সে জন্য পরিশ্রম করতে হবে , তবে শুধু বলদের মত পরিশ্রম করলে হবে না । কাজের দক্ষতা অর্জন করে পরিকল্পনাভিত্তিক পরিশ্রমের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব এবং নিজেদের স্বাবলম্বি হিসেবে গড়ে তুলতে পারব ।
-
ফরেক্স মার্কেটে তারাই সফল হতে পারে যারা ধৈর্য ধরে লোভ সামলিয়ে মার্কেটে টিকে থাকতে পারে। ফরেক্স মার্কেটে সবাই সফল হতে পারে না কারন সবাই লাভ করতে চাইলেও পরিশ্রম করে না যতটুকু দরকার। ফরেক্স মার্কেটে সফল হতে চাইলে অনেক পরিশ্রম করতে হবে। ডেমো ট্রেডিং এর মাধ্যমে নিজের অভিজ্ঞতা বাড়াতে হবে। মার্কেট সম্পরকে নিজের দক্ষতার সাথে সাথে মার্কেট বিষয়ক জ্ঞান বাড়াতে হবে। এগুলর একসাথে সমন্বয় হলেই একজন ট্রেডার সফল হতে পারবে।
-
কথায় আছে,পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি । এই কথাটি সব কিছুর জন্যি প্রযোজ্য । তাই ফরেক্স মার্কেটে ও সফলতার জন্য যথেষ্ট দক্ষতা ও পরিশ্রমী হতে হবে । আমরা অনেক কষ্ট করে ভার্সিটির বড় ডিগ্রি অর্জন করি গৎবাঁধা কিছু আয়ের আশায় । অথচ ,ফরেক্স মার্কেট হচ্ছে সম্পূর্ন স্বাধীন এবং প্রচুর পরিমানে আয়ের একটি উৎস । তাই ভালভাবে দক্ষ হতে পারলে ফরেক্স থেকে প্রচুর আর্থ উপার্জন করা যাবে ।
-
হ্যাঁ এইসব গুণ গুলোর সমন্বয়ই পারে একজনকে ভালো এবং সফল ব্যবসায়ী হয়ে উঠতে। দক্ষতা ও পরিশ্রম এর পাশাপাশি ফরেক্স করতে হলে বা ফরেক্স এ সফলতা আনতে হলে নিজেকে লোভ থেকে সংবরন করতে হবে।
-
দক্ষতা ও পরিশ্রম ছাড়া কোনো ভাবেই ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয় । আপনি যদি এই মার্কেট থেকে অর্থ উর্পাজন করতে চা্ন তাহলে নিয়মিত প্ররিশ্রম করতে হবে । ধৈর্য ধরে মাকেট দেখতে হবে । ট্রেড করতে হবে কম বাট অ্যানালাইসিস করতে হবে বেশি ।