-
ব্যাবসা মানেই লাভ, লস,আর যেহেতু ফরেক্স ও একটি ব্যাবসা তাই ফরেক্সে ও লাভ,লস উভয়ই থাকবে,আর ফরক্সের সব ট্রেডেই কম বেশি লস হয়, কিন্তুু এটা মূল বিষয় না,মূল বিষয় হল দক্ষতাকে কজে লাগিয়ে লসের পরিমানকে কমিয়ে আনা এবং লসটাকে পরবর্তিতে রিকাভার করা,তবে প্রায় ৯০% ট্রেডারই এই লসকে মানতে না পেরে আবেগ পূর্ন হয়ে আরো বোশি লসের দিকে ধাবিত হয়,অন্যদিকে একজন সফল ট্রেডার এই লসকে মেনে নিয়ে এর থেকে শিক্ষা গ্রহন করে যাতে করে সামনে লস এড়িয়ে প্রফিট করতে পারে,তাই রসের কথা চিন্তা না করে ফরেক্স সমন্ধে নিজেকে দক্ষ করে তুলুন এবং মাথা ঠান্ডা রেখে জেনে বুঝে ট্রেড করেন তাহলে ফরেক্স থেকে লাভ করতে পারবেন।
-
আমার মনে হয় ফরেক্স এ লসটাকে মুখ্য বিষয় মনে করলে এখানে উন্নতি করা কষ্টকর। হার-জিত, লাভ-লস সব কিছুতেই আছে। এটাকে সিঁড়ি মনে করে উপরে ওঠার চেষ্টা করতে হবে। ফরেক্স সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জনই পারে সফলতার শীর্ষে নিয়ে যেতে। যারা নতুন ফরেক্স শিখে তারাই লস টাকে মুখ্য ধরে হতাশাই ভোগে । তাই হতাশাই না ভুগে সাহস সঞ্চয় করে আবার কাজে নেমে পড়াটাই শ্রেয় ।
-
ফরেক্স এমন একটা জায়গা যেখানে লাভ-লস দুটোই রয়েছে।তো এখানকার ৯০% ট্রেডার ই লস করে থাকে।লস করা এখানে কোন ফ্যাক্টর না।লস হতেই পারে সেখানে ভেঙ্গে পড়লে চলবে।অনেক দক্ষ-অভিজ্ঞ ট্রেডার রাও লস করে।ফরেক্স লাভ সবাই করতে পারবে এমন না।এই লস গুলোর কারণ খুজতে হবে এবং ভবিষ্যৎ এ যেন এমন লস না হয় তার কৌশলগুলো শিখতে পারাই সফলতা।ফরেক্স মার্কেট এ আগে আপনার লক্ষ্য টিকে থাকা এরপর আপনি দেখবেন লাভ করতে পারবেন।আগেই অভিজ্ঞদের মত লাভ করব এমন চিন্তা করবেন না আর সবাই সব সময় লাভ করেনা।এজন্য আগে ভালভাবে ফরেক্স শিখে তারপর ট্রেডিং করা উচিত।
-
আমরা জানি লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লসকে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।
-
লস ব্যবসায়ের একটা অংশ। তা ছাড়া ফরেক্সে এমন কোন ট্রেডার পাওয়া যাবে না যে সে লস করে নাই। লাভ করতে চাইলে মাঝে মাঝে লস হয়ে যায়। তবে ভয় পেলে চলবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফরেক্সে দক্ষতার সাথপ ট্রেড করতে হবে।মানি ম্যানেজমেন্ট ও মার্কেট এনালাইসিস করতে হবে তা হলে লস হ্রাস করা যায়ে।
-
ফরেক্স ব্যাবসায় আপনাকে লস মেনে নিতে হবে যদি লাভ করতে চান। শুধু লাভ করা আর যাই হোক ফরেক্স এ অসম্ভব। তবে আপনি দক্ষ হলে লসের পরিমান কমাতে পারবেন কিন্তু লস একেবারে খাবেন না এই গ্যরান্টি দিতে পারবেন না কেউই ।
-
আমি মনে করি, এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে আসলে এখানে প্রথমদিকে কমবেশি লস হবেই।কারও কম কারও বেশি।যারা দক্ষতার সহিত ট্রেড করে তাদের লস একটু কম হতে পারে কিন্তু যারা অদক্ষতার সহিত ট্রেডিং করবে তাদের তুলনামুলক বেশি লস হয়ে থাকে।
-
ফরেক্সেে লস সব ট্রেডার দের ক্ষেত্রেই হয়ে থাকে। আমি মনে করি বাবসাতে লাভ লস দুটোই আছে। কম আর বেশি। দক্ষ ট্রেডাররাও অনেক ক্ষেত্রেই লস করে। মাঝে মাঝে মার্কেট এনালাইসিস কাজ করে না। বিশেষ করে নিউজ টাইম এ এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
-
সব ব্যাবসাতেই লস আছে। এমন কোন ব্যাবসায়ী খুঁজে পাবেন না যে লস করেনি। ফরেক্সের ক্ষেত্রেও লস তেমনি একটি স্বাভাবিক ব্যাপার। লসকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই আপনাকে ট্রেডার হিসেবে পরিচিতি পেতে সহযোগিতা করবে
-
লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।
-
লস ব্যবসার একটি অংশ। এমন কোন ট্রেডার ফরেক্স মার্কেটে নেই যে কখনো লস খাইনি। ব্যবসাতে যেমন লাভ হবে তেমন লসও হতে পারে। তাই লস হলে কখনো ভেঙে পড়া উচিত নয়। লস থেকে কেবল শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতে যাতে নিজের অসতর্কতার কারণে লস না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। নিজেকে দক্ষ করুন এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করুন আশা করি লস কম হবে।
-
যে কোন ব্যবসার ক্ষেত্রে লাভ লস একটা স্বাভাবিক ও মৈলিক ব্যাপার ।আমি এখনো একজন নতুন ট্রেডার যার কারণে এখনো আমি লসের স্বাদ গ্রহণ করিনি । যদিও ডেমো একাউন্টে আমি আজকাল প্রচুর লস করছি । তাই আমি যখন আমার ফরেক্স গুরুকে জিজ্ঞাস করি যে ফরেক্সে এত লস কেন ? তখন তিনি আমার প্রশ্নের উত্তরে বলেছেন নতুন নতুন এখানে যে কেউ লস করে তবে লেগে থাকলে এবং ফরেক্স নিয়ে স্টাডি করলে একসময় অভিজ্ঞ হয়ে উঠে প্রচুর লাভবান হতে পারে ।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে লস সকল ট্রেডারদের ক্ষেএেয় ঘটে।লস হয়েছে বলে নারভাজ হওয়ার কিছু নাই।লস থেকে শিক্ষা নিয়ে আবারো এগিয়ে যান সামনের দিকে দেখবেন একদিন না এক দিন ফরেক্স থেকে আপনি অনেক টাকা আয় করছেন।
-
হ্যাঁ, সব তাজ হারানোর জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে এর মধ্যে ক্ষতি এড়ানোর জন্য, আমরা যখন গ্রিড না করি তখন আমরা নিজেদের নিয়ন্ত্রণ করব, ই কি লোভ হবে না, শুধু তখনই আমরা এর মধ্যে ক্ষতি এড়াতে পারি এবং আরও মুনাফা পাব ।
-
আসলে আমার মতামত অনুসারে আমি মনে করি যে যদি আমরা এই ফরেক্স ট্রেডিং ব্যবসাকে অন্যান্য ব্যবসায়ের সাথে তুলনা করি তবে এই ফরেক্স ট্রেডিং ব্যবসায়টি খুব লাভজনক ব্যবসা এবং এর সুবিধা হ'ল এটি যে কোনও জায়গা থেকে করা যেতে পারে এবং এটি একটি নির্ভরযোগ্য ব্যবসা যা শেষ হতে পারে না ব্যবসায়ীদের জীবনের শেষ অবধি এটি একটি খুব ভাল ব্যবসা।
-
লস সব ট্রেডার এর ক্ষেত্রেই হয় এটা ঠিক। কিন্তু এই লস কেও পুসিয়ে নিতে পারে আবার কেও পারে না। যারা ফরেক্স সম্পর্কে ভালভাবে জানে, তারা লস করলেও সেটা পরে ঠিক প্রফিট করে পুসিয়ে নেয়। কিন্তু যারা ফরেক্স সম্পর্কে কম জানে তাদের লস হলে তারা আপসেট হয়ে পরে। ফলে তারা আর ও বেশি লস করে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করেনাই এরকম লোক খুজে পাওয়া অনেক কঠিন। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে লস করতে হবে সেটা নিয়ম মেনে লস করলে পুসিয়ে নেওয়া অনেক সহজ হবে। যে লস করেনা সে সফল ট্রেডার হতে পারেনা।
-
বিজনেস করতে হলেই লস বা লাভ এর মুখে পরতে হবে। লাভ লস ছাড়াতও আর বিজনেস হইনা। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড এর ক্ষেত্রে লাভ লস উভইটি রয়েছে। ফরাক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে আমাদেরকে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। ফরেক্স মার্কেট এ সব্বাই কম বেসি লস করি। কারন আমরা লস করি আমাদের কিছু সাধারন ভুল এর কারনে। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে এবং ট্রেড করে সফল হতে হোলে ফরেক্স মার্কেট সম্পর্কে জানুন।
-
ফরেক্স ট্রেডিং দিনকে দিন বাংলাদেশের মানুষের কাছে আয় এর অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে যার ফলশ্রুতিতে দিনকে দিন বিপুলসংখ্যক মানুষ ফরেক্স ট্রেডিং এর দিকে আগ্রহী হয়ে পড়ছে।ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে খুব সহজে বিপুল পরিমাণ অর্থ আয়-এর সুযোগ থাকায় দিনকে দিন মানুষ ফরেক্স ট্রেডিং জ্ঞানে নিজেকে জ্ঞানী করে তুলছে এবং ফরেক্স ট্রেডিংকে নিজের