অনেক ট্রেডার আছে যারা লসকে মেনে নিতে
পারে না। কিন্তু ব্যাবসা মানে লাভ লস দুইই
থাকবে। সুতারাং ফরেক্স করতে হলে যেমন লাভ
আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে
নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।
Printable View
অনেক ট্রেডার আছে যারা লসকে মেনে নিতে
পারে না। কিন্তু ব্যাবসা মানে লাভ লস দুইই
থাকবে। সুতারাং ফরেক্স করতে হলে যেমন লাভ
আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে
নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।
ব্যবসার ক্ষেত্রে লাভ এবং লস দুই থাকবে।লাভ লস ছাড়া ব্যবসা কল্পনা করা যায় না। ফরেক্স ব্যবসায় এর ব্যতিক্রম নয়। ফরেক্স ব্যবসায় লাভের পাশাপাশি লস ও হয়ে থাকে। অনেক আছে যারা ফরেক্স ব্যবসায় শুধু লাভের আশায় কাজ করে।লসকে তারা মনে নিতে পারে না। তাই লাভ এবং লস দুই মাথায় রেখে কাজ করতে হবে।
লসও কি ট্রেডের অংশ?
অনেক ট্রেডার আছেন যারা লস করাকে মোটেই মেনে নিতে পারেন না। তারা তাদের ট্রেডিং কে লস শূন্য ভাবে পেতে চান। কিন্তু একটি কথা মাথায় রাখা উচিত ঐ লসও কিন্তু লাভের মত ট্রেডের অংশ। শুধুমাত্র লাভ দিয়েই যদি ফরেক্স গঠিত হত তাহলে তো এটা নিয়ে এত আলাপ আলোচনা কিংবা জ্ঞান অর্জনের প্রয়োজন ছিল না। লাভের মত লসকেও ট্রেডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জানা উচিত। কেননা লসই আপনাকে ভালো ট্রেডার হওয়ার সুযোগ বা আকাঙ্খার সৃষ্টি করে। কি বলেন?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
অবশ্যই লস ফরেক্স মার্কেটে ট্রেড এর একটি অংশ। কারণ আমরা জানি ফরেক্স মার্কেট হইল একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা যেখানে লাভ হয় আবার লসও না হয়। লস ফরেক্স ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। ফরেক্স মার্কেটে লস করা থেকে সবাইকে নিরাপদ থাকতে কিন্তু তারপরও বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে লস করে থাকেন। ফরেক্স মার্কেটে আমরা লস তখনই প্রতিরোধ করতে পারব যখন ফরেক্সের সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারব ও অনুশীলনের মাধ্যমে জ্ঞান লাভ করতে পারবো।
প্রতেক ব্যবসায় লাভ লস আছে তাই লস কে মেনে নিতেই হবে । আপনি ফরেক্স ভালো করে না শিখে ট্রেড করলে আপনার লস মেনে নিতেই হবে । লস ট্রেড না করার জন্য আপনাকে আগে ফরেক্স ভালো ভাবে শিকতে হবে । সব সময় মার্কেট আপনার আয়ত্তে নাও থাকতে পারে এই সময় আপনার লস হতে পারে তাই এই লস টাকে মেনে নিতেই হবে । তাই ব্যবসায় লাভ লস থাকবেই এবং মেনে নিতে হবে ।
একদম ঠিক কথা বলছেন। ব্যাবসার ক্ষেত্রে ২ টি দিক হল লস এবং লাভ। ব্যাবসা করতে গেলে যেমন লাভ হয় তেমনি মাঝে মাঝে লসও হয়। কিন্তু আমাদেরকে লসের থেকে লাভের পরিমান বাড়াতে হবে।তাহলেই আমরা ভাল ট্রেডার হতে পারব। আসলে যারা ফরেক্স ট্রেড করেন তাদের তো আর আলাদা কোন খরচ থাকে না লাভ ছাড়া তাই লসকে ব্যবসার একটি খরচ হিসাবে দেখা হয়। এবং বিশ্বব্যপী যত ভাল এবং অভিজ্ঞ ট্রেডার গন আছেন সবাই লস করেন কিন্ত লসকে তারা মনে করেন এটি একটি ব্যবসার অংশ যা প্রতিনিয়ত দিতে হয়। আসলে লস যদি না হয় তাহলে সেটা কোন ব্যবসা নয় অন্য কিছু হবে তাই লস হওয়াটাই স্বাভাবিক তাতে আপনি সহজভাবে নিতে পারবেন লসের অংশটুকু।
অবশ্যই লস ট্রেডের একটি অংশ,ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখানে শুধু লাভের আশা করা যাবে না লসের দিকটাও মাথায় রাখতে হবে। প্রতেক বিজিনেস এর অংশ হয়ছে লাভ এবং লস,তাই লাভ এর সাথে লস ও একটি এই বিজিনেস এর অংশ,একটানা লাভ কেও ফরেক্স দিয়ে করতে পারেনা,তাই লস ও স্বীকার করতে হয়,তাই লস করলে মন খারাপ না করে লস থেকে শিক্ষা গ্রহন করে,লস রিকোভার করুন এবং সামনের দিক এগিয়ে চলুন,তাহলেই সফলতা পাবেন।
অবশ্যই লসও ট্রেডের অংশ।আমরা সকলেই জানি ফরেক্স ব্যবসা বলে এখানে লাভ-লসের ই খেলা।লাভ প্রতিটি ট্রেডারকেই খুশি করে বলে লাভকে আমরা ট্রেডের অপরিহার্য উপাদান বিবেচনা করি।আর লস হলে আমরা খুবই দু:খিত হই।কিন্তু দ:খ পেলে হবে না।কেননা লাভের মতো লসও ট্রেডের অংশ।তাই লসকে ট্রেডের অংশ হিসেবে মেনে নিয়ে ট্রেড করতে হবে। আমরা সকলেই জানি ফরেক্স ব্যবসা বলে এখানে লাভ-লসের ই খেলা।লাভ প্রতিটি ট্রেডারকেই খুশি করে বলে লাভকে আমরা ট্রেডের অপরিহার্য উপাদান বিবেচনা করি।আর লস হলে আমরা খুবই দু:খিত হই।কিন্তু দ:খ পেলে হবে না।কেননা লাভের মতো লসও ট্রেডের অংশ।তাই লসকে ট্রেডের অংশ হিসেবে মেনে নিয়ে ট্রেড করতে হবে।
সব ব্যাবসায় লাভ লস থাকে । লাভ লস ছাড়া কোন ব্যাবসাই নেই তাই ফরেক্স এ ও যেমন লাভ আছে তেমন লস ও আছে । ফরেক্স মার্কেট থেকে যেমন আপনি লাভ করবেন তেমন সময়তে আপনাকে লস ও পোহাতে হবে । তাই লস পোহানোর আগে আপনাকে মার্কেট এনালাইস করে ট্রেট ওপেন করতে হবে একমাএ তাহলেই লস কারার সম্ভবনা কম থাকবে । ধণ্যবাদ
ফরেক্স মার্কেটে অবশ্যয় লস এবং লাভ উভয়ই ফরেক্স ট্রেডের অংশ কারন এটা একটা ব্যবসা তাই প্রতিটা ব্যবসায়ই লস এবং লাভ ব্যবসায়ের সাথে ওতোপ্রোতো জড়িত তাই আপনি কোন ভাবেই ফরেক্স ব্যবসায়ে এসে বিনা লসে ব্যবসাকে কল্পনা করতে পারবেন না কারন আপনি যেখানে লাভের দেখা পাবেন সেখানে লস দেখাটাও স্বাভাবিক। আমি আজকে ফরেক্স ফোরামে পোস্ট করা শুরু করলাম । আস্তে আস্তে আমি ফরেক্স কে ভাল করে জানতে চাই । ফরেক্স থেকে ভাল কিছু পেতে চাই । আমি অনেক আশা নিয়া ফরেক্স ফোরামে জয়েন করলাম । ফরেক্স থেকে ভাল কিছু পেতে চাই ।
স্পষ্টতই, দুর্ভাগ্য একইভাবে বিনিময়য়ের একটি অংশ। আমরা সামগ্রিকভাবে বুঝতে পারি যে বৈদেশিক মুদ্রার বিনিময় সুবিধা এবং দুর্ভাগ্যের একটি বৃত্ত। আমরা সুবিধাটিকে বিনিময়ের একটি মৌলিক উপাদান হিসাবে বিবেচনা করি যেহেতু সুবিধা প্রতিটি বণিককে পূরণ করে। এছাড়াও, দুর্ভাগ্য হলে আমরা হতাশাবোধ করি। সুবিধা হিসাবে, দুর্ভাগ্য একইভাবে বিনিময় একটি টুকরা। সুতরাং আপনার দুর্ভাগ্যকে বিনিময় এবং বিনিময় হিসাবে চিহ্নিত করা দরকার। আমরা সামগ্রিকভাবে বুঝতে পারি যে ফরেক্স এক্সচেঞ্জিং হ'ল সুবিধা এবং দুর্ভাগ্যের একটি বৃত্ত। আমরা সুবিধার ভিত্তিতে বিনিময়ের একটি মৌলিক উপাদান হিসাবে বিবেচনা করি যা সুবিধা প্রতিটি বণিককে সন্তুষ্ট করে। তদুপরি, কোনও দুর্ভাগ্য হলে আমরা হতাশাবোধ করি। তবুও, আমরা করুণ হব না। অংশ। সুতরাং আপনাকে এক্সচেঞ্জের একটি উপাদান হিসাবে এলওএসের সাথে বিনিময় করতে হবে।
ফরেক্স মার্কেটে লস্ট না করে কেউ ভালো ট্রেডার হতে পারেনা। ব্যবসার ক্ষেত্রে লাভ লস একটি অবিচ্ছেদ্য অংশ। ফরেক্সে প্রথম দিকে আপনাকে কিছু লস করতে হতে পারে তাই বলে অধৈর্য না হয়ে বরং আপনর ভুল গুলো খুজুন, দুর্বলতা খুঁজে বের করুন। যেখানে দুর্বলতা আছে সেখানে সংশোধন করুন। পরবর্তীতে ট্রেড নেয়ার আগে নিজের দুর্বলতার কারন গুলো অনুসন্ধান করে সংশোধন করুন। প্রকৃতপক্ষে আমরা অনেকেই এমনটা করি না বিধায় সফলতা অর্জন করতে পারিনা।
বেশি বেশি মার্কেট এনালাইসিস করুন, ডেমো প্রাকটিস করুন। সফলতার মূলে রয়েছে ডেমোতে ভালো করা। ডেমোতে ভালো করলে আপনি লাইভ ট্রেডেও ভালো করবেন এই বিশ্বাস রাখুন। ভূলে যাবেন না আপনি যখন প্রথম হাটা শিখেছেন তখন বার বার হোচট খেয়েছেন আবার কারো সাহাহ্য নিয়ে উঠে দাড়িয়েছেন আবার হোচট খেয়েছেন আবারো চেস্টা করেছেন। এভাবে করেই এখন আপনি কারো সাহাহ্য ছাড়াই দাড়াতে পারেন।অনুরুপ ভাবে আপনি ফরেক্সেও একদিন সফল হবেন। বিচলিত না হয়ে নিজের উপর আস্থা ও বিশ্বাস রেখে এগিয়ে যান সফল একদিন আপনি হবেনই, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
ফরেক্স মার্কেটে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টেকনিক্যাল এনালাইসিস। বেশিরভাগ ট্রেডার টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেড করে থাকেন। ক্যান্ডেলিস্টিক চার্ট দেখে যে এনালাইসিস করা হয় তাই টেকনিক্যাল এনালাইসিস। আরো সহজ করে বললে, ইন্ডিকেটর, চার্ট, সাপোর্ট ও রেজিস্ট্যন্স দেখে যে বিশ্লেষন করা হয় তাই টেকনিক্যাল এনালাইসিস।
ফরেক্সে সাধারনতো তিন ধরেনের এনালাইসিস আছে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। অনেকে টেকনিক্যাল এনালাইসিসের উপর ভিত্তি করে আবার কেউবা ফান্ডামেন্টাল এনালাইসিসের উপল ভিত্তি করে ট্রেড নিয়ে থাকেন। যারা টেকনিক্যাল এনালাইসিস করেন তারা ফান্ডামেন্টাল এনালাইসিসের গুরুত্ব দেন না। আবার যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করেন তাদের কাছে টেকনিক্যাল এনালাইসিস দু’চোখের বিষ। তবে আমি বলব ফরেক্সে ট্রেডিং এর ক্ষেত্রে দু’ধরনের এনালাইসিসের উপর ভিত্তি করেই ট্রেড নেয়া উচিৎ। একই সাথে আপনার বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে সেন্টিমেন্টাল এনালাইসিস করে ট্রেড নিতে হবে।
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে ৷ সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে ৷ লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ফরেক্স মার্কেটে আমরা ট্রেডারগণ প্রতিনিয়ত অতি ক্ষুদ্রাতিক্ষুদ্ সাইজের লট ক্রয় বিক্রয় করে প্রতি নিয়ত কেও লস করছি বা কেও কেও লাভ করছি ৷
ফরেক্সের ক্ষেত্রে লস কথাটা একটু বেশি শুনা যায়,কারন এখানে বেশিরভাগ লোক লস করে।আর লস করে তাদের অজ্ঞতার জন্য।সুতারাং ফরেক্সে লস কে মেনে নিতে হবে। ফরেক্স এ যে আমরা শুদু লাভ ই করে যাব তা নয়। অনেক সময় আমাদের কে লস ও পুহাতে হবে। কেন না লাভ আর লস উভয়ে আমাদের ফরেক্স ট্রেড এর পরিপূরক। তাই আমি মনে করি আমাদের সবাই কে লাভের পাশাপাশি লস কে ট্রেড এর অংশ হিসেবে মেনে নিতে হবে।
লস ও ফরেক্স ট্রেডিং এর একটা অংশ । আপনি যদি ফরেক্স করতে থাকেন তাহলে আপনার লস হবেই সেটা কম হোক আর বেশি হোক । লস না করলে আপনি আপনার ভুল গুলো কখনই বুঝতে পারবেন না । তাই আপনি যদি লস করে থাকেন তাহলে মন খারাপ করার কোন দরকার নাই । আপনি কখনই লস করে হতাশ হলে চলবে না আপনাকে আপনার ভুল গুলয় শুধরে নিয়ে আবার ট্রেড করতে হবে । আপনাকে আপনার ভুল গুলয় বুঝতে হবে ।
অবশ্যই লসও ট্রেডের অংশ।আমরা সকলেই জানি ফরেক্স ব্যবসা বলে এখানে লাভ-লসের ই খেলা।লাভ প্রতিটি ট্রেডারকেই খুশি করে বলে লাভকে আমরা ট্রেডের অপরিহার্য উপাদান বিবেচনা করি।আর লস হলে আমরা খুবই দু:খিত হই।কিন্তু দ:খ পেলে হবে না।কেননা লাভের মতো লসও ট্রেডের অংশ।তাই লসকে ট্রেডের অংশ হিসেবে মেনে নিয়ে ট্রেড করতে হবে।
আপনি ট্রেডিং এ লসের সাথে সবসময় এর জন্য চলতে পারছেন না. কারণ লস মার্কেট এ থাকবেই এটার মানে কি দাড়ায় আপনি একমাত্র লাভ ই খুজছেন, একটা বেব্শায়ে কেবল লাভ ই থাকে না, বখানে লস ও থাকতে প০অরে, এমন কি লস আছেও। আর ব্যবসাতে লাভ লস দুইটাই থাকে । কেউ যদি ফরেক্স থেকে শুধু লাভ করতে চান তাহলে সে বোকামি করবেন । কারণ লস ও ট্রেডের একটা অংশ। লস মেনে নিতে পারলে আপনার ভবিষ্যত উজ্জ্বল। আর লস মানতে না পারলে আমি বলব ট্রেডিং আপনার জন্য না।
অবশ্যই লসও ট্রেডের অংশ । ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটের লাভের মতন লস করাও ট্রেডিং এর একটা অংশ। লাভ লস হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের করা লস। লস করা ট্রেড থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে উপকৃত হতে পারি।ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে বেশির ভাগ সময় আমরা লস করে থাকি তাই আমাদের লস রিকভার দিতে আবার লস করে ফেলি তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ভাল করে মার্কেট মুভমেন্ট দেখতে হবে।
লাভ লস হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের করা লস। লস করা ট্রেড থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে উপকৃত হতে পারি।ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে বেশির ভাগ সময় আমরা লস করে থাকি তাই আমাদের লস রিকভার দিতে আবার লস করে ফেলি তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ভাল করে মার্কেট মুভমেন্ট দেখতে হবে।অবশ্যই লসও ট্রেডের অংশ । ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটের লাভের মতন লস করাও ট্রেডিং এর একটা অংশ।
ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটের লাভের মতন লস করাও ট্রেডিং এর একটা অংশ। লাভ লস হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের করা লস। লস করা ট্রেড থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে উপকৃত হতে পারি।ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে বেশির ভাগ সময় আমরা লস করে থাকি তাই আমাদের লস রিকভার দিতে আবার লস করে ফেলি তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ভাল করে মার্কেট মুভমেন্ট দেখতে হবে।অবশ্যই লসও ট্রেডের অংশ । ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।
হ্যাঁ অবশ্যই লস ট্রেডের ই একটি অংশ । আজ পর্যন্ত দুনিয়ায় যত ধরনের ব্যবসা সৃষ্টি হয়েছে প্রত্যেকটাই লাভ এবং লস এর সমন্বয়ে গঠিত । কখনো কোনো ব্যবসাতেই একতরফা লাভ বা একতরফা লস নেই । আর যেহেতু ফরেক্স একটি ব্যবসা , তাই এখানে লাভ এবং লস দুটোই থাকবে এটাই স্বাভাবিক । যখন আমরা ফরেক্স থেকে লাভের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করি তখন এর প্রতি আমাদের ভরসা এবং বিশ্বাস বেড়ে যায় এবং আমরা অনেক আনন্দিত থাকি । তবে লস হলে যে এর প্রতি আমাদের ভরসা কমে যাবে তা কিন্তু নয় । বরং তখন আমাদের কাজ হবে ফরেক্স এর প্রতি আরও মনোযোগী হওয়া এবং নিজের পরিচয় এবং দক্ষতা বাড়িয়ে দেওয়া । ফরেক্স থেকে জ্ঞান অর্জন করা এবং ফরেক্স এর পেছনে সময় দিয়ে দক্ষতার সাথে ট্রেড দেয়া । তাহলে আমরা খুব সহজে লসকে ওভার কাম করে লাভ করতে পারব ।
নিয়ম অনুযায়ি লস এবং লাভ আপনার ফরেক্স জিবনেও বিদ্যমান থাকবে এই নিয়ে আপনার চিন্তার কোন কারন নেই । লস হলে আপনাকে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে এই ব্যবসাতে এগিয়ে যেতে হবে ।আমি অনেক লক্ষ করেছি যারা ফরেক্স সম্পর্কে ভালভাবে না যেনে ট্রেড করে তারাই ফরেক্স মার্কেটে লস মেনে নিতে পারে না। তবে আমাদের উচিৎ যখন লস হয় তখন খুজে বের করা উচিৎ কি জন্য লস করলাম।ব্যবসা হল লাভ এবং লসের সমন্বয় ।তাই ব্যবসায় লাভ ও লস উভয় থাকবে। কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে লস একটা বিশাল অংশ কারন ফরেক্স হছে সবচেয়ে বেশি রিস্কি বিজনেস । ফরেক্স ট্রেডিংয়ে লস ব্যতিত ট্রেড করা সম্ভব নয় । ফরেক্স ট্রেডিংয়ে লসও ট্রেডের একটি অংশ। তবে একজন ভাল ট্রেডারের কাজ হল লসের পরিমান কমিয়ে লাভের পরিমান বাড়ানো।
ট্রেড যেহেতু এক ধরনের ব্যবসা সেহেতু এখানে লাভ লস থাকবেই।শুধুমাত্র লাভই হবে এমন চিন্তা করলে এখানে টিকে থাকা সম্ভব নয়।ট্রেড মার্কেটে লসের কারন খুজে ট্রেড করলে নতুন অভিজ্ঞতা হয়।আমি শুরু থেকেই Eur-Usd পেয়ারে ট্রেড করি কেননা এটার মুভমেন্ট সব সময় সহনিয় পর্যায়ে থাকে। যার ফলে কম ডিপোজিটের একাউন্ট গুলো দ্রুত শুন্য হয়ে যাওয়ার ভয় থাকেনা। তবে এটা ছাড়াও আমি মাঝে মাঝে usd-jpy পেয়ারে ট্রেড করি, কিন্তু তার পরিমান খুবই অল্প।অনেক ট্রেডেই লস হয়ে থাকে।তাই বলা যায় যে ট্রেডে যে শুধু লাভই হয় এমন নয়,অনেক ট্রেড আছে যেগুলোতে অবশ্যই লসও হয়ে থাকে।যেকোনো ব্যবসার দুটো অংশ থাকে, একটি হচ্ছে লাভ অন্যটি হচ্ছে লস। অনুরূপ ভাবে ফরেক্স মার্কেট এ লাভ এবং লস দুটোই আছে, এবং দুটোই হচ্ছে ফরেক্স মার্কেটে অভিচ্ছেদ অংশ। আপনি ফরেক্স মার্কেটে এ লাভ লস দুটোই করবেন।
ফরেক্স মার্কেট না সুধু জেকন ব্যবসায় লস হয় লস ছাড়া কন ব্যবসা নাই আমার মনে হয় তাই লস হতে পারে আর ফরেক্স মার্কেটে লস ফরেক্স ট্রেডের একটি অংশ বলা জায় কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় লাভ আর লস মিলিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় আর তাই লস ফরেক্স ট্রেডের একটি অংশ বলতে পারি ।ব্যবসায় লাভ ও লস উভয় থাকবে। কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে লস একটা বিশাল অংশ কারন ফরেক্স হছে সবচেয়ে বেশি রিস্কি বিজনেস । ফরেক্স ট্রেডিংয়ে লস ব্যতিত ট্রেড করা সম্ভব নয় । ফরেক্স ট্রেডিংয়ে লসও ট্রেডের একটি অংশ। তবে একজন ভাল ট্রেডারের কাজ হল লসের পরিমান কমিয়ে লাভের পরিমান বাড়ানো।
ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।ফরেক্স পেশা হিসেবে নিলে অবস্যই ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত।লসও ফরেক্স মার্কেটে ট্রেডের একটা অংশ । আমি মনে করি লাভ লস ২ টা মিলেই ফরেক্স ট্রেডিং । আপনি শুধু লাভই করবেন , কখনও লস করবেন না এমন ভাবাটা খুবই অমূলক । তাই আমি মনে করি লাভ লস মিলিয়ে আপনার হিসেব করতে হবে মোটের উপর কিভাবে আপনি লাভ রাখবেন । যেমন ধরুন ৪ টা ট্রেড করলেন যদি ৩ টাতে লাভ করতে পারেন আর ১ টাতে লস হয় তাহলে আমার মতে সন্তুষ্ট থাকাতাই শ্রেয় । তাই আমাদের সবার লসটাকে সহজ ভাবে মেনে নেয়াটা খুব জরুরী ।