অনেকে লিভারেজ দিয়ে ট্রেড করতে চায়। কিন্তু আমি মনে করি এতে করে নিজের টাকা রিস্কে থাকে বেশি। অল্প টাকায় আসলে বেশি সময় ট্রেড করা যায় না। অনেকে আছে ৫ ডলার ইনভেস্ট করে ১ঃ২০০ লিভারেজ নিয়ে ট্রেড করে থাকে। কিন্তু এভাবে ট্রেড করলে বেশি ট্রেড করা যায় না বেশি প্রফিট করা যায় না। আমি মনে করি মিনিমাম ১০০ ডলার ইনভেস্ট করা উচিৎ আর লিভারেজ ১ঃ৫০ ই দেওয়া উচিৎ। এই এমাউন্ট থেকেও ভালো পরিমান একটা প্রফিট আশা করা যায় আর ট্রেড করাও যায় অনেক সময়