বেশি রিস্ক নিয়ে ট্রেড করাটাই একাউন্ট জিরো হবার কারন।আপনি যখন ভলিউম কমিয়ে এবং স্টপ লস দিয়ে রাখবেন তখন আপনি নিঃসন্দেহে এবং শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। আপনি যখন স্টপ লস দিবেন তখন আপনার একাউন্ট জিরো হবার কোন সম্বভনাই থাকবে না।
Printable View
বেশি রিস্ক নিয়ে ট্রেড করাটাই একাউন্ট জিরো হবার কারন।আপনি যখন ভলিউম কমিয়ে এবং স্টপ লস দিয়ে রাখবেন তখন আপনি নিঃসন্দেহে এবং শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। আপনি যখন স্টপ লস দিবেন তখন আপনার একাউন্ট জিরো হবার কোন সম্বভনাই থাকবে না।
এ্যাকাউন্ট জিড়ো হবার অনেক কারণ রয়েছে । অামরা চেষ্টা করব যাতে করে এ্যাকাউন্ট জিড়ো না হয় সেদিকে অামরা খেয়াল রাখব । অামরা যা কিছু ফরেক্স মার্কেটে করব বুঝি শুনে করব তাহলে অার কোন সমস্যা হবে । অতএব জিড়ো হওয়ার কারণ হল লোভ ।লোভে পড়েই সব শেষ ।
আমি আপনার সাথে থাকতে চাই তো কিভাবে সবাই মিলে কাজ করবো? কারন আমার ইতিমধ্যে account zero হয়েছে কয়েক বার সুতরাং আর কোনভাবেই জিরো হাওয়ার ট্রেড করতে চাই না। যদি পারেন কেউ আমাকে সাহায্য করুন।
আমি মনে করি এ্যাকাউন্ট জিরো হওয়ার প্রধান কারণ হচ্ছে ট্রেডারের অভিজ্ঞতা ও দক্ষতা অভাব। আপনি যদি সঠিকভাবে অভিজ্ঞ ও দক্ষ না হন তাহলে আপনার এ্যাকাউন্ট অবশ্যই জিরো হবে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি প্রথম অবস্থায় কোন কারণে আপনার এ্যাকাউন্ট জিরো হয়েছে সেটি মাথায় রাখতে হবে এবং পরবর্তীতে যেন দ্বিতীয় বার না ঘটে। আর প্রচুর পরিমাণে আপনাকে ফরেক্স সম্পর্কে পড়াশোনা করতে হবে। পাশাপাশি ডেমো অনুশীলন করতে নিয়মিত এবং দক্ষ ও অভিজ্ঞ ট্রেডাদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী পরামর্শ নিতে হবে। বেশি বেশি মার্কেট এনালাইসিস ও কৌশল পদ্ধতিগুলো নিয়ে চর্চা করতে হবে। তাহলে আপনার হয়তো ফরেক্স মার্কেটে তেমন লস নাও হতে পারে।
ফরেক্স একাউন্ট জিরো হবার অনেক কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হল মানিম্যানেজমেন্ট -এর প্রতি লক্ষ না রেখে ট্রেড করা। যে মানিম্যানেজমেন্ট-্এর প্রতি খেয়াল রেখে ট্রেড পরিচালনা করে তার আর যাই হোক একাউন্ট কখনও জিরো হবে না এবং ফরেক্স মার্কেটে বহুদিন টিকে থাকতে পারবে। তাই সকল সকল ফরেক্স ট্রেডারদের উচিৎ মানিম্যানেটমেন্ট-এর উপর লক্ষ রেখে ট্রেড করা।
ফরেক্স এ একটি ট্রেড লস হয় , সাধারণত দুটি কারণে । ১) হয়তো আপনি ইন্ডিকেটর কর্তৃক সিগ্ন্যাল পেয়ে একটি ট্রেড চালু করেছেন , কিন্তু দুর্ভাগ্যঃবশত মার্কেট এর ট্রেন্ড ভিন্ন ছিলো তাই আপনার সিগ্ন্যাল টি ভুল ছিলো । ২) আপনি হয়তো সকল নিয়ম অনুসরণ করেই ট্রেড করেছেন , কিন্তু সেই সময় একটি গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ হয়েছে। এতে আপনার কোনো দোষ নেই এটি মার্কেট এর গতিবিধি । কারণ ফরেক্স মার্কেট পাগল প্রায় । নিজেও জানে না কোনদিকে যেতে চায় । তাই ট্রেড নেওয়ার পূর্বে ট্রেন্ড এবং নিউজ দেখে ট্রেড নেয়া উচিৎ* ।
একাউন্ট জিরো হবার কিছু কারন রয়েছেঃ
১.অত্যাধিক রিস্ক নেওয়া
২.বেমানান পজিশন থেকে ট্রেড অপেন করা।
৩.বেশি লট ব্যবহার করা।
৪.ফরেক্সকে ভাগ্য মনে করা।
৫. নিজের জিদটাকে প্রকাশ করার জন্য না বুঝলেও ট্রেড নেওয়া।
ফরেক্স মার্কেটে লাভ লসের পাশাপাশি সবারই কম বেশি এক বার অ্যাকাউন্ট জিরো হয় সেটা স্বাভাবিক। এটা আমাদের অবশ্যই মেনে নিতে হয়। ফরেক্স এ অ্যাকাউন্ট জিরো হওয়ার প্রধান কারন হল আমাদের ভুল সিদ্দান্ত। তারপরে দেখা যায় আমরা আমাদের লোভের বসে অনেক সময় বড় কিছু করতে চলে যাই যা আমাদের অ্যাকাউন্ট কে জিরো করতে সফল হয়। উলটাপালটা ট্রেড নেয়ার ফলে একাউন্ট জিরো হয়। তাই আমি মনে করি লোভ এরিয়ে আমরা যদি সঠিক চিন্তা নিয়ে সামনে যেতে পারি তবে অ্যাকাউন্ট জিরো হবে না।
ফরেক্স হল একটি
ফরেক্স হলো একটা ঝুঁকিপূর্ণ এবং স্মার্ট একটি বেবসা ,ফরেক্স মার্কেটে আপনার একাউন্ট নানা বিদ কারণে জিরো হতে পারে যেমন : মানি ম্যানেজমেন্ট ফলো না করা ,ভালো কোনো ট্রেডিং স্ট্রাটেজি না থাকা ,অল্প বেলেন্স নিয়ে ট্রেড করা ,রোবট ট্রেডিং করা ,অন্যের সিগন্যাল বেবহার করা ,আবেগ দিয়ে ট্রেড করা ইত্যাদি . আপনি যদি এগুলি এভোইড করতে পারেন তাহলে আপনার একাউন্ট আর জিরো হবেনা
ফরেক্সে একাউন্ট জিরো হওয়ার অনেক কারন আছে।যেমন:মার্কেট সমন্ধে ভাল অ্যনালাইসিস না জানলে, ইমোশনালকে কন্টেল করতে না পারলে,বেশী লোভ করলে,অধিক লাভের আশায় একেসাথে অনেক গুলো ট্রেড অপেন করলে, বড় ভলিওমের ট্রেড অপেন করলে।ইত্যাদি কারনে একাউন্ট জিরো হতে পারে।
ফরেক্স ট্রেডিং ব্যবসা অতিলাভজনক ব্যবসা। আমাদেরকে ফরেক্স ব্যবসা করতে হলে বেশি লাভ করা যাব না।অল্প ব্যালেস নিয়ে বেশি ট্রেড ওপেন করা যাবেনা।বেসি লোভ করা যাবেনা এবং মানিম্যানেজম্যান ট মেনে ফরেকরস ট্রেডিং ব্যবসা করতে হবে।এ কাজগুুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্ট শূন্য হবেনা।আর একথাগুুলো আমরা যদি না মানি তাহলে আমাদের অ্যাকাউন্ট শূন্য হবেই হবে বল আমি মনে করি।
ফরেক্স মার্কেট যেহেতু একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । আর ব্যবসা মানে লাভ-লচ দুইটাই আছে । তাই ব্যবসাতে লচ হতেই পারে,,, এই বলে যে সকল মানুষের লচ হবে তা না,, বা লচ যাওয়ার ক্ষেত্রে টেক প্রফিট ও স্টপ লচ দায়ী তা ও না । ফরেক্স মার্কেটে লচ যাওয়ার অনেকগুলো কারন থাকতে পারে ।
নিম্নে কিছু লচ যাওয়ার কারণ বর্ণনা করা হলো :
★ ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকা ।
★ মার্কেট সঠিকভাবে এনালাইসিস না করে ট্রেড ওপেন করা ।
★ বেশি লাভের আশায় বড়ো বড়ো লটে ট্রেড ওপেন করা ।
★ না বুঝে ট্রেড ওপেন করা ।
★ ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো স্ট্রাটেজি না থাকা ।
★ স্টপ লচ এবং টেক প্রফিট ব্যবহার না করা ।
★ নিউজ রিলিজ টাইমে ট্রেড ওপেন করা ।
★ ফরেক্স মার্কেটে অতিরিক্ত লোভ করা থেকে বিরত না থাকা ।
ইত্যাদি কারনে ফরেক্স মার্কেটে ট্রেড করে বেশি লচের সম্মুখীন হতে হয় ।
অ্যাকাউন্ট জিরো অনেক কারনেই হয় ভাই । তার মধ্যে আমি কিছু কারণ নিচে উল্লেখ করছি ঃ
১. কম জ্ঞান নিয়ে রিয়েল ট্রেড করা ।
২. মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা ।
৩. ট্রেডিং প্লান না থাকা ।
৪. ওভার ট্রেডিং করা ।
৫. লোভ নিয়ন্ত্রন না করতে পারা ।
৬. ইমশনে ট্রেড করা ইত্যাদি ।
*** সবশেষে বলতে চাই আপনি যদি উপরের বিষয়গুলো নিয়ন্ত্রন করতে পারেন তাহলে অন্ততপক্ষে আপনার অ্যাকাউন্ট জিরো হবে না ***
একাউন্ট জিরো হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে তাই আজ শুধু আমি আমার একাউন্ট জিরো হওয়ার প্রধান কারণগুলো বলব । আমার প্রায় সময় একাউন্ট জিরো হয়ে থাকে মার্জিন কলের মাধ্যমে । আর এই মার্জিন কল পাওয়ার পেছনে যে ভুলগুলি আমি বার বার করেছি সাবধান না হয়ে তা হল অভারট্রেডিং , মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করা , অতি আত্মবিশ্বাসী হয়ে এনালাইসিস না করেই ট্রেড করা , নিউজ আওয়ারের সময় বেশী লাভের আশায় মনগড়া ট্রেড করা ইত্যাদি ।
একাউন্ট জিরো হবার পিছনে অনেক কারণ রয়েছে... ট্রেডাররা কোন একটা বড় প্রফিট নেওয়ার জন্য অনেক সময় অনেক বড় লট সাইস নিয়ে ট্রেড এন্ট্রি দেয়, যে লট সাইজটা তার ব্যলেন্স এর তুলনায় অনেক বেশি হয়ে যায় কারন সে কোন রকম মানি ম্যনেজমেন্ট বা ক্যালতুলেশন ছারাই ট্রেড এন্ট্রি দেয়। আসলে তার ট্রেড এন্ট্রি দেওয়ার পিছনে কোন যুক্তিই সে দিতে পারবে না আর এতাউন্ট জিরো হওয়া কারণ এগুলোই, এছারাও sl, tp ব্যবহার না করার কারণেও অনেকের একাউন্ট জিরো হয়ে যায় মুহুর্তেই।
ফরেক্স মার্কেটে লাভ লসের পাশাপাশি সবারই কম বেশি এক বার অ্যাকাউন্ট জিরো হয় সেটা স্বাভাবিক। এটা আমাদের অবশ্যই মেনে নিতে হয়। ফরেক্স এ অ্যাকাউন্ট জিরো হওয়ার প্রধান কারন হল আমাদের ভুল সিদ্দান্ত। তারপরে দেখা যায় আমরা আমাদের লোভের বসে অনেক সময় বড় কিছু করতে চলে যাই যা আমাদের অ্যাকাউন্ট কে জিরো করতে সফল হয়। তাই আমি মনে করি লোভ এরিয়ে আমরা যদি সঠিক চিন্তা নিয়ে সামনে যেতে পারি তবে অ্যাকাউন্ট জিরো হবে না।
ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করতে হলে মাঝে মাঝে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে তার কারন সচেতন না হওয়া।কারন আপনি অতিরিক্ত লোভ করলে যদি মার্কেট আপনার বিপরীতে মুভ করে তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আর তাহলো মানিম্যানেজমেন্ট এর উপর গুরুত্ব দিয়ে কাজ করা।কারন আপনি যদি মানিম্যানেজমেন্ট না মেনে কাজ করেন তাহলে খুব সহজেই আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।
ফরেক্স ট্রেডিং এই ফরেক্স মার্কেটে থাকার জন্য এ কারণেই এখানে প্রত্যেকেই শিক্ষণীয়। শেখা শিখতে অনেকটা ঠিক আছে, যখন আমরা প্রতিদিন এটি শিখি, কেবল তখনই আমরা খুব ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা পাই। এই বাজারটি আপনাকে ট্রেডিং সম্পর্কে শেখার সর্বোত্তম সুযোগগুলি সরবরাহ করে যা আপনি বৈদেশিক মুদ্রায় আপনার স্বাভাবিক অবস্থান ধরে রাখতে সক্ষম হলে যে কোনও আন্তর্জাতিক আর্থিক ব্যবসায়ের বাজারে ভাল প্রতিযোগিতা করতে পারবেন।
ফরেক্স মার্কেট এ একাউন্ট জিরো হবার অনেক কারণ আছে
১।ম্যানি ম্যানেজমেন্ট অনুসরণ না করা
২।স্টপ লস ব্যবহার না করা
৩।ওভার ট্রেড করা
৪।বড় বড় লট ব্যবহার করা
৫।অতিরিক্ত লোভী হওয়া
উপরিউক্ত কারনে একাউন্ট বেশির ভাগ শূন্য হয়ে থাকে
আমি ফরেক্স ট্রেডিং ব্যবসায় আমি নতুন।আমার নিজের অভিঙ্গতা ব্যক্ত করি, আমি প্রথমে ৫ ডলার দিয়ে রিয়েল ট্রেড করি।৫ ডলার দিয়ে ট্রেড করে আমি ২ ডলার লাভ করি তারপর আমার লোভ বেড়ে যায়।আর বেশি লোভের কারণে আমার অ্যাকাউন্ট জিরো হয়।
ফরেক্স মার্কেটে লাভ লসের পাশাপাশি সবারই কম বেশি এক বার অ্যাকাউন্ট জিরো হয় সেটা স্বাভাবিক। এটা আমাদের অবশ্যই মেনে নিতে হয়। ফরেক্স এ অ্যাকাউন্ট জিরো হওয়ার প্রধান কারন হল আমাদের ভুল সিদ্দান্ত। তারপরে দেখা যায় আমরা আমাদের লোভের বসে অনেক সময় বড় কিছু করতে চলে যাই যা আমাদের অ্যাকাউন্ট কে জিরো করতে সফল হয়। তাই আমি মনে করি লোভ এরিয়ে আমরা যদি সঠিক চিন্তা নিয়ে সামনে যেতে পারি তবে অ্যাকাউন্ট জিরো হবে না।
একাউন্ট জিরো হবার কিছু কারন হলো :
১. মানিম্যানেজমেন্ট না মানা।
২. স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার না করা
৩. অধিক ট্রেড করা
৪. ওভার ভলিউম ব্যবহার
৫. ইমোশন কন্ট্রোল না করা ইত্যাদি
ফরেক্স ট্রেডিং আমাদেরকে অনেক ভালোভাবে বুঝতে হবে।অ্যাকাউন্ট জিরো হওয়ার কিছু কারণঃ না বুঝে ট্রেড করা। ধয্য না ধরা।অভার ট্রেড করা।মার্কেট না বুঝে ট্রেড কারা।ট্রেড ওপেন করে বেশি বেশি লোভ করা ইত্যাদি।
অজ্ঞতাই হলো প্রথম কারন। আর লোভ তো আছেই। কেউ যদি ফরেক্স না বুঝে লাখপতি হতে চান ফরেক্স থেকে তাহলে ভাই একাউন্ট তো জিরো হবেই। ফরেক্স ট্রেড করতে হলে মূল বিষয়গুলো জানতে হবে। জানার বিকল্প নেই যত বেশী জানবেন ফরেক্স ট্রেড করতে তত বেশী আপনি ভাল করতে পারবেন। আমরা অনেক এই আছি যে, শুরুতেই না জেনে ট্রেড করার চেষ্টা করি, আমি নিজেও করেছি এবং লস করেছি। এখন একটু একটু জানতে পারছি এবং নিজেকে সংশোধন করছি এবং তাতে আমি অগ্রসর হতে পারছি। এবং এভাবেই এগিয়ে যাচ্ছি দিনের পর দিন।
ফরেক্স ট্রেডিংয়ে ধৈর্য একটি অপরিহার্য জিনিস here এমন অনেক ব্যবসায়ী আছেন যারা জ্ঞান বা দক্ষতা অর্জন না করে বরং তাদের অধৈর্যতার কারণে হারাচ্ছেন। তারা তাদের ট্রেডিংয়ে ধৈর্য ধারণ করে না কারণ তারা সময়মতো অর্থোপার্জন করতে চায় এবং এ কারণে তারা বাজারকে বিশ্লেষণ করতে খুব ভালভাবে ধৈর্য ধরবে না।
অ্যাকাউন্ট জিরো হবার কারন হল , অতিরিক্ত লোভ , আর ফরেক্স মার্কেট এ না বুঝে ট্রেড করা । ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানতে হবে তারপর বিনিয়োগ করতে । আমরা করি কি ফরেক্স সম্পকে না জেনে না বুঝে ইনভেস্ত করি । তাই অ্যাকাউন্ট জিরো হয় ।
একাউন্ট জিরো হবার কিছু কারন রয়েছে।
১.অত্যাধিক রিস্ক নেওয়া
২.বেমানান পজিশন থেকে ট্রেড অপেন করা
৩.বেশি লট ব্যবহার করা
৪.ফরেক্সকে ভাগ্যদেবতা মনে করা
৫. নিজের জিদটাকে প্রকাশ করার জন্য না বুঝলেও ট্রেড নেওয়া।
ফরেক্স মার্কেটে লাভ লসের পাশাপাশি সবারই কম বেশি একবার অ্যাকাউন্ট জিরো হতে পারে এটা আমাদের অবশ্যই মেনে নিতে হবে তারপরে দেখা যায় আমরা আমাদের লোভের কারনে অনেক সময় আমরা বড় ধরনের লোভ করতে যায় সেই কারনে আমাদের অ্যাকাউন্ট জিরো হয় তাই আমি মনে করি লোভ এরিয়ে আমরা যদি সঠিকভাবে নিজের মেধা খাঁটিয়ে সামনে আগাতে পারি তবে অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবেনা।
ফরেক্স মার্কেটে ভলিউম বাড়ানো একটি বোকামির লক্ষন। আপনি যদি ভলিউম বাড়িয়ে দেন তাহলে আপনি ফরেক্সে একাউন্ট জিরো করবেনই এবং মানি ম্যানেজমেন্ট মানতে হবে। আপনি যদি ফরেক্সে টিকে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই ভলিউম একই রাখতে হবে। ধন্যবাদ
. আমরা একটি ট্রাভেল অ্যাকাউন্ট তৈরি করে তা নিয়ে কাজ করব, এতে আমরা খুব ভালো থাকব এবং এর মধ্যে আমাদের কাজ করার কিছু সুফল আমরা পেতে পারি এবং বাঁধের দিকে সময় দিন । তখন সাধারণ ইসলাম প্রলেপ দিতে সফল হবে এবং তখন আমাদের অর্থ আসতে শুরু করবে ।
না বুঝে ট্রেড করলে একাউন্ট জিরো হওয়ার সম্বাবনা বেশী থাকে।বা হবেই। ফরেক্স মাকে'টে ট্রেড করতে হলে প্রথম শত' হল স্টপ লস বসিয়ে ট্রেড করা।এবং লট সাইজ একবার নেওয়ার পর বার বার নেওয়া যাবে না। একই যায়গায় একাধিক লট নেওয়া যাবে না। এ সমস্ত নিদে'শনা ফলো করলে ব্যালান্স জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে।
আমার একাউন্ট জিরো হয়েছিল পরপর দুই বার। তার মুল কারণ ছিল ওভার ট্রেডিং, মানি ম্যানেজমেন্ট এবং ফরেক্স নিউজ অনুশীলন না করা। এই বিষয়গুলো অনুসরণ না করলে আপনারও একাউন্ট জিরো হতে পারে। যদি পারে এই বিষয়গুলো মাথায় রাখবেন।
ফরেক্স একটা ব্যবসা। সকল ব্যবসাতেই লাভ - লস আছে। লাভ লস নিয়ে ব্যবসা। তাই লস কে স্বাভাবিক ভাবে মেনে নিতে হবে। কিছু লোক আছে যারা অনেক বেশি লোভ করে, আবার কিছু লোক আছে যারা না বুঝে ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে।
আপনার একাউন্ট জিরো হবার মুল কারণ হচ্ছে ভলিউম বাড়িয়ে ট্রেড করা এবং স্টপ লস না দেওয়া। আপনি যখন ভলিউম কমিয়ে এবং স্টপ লস দিয়ে রাখবেন তখন আপনি নিঃসন্দেহে এবং শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। আপনি যখন স্টপ লস দিবেন তখন আপনার একাউন্ট জিরো হবার কোন সম্বভনাই থাকবে না।
ফরেক্স ট্রেডিং মার্কেটে একাউন্ট জিরো হওয়ার প্রধান কারণসমূহ নিম্নে বর্ণনা করা হলো :-
★ ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতার অভাব ।
★ ডেমো ট্রেডিং ভালোকরে প্রাকটিস না করে রিয়েল ট্রেডিং শুরু করা ।
★ মার্কেট সঠিকভাবে এনালাইসিস না করে ট্রেড ওপেন করা ।
★ বড়ো বড়ো লটে ট্রেড ওপেন করা ।
★ অতিরিক্ত লোভ করে বেশি ট্রেড ওপেন করা ।
★ নিউজ টাইমে ট্রেড ওপেন করা ।
★ মার্কেটের বিপরীতে ট্রেড ওপেন করা ।
★ অন্যের উপর নির্ভরশীল হয়ে ট্রেড ওপেন করা ।
ইত্যাদি আরো অনেক কারন আছে যার ফলে একাউন্ট জিরো হয়ে যেতে পারে,,,,,,, ধন্যবাদ ।
না বুঝে ট্রেড করার ফলে ফরেক্স মার্কেটে রিয়েল অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। ফরেক্স মার্কেটের নিয়ম না মেনে ট্রিট করার ফলে ট্রেডার লসের সম্মুখীন হয় এর ফলে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। তাই প্রতিটা ট্রেডার কে দক্ষতা অর্জন করেই ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত। ট্রেড করার আগে মার্কেট অবজারভেশন করে ট্রেডে অংশগ্রহণ করতে হবে। তাহলেই অনেক অংশে লস কমে আসবে। এর ফলে ফরেক্স থেকে লাভবান হতে পারবে।,,,, ধন্যবাদ।
ফরেক্স শোকেসে, কোনও ইভেন্টে একবারে শূন্য সুবিধার অ্যাকাউন্ট থাকা অপ্রত্যাশিত নয়। এটা আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। ফরেক্সে রেকর্ড শূন্যের পিছনে অন্যতম মৌলিক উদ্দেশ্য হ'ল আমাদের মিসটপ। এই মুহুর্তে আমরা দেখতে পাই যে আমাদের অভয়ার্তিতে আমরা ঘন ঘন আমাদের পক্ষে ফোকাস করার ক্ষেত্রে প্রচুর বড় বড় কাজ করতে এগিয়ে চলি। সুতরাং আমি মনে করি যে ইভেন্টটি আমরা অতৃপ্তিযুক্ত অঞ্চলে সঠিক ছাড় দিয়ে এগিয়ে যেতে পারি, রেকর্ডটি শূন্য হবে না।
একাউন্ট জিরো হয় নিজেরই কারনে মুলত সঠিক জ্ঞানের অভাবে মার্কেট ভালো করে এনালাইসিস না করে ট্রেডে এন্ট্রি নেওয়ার কারনেই লসে পরে যেতে হয়। তাছারা অনেকেই আছে ওভার ট্রেডিং করে বা অতিরিক্ত লটে ট্রেড করে একাউন্ট শুন্য করে পরে হতাশায় ভোগে।
স্টপ লস এ ট্রেড না করা কারনে আপনার অ্যাকাউন্ট জিরো হবেই। যদি কিনা আপনার ট্রেড টা ভুল হয় । মনে রাখতে হবে আপনার ট্রেড তি জাই হক স্টপ লস বাবুহার করবেন জেন মার্কেট এ কোন জর আশ্লে টা থেকে আপনি বাছতে পারেন ।