মনে রাখতে হবে ফরেক্সে শুধু লাভ নয় লসও হয়।তাই লোভে পড়ে বেশী লাভের আশায় বেশী রিস্ক নিয়ে ট্রেড না করাই ভালো। বিশেষ করে যারা নতুন তাদের অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে তাহলে অনেকদিন টিকে থাকার সম্ভাবনা থাকবে। আর টিকে থাকতে পারলেই সার্থক। তাই অল্প রিস্ক নিয়ে ট্রেড করা ভালে।বিশেষ করে যারা আমরা নতুন সকলেই চেস্টা করবো।