-
একটি কথা আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। এ কথাটি সকল ক্ষেত্রে যেমন সমান তেমনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করার ক্ষেত্রে তেমনি সমান। ফরেক্স মার্কেটে ট্রেডিং করার ক্ষেতে লোভের কথা চিন্তা করলে বড় ধরনের বিপদ হতে পারে। ফরেক্সে যে নিজের লোভকে নিয়ন্তন করতে পারেনা সে কখনই সফলতার মুখ দেখবেনা। ফরেক্সে সফলতার অন্যতম উপায় হল লোভ নিয়ন্তনে রাখা। লোভের কারনে অনেক ট্রেডার তাদের একাউন্ট জিরো করে ফেলে। তাই লোভ একটি খারাপ জিনিস বিষেশকরে ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে।
-
ফরেক্স ট্রেডিংযের ক্ষেত্রে লোভ হল সব থেকে চরম শত্রু যা আপনাকে অনেক বেশি হতাশা গ্রস্ত করে দিবে কারন আপনি যতই অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হন না কেন আপনার মধ্যে যদি লোভ প্রবেশ করে যায় তবে তা আপনাকে ভূল ট্রেডিং জালে জড়িয়ে ফেলবে এবং বড় ধরনের লসের কারন হয়ে দাড়াবে।
-
ফরেক্স ট্রেডিংয়ে লোভের কোন স্থান নেই এটি আপনার চরম শত্রু যা আপনাকে সব সময় পিছিয়ে দেবে আপনি ফরেক্স ট্রেডিং বিষয়ে অভিজ্ঞ হলেও এটি আপনাকে সব সময় ভূল ট্রেডিংযের দিকে আকৃষ্ট করে বড় ধরনের লসের মাধ্যমে আপনাকে মার্কেট থেকে ছিটকে ফেলে দিবে তাই কখনও অতিরিক্ত লোভ করা উচিত নয় ।
-
সব ভাল কিছুর জন্যই ভাল চিন্তা ধারা আর পরিশ্রমের প্রয়োজন হয়। লোভ থেকে বিরত থেকে আপনার মেধা আর শ্রমকে কাজে লাগান তাহলে ফরেক্স থেকে ভাল কিছু করতে পারবেন। অনেকে ফরেক্সকে টাকার মেশিন মনে করে থাকেন আবার ধনী হওয়ার অবলম্বন মনে করে থাকেন। আপনি ফরেক্স করে ধনী হতে পারবেন তবে আপনাকে ফরেক্সে ট্রেডিং-এর উপর এক্সপার্ট হতে হবে। না জেনে ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার আশংকা রয়েছে।
-
আমার একটাই কথা যে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসলে লোভ কে দুরে রাখতে হবে।আসলে মানুষ জত বেশী পাই ততবেসি চাই।মানুষের চাওয়ার কোন শেষ নাই।তাই তারা লোভ করে।আর লোভ করেই তারা সব হারাই।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আমার লোভকে আমি দুরে রাখি।এতে আমি ভালোভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে যদি সফল হতে চান তাহলে লোভ কে দুরে রাখুন।
-
আমি বলবো ফরেক্স এ আছেন এবং লোভ রয়েছে সে তাড়াতাড়ি মন থেকে লোভকে সরিয়ে ফেলুন।গতিশীল ফরেক্স মার্কেটে কখনও মার্কেট উপরে আবার কখনও উপরে ওঠে।আপনি উপরে ওঠা দেখে বাই নিতে পারেন এবং লাভভও হতে পারে।পরে লাভ দেখে আপনি আবার দ্বিগুণ লটে বাই ধরলেন কিন্তু এবার মার্কেট ডাউন হল। অর্থাত মার্কেট আপনারর বিপরীতে গেল।তাহলে লোভের জন্যই কিন্তু এমনটি হল।তাই ফরেক্স করতে হলে ঝোকের নেশায় না মজে প্রতিটি ট্রেড সঠিক অ্যানালাইসিস করে নেবেন।অন্যথায় লোভ করলে মরতে হবে।
-
ফরেক্স মার্কেটে লোভ ক্ষতিকর আপনি যদি লোভের বশে বেশি লট এ ট্রেড ওপেন করেন তাহলে আপনার ঝুকি বেড়ে যাবে এবং আপনি আপনার পুজি হারাতে পারেন । তাই আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা খুব রিস্ক নিয়ে ট্রেড না করি।
-
অভিজ্ঞদের মতে ফরেক্স মার্কেটের জন্য লোভ হল একটি বর্জনীয় গুন।যে ফরেক্স এ আছেন এবং লোভ রয়েছে সে তাড়াতাড়ি মন থেকে লোভকে সরিয়ে ফেলুন।গতিশীল ফরেক্স মার্কেটে কখনও মার্কেট উপরে আবার কখনও উপরে ওঠে।আপনি উপরে ওঠা দেখে বাই নিতে পারেন এবং লাভভও হতে পারে।পরে লাভ দেখে আপনি আবার দ্বিগুণ লটে বাই ধরলেন কিন্তু এবার মার্কেট ডাউন হল। অর্থাত মার্কেট আপনারর বিপরীতে গেল।তাহলে লোভের জন্যই কিন্তু এমনটি হল।তাই ফরেক্স করতে হলে ঝোকের নেশায় না মজে প্রতিটি ট্রেড সঠিক অ্যানালাইসিস করে নেবেন।অন্যথায় লোভ করলে মরতে হবে।
-
আমরা সবাই জানি যে, কোন কিছুতে লোভ করা ভাল নয়। লোভ মানুষকে বিপদের দিকে ঠেলে দেয়। কোন কিছুতে লোভ করে আসলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক তেমনি এই ফরেক্স মার্কেট এ যারা লোভ করে আসে তারা এই ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারে না এবং সাফলতা অর্জন করতে পারে না। তাই আমরা যখন এই ফরেক্স মার্কেট এ কাজ করব তখন আমরা এই লোভটাকে সামলে রেখে ফরেক্স এ কাজ করব তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারব।
-
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷ফরেক্স ব্যাবসায় নিয়মিত প্রফিট করতে হলে অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ প্রয়োজনীয় গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য ও একটা নির্লোভ মন৷
-
আমি বলবো পৃথিবীর কোন কাজেই কখনও লোভ করতে নেই। লভে পাপ, পাপে মৃত্যু। তাই লোভ করলে আপনি সবকিছু হারাবেন। এটা সত্য যে, ফরেক্স মার্কেট এ আপনি যত বেশি লোভ কন্ট্রোল করতে পারবেন আপনি তত বেশি সাক্কেসফুল হবেন। তাই আপনি সবসময় নিজের লোভকে আগে কন্ট্রোল করতে চেষ্টা করবেন।
-
এটাই সত্য যে লোভ করলেই তার তো কোনো না কোনো সয়মলছ তো হবেই। কোনো কাজেই লোভ করতে হয় না কেননা এতে করে যদি প্রথমে লাভ হলেও পরে লছ হবেই এতে করে দেখা এক সময় তার আর কিছুই থাকেনা আর তারা ফরেক্স থেকে ঝরে পরে।যারা লোভ করে তারা খুব বেশি দিন টিকে থাকতে পারে খুব তারাতারি ফরেক্স থেকে ঝরে পরে।
-
এটা আমরা সবাই জানি যে লোভ করা ভালো নয় তবুও আমরা লোভ করেই বসি এতে করে কি হয় আমাদের এর ফল ভোগ করতেই হয়। যে লোভ করবে তাকে তার ফল তো ভোগ করতেই হবে েএটাই স্বভাবিক। ফরেক্সে আমরা এটাই করি যায় ফলে আমরা ফরেক্সে আামরা সব কিছুই শেষ করে ফেলি।
-
লোভ করবেন তো মরবেন পরেক্স এই কথাটি অনেক মূলবান।পরেক্স এ লোভ করলে লস হওয়ার সম্ভাবনা থাকে, কেনোনা যে লোভ করবে সে খুব অল্প সময়ে তার চালান হারাবে। কথায় আছে না লোভে পাপ পাপে মিত্তু । পরেক্স ডিপোজিট এ লোভ করা ঠিক নয়। তাই আমার মতে পৃথিবীর কণো কাজেই লোভ করা ঠিক নয়।আমার মতে অল্প পুজি নিয়ে লোভ করা ঠিক নয় পরেক্সে। পরেক্স এ যে ভাল করেলে সে লাভবান ও হতে পারে আবার লস ও করতে পারে। তাই আমার দ্রিস্তিতে পরেক্স লোভ করা ঠিক নয়। কেনোনা লোভ করলেন তো মরলেন। তাই লোবকরা পরেক্স এ ঠিক নয়।:woo:
-
কোন কাজেই অামরা লোভ করব না । কাজ করব পরিশ্রমের মাধ্যমে তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা কখনোই লোভে পড়ে এ্যাকাউন্ট হারিয়ে ফেলব না । বেশী বেশী পরিশ্রম করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ধৈর্য্যের সহিত কাজে অগ্রসার হব ।
-
আমরা সবাই জানি যে, যে কোন কিছুতে লোভ করা ভাল নয়। কোন কিছুতে লোভ করে থাকলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না । ঠিক তেমনি এই ফরেক্স মার্কেট এ যারা লোভ করে কাজ করে তারা ফরেক্স তেকে সাফলতা অর্জন করতে পারবে না। তাই আমরা যখন এই ফরেক্স মার্কেট এ কাজ করব তথন আমরা আমাদের এই লোভ টাকে সামলে রেখে ফরেক্স এ কাজ করব তাহলে আমরা ফরেক্স তেকে আয় করতে পারব এবং সাফলতা অর্জন করতে পারব।
-
ফরেক্স মার্কেটে আ্পনার মধ্যে যদি লোভ নিয়ন্তন করার মত মানসিক শক্তি না জাগ্রত হয় তবে ধরে রাখুন লোভ খুব তারাতারি আপনার একাউন্টটি জিরো করতে আপনাকে সাহায্য করে ফরেক্স মার্কেটে আপনার যে অবস্থান আছে তা কেড়ে নিবে। ধন্যবাদ।
-
আমরা সবাই জানি যে, কোন কিছুতে লোভ করা ভাল নয়। কোন কিছুতে লোভ করে থাকলে তা থেকে সাফলতা পাওয়া যায় না বরং তার বিপরীত হয়। ঠিক এই ফরেক্স মার্কেট এ এমনই একটি ব্যবসা যা কিনা আপনি লোভ করে থাকলে এবং লোভ করে ফরেক্স এ কাজ করলে এই ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করা যায় না এবং আয় করা যায় না। তাই ফরেক্স থেকে আয় করতে হলে লোভটাকে ত্যাগ করতে হবে তাহলে হয়তো ফরেক্স থেকে আয় করা সম্ভব।
-
ফরেক্স মার্কেটে শতকরা ৯৫ জন ট্রেডার লস করে মূলত লোভ এর কারনে । আমাদের লোভ হয় যে মার্কেট আমার আশানুরুপ নিচে চলে গেলো বা উপরে উঠে গেলো অথচ আমি ট্রেড নিতে পারলাম না। এবং মানসিক উত্তেজনার কারনে আমরা এই সময় তাড়হুড়া করে ট্রেড করে বসি । এবং এই প্রত্যেকটি ট্রেড আমাদের লস ট্রেড হয় । তাই লোভ থেকে যদি বেঁচে থাকতে না পারেন , তাহলে ফরেক্স মার্কেট এ কখনই টিকে থাকতে পারবেন না ।
-
ফরেক্স মাকেটে লোভ করলেন তো মরলেন ফরেক্স মারেক্স কেটে যারা বেশি লোভ করতে তারা ফরেক্স থেকে লস করবে ফরেক্স মাকেট রিক্সি মাকেট এখানে লাভ করা সহজ আবার লস করাও সহজ |আমি মনে করি জারা নতুন তারা বেশির ভাল লস করে থাকে ফরেক্স লোভের কারনে |
-
একেবারে সত্যি কথা। কখনও কোনও কাজেই লোভ করা ঠিক নয়। ফরেক্স মার্কেট এ তো আরও বেশী লোভ করা যাবে না। আমি এইমাস যতগুলো লস করেছি একটিই কারণ লোভ এবং তারাতারি ভালভাবে এনালাইসিস না করে ট্রেড নেওয়া। যখন মনে লাভ করার জন্য মানষিক ভাবে আপনি উত্তেজিত তখন মনে করবেন আপনার ভিতরে লোভ কাজ করছে তখন ভাল হয় যদি কিছুক্ষন ট্রেড থেকে দুরে থাকেন কারণ এই মানষিক উত্তেজনাই সবচেয়ে বড় খারাপ ফরেক্স মার্কেট এর জন্য।
-
হ্যা একদম সত্যি কথা কোন কাজেই লোভ করা যাবে না আর যখনই আপনি লোভে আক্রান্ত হবেন তখনই আপনার সর্বনাশ ডেকে আনবেন এমনটাই আমি মনে করি। বিশেষ করে ফরেক্স মার্কেটে তো নয়। কেননা ফরেক্স এমন একটি মার্কেট এখানে আপনাকে সব সময় চিন্তা করতে হবে লোভ বিহীন হয়ে ট্রেড করা। কেননা লোভ বিহীন হয়ে ট্রেড করলে আপনি সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট ব্যবস্থা ঠিক রাখতে পারবেন। লিভারেজের ব্যালেন্স নিজের আয়ত্বর মধ্যে রাখতে পারবেন আর এতে করে আপনি উত্তেজিতও থাকবেন না। এর ফলে আপনি এই মার্কেট হতে ভাল সফলতা ভোগ করতে পারবেন। আর যদি লোভ করে ট্রেড করেন তাহলে বেশি দিন টিকে থাকতে পারবেন না।
-
আপনি একবার যখন লাভ করবেন, পরেরবার যখন লাভ করবেন এরপর সুধু লাভ করতে ইচ্ছা হবে আর মনে হবে যে ট্রেড দিলেই মনে হয় লাভ হবে। এই লোভের তাড়নায় পড়েই মানুষ বড় বড় লসের সম্মুখীন হন । তাই সবসময় লোভ কে নিয়ন্ত্রন করার চেষ্টা করতে হবে না হলে লোভই আপনাকে একতরফাভাবে ধংস করে দিতে সক্ষম । এজন্য লোভ নিয়ন্ত্রন করতে পারলে আপনার ফরেক্স এ টিকে থাকার সম্ভাবনা বাড়তে থাকবে আর অবশ্যই লাভ করতে পারবেন ।
-
বাংলায় একটি প্রবাদ আসে লোভে পাপ পাপে মৃত্যু। কোন ক্ষেত্রে অতিরিক্ত লোভ ক্ষতির কারণ হয়ে থাকে। ট্রেড করে প্রথম অবস্থায় লাভ হলে অনেকেই অতিরিক্ত বিনিয়োগ করেন এবং যখন উক্ত বিনিয়োগে লস আসে তখন একেবারে ট্রেডিং থেকে বিদায় নিতে বাধ্য হন। তাই অতিরিক্ত লোভ না করে বরং ধীরে সুস্থে ট্রেড করতে হবে।
-
ফরেস্ক একটি লোভনিয় ব্যাবসা আমি এটা মানি কিন্তু আমি করিনা কারণ আমি দেখেছি আমার ফরেস্ক নতুন ছাত্র ভাইদের কাছে যে তাহারা যে পরিমান লাভে লোভ করছে তাহারা অনেকেই ব্যালেন্স ০ করেছে তাই আমি বল্বো ফরেক্সে লোভ না করে নিয়ম কানোন মেনে ট্রেড করুন অবশ্যই সাফল্য আসবেই।
-
লোভ করবেন তো মরবেন কারন এটা লোভ করার জিনিষ নয় লোভ জিনিষ টা খুবই খারাপ। আসলে অনেকে এখানে আসে কিছু করার জন্য আর অনেকে এখান থেকে বেশি লাভের জন্য একসাথে অনেক ট্রেড চাপিয়ে দেয়। এটা করতে গেলে ধৈয হারালে চলবে না।
ধন্যবাদ
-
এখানে লাভ করা খুব কঠিন। ফরেক্স এ টিকে থাকতে হলে লোভ কে বর্জন করতে হবে। লোভ বেশি করতে গেলে ফরেক্স এ লসের সম্ভাবনা বেশি হয়ে যায়। তাই আস্তে আস্তে যা লাভ হয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকাই ভাল। এখানে একদিনে একাউন্ট ডাবল ও করে ফেলা যায় আবার একদিনে একাউন্ট জিরো ও করা যায়। কিন্তু আস্তে আস্তে এগুলে লাভ কম হলেউ লসের সম্ভাবনা থাকে না।
-
হ্যা ভাই ফরেক্স এমন একটি মার্কেট এখানে যদি কেউ লোভ করে ট্রেড করে তাহলে খুব দ্রুত তাকে এই মার্কেট ত্যাগ করতে হবে। কেননা আজ পর্যন্ত কেউ লোভ করে কোন কাজে সফলতা অর্জন করতে পারেনি। ঠিক তেমনি ফরেক্স মার্কেটের ক্ষেত্রেও। আপনি যদি সঠিক পন্থা অবলম্বন করে মার্কেটের পজিশন বুঝে শুনে ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে এই মার্কেট হতে সফলতা অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস। অতএব ধীরে ধীরে ফরেক্স সম্পর্কে আগে বুঝার চেষ্টা করুন তারপর ট্রেডিং কৌশল পরিচালনা করে ট্রেড করুন। তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।
-
ব্যবসা যেকোনো বয়সে করা যায়। তবে ফরেক্স ব্যবসা যদি ছাত্র জীবন থেকে শুরু করা যায় তবে এটি একটি লাভজনক ব্যবসা হবে এবং ছাত্রাবস্থায় পড়াশুনার পাশাপাশি এই কাজ করা হয় বলে ফরেক্স ট্রেড শিখতে সুবিধা হয়।
-
আমি বলবো ফরেক্স ব্যবসা খুব একটা সহজ নয়। এখানে লাভ করা খুব কঠিন। ফরেক্স এ টিকে থাকতে হলে লোভ কে বর্জন করতে হবে। লোভ বেশি করতে গেলে ফরেক্স এ লসের সম্ভাবনা বেশি হয়ে যায়। তাই আস্তে আস্তে যা লাভ হয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকাই ভাল। এখানে একদিনে একাউন্ট ডাবল ও করে ফেলা যায় আবার একদিনে একাউন্ট জিরো ও করা যায়। কিন্তু আস্তে আস্তে এগুলে লাভ কম হলেউ লসের সম্ভাবনা থাকে না। তাই লোভ না করে ফরেক্স এ এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ।
-
ফরেক্স মার্কেট এ লোভ তৈরি হওয়াটা খুবই সহজ এবং স্বাভাবিক । কারন আপনি একবার যখন লাভ করবেন, পরেরবার যখন লাভ করবেন এরপর সুধু লাভ করতে ইচ্ছা হবে আর মনে হবে যে ট্রেড দিলেই মনে হয় লাভ হবে। এই লোভের তাড়নায় পড়েই মানুষ বড় বড় লসের সম্মুখীন হন । তাই সবসময় লোভ কে নিয়ন্ত্রন করার চেষ্টা করতে হবে না হলে লোভই আপনাকে একতরফাভাবে ধংস করে দিতে সক্ষম । এজন্য লোভ নিয়ন্ত্রন করতে পারলে আপনার ফরেক্স এ টিকে থাকার সম্ভাবনা বাড়তে থাকবে আর অবশ্যই লাভ করতে পারবেন ।
-
প্রশ্নের সাথে আমি একতম। আমাদের সবারই যানা আছে যে লোভে পাপ আর পাপে মৃত্যু বা অতি লোভে তাতী নষ্ট। এই কথাগুলো যেমন চিরন্তন সত্যি তেমনি বাস্তবেও তাই হয়। আর ফরেক্সে লোভ করলে সফলতা তো দূরে থাক আপনি এখানে টিকেই থাকতে পারবেননা। তাই আমাদের সকলের উচিত লোভ সামলিয়ে ট্রেড করা। ধন্যবাদ
-
হ্যা ফরেক্স এমন একটি মার্কেট এখানে লোভ করা যাবে না যদি আপনি লোভ করেন ট্রেড করেন তাহলে বেশি দিন টিকে থাকতে পারবেন না বরং যত দ্রুত সম্ভব নিজের ব্যালেন্স জিরো করে ফিরে যেতে হবে। অতএব আগে এই ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করুন এবং বিভিন্ন ধরনের কৌশল ও ইন্ডিকেটর ব্যবহার গুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা করুন। তারপর ডেমো ট্রেডিং দ্বারা কয়েক বৎসর এই মার্কেটে ট্রেড করুন। তাহলে অবশ্যই সফল হতে পারবেন। কিন্তু যদি লোভ করে ওভার ট্রেডিং করেন অথবা বেশির লাভের আশায় যদি ট্রেড করেন তাহলে অবশ্যই এখানে টিকে থাকতে পারবেন। কথায় আছে না লোভে পাপ, পাপে মৃত্যু ঠিক তেমনি ফরেক্স বাজারের ক্ষেত্রে।
-
ভাই ফরেক্স মার্কেটের জন্য লোভ হল একটি বর্জনীয় গুন।যে ফরেক্স এ আছেন এবং লোভ রয়েছে সে তাড়াতাড়ি মন থেকে লোভকে সরিয়ে ফেলুন।গতিশীল ফরেক্স মার্কেটে কখনও মার্কেট উপরে আবার কখনও উপরে ওঠে।আপনি উপরে ওঠা দেখে বাই নিতে পারেন এবং লাভভও হতে পারে।পরে লাভ দেখে আপনি আবার দ্বিগুণ লটে বাই ধরলেন কিন্তু এবার মার্কেট ডাউন হল। অর্থাত মার্কেট আপনারর বিপরীতে গেল।তাহলে লোভের জন্যই কিন্তু এমনটি হল।তাই ফরেক্স করতে হলে ঝোকের নেশায় না মজে প্রতিটি ট্রেড সঠিক অ্যানালাইসিস করে নেবেন।অন্যথায় লোভ করলে মরতে হবে।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ লোভ তৈরি হওয়াটা খুবই সহজ এবং স্বাভাবিক । কারন আপনি একবার যখন লাভ করবেন, পরেরবার যখন লাভ করবেন এরপর সুধু লাভ করতে ইচ্ছা হবে আর মনে হবে যে ট্রেড দিলেই মনে হয় লাভ হবে। এই লোভের তাড়নায় পড়েই মানুষ বড় বড় লসের সম্মুখীন হন । তাই সবসময় লোভ কে নিয়ন্ত্রন করার চেষ্টা করতে হবে না হলে লোভই আপনাকে একতরফাভাবে ধংস করে দিতে সক্ষম । এজন্য লোভ নিয়ন্ত্রন করতে পারলে আপনার ফরেক্স এ টিকে থাকার সম্ভাবনা বাড়তে থাকবে আর অবশ্যই লাভ করতে পারবেন ।
-
ফরেক্স এ কাজ করতে হলে আপনাকে অবশ্যই সেন্টিমেনাটার অ্যানালাইসিস কে নিয়মিত ফলোো করতে হবে। আর এই সেন্টিমেন্টাল অ্যানালইসসি আপনাকে আপনার অমানুষিক চিন্তা ধারা, লোভ ইত্যাদি থেকে সর্বদা দুরে রাকবে। লোভ এমনি একটা জিনিস যা ট্রেডারদের কয়েক মুহুর্তের মধ্যে শেষ করে দিতে সক্ষম। থাই রোভকে সবসময় না বলার চেষ্টা করুন ও সবসময় ভাবতে থাকুন যে যা পেয়েছি তাতেই অনেক।
-
হ্যা এটা খুবই সত্যি কথা আপনি যদি লোভ করে থাকেন তবে আপনাকে বেশির ভা্গ সমই লস করতে হবে। লোভি ট্রেডাররা বেশি দিন ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেনা। আমাদের অবশ্যই মানি ম্যনেজমেন্ট ফলো করতে হবে যদি আপনি কোন পজেটিভ রেজাল্ট আশা করেন
-
লোভ মানুষের এমন একটি খারাপ গুণ যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।একজন লোভী মানুষ কখনোই জীবনে সফল হতে পারেন না।আর যারা ফরেক্সে লাভ করে থাকেন তাদের পরিনাম তেমন একটা ভাল হয় না।লোভের বশবর্তী হয়ে ট্রেডিং করলে এক সময় পুরো মূলধন টাই হারাতে হয়।তাই ফরেক্সে সফল হতে গেলে প্রত্যেকটি ট্রেডার কে অবশ্যই লোভকে বর্জন করতে হবে।
-
লোভ করলে ক্ষতি অবধারিত।
ফরেক্স মার্কেট প্লেসে সঠিকভাবে ট্রেডিং স্ট্রেটিজি উন্নয়নের পাশাপাশি পরিপূর্ণভাবে মানি ম্যানেজমেন্ট করে নিজের লোভ ও আবেগকে নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠুভাবে ট্রেডিং সম্পন্ন করতে হয়।কিছু কিছু ট্রেডার আছেন যারা লোভে পড়ে অতিরিক্ত ট্রেডিং করেন অথবা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করে বড় ভলিউমে ট্রেড করে থাকেন। এইভাবে কখনো কখনো তারা প্রফিট করতে পারেন। কিন্তু বেশিরভাগ সময়ই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। এই ক্ষতি ছোট থেকে বড় যে কোন আকারের হতে পারে।কখনো হয়তো অল্প ক্ষতি হবে এবং যদি মার্কেট বিপরীত পরিস্থিতিতে চলে যায় তবে ব্যালেন্স শূন্য হওয়া বা নিজের ইনভেস্ট করা অ্যামাউন্ট দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই অবশ্যই লোভকে নিয়ন্ত্রণে রাখা প্রতিটি ট্রেডারের লক্ষ্য অর্জনের সহায়ক।
-
লোভে পাপ পাপে মৃত্যু । তাই কোন কাজে অতি লোভ করািএকেবার ঠিক না । তাতে আপনার বৃহৎ ক্ষতি হয়ে যেতে পারে । লোভ করলেনতো মরলেন কথাটি ফরেক্সের ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে করি । এতে আপনাকে সর্বহারা করে ফেলতে পারে ।