আসলে আমরা ফরেক্স মার্কেটে লসকে পুষে রাখি লাভের আশায়। কারণ যখন আমাদের লস হয় এই লস আমরা মেনে নিতে চাই না আসলে চিন্তা করি যে এই লস রিকভার করা সম্ভব। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই লস রিকভার করা তো সম্ভব না আরো লস রিকভার করার জন্য অতিরিক্ত লস করে ফেলেছি। মার্কেট সম্পর্কে ধারণা থাকলে হয়তো বা এ ধরনের ভুল সিদ্ধান্ত আমরা নিবনা। কিন্তু আমরা অনেক সময় মার্কেট সম্পর্কে ধারনা থাকে না যার কারণে আমরা লস কেউ মেনে নিতে পারি না। এজন্য আমরা চিন্তা করি মার্কেট আবার ব্যাক করবে এবং আমরা এই লস রিকভার করতে সক্ষম হব। কিন্তু অধিকাংশ সময় এটা সম্ভব হয় না যার কারণে আমরা লস রিকভার করতে পারি না এবং লস পুষে রাখার কারণে আমাদের আরো বেশি লস হয়।