-
ফরেক্স মার্কেটে অল্প বিদ্যা মোটেই কাম্য নয়। ফরেক্স সম্পর্কে আপনার যদি জ্ঞান খুব সীমিত থাকে। তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যার ফলে আপনার ফরেক্স মার্কেটে টিকে থাকা দুষ্কর হয়ে যাবে। ফরেক্স মার্কেট এ সফলতার একমাত্র প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে আপনার জ্ঞান পরিধিকে বিস্তার করা। ট্রেডিং এর পাশাপাশি লার্নিং নিয়ে যেতে হবে, মার্কেটে প্রচুর সময় দিতে হবে, এ্যানালাইসিসগুলো বার-বার করতে হবে, ট্রেডিং-এ অনেক সমস্যা হবে, লস হবে সেগুলোকে শিক্ষা হিসেবে নিতে হবে, আর এভাবে ধীরে ধীরে আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে বাড়াতে হবে।
-
আসলে ফরেক্স ট্রেডিং এ দরকার অভিজ্ঞতা যা অল্প কয়েকদিন স্টাডি করলেই হবে না। আপনাকে বছরের পর বছর চেষ্টা এবং প্র্যাকটিস করে যেতে হবে যখন নিজের উপর আস্থা আসবে তখন রিয়েল ট্রেড করবেন তার আগে নয়। প্রথমে ডেমো ট্রেড নিয়ে শুরু করবেন একটু একটু করে শিখবেন এবং সেগুলো ডেমোতে চর্চা করতে হবে। যখন আপনি ডেমো তে ধারাবাহিক ভাবে ৬ মাস লাভ করতে পারবেন তখন রিয়েল ট্রেড করার চিন্তা করতে হবে।কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকারী আর ফরেক্স ট্রেডিং এ আপনার সব এনালাইসিস ঠিকঠাক না হলে আপনার জন্য ভয়ংকর রুপ তো নিবেই ফরেক্স।
-
এ কথাটা আমরা সবাই জানি যে, অল্প বিদ্যা ভয়ংকর। কিন্তু আমরা নিজেরাই মানি না। কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে শুধু জানলেই হবে না। কথাটা মানতেই হবে। তা না হলে আপনি আপনার সর্বত্র হারিয়ে বসবেন। ফরেক্স সম্পর্কে আপনার যত বেশি অভিজ্ঞতা হবে আপনি তত বেশি সফল হতে পারবেন। তাই আপনাকে আগে ফরেক্স জানতে হবে তারপরে ফরেক্স করতে হবে। ফরেক্স মার্কেটে অল্প বিদ্যা ভয়ংকর । যে যত বেশী বিদ্যা শিখবে তার তত বেশী লাভবান হতে পারবে । অামরা বেশী বেশী বিদ্যা শিখতে পারব যদি ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই অামরা লাভবান হতে পারবে । অামরা অল্প বিদ্যা নিয়ে কখনোই ফরেক্স মার্কেটে কাজ করব না ।
-
অল্প বিদ্যা দিয়ে যেমন কোন কিছুর উন্নতি করা যায় না তেমনেই অল্প পুজি বিনিয়োগ করে ফরেক্স ব্যবসায় সফলতা অর্জন করা জায়না। ফরেক্স ব্যবসার জন্য অল্প অবিজ্ঞতা এবং অল্প বিনিয়োগ আমি মনে করি দুটুই বৃথা যাবে। তাই ফরেক্স ব্যবসায় উন্নতি করতে বেশি অবিজ্ঞতা এবং বেশি টাকার দরকার। ফরেক্স ব্যবসায় অবিজ্ঞতাই সাফল্য নিয়ে আসে। আপনাকে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে।এগুলো ফরেক্সের প্রাথমিক কাজ এগুলো আপনাকে আগে শিখে জ্ঞানের পরিধি বাড়াতে হবে।সব সময় মনে রাখতে হবে ফরেক্স আপনি ছোট খাটো হিসাবে নিলে লাভ করতে পারবেন না।ফরেক্স যদি করতে চান তাহলে ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করেই ট্রেডিং এ যাওয়া উচিত।
-
অল্প বিদ্যা আর অল্প পুঁজি দিয়ে ফরেক্স হয়না। এখানে অনেক বিদ্যা ও টাকার দরকার, তা না হলে ভয়ঙ্কর পরিনতি হতে পারে। বিনিয়োগ এবং বিদ্যা যদি বেশি হয় ফরেক্স করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। বিনিয়োগ এবং বিদ্যা বারানো দরকার।অল্প কিছু টাকা ইনভেস্ট করে ফরেক্স করা যেতে পারে। কিন্তু বড় ধরনের লাভ এর চিন্তা করা যাবে না। অল্প ব্যালেন্স নিয়ে অল্প লাভ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর অল্প জ্ঞান বা অভিজ্ঞতা নিয়ে ফরেক্স এ টিকে থাকা কঠিন। সে কারনে ফরেক্স নিয়ে আগে গবেষনা এবং ট্রেডিং দক্ষতা বারিয়ে ট্রেড শুরু করা ভালো।
-
অল্প বিদ্যা আর অল্প পুঁজি দিয়ে ফরেক্স হয়না। এখানে অনেক বিদ্যা ও টাকার দরকার, তা না হলে ভয়ঙ্কর পরিনতি হতে পারে। বিনিয়োগ এবং বিদ্যা যদি বেশি হয় ফরেক্স করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। বিনিয়োগ এবং বিদ্যা বারানো দরকার।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসা সম্পর্কে আপনি ভাল ভাবে না জানলে ভাল করে না শিখলে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করলে আপনি ফরেক্স ব্যবসা করতে পারবেন না।ফরেক্স মার্কেটে আসার আগেই তা ভাল করে ফরেক্স শিখে নিন।
-
অল্প বিদ্যা ভয়ংকর কারন ফরেক্স এমন একটা ব্যবসা এই ব্যবসা সম্বন্ধে আপনি ভাল ভাবে না বোঝেন আর যদি ভাল ভাবে না শিখেন ফরেক্সে ভালো করে দক্ষতা অর্জন যদি না করেন তাহলে এই ফরেক্স ব্যবসা কখনো লাভবান হওয়া শম্ভাব হবে না তাই এখানে আপনি যদি অল্প জেনে এই বেবশা করেন তাহলে প্রতিটা খেত্তেরে আপনে লচের শম্মুখিন হবেন তাই ফরেক্স মার্কেটে আসার আগে ভাল করে ফরেক্স জানা প্রয়োজন।
-
অল্প বিদ্যা ও কিছু টাকা নিয়ে ফরেক্স নামক উত্তাল মহাসাগরে ঝাপ দিয়ে শুধু শুধু নিজের টাকা পানিতে ফেলার কোন মানে হয় না ।
-
আপনি থিক বলেছেন অল্প বিদ্যা আপনাকে ধংস করে দিবে | ফরেক্স করার জন্য ফরেক্স সম্পরকে লেখাপরা করতে হবে| আমাদের সকলের উচিত ফরেক্স সম্পর্কে ভাল করে অনেক কিছু জানা অনেক কিছু শিক্ষ এবং ফরেক্স ব্যবসা নিয়ে বেশি বেশি চিন্তা করা তাহলেই আপনি ফরেক্স ব্যবসাকে আয়তে আনতে পারবেন।ব্যাবসায় টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে।এজন্য আপনি ফরেক্স সম্পর্কিত কিছু বই অথবা অনলাইনে বিভিন্ন সাইট থেকে ফরেক্স শিখতে পারেন।কারন ফরেক্স বিষয়ে যতবেশি শিখতে পারবেন এখানে নিজেকে ততটা দক্ষ করে তুলতে পারবেন।আর যদি কম শিখে নিজেকে দক্ষ না করেই ডিপোজিট করেন তাহলে ব্যালেন্স খালি হতে খুব বেশি সময় লাগবে না।তাই প্রথমে নিজেকে দক্ষ করে তারপর ডিপোজিট রুন সফল হতে পারবেন।
-
ফরেক্স এমন একটি ব্যবসায় যেখানে আপনাকে ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে । আপনি ডেমু একাউন্টে হালকা কিছু ট্রেড করে লাভবান হয়ে গেলেই কিন্তু আপনি ফরেক্স সম্বন্ধে পারদর্শী তা ভাবা মোটেই ভুল । কারন ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে মার্কেট ভ্যালু সম্পর্কে বুঝে তবেই ট্রেড করা প্রয়োজন । ফরেক্স মার্কেটে যে যাকে যত চালাক ভাববে সে তাকে ততই বোকা বানাচ্ছে । ফরেক্স মার্কেট এ অনেকএ না বুঝে অনেক লাভ করতে পারে , কিন্তু পরবর্তীতে তা এর থেকে বেশি ক্ষতিই বয়ে আনে । তাই ফরেক্স এ অল্পবিদ্যা নিয়ে ব্যবসায় করলে অনেক লস দিতে হয় ।আমরা হারাই আমাদের অন্যতম একটা প্রিয় জিনিস আর তা হল মহামূল্যবান টাকা আমি অনেক ট্রেডারকে দেখেছি যে তারা ফরেক্স নিয়ে সামান্য জানতে না জানতেই অনেক টাকা ইনভেস্ট করে রাতারাতি বড় লোক হওয়ার জন্য ! কিন্ত লোভনীয় কাজের ফলাফল সবসময় হয় অত্যন্ত দুঃখজনক কারণ যে জিনিসটার মাধ্যমে নিজের টাকা ইনভেস্ট করবেন সে জিনিসটার উপরে পুরেপুরি না হলেও আমাদেরকে মুটামুটিভাবে দক্ষতা অর্জন করতে হবে
-
ফরেক্স এর মাধ্যমে আমরা খুব ভাল মুনাফা উপার্জন করতে পারবো কিন্তু আমার জানামতে এটা সবার জন্য নয়। এখানে যাদের জ্ঞান এবং অভিজ্ঞতা বেশি একমাত্র তারাই এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারে। এখানে অনেকে আছে খুবই অল্প বিদ্যা নিয়ে শুরু করে থাকে আর তাদের সাথে কথা বললে মনে হয় তারা অনেক কিছু জানে কিন্তু প্রকৃতপক্ষে যখন তারা ট্রেড শুরু করে তখন তাদের লাভের চেয়ে লসের পরিমাণই বেশি হয়ে থাকে। আসলে এটি এমন একটি ব্যবসা যেখানে অল্প বিদ্যার কোন মুল্য নেই। আপনি যদি এই ব্যবসায় ভাল করতে চান তাহলে আপনাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে।অল্প বিদ্যা ভয়ংকর এই কথা আমরা সবাই জানি। শুধু ফরেক্স মার্কেট বলে কথা না,,, যে কোনো ব্যবসাতে পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে কাজ না করলে সেই ব্যবসা থেকে ভালো সফলতা অর্জন করা সম্ভব হবে না । আর ফরেক্স মার্কেট তো আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । অন্যান্য ব্যবসার ক্ষেত্রে তো আমরা নিজ স্থানে থেকে বুঝে শুনে কাজ করতে পারি,, কিন্তু ফরেক্স মার্কেটের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা । এই ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার সময় একটু এদিক ওদিক হলেই সমস্যা । তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন না করে কখনো ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করবো না,,,
-
টাকা আয়ের ১ নাম্বার শর্ত হচ্ছে স্কিল ডেভেলপ করা। যার স্কিল যত বেশি উন্নত, সে তত বেশি টাকা উপার্জন করতে পারে। কিছু ভাল ভাবে না শিখেই কোন ব্যবস্থা শুরু করলে সে ব্যবসা থেকে লাভ আশা করা যায় না। তাই ভালভাবে ট্রেডিং জ্ঞান অর্জন না করে ফরেক্স ট্রেডিং করলে লাভ না হয়ে লস হওয়ার সম্ভাবনাই বেশি। যাকে বলে অল্প বিদ্যা ভয়ংকরী।