-
ফরেক্স মার্কেটে হটাত করে সেরা সময় কোনটি তা বলা কঠিন তা নির্ভর করে আপনি কোন ধরনের ট্রেডার তার উপর সাধারনত ফরেক্স মার্কেটে ৩ টি সময় অত্যন্ত গুরুত্তপুরন বলে মনে করা হয় ১। এশিয়ান টাইম বাংলাদেশ টাইম সকাল ৬ টা থেকে দুপুর ৩ টা ২।ইউরুপিয়ান সেশন বাংলাদেশ টাইম দুপুর ৩ টা থেকে রাত ১১ টা ৩।us সেশন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১ টা কারন মার্কেট এই সময় অনেক ভলাতাইল থাকে
-
ভাই আমি ফরেক্স নতুন আমি মনে করি ফরেক্স সব সমায় শ্রেষ্ঠ ফরেক্স থেকে আপনি যেকোণ সময় লাভ বা লস করতে পারেন | আপনার দক্ষতা দিয়ে আপনাকে ফরেক্স থেকে আয় করতে হবে ফরেক্স এ দক্ষতা ছারা আয় করা যায় না | আমি ফরেক্স করি সব সময় তাই সথিক সময় বলতে পারবনা আপনি সব সময় করতে পারেন |
-
ফরেক্স মার্কেট সব সময় বেশি মুভ করে না। সাধারনত নিউজ টাইম এবং দুপুরের পর মানে লণ্ডন সেশনের পর থেকে মার্কেট বেশি মুভ করে থাকে। আর এসিয়ান সেশনে তেমন মুভ করে না।। তবে মাঝে মাঝে এসিয়ান সেশনে মার্কেট ভালো মুভ করে থাকে।
-
আপনি যদি সময় কম দিতে পারেন তা হইলে আপনার ফরেক্স করার জন্য বেস্ট সময় হল বাংলাদেশ সময় দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই সময় এ মার্কেট ভাল মুভ করে । এই টাইম এ আপনি টেড করলে ভাল লাভ করতে পারবেন । অন্য টাইম এ মার্কেট স্লও মুভ করলে তাই আপনার জন্য বেস্ট টাইম অই টা
-
ফরেক্স বাবসায়টা যেহেতু যে কোন যায়গা থেকেই করা যায়, তাই ফরেক্স যে কেউ যে কোন পেশার পাশাপাশি করতে পারেব। আমার মনে হয় ছাত্র জীবনই ফরেক্স শুরু করার শ্রেষ্ট সময়। এ সময়টায় ছাত্ররা পরা লেখার পাশাপাশি ফরেক্স করে আয় করতে পারে।
-
ফরেক্স ব্যবসার জন্য সব থেকে ভাল সময় হলো ছাত্র জীবন, কারন এই সময় আমরা পড়াশুনার পাশে আর কনো চাকরি বাকরি করতে পারি না কিন্তু আমরা ভাল করে ফরেক্স এর কাজ শিখে অল্প সময়ে তা থেকে ভাল প্রফিট করতে পারি। সুতরাং বলা যায় ছাত্র জীবন এর জন্য ভাল সময়।
-
ফরেক্স মার্কেটে যে কোন সময় উপযোগী তা নির্দিস্ট করে বলা যাই না।কারন মার্কেট কোন কোন সময় রাত এ মার্কেটের মুভ মেন্ট ভাল থাকে আবার কোন কোণ সময় দিনের বেলা ভাল থাকে।তাই মার্কেট থেকে ভাল আয় পেতে গেলে মার্কেটে সময় দিতে হবে।
-
ফরেক্স ব্যবসার শ্রেষ্ঠ সময় বলতে কোন কথা নেই। যে যখন ভাল লাভ করতে পারে সেই সময়টাই তার শ্রেষ্ট সময়। আসলে সবাই ব্যবসা করে সফলতার জন্য। সবাই একসাথে সফল হতে পারে না। তবে যদি কেউ ব্যবসার সাথে লেগে থাকে তাহলে সে সফল হবেই। আর যখন সে সফল হবে সেই সময়টাই তার কাছে শ্রেষ্ঠ সময়।
-
ফরেক্স ব্যবসা আন্তজাতিক ব্যবসা এ ব্যবসাই কখন ভাল হবে আর কখন খারাপ হবে তা কেও বলতে পারবেন না | ফোড়েক্স ব্যবসা আয় করতে হলে আপনাকে ফরেক্স মাকেটে থাকতে হবে আপনি আপনার দক্ষতা দিয়ে ফরেক্স থেকে আয় করতে পারবেন |
-
প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১১টা খুব ভালো সময়৷আপনি অল্প সময়েই ফরেক্স ট্রেড করতে পারবেন৷আমি ব্যাক্তিগত ট্রেড করি খুবই কম৷প্রতি মাসে মাত্র ২ টা কি ৩ টা ট্রেড করি মার্কেটের পরিস্হিতি বুঝে৷
সপ্তাহে মাত্র ১ টি ট্রেড করতে পারেন যদি অন্য কোনো কাজে ব্যাস্ত থাকেন৷গেলো সপ্তাহে প্রাইস মুভমেন্ট কেমন ছিলো তা ভালো ভাবে এনালাইসিস করে বুঝে শুনে বর্তমান সপ্তাহের শুরুতেই ট্রেডে এন্ট্রি করতে পারেন৷সপ্তাহ শেষে প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করলেন৷মাঝ খানের সময়টাতে যদি খুবই ব্যাস্ত থাকেন৷এই ভাবে মাসে ৩টা বা ৪টা ট্রেড করলেন সময় সুযোগ বুঝে৷
-
ফরেক্স হল ব্যবসা ফরেক্স মাকেটে আপনি কখন লাভ বা লস করতে পারবেন তা আপনাকে কেও বলে দিতে পারবে না | ফরেক্স মাকেটে তাল আমি মনে করি কেও থিক করা বিঝে উথতে পারেনি | তাই ফরেক্স মাকেট থেকে আয় করা অনেক কথিন্ আমি মনে করি \
-
আপনি ভাল ট্রেডার হতে পারলে যেকোন সময় ট্রেড করতে পারবেন তবে ইউরোপের মার্কেট যখন খুলে তখন মার্কেটের মুভমেন্টটা ভাল থাকে এই সময়টা মার্কেটে ট্রেড করলে আশা করি ভাল প্রফিট করতে পারবেন । সময়টা হচ্ছে বাংলাদেশ সময় ১টা থেকে রাত ১০টা ।
-
ব্যবসার জন্য নির্ধারিত কোন সময় নেই। যে যে সময়কে উত্তম মনে করে তার জন্য ঐ সময়টাই বেটার। কেউ দিনে করে আবার কেউ রাতে। যার যখন পছন্দ সে তখন করতে পারে। তবে কেউ মনে করে রাতে করলে ভাল হয়। এটা আসলে সম্পুর্ন তার ব্যাক্তিগত অভিরুচি। আর যদি বয়সের কথা বলেন তাহলে আমি বলব ফরেক্স যে কোন বয়সের লোকজনি করতে পারে। তবে যুবক বয়স্টা আমার কাছে উত্তম মনে হয়। কারন এ সময় কোন একটা বষয়ে চন্তা করলে সহজে মাথায় রাখা যায়।
-
ফরেক্স মার্কেটে ব্যবসার জন্য শ্রেষ্ঠ সময় হল সকাল এবং রাতে । অামরা রাত ১১ টার দিকে ট্রেড শুরু করব এবং সকালে ট্রেড করব তাহলেই অামরা লসে পড়ে যাব না । অামরা ধৈর্য্যের সহিত সময়কে টিকিয়ে রাখার চেষ্টা করব তাহলেই অামরা সফলবান হব । অামরা নিউজ ট্রেড করব না ।
-
যেকোন ব্যাবসার ভালোসময় তখনই আসবে যখন ঐ ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন, ভাল ধারনা, ভাল অভিজ্ঞতা এবং ব্যবসা সম্পর্কে জানতে পারব তখনই ব্যবসার জন্য শ্রেষ্ট সময়। তবে ফরেক্স যে কোন সময় করা যায়।
-
আমি বলবো ফরেক্স মার্কেট এর ব্যবসা এর জন্য শ্রেষ্ঠ সময় কখন তা সঠিক ভাবে বলা সম্ভব না। ফরেক্স এর কাজের কাজ জন্য বেসি সময়ের দরকার হয়না। আমি একজন ছাত্র। লেখাপড়ার পাশাপাশি আমি ফরেক্সের কাজ করে থাকি। লেখাপড়ার মাঝে কিছু সময় (৫-১০) বিরতি নিতে হয়। এর ফলে আপনার লেখাপড়ার কোনো কষ্তি হবে না। আর তা আমি লেখাপড়ার অবসর সময়ে ফরেক্সের কাজ করে থাকি। তাই এটা সম্ভব না, যে ফরেক্স মার্কেট এর ব্যবসার কাজ করার শ্রেষ্ঠ সময় কখন।
-
যে কয়াজ বা ব্যবসা করার জন্য একটা ভালো সময় থাকে। ঠিক তেমনি ফরেক্স এ সময় আছে। মার্কেট সারাদিন মুভ করে ঠিক। কিন্তু সব সময় ট্রেড দিলে আমাদের প্রফিট নাও হতে পারে। এটা একটা স্বভাবিক বিষয়। সে জন্য দুপুর এর পর ট্রেড করে প্রফিট করা সহজ হয়।
-
আপনি কখন ট্রেড করবেন এটা সম্পূর্ন ট্রেডিং স্টাইলের উপর নির্ভর করে। কারন আপনি যদি স্কাল্পিং করেন তখন যদি মার্কেট বেশি মুভ করে অল্প সময়ে আপনি কিছু প্রফিট পেতে পারেন। আবার যখন মার্কেট স্লো থাকে মানে যখন মার্কেট কম মুভ করে তখন ট্রেড থেকে বিরত থাকুন।
-
ফরেক্স ব্যবসার জন্য শ্রেষ্ঠ সময় হলো সোমবার থেকে শুক্রবার দিন পর্যন্ত। যদি পেশাগত ভাবে ফরেক্স কেউ করতে না পারেন তবে ফরেক্স করার চিন্তা মাথা থেকে ঝেড়ে-মুছে ফেলে দিয়ে অন্য কোন ব্যবসার কথা চিন্তা করতে পারেন। অন্যদিকে ফরেক্স না করে বেট/ জোয়া খেলতে পারেন।
-
যেকোনো সময় আপনার ট্রেড করতে পারেন এইটা আসলে নির্ভর করে আপনার উপর আপনি কোন সময় ট্রেড করতে চান তবে আপনি যদি নিউজ টাইম এ ট্রেড করতে চান তাহলে আপনাকে ওই সময় টা ফলো করতে হবে আর আর যদি না চান তাহলে আনাল্যসিস করতে হবে তার পর আপনি ট্রেড করতে পারবেন
-
ব্যবসার জন্য শ্রেষ্ট সময় বলে কোন কথা নেই । কারণ ফরেক্স এমন একটা ব্যাতিক্রম মার্কেট যেটাকে আপনি আপনার কোন পরিচিত ব্যবাসার সাথে মেলাতে পারবেন না । কেননা ফরেক্স মার্কেট সবসময় উঠানামা করে আর যেহেতু এখানে চব্বিশ ঘন্টাই খোলা থাকে তাই যে কোন সময় ট্রেড করা যাবে । তবে এটা মনে রাখতে হবে যে কিছু কিছু সময় আছে যেগুলোতে একটু বেশি সুবিধা নেওয়া যায় ।
-
মার্কেট যখন বেশি পরিমাণে মুভ করে থাকে অর্থাৎ* মার্কেটে যখন দেখবেন যে ক্রেতা ও বিক্রেতার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। কেননা তখন আপনাকে ট্রেড নিয়ে মার্কেটে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আপনার ট্রেড গুলো তাড়াতাড়ি ক্লোজ হবে আশা রাখতে পারেন। তবে একটু খেয়াল করলে দেখবেন দুপুরের পর এবং সন্ধ্যার পর মার্কেটের মুভমেন্ট বেশি হয়ে থাকে, কিন্তু ব্যবসার জন্য আপনি ফরেক্স মার্কেটে যে কোন সময় ট্রেড করে প্রফিট করতে পারবেন। কারন ব্যবসার জন্য এখানে নির্ধারিত শ্রেষ্ঠ সময় বলে কিছু নেই। দিন রাত ২৪ ঘন্টাই ফরেক্স মার্কেট খোলা থাকে।
-
ফরেক্স মার্কেট সব সময় ভাল এবং শ্রেষ্ঠ সময় যদি এনালাইসিস করতে পারেন। আসলে মার্কেট এনলাইসিস হলো বড় ব্যপার সময় বড় ব্যপার নয়। আর লং টাইমে ট্রেড করলে যেকোন সময় ট্রেড করতে পারেন। অল্প সময় নিয়ে মার্কেট এ বসলে তো আর ট্রেড করতে পারবেন না দীর্ঘ সময় মার্কেট এ সময় দিতে হবে তাহলে আপনি ট্রেড এর সিগ্ন্যাল পেলে ট্রেড করতে পারবেন। আর মার্কেট যখন ভোলাটিলিটি বেশী থাকে তখন ট্রেড করলে সবচেয়ে বেশী ভাল যেমন দুপুর ২টা-৪টা এবং সন্ধ্যা ৬টা-রাত ১১টা পর্যন্ত।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য সব সময় ভাল এখানে নির্দিষ্ট কোন সময় নেই যে আপনি ঐ সময় ট্রেড করলে ভাল প্রফিটেবল হতে পারবেন। তবে হ্যা মার্কেট এনালাইসিস এর উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কেননা মার্কেট এনালাইসিস যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি যে কোন সময় ট্রেড করলে প্রফিট অর্জন করতে পারবেন। এজন্য দীর্ঘ সময় আপনাকে মার্কেট নিয়ে পড়ে থাকতে হবে এবং বিশেষ করে সিগ্ন্যাল গুলো সম্পর্কে জানতে হবে। যখন আপনি উক্ত বিষয়গুলো ভালভাবে জানতে পারবেন এবং নিউজগুলো সঠিকভাবে ফলো আপ করতে পারবেন তখন সেগুলোর উপর নির্ভর করে ট্রেড করতে পারলে আপনি অবশ্যই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
যে কোন সময় আপনে ফরেক্স করতে পারবেন । তবে ফরেক্স ব্যবসায়ে ট্রেড করার জন্য উত্তম সময় হল বিকাণ ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত । কারন এ সময় ফরেক্স মার্কেট এ বেশি উঠা নামা করে । আর এ সময় ট্রেড করলে আপনে ফরেক্স মার্কেটে লাভ করতে পারবেন আমি মনে করি ।
-
এটা একটা সহজ কথা কোন সময় ট্রেড করলে লাভ ভাল হবে আমি বলবো ফরেক্স মার্কেট যখন যেকোন সময় প্রায়সেস গুলা বেশে উঠানামা করবে যে আসলে কোন দিকে প্রায়সেস গুলার টান বেশি মোট কথা আপনার অভিজ্ঞাতার উপর নির্ভর করবে, আমি শুনেছি দুপুর আড়াইটার সময় নাকি খবর হয়ে যায় মার্কেট কোনদিকে যাবে আপনি নিউজ অনুসরণ করতে পারেন।
-
ব্যবসার জন্য কোন শ্রেষ্ট সময় নাই। ব্যবসা সব সময় করা যায়।যারা এটা নিয়ে ভালো অভিজ্ঞতা আছে তাদের জন্য সময় লাগে না তবে যারা নতুন তাদের আগে ডেমো একাউন্ট নিয়ে ট্রেড করে আসা উচিত।ব্যবসার সকল নিউজের আপডেড় নিতে হবে। আসলে এই ব্যবসা যারা ভালো ভাবে যকনবে তারা এই খান থেকে ধনী হতে পারবে।
ধন্যবাদ
-
যদি আপনি মনে করেন- আপনি ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নিতে পারেন, কারোও প্ররোচনায় প্ররোচিত হননা, অল্প বিনিয়োগ করতে ভয় পাননা, অল্পতেই ভেঙ্গে পড়েন না। তাহলে এখনই আপনার জন্য ব্যবসায়ের উপযুক্ত সময়। তবে মনে রাখবেন ঝুকিঁ ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ জিনিস। ঝুকিঁ নিতে না পারলে ব্যবসা না করাই উত্তম।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ব্যবসার শ্রেষ্ঠ সময় সব সময় কেননা আপনি যদি দক্ষ ও অভিজ্ঞ হন তাহলে আপনি যে কোন সময় এই মার্কেটে ট্রেড করে মুনাফা উপার্জন করতে পারবেন এবং সে হিসেবে আপনার কাছে সব সময় শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচিত হবে। তবে মোটামুটি একজন নতুন বা মাঝারি ট্রেডার যারা তাদের জন্য আমার মনে হয় অফ টাইমে ট্রেড করাটা অত্যন্ত ভাল হবে কেননা নিউট টাইমে ট্রেড করলে হয়তো আপনার ট্রেডিং স্টাইলটি সঠিক নাও হতে পারে। কারণ আপনি প্রথম অবস্থায় মার্কেট সম্পর্কে তেমন একটা অভিজ্ঞ না তাই ঐ অবস্থায় ট্রেড না করাটাই উত্তম হবে।
-
ব্যবসা জীবনের শ্রেষ্ট সময় তখন, যখন আমরা ঐ ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন, ভাল ধারনা, ভাল অভিজ্ঞতা এবং ব্যবসা সম্পর্কে জানতে পারব। তখনই ব্যবসার ব্যবসা যেকোনো বয়সে করা যায়। তবে ফরেক্স ব্যবসা যদি ছাত্র জীবন থেকে শুরু করা যায় তবে এটি একটি লাভজনক ব্যবসা হবে এবং ছাত্রাবস্থায় পড়াশুনার পাশাপাশি এই কাজ করা হয় বলে ফরেক্স ট্রেড শিখতে সুবিধা হয়। শ্রেষ্ট সময়
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট এর ব্যবসা এর জন্য শ্রেষ্ঠ সময় কখন তা সঠিক ভাবে বলা সম্ভব না। ফরেক্স এর কাজের কাজ জন্য বেসি সময়ের দরকার হয়না। আমি একজন ছাত্র। লেখাপড়ার পাশাপাশি আমি ফরেক্সের কাজ করে থাকি। লেখাপড়ার মাঝে কিছু সময় (৫-১০) বিরতি নিতে হয়। এর ফলে আপনার লেখাপড়ার কোনো কষ্তি হবে না। আর তা আমি লেখাপড়ার অবসর সময়ে ফরেক্সের কাজ করে থাকি। তাই এটা সম্ভব না, যে ফরেক্স মার্কেট এর ব্যবসার কাজ করার শ্রেষ্ঠ সময় কখন।
-
এই ব্যবসার নিদিষ্ট কোন সময় নেয় আপনি আপনার সময় অনুযায়ী যে কোন সময় এটা করতে পারবেন। আপনি আপনার কাজের ফাঁকে ফাঁকে এটা করতে পারবেন। আর আমি মনে করি আপনি এটাতে যত সময় দিতে পারবেন তত ভাল করতে পারবেন।
-
ফরেক্স ব্যবসা করার জন্য নির্দিষ্ট কোন সময় সীমা নেই বরং এই ব্যবসাটি করতে পারবেন আপনার সময় অনুযায়ী যে কোন সময়ে কারণ মার্কেটটি ২৪ ঘন্টা খোলা থাকে। আপনি যদি ফরেক্স ব্যবসাটাকে যে কোন কাজের ফাকে করতে চান তাহলে অবসর সময়ে এই মার্কেটে সময় দিতে পারেন। আর যদি ফরেক্সকে পেশা হিসেবে তাহলে আপনাকে এই মার্কেট প্রচুর সময় দিতে হবে বিশেষ করে ট্রেডিং কৌশলগুলো আর নিউজের উপর কঠোরভাবে জ্ঞান চর্চা করতে হবে। যখন আপনি উক্ত বিষয়গুলো সম্পর্কে একটু দক্ষ ও অভিজ্ঞ হতে পারবেন তখন অবশ্যই আপনি যে কোন সময় ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
এই বাবসায়টা যেহেতু যে কোন যায়গা থেকেই করা যায়, তাই ফরেক্স যে কেও যে কোন পেসার পাসাপাসি করতে পারেব। আমার মনে হয় ছাত্র জীবনই ফরেক্স শুরু করার শ্রেষ্ট সময়। এ সময়টায় ছাত্ররা পরা লেখার পাসাপাসি ফরেক্স করে আয় করতে পারে। এতে করে ফপ্রেক্সের মত ভালো কোন বাবসায় সম্পর্কে তাদের অভিজ্ঞতাও বৃদ্ধি পেতে থাকে।
-
হ্যা ব্যবসা জীবনের শ্রেষ্ট সময় তখন, যখন আমরা ঐ ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন, ভাল ধারনা, ভাল অভিজ্ঞতা এবং ব্যবসা সম্পর্কে জানতে পারব। তখনই ব্যবসার জন্য শ্রেষ্ট সময়। ব্যবসা জন্য শ্রেষ্ঠ সময় মাঝ বয়েস। তবে ফরেক্স যে কোন সময় করা যায়।
-
আমার মতে ফরেক্স মার্কেটে ব্যবসার জন্য সবচেয়ে ভাল সময় হচ্ছে নিউজ টাইম। কারণ নিউজ টাইম যে সঠিকভাবে নির্ণয় করতে পারবেন সে অবশ্যই ভাল মুনাফা উপার্জন করতে পারবে। তবে বাংলাদেশে সময় অনুযায়ী আপনি সন্ধ্যা ৬ টা হতে রাত ১০টা পর্যন্ত নিউজগুলো সঠিকভাবে ফলো আপ করে ট্রেড করলে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর যা নিউজগুলোর উপর নির্ভর করে ট্রেড করে তাদের অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ জ্ঞানের অধিকারী হতে হবে।
-
আপনি এখানে কোন সময়ের কথা বলেছেন সেটা নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না,অর্থাৎ দিনের কখন ট্রেড করলে এখান থেকে বেশি প্রফিট করতে পারবেন সেটা জানতে চাচ্ছেন, নাকি ফরেক্স ট্রেডিং করার জন্য উপযুক্ত বয়স কোনটা সেটা জানতে চাচ্ছেন,যাইহোক আপনি যদি ফরেক্স ট্রেডিং এর উপযুক্ত বয়স জানতে চান, তাহলে বলব ফরেক্স ট্রেডিং এর জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি চাইলে সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন, যদি আপনি মানসিকভাবে সুস্থ থাকেন,কেননা ফরেক্স ট্রেডিং করার জন্য শারীরিক পরিশ্রমের থেকে মানসিকভাবে সুস্থ থাকার প্রয়োজনীয়তা অনেক বেশি, আর আপনি যদি দিনের কখন ফরেক্স ট্রেডিং করলে বেশি প্রফিট করতে পারবেন এটা জানতে চান ,তাহলে বলব ফরেক্স মার্কেট সপ্তাহের 5 দিন 24 ঘন্টাই খোলা থাকে এবং এর থেকে যেকোনো সময় কে আপনি বেছে নিয়ে ট্রেডিং করতে পারবেন, তবে আমার এনালাইসিস অনুসারে দুপুর 1 টা থেকে বিকাল 3 টা পর্যন্ত, এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সময়ে মার্কেট সবথেকে বেশি ওঠানামা করে থাকে, তাই আমার হিসাব অনুযায়ী আপনি এই সময়ের ভিতর ট্রেডিং করলে সব থেকে বেশি প্রফিট করতে পারবেন, তবে আপনি যেকোনো সময় ফরেক্সে ট্রেডিং করে প্রফিট করতে চাইলে অবশ্যই আপনাকে ফরেক্স সম্পর্কে যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ হতে হবে,সেই সাথে সকল প্রকার এনালাইসিস মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে,এবং যেকোন ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে নিতে হবে এবং কোন নিউজ আছে কিনা সে ব্যাপারে সঠিকভাবে জেনে ট্রেডিং করতে হবে। তবেই ফরেক্স থেকে খুব ভাল প্রফিট করতে পারবেন।
-
আমরা হ'ল আমরা একজন যিনি সম্পূর্ণরূপে কোনও বাহ্যিক সহায়তা ছাড়াই এটিতে বাণিজ্য করে যাচ্ছি এবং অন্যান্য ব্যবসায়ের মতো এই বাজারটি আমাদের কাছে গোপন নয় তবে সকলের জন্য উন্মুক্ত that এটাই আমাদের এই বাজারে বিশ্বাস। আমরা যদি এই মার্কেটে ট্রেড করে থাকি তবে আমাদের অবশ্যই শিখতে হবে যে কীভাবে বাণিজ্য করতে হবে যাতে বাজারে অনুপযুক্ত ব্যবসায়ের অভ্যাসের কারণে লোকসান হওয়ার সময় আমরা আমাদের ভুলের জন্য বাজারকে দোষ না দিয়ে থাকি।
-
আমার মতে, ছাত্র জীবন কারন এই সময়ে আমরা অনেকেই নানা রকম কাজ খুঁজে থাকি তাই আমি মনে করি ছাত্র জীবন কে কাজে লাগিয়ে আমরা ফরেক্স মার্কেট হতে আয় করতে পারি যা আমাদের অন্য সময়ের তুলনায় ভাল কাজে লাগতে পারে বলে ।
-
ফরেক্সে কোন সময় সীমা নেই আপনি যখন চাইবেন তখন পারবেন সপ্তাহে ৫ দিন আপনি আপনার মন মত ফরেক্স ট্রেডিং করতে পারবেন এ জন্য আপনাকে ভাল করে ফরেক্স মার্কেট হতে শিক্ষা অর্জন করতে হবে তাহলেই আপনি এখানে থেকে অনেক টাকা উপার্জন করতে পারবেন ।