এটি একটি ব্যবসা।
Printable View
এটি একটি ব্যবসা।
নিঃসন্দেহে ফরেক্স একটি অনলাইন ভিত্তিক স্বাধীন ব্যবসা, ফরেক্স কে কোন যুক্তিতেই খেলা বা গেমস এর সাথে তুলনা করা যায় না। খেলা বা গেমস ব্যাপারটি এমন যেটা ভাগ্যের উপর নির্ভর করে হয়ে থাকে। কিন্তু ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ভাগ্যের উপর নির্ভর করার কোনো যৌক্তিকতা নেই। ফরেক্স ট্রেডিং কয়েক তাহলে অবশ্যই আপনাকে এনালাইসিস করে মার্কেট বিচার করে ট্রেড করতে হবে। তাছাড়া কোন কার্যক্রমকে ব্যবসা বলতে হলে যতগুলো শর্ত পূরণ করতে হয় তার প্রত্যেকটি শর্ত মেনেই ফরেক্স ট্রেডিং করতে হয়। ব্যবসার ক্ষেত্রে একই সাথে লাভ-লস এর ঝুঁকি থাকতে হবে। আবার ব্যবসার জন্য আপনাকে মূলধন সময় মেধা ও শ্রম বিনিয়োগ করতে হয়। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে এ সকল সব শর্ত মেনে ফরেক্স ট্রেডিং করতে হয়। সুতরাং ফরেক্স ট্রেডিং কে একটি পারফেক্ট বিজনেস বলা যায়।
ফরেক্সে খেলার সাথে তুলনা করা মোটেও ঠিক হবে না। কেননা ফরেক্স হলো একটি আন্তর্জাতিক মানের ব্যবসা। যেখানে বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য আর্থিক লেনদেন হয়ে থাকে। যা তুলনা করলে বিশ্বের সকল ব্যাংক, বীমা ও সকল আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে অনেক গুণ বেশি লেনদেন হয়ে থাকে। ফরেক্স খেলার সাথে তারাই তুলনা করে যাহারা ফরেক্সে না টিকতে পেরে ফরেক্স থেকে ছিটকে গেছেন। এমন অনেক ফরেক্স ট্রেডার রয়েছে যারা ফরেক্সে সফল হওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বচ্ছলতা ফিরে পেয়েছেন।
আমি মনে করি ফরেক্স হচ্ছে একটা পেশা। কোনো খেলা নয়।
এটি হচ্ছে একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বাজার। মার্কেটের ট্রেড করা হল পেশা ।এটা কোন খেলা নয় ।অনেকেই রয়েছে আবার যারা এটা নিয়ে প্রতিজগিতা করে ।কিন্তু এটা কোন জুয়াড়ি খেলা নয় যে এখানে হার জিত থাকবে ।ফরেক্স মার্কেটের ট্রেড করতে হলে নিজের অভিজ্ঞতা লাগে ।ফরেক্সে উন্নতি করতে হলে কাউকে কঠোর পরিশ্রমি হতে হবে। ধৈয্যশীল হতে হবে। তাই আমরা বলতে পারি যে ফরেক্স একটা পেশা।
যারা এটিকে খেলা হবে সম্পূর্ণ তাদের ভুল ধারণা।। ফরেক্স হলো একটি ব্যবসা, এটি সাধারণত আমরা ছোটখাটো কাজের পাশাপাশি বাবার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পার্টটাইম জব হিসেবে ব্যবহার করি ফরেক্স
আমি অনেক ভাইকে ইদানীং বলেছি যে আমি বাই বাজলাম বা একটি সেল খেলি say মনে রাখবেন, যাই হোক না কেন, ইনারা জুয়াড়ি। আপনি যদি জুয়াড়ি না হয়ে মার্চেন্ট হতে চান তবে আপনাকে গেমটি থেকে মুক্তি দিতে হবে এবং যদি আপনি তা না করেন তবে আপনার জুয়াড়ি হওয়া দরকার। রায়টি আপনার।
ফরেক্স মার্কেট হচ্ছে একটা ব্যবসা । এটা কোন খেলা নায় । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ লস হয়ে থাকে । কিন্তু এটা কোন জুয়াড়ি খেলা নয় যে এখানে হার জিত থাকবে । বিশেষ করে যারা ফরেক্সকে খেলা হিসেবে নিবে তাকে অবশ্যই একজন জুয়াড়ি ছাড়া আর কিছু বলা যায় না । ফরেক্স একটা আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার ব্যবসায় । তাই এটাকে অন্য কোন কিছু ভাবার কোন সুযোগ নেই । ফরেক্স করতে গেলে এই পেশাকে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখতে হবে। সুতরাং নেশা হিসেবে বিবেচনা না করে পেশা হিসেবে গ্রহণ করুন।
ফরেক্স মার্কেটের ট্রেড করা হল পেশা । এটা কোন খেলা নয় । আর অনেকে আবার ট্রেড করার সময় নিজের অনুভূতি হিসাবে বলে থাকে আজ ফরেক্সে মার্কেটে খেললাম । আসলে এটা কোন কথা হল । ফরেক্স মার্কেট হচ্ছে একটা ব্যবসা । এটা কোন খেলা নায় । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ লস হয়ে থাকে ।তারা ফরেক্সকে খেলার মত করে ভাবে কিন্তু আসলে এটি খেলা নয় ফরেক্স হলো একটি ব্যবসা। আর ব্যবসায় তো লাভ লোকসান থাকবেই, ত্ববে আশা নিয়ে মানুষ ব্যবসা করে।
ফরেক্স একটি অনলাইন ভিওিক ব্যবসা । এখান থেকে পরিশ্রম করে টাকা আয় করতে হয় । পরিশ্রম ছাড়া কোন জায়গা থেকেই টাকা আয় করা সম্ভব নয়। আপনি যেকোনো পেশাজীবিই হন না কেন টাকা আয় করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে । পরিশ্রম দুই প্রকার -মেধাশ্রম ও কায়িক শ্রম । অনেকেই ফরেক্স কে খেলা বলে থাকে । কিন্তু ফরেক্স কোনো খেলা নয় এখান থেকে টাকা আয় করার জন্য পরিশ্রম করতে হয় । ফরেক্স ট্রেডিং করার জন্য একজন ট্রেডারকে অনেক মেধাশ্রম দেওয়ার মাধ্যমে ট্রেড ওপেন করতে হয় । তাই বলা যায় ফরেক্স এ পেশা ।
ফরেক্সকে খেলা বলে তারা মনে হয় ফরেক্স সম্পর্কে জানে না । ফরেক্স কখনই খেলা নয় । ফরেক্সে সফলতা লাভ করা অনেক সাধনার ব্যাপার যা সবার দ্বারা সম্ভব নয় । আর যাদের যারা ফরেক্সকে টাকা উপার্জনের মেশিন মনে করে তারা ফরেক্সে আসে রাতারাতি বড়লোক হবার দুঃস্বপ্ন নিয়ে তাই তারা যখন ফরেক্সে লস করে তখন এ ধরনের কথা বলে থাকে। কারন আপনি যদি ফরেক্স মার্কেটে একটু ভুল করে একটা ট্রেড ওপেন করেন তবে দেখবেন আপনার এক ট্রেডেই আপনার একাউন্ট প্রায় জিরু হতে বেশি অময় লাগবে না।
ফরেক্স কোন খেলা নয়।এটি একটি পেশা।ফরেক্স হলো টাকা উপার্জনের সহজ একটি মাধ্যম।ফরেক্সে কাজ করে খুব সহজে খুব অল্প সময় ব্যায় করে যে কেও টাকা উপার্জন করতে পারে।ফরেক্স থেকে লাভ বা লস হতে পারে তাই বলে কি এটি কোন খেলা হতে পারে না।অনেকে ফরেক্সকে জুয়া খেলা মনে করে থাকে।তাদের ধারনা সম্পূর্ন ভুল।ফরেক্স হচ্ছে একটি উন্মুক্ত ব্যাবসার জায়গা।এখান থেকে যে কেউেই ব্যাবসা করে লাভ ও করতে পারে আবার লস ও হতে পারে।
ফরেক্স একটা ব্যবসা। এটাকে খেলা মনে করার কোন কারন নেই। আর যদি খেলা কেউ মনে করেন তাহলে সে জুয়া খেলায় পরে যাবে। ফরেক্স জুয়া খেলা না হলেও এটা ট্রডার এর কাছে জুয়া হতে পারে। কারন ট্রেড এ আসক্তি হলেই সেটা জুয়াতে পরিনত হতে পারে। ফরেক্স একটা ব্যবসা। এবং এটাকে পেশা হিসাবে দেখতে হবে। চাইলে ফরেক্স কে আপনি জুয়া খেলা হিসাবেও নিতে পারেন। এটি আপনার ব্যক্তিগত ব্যাপার
ফরেক্স অবশ্যই একটি পেশা এটাকে যদি খেলা হিসেবে নেয় কেউ তবে মোটেও সেটা ঠিক না। কাররন হয় সে জুয়াড়ি নয় সে আনাড়ি। জুয়াড়িদের নিয়ে কিছু বলার নেই। তবে যারা আনাড়ি তারা ফরেক্স কে খেলা মনে করে এলোপাথাড়ি ট্রেড করে।ফরেক্সকে খেলা ভাবার কোন কারন নেই অাপনি যদি আপনার দেশের শেয়ার মার্কেটকে খেলা মনে না করেন তাহলে একেও খেলা ভাবা ঠিক হবে না। ফরেক্স মার্কেটের কিছু চাহিদাপূর্ন কারেন্সি পেয়ার রয়েছে যাদের দামের পরিবর্তন প্রতিটি মূহর্তই হয়ে থাকে অার এই কারনে অনেকেই একে গেম বা খেলা মনে করে আসলে এই পরিবর্তনটা আপনার আমার মত অনেকের চহিদার কারনেই হয়ে থাকে।ফরেক্সকে সিরিয়াসলি না নিলে এটাতে সফল হওয়া যাবেনা। এখানে পেশাদারিত্বের ছাপ রাখতে হবে।
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা লেন-দেন এর মার্কেট ।এখানে যারা যারা কাজ করে আসছেন তাদের বেশির ভাগই কাজ তা পেশা হিসেব এ নিয়েছেন ।কিন্তু কিছু কিছু বেতিক্রমি ট্রেডাররা আছে ,যারা এটাকে পেশা হিসেব এ নয় ।খেলা হিসেব এ নিয়েছেন ।যা মোটেও যথার্থ নয় ।এটাকে খেলা হিসেব এ ভাবলে তা ভুল হবে ।এটাকে পেশা হিসেব এ নিতে হবে ।
ফরেক্স অবশ্যই একটি পেশা। এটাকে যদি খেলা হিসেবে নেয় কেউ তবে মোটেও সেটা ঠিক না। কাররন হয় সে জুয়াড়ি নয় সে আনাড়ি। জুয়াড়িদের নিয়ে কিছু বলার নেই। তবে যারা আনাড়ি তারা ফরেক্স কে খেলা মনে করে এলোপাথাড়ি ট্রেড করে। ফরেক্সকে সিরিয়াসলি না নিলে এটাতে সফল হওয়া যাবেনা। এখানে পেশাদারিত্বের ছাপ রাখতে হবে
এটা পেশা হিসেবে গ্রহণ করেছে অসংখ্য মানুষ । কিন্ত কিছু সংখ্যাক দুষ্ট চক্রান্ত এটাকে জুয়াতে পরিণিত করেছে । আসলে একটা জিনিসকে ঠিক কিভাবে নিবেন সেটা নির্ভর করে সম্পূর্ণভাবে আপনার উপর । আর আমি মনে করি যে কোন ব্যবসায়কে পেশা হিসেবে নিলে পেশাদারিত্ব মনোভাব বৃদ্ধি পায় । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমাদেরকে উন্নতি করতে হলে অবশ্যই লেগে থাকতে হবেতাই ফরেক্স একটি ব্যাবসা আর ব্যাবসা কখনও কোন খেলার পাত্ৰ হতে পরে না । যদি কেউ ফরেক্সকে খেলা মনে করেন উল্টাপল্ট ট্রেড করলে কখন সফল হতে পরবেন না । ফরেক্সকে খেলা মনে না করে ফরেক্স সমন্ধে জ্ঞান অর্জন করে সঠিক ভাবে ট্রেড করলে।
আসলে ফরেক্স কোন খেলা না এটা একটা অনলাইন মার্কেট। এখানে বিভিন্ন দেশের মুদ্রার কেনা বেচা হয় কিছুটা শেয়ার মার্কেট এর মতো। আর এখানে দক্ষ ও অভিজ্ঞ হয়ে কাজ করতে পারলে অনেক প্রফিট করা সম্ভব যা অন্য সব ব্যাবসা থেকেও বেশি বলা যাবে। তাই এটাকে মোটেই খেলা বলা যাবে না আমি এটাই মনে করি।
ফরেক্স কোন খেলা না, এটি একটি ব্যবসা। খেলা হিসেবে ধরলে সে হচ্ছে জুয়াড়ি, আর যে ব্যবসায় হিসেবে ধরবে তার এইটা পেশা। ব্যবসাকে যারা পেশা হিসেবে নিয়েছে তারা সফল। তাই সবাইকে বলব জোয়ারী না হয়ে ব্যবসায়ী হন। নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ব্যবসা করুন।
ফরেক্স মার্কেটের ট্রেড করা হল পেশা । এটা কোন খেলা নয় । আর অনেকে আবার ট্রেড করার সময় নিজের অনুভূতি হিসাবে বলে থাকে আজ ফরেক্সে মার্কেটে খেললাম । আসলে এটা কোন কথা হল । অবশ্যই ফরেক্স খেলা নয়। কারণ ফরেক্স এর মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। আর অর্থ উপার্জন করা কোন খেলা হতে পারে না। ফরেক্সকে পেশা হিসেবে নেওয়া যায়। চাইলে অন্য কাজের পাশাপাশি ফরেক্স করা যায়। এটি ব্যাবসা হিসেবে গণ্য করা উচিত ব্যাবসা হিসেবে গণ্য করলে এটি থেকে সবাই উপকার পাবে । আর ব্যাবসা ছাড়া গণ্য করলে ও কোন সমস্যা নাই । যারা লাভবান হয়ার তারা লাভবান হবেই ।
ইব্রাহিম ভাই ফরেক্স মার্কেট সম্পর্কে আপনি যে তথ্য দিলেন তাতে আমি আপনার সাথে পুরপুরি ভাবে একমত নই। কারন আমি মনেকরি ফরেক্স মার্কেট পেশার পাশাপাশি একটি খেলাও। আমরা পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি কিন্তু তখন আমরা ছাত্র জিবনে থাকি। আর ছাত্রজিবন হচ্ছে একটি পেষা আর ছাত্র জীবনের পরে আশে আপনার মুল পেশা । তাই মাই মনে করি ফরেক্স মার্কেট পড়ালেখার পাশাপাশি একটি খলাও বটে যেখানে আমরা খেলি আয় এর জন্য।
ফরেক্স ট্রেডিং কোনদিনও খেলা হতে পারে না । অনেকেই হয়তো ফরেক্স ট্রেডিংকে জুয়ার সাথে মিলিয়ে ফেলে , যার কারণে অনেকেই মনে করে যে ফরেক্স ট্রেডিং এর প্রফিট হয়তো কপালের উপর নির্ভর করে । কিন্তু একটা বিষয় মনে রাখবেন ফরেক্স ট্রেডিং এবং জুয়া কখনোই এক বিষয় নয় । তাই আপনি যদি ফরেক্স ট্রেডিংকে খেলা মনে করে থাকেন তাহলে আপনি ভুল করবেন । আপনার উচিত ফরেক্স ট্রেডিংকে খেলা মনে না করে ফরেক্স ট্রেডিং ভালোভাবে শেখা এবং সে অর্জিত জ্ঞান নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা ।