বারবার লস করার প্রধান কারন লোভ। স্টপ লস টেক প্রফিট ব্যাবহার না করা। এনালাইসিস না করে মার্কেট উপরে থাকলে বাই আর নিচে থাকলে সেল দেওয়া। নিজে না বুঝে অন্যের পরামর্শে ট্রেড করা।
Printable View
বারবার লস করার প্রধান কারন লোভ। স্টপ লস টেক প্রফিট ব্যাবহার না করা। এনালাইসিস না করে মার্কেট উপরে থাকলে বাই আর নিচে থাকলে সেল দেওয়া। নিজে না বুঝে অন্যের পরামর্শে ট্রেড করা।
ফরেক্স মার্কেটে আমি নতুন হওয়ায় অনেক লস করেছি। আর লসের কারন হিসেবে দেখেছি ব্যক্তিগত ধৈর্যের অভাব। মার্কেটের সঠিক মুভমেন্ট নির্নয়ে ব্যর্থতা,সঠিক মানি ম্যানেজমেন্টে ব্যর্থতা, সঠিক অ্যানালাইসিস করতে না পারা ইত্যাদি। সর্বোপরি ফরেক্স সম্পর্কে সর্বোচ্চ অভিজ্ঞতা অর্জন করতে পারিনি বলে বার বার লস করে ফেলি। তবে ভবিষ্যতে আশা করছি ভালো করতে পারবো।
ফরেক্সে শুরুর দিকে সবাই খুব বেশি লস করে। বারবার সে লসের সম্মুখীন হয়। এর পেছনে মূল কারন হল ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতা না থাকায় বেশির ভাগ সময়েই ভুল ট্রেড নেয়া হয়ে পড়ে। আর ভুল ট্রেড মানেই লসের পাহাড়। মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান নাথাকায় ভুল ট্রেড নেয়ার ফলেই একজন বারবার লস করেন।
মার্কেট এনালাইসিস না করে ট্রেড করলে আপনি বার বার লস করবেন । সেক্ষেত্রে ভাল করে মার্কেট এনালাইসিস করতে হবে। ডেমো দিয়ে প্রকটিস করে নিলে লসের পরিমান কমে যাবে , আপনি পাবেন সফলতা।
বার বার কেন লস হচ্ছে এর কারণ উদ্ধার করতে হবে। আমার একটি ট্রেড লস হওয়ার সাথে সাথে তা লিখে রাখতে হবে কেন ট্রেডটিতে আমি লস করলাম। লস করার সবচেয়ে বড় কারণ হচ্ছে অভিজ্ঞতার অভাব। আমরা ভালোভোবে ডেমো অনুশীল না করেই রিয়েল ট্রেড শুরু করি। এছাড়াও টেকনিক্যাল ও ফান্ডম্যান্টাল এনালাইসিস না বুঝা এবং অতিরিক্ত লোভ লস করার কারণগুলোর মধ্যে অন্যতম।
ফরেক্স মার্কেটে আমরা লস করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে। ফান্ডামেন্টাল এনলাইসিস অনুসরন না করার কারনে।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।আপনি ট্রেড করার জন্য সকল ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন। তবে ইন্ডিকেটরের উপর সম্পূর্ন নির্ভর না করাই ভালো কারন এগুলো সব সময় সঠিক নির্দেশনা দেয় না।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না ।
ফরেক্স এ বার বার লস করার জন্য আমেদের যে ভুল গুলো আমার কাছে দায়ী মনে হয় তা হচ্ছে বেশি লট দিয়ে ট্রেড করে অল্প সময়ের মধ্যে অনেক বেশি লাভ করতে চাওয়া । ফরেক্স এ টিকে থাকতে হলে আমাদের সব সময় অল্প লট এ ট্রেড ওপেন করে অল্প অল্প করে প্রফিট অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদের কাংখিত লক্ষ্যে পৌছাতে হবে । অল্প লট এ ট্রেড ওপেন করলেও আমাদের একাউন্ট জিরো হরার সম্ভাবনা কমে যায় এবং আমরা আমাদের সে অল্প লস টা পরব্ররতীতে পুষিয়ে নিতে পারি।
ফরেক্স এ বার বার লস এর পিছনে যে অনেক গুলো কারন আছে তার মধ্যে একটি হচ্ছে কোন মানিমেনেজমেন্ট না মেনে লাগামহীন ট্রেড করা । আমাদের এলোপাথারি ভাবে ট্রেড না করে মানি মেনেজমেন্ট অনুসরন করেই ট্রেড করা উচিৎ । এতে আমরা মার্কেট এ টিকে থাকতেও পারব আবার লসের হাত থেকেও মুক্তি পাব এবং দীর্ঘদিন ধরে ট্রেড করার ফলে আমাদের নানা ধরনের অভিজ্ঞতা ও অর্জন হবে যা পরবর্তীতে আমাদের জন্য অনেক বেশি সফলতা বয়ে নিয়ে আসবে ।
একই সাথে বেশি বেশি ট্রেড করা ফরেক্স লসের একটি অন্যতম বড় কারন । অনেক সময় দেখা যায় অনেকে লস পুরন করতে গিয়ে অনেক বেশি ট্রেড একই সাথে ওপেন করে থাকে এবং পরবর্তীতে এর ভয়াবহ পরিনাম ভোগ করতে হয় । কারন অতিরিক্ত ট্রেড করে যদি ট্রেড গুলো লস এ পরে তাহলে খুব তারাতারি ইকুইটি জিরো হয়ে গিয়ে আমদের একাউন্ট জিরো হয়ে যায় এবং আমরা তখন আর কোন ট্রেড ওপেন করতে পারি না ।
ফরেক্স মার্কেটে আমরা লস করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে। ফান্ডামেন্টাল এনলাইসিস অনুসরন না করার কারনে।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।আপনি ট্রেড করার জন্য সকল ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন।নির্দিস্ট কিছু পেয়ারে ট্রেড করা উচিত কারন অনেক গুলা পেয়ার নিয়ে এনালাইসিস করা বেশ কষ্টসাধ্য আর এটা প্রায় অসম্ভব এবং এক্ষেত্রে ভুল লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
আমি একজন নতুন ট্রেডার।ফরেক্স সম্পর্কে আমার দক্ষতা বেশি না।আমি দিনে অনেক ট্রেড করি।মানে বেশি বেশি ট্রেড করি আর তাতে অধিকাংশ ট্রেডে লস করিকরি।আসলে আমার লসের প্রধান কারন ধৈর্য্য ধরতে পারি না।ট্রেড নেওয়ার পর দ্রুত ট্রেড ক্লোজ করতে মন চায়।এসব কারনে আমি বার বার লস করে ফেলি।
আমি প্রায় ট্রেড লস করি বিশেষ একটি কারনে তা হল অতিরিক্ত লোভ করার ফলে , এই কারনে আমার বেশির ভাগ ট্রেড লস করি । এছাড়া মাথা যখন অতিরিক্ত গরম থাকে ঐ সময় যদি ট্রেড করি তাহলে বার বার লস করতে থাকি ।
বিভিন্ন কারনে ফরেক্স এ লস হতে পারে। ড্রেমু না করে, মার্কেট না ববুঝার কারনে ও লস হতে পারে। অনেকে অতিরিক্ত লোভ করার ফলে ও লস হতে পারে। অনেকে নিউজ ফোল না করার ফলে ও লস এর সম্মুখীন হয়।
উপযুক্ত মানি ম্যানেজমেন্ট এর অভাবে অনেক ট্রেডার বারবার লস করে থাকে। ফরেক্স ব্যবসায় লস এড়ানো অত সহজ নয়। এর জন্য চাই সঠিক এনালাইসিস করার ক্ষমতা এবং আত্মসংযম। আত্মসংযম আর মানি ম্যানেজমেন্টের অভাবে অধিকাংশ ট্রেডার বারবার লস করে থাকে। তাই প্রতিটি ট্রেডারকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিসে দক্ষ হতে হবে। অতিরিক্ত লস এড়াতে স্টপ লস ব্যবহার করা উচিৎ।
বার বার লস করার আসলে আপনার দৃষ্টি ভঙ্গির ব্যাপার। এর কিছু কারন হতে পারে আপনি ভালো কোন স্ট্রাটেজি ছাড়া মার্কেট করছেন। অথবা ঘনঘন মার্কেট করছেন, অথবা আপনি দ্বিধাদন্দে ভুগছেন। এই আরকি। এগুলো যদি ভুলে গিয়ে সঠিক অ্যানালাই সিস করে আপনি মার্কেট করতে পারেন তবে আপনার লসের পরিমান কমে আসবে বলে আমার বিশ্বাস।
লস করা ফরেক্স মার্কেট এ স্বাভাবিক ব্যাপার। কারণ, একজন ট্রেডার যখন ১ ডলার ভলিউম এ ট্রেড অপেন করে তখন যদি সে ৫০ পিপস লাভ করে তাহলে তার মোট লাভ হল ৫০ ডলারস। সে তখন চিন্তা করেন আর একটু পর ট্রেড টি ক্লজ করলে হয়ত আর কিছু ডলার পাউয়া যেত। কিন্তু মার্কেট সব সময় নিয়ম মাফিক চলে না। একটু এদিক সেদিক ও চলে। তখন হয়ত তার অনেক লস এ ট্রেড টি ক্লোজ করতে হত। অর্থাৎ, অল্প কথায়, ইমশন কাজ করলে হবে না।
ফরেক্স মার্কেটে লসের সবথেকে বড় কারন হলো অতিরিক্ত লোভ এবং শেখার প্রতি নেতিবাচক মনোভাব। অনেক নতুন ট্রেডার আছেন যারা অনলাইনে কিছু ফালতু সিগনাল সাইটের ফ্রি সিগনাল দেখে ট্রেড করে। অনেক সময় তারা ঐ সিগনাল অনুযায়ী কিছু লাভ করেন ঠিকই কিন্তু বেশীরভাগ সময় লসের দিকে ধাবিত হয়। যখন দুএকবার লাভ করেন তখন ঐ সিগনাল সাইটকে পীর বলে মানেন। এবং ঐ সিগনাল দেখেই ট্রেড করতে থাকেন। বাঙ্গালী হিসাবে আমরা নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাতে স্বভাবতই নারাজ। আর এ জন্য বেশী লসের সম্ভাবনা থাকে।
আমাদের বার বার লস করার পিছনে অনেক কারন রয়েছে । আমরা অনেক মসময় ভালো ভাবে ফরেক্স না বুঝেই ফরেক্স এ ট্রেড করতে শুরু করি । আর এর পরিনাম তখন খুব ভয়াবহ হয় আর এটাই তো স্বাভাবিক । ফরেক্স এ লস করা স্বাভাবিক কিন্তু বার বার লস করা টা কিন্তু স্বাভাবিক নয় । এটা আমদের অজ্ঞতার পরিচয় বহন করে । আর আপনি যদি বার বার ফরেক্স এ লস করতে থাকেন তাহলে আপনার উচিৎ হবে আর ও কিছুদিন ডেমো তে অনুজশীলন করে তারপর আবার ড়িয়াল ট্রেড করা।
লস করার মূল কারন হচ্ছে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে না শিখে ফরেক্স শুরু করা । আপনি ফরেক্স না শিখে শুরু করলে আপনার লস হবেই এক সময় । এবং ম্যানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করলে লস হতে পারে । আপনার আবেগ কে ত্যাগ করতে হবে । আবেগ এর বসে আপনার অনেক লস হওয়ার সম্ভবনা থাকে । এই জন্য অনেকই ফরেক্স এ লস করে থাকে ।
কেউ যদি বার বার লস করতে থাকে তাহলে সেটা তার অদক্ষতা আর অনভিজ্ঞতার পরিচয় বহন করে । মাঝে মাঝে কিছু ভুল হতে পারে কিন্তু কেউ যদি বার বার ভুলের পুন্রাবৃত্তি করতে থাকে তাহলে সেটা আর স্বাভাবিক থাকে না তখন সেটা অস্বাভাবিক হয়ে যায় । তখন আমাদের প্রথন কাজ হচ্ছে ট্রেড করা বন্ধ করে দেয়া এবং মার্কেট নিয়ে আরও বেশি বেশি এনালাইসিস করা । এভাবে এনালাইসসি করা চালিয়ে যেতে হবে যতদিন না আপনি অভিজ্ঞ ,হন । আর এতাই আমাদের জন্য কল্যানকর ।
ভাই আপনি একবারে হার্টে ধাক্কা দিছেন কারন কেন যে বার বার লস করি তা জনলে তো আর লসই করতাম না , অাসলে ফরেক্স মার্কেটে লাভ করা আমার কাছে বেশ কঠিন একটা বিষয় মনে হয় তবে তার পরেও আমি মনে করি আপনি এনালাইসিস যত ঠিক করে করতে পারবেন এবং নিজের আবেগকে যত কন্টোল করতে পারবেন আপনার রসও আপনি তত কমাতে পারবেন। ধন্যবাদ।
লোভ জত বেশি করবেন তত বেশি লস করবেন । মনে রাখবেন আপনার লোভ আপনাকে এই মার্কেট এ টিকে থাকতে দিবে না । তাই লোভ করবেন না । আর ১য়ার অধিক ত্রাদে করবেন না । মনে রাখবেন বেশি ত্রাদেইং আপনার মাথা কে হিশাবের বাইরে নিয়া যাবে এবং তখন আপনি লস করতে থাকবেন ।
ফরেক্স এ বার বার লস করার একটিই কারণ সেটা হল অভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়া ট্রেড করা, ইস্টাটেজী ছাড়া ট্রেড করা, ইমোশনাল হয়ে ট্রেড করা এবং মানি ম্যানেজেমন্ট না করে ট্রেড করা সহ অনেক গুলো কারণ থাকে লস করার ক্ষেত্রে যেমন ডেমো প্রক্তটিস না করা এগুলো লসের কারণ তাই আপনাকে এগুলো মেনেই ট্রেড করতে হবে।
নতুন ট্রেডার দের ক্ষেত্রে লস করার মুল কারণ হচ্ছে তারা খুব কম সময়ের টাইম ফ্রেম অনুসরণ করেন। কিন্তু কমসময় এর টাইম ফ্রেম দেখে নতুনরা ততটা ভাল ফল পায় না। কারণ তারা তারাতারি এনালাইসিস করতে পারে না। কিন্তু সে যদি ওই এনালাইসিস টাই পার দিনে কাজে লাগাতে পারে তবে সে ভাল ফল পেয়ে থাকে। তাই তাদের উচিৎ বেশি সময় ধরে ট্রেড করা। তাহলে সে লস এড়িয়ে চলতে পারবে। ধন্যবাদ
ফরেক্স এ যারা বার বার লস করছেন আমি মনে করি তারা ফরেক্স সম্পর্কে ভাল জানে না। জানলে বার বার লস করার কথা না। আর যারা জেনেও বারবার লস করসেন তারা অবহেলা বা অদক্ষতার জন্য করছেন বলে আমি মনে করি । কারন দক্ষতা আর পরিশ্রম থাকলে বারবার লস করার কথা না ।
ভাই আপনি একবারে হার্টে ধাক্কা দিছেন কারন কেন যে বার বার লস করি তা জনলে তো আর লসই করতাম না , অাসলে ফরেক্স মার্কেটে লাভ করা আমার কাছে বেশ কঠিন একটা বিষয় মনে হয় তবে তার পরেও আমি মনে করি আপনি এনালাইসিস যত ঠিক করে করতে পারবেন এবং নিজের আবেগকে যত কন্টোল করতে পারবেন আপনার রসও আপনি তত কমাতে পারবেন। ধন্যবাদ।
লস করার মূল কারন হচ্ছে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে না শিখে ফরেক্স শুরু করা । আপনি ফরেক্স না শিখে শুরু করলে আপনার লস হবেই এক সময় । এবং ম্যানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করলে লস হতে পারে । আপনার আবেগ কে ত্যাগ করতে হবে । আবেগ এর বসে আপনার অনেক লস হওয়ার সম্ভবনা থাকে । এই জন্য অনেকই ফরেক্স এ লস করে থাকে ।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে অনেক ধৈর্য্য প্রয়োজন হয় বলে আমরা সকলে জানি।কিন্তু আমি অনেক চেষ্টা করেও এই ধৈর্য্য ধারনে অপারগ হয়ে যাচ্ছি।ট্রেড ওপেন করার পর অনেক দ্রুতই লাভ না হলে ট্রেড ক্লোজ করে দেখি পরক্ষনে ক্লোজ করলে লাভ হতো।তাই আমার লসের মূল কারন হিসেবে দেখছি যে অধৈর্য্য এবং আবেগপ্রবনতা।
ফরেক্স মার্কেট যারা বারবার লস করেছেন আমি ফরেক্স বিষয়ে জ্ঞান কম ভালো অবিজ্ঞতা নাই।তারা মার্কেট এনালাইসিস না করে ট্রেড করে যাতে করে তারা ফরেক্স ব্যবসায় লস করে বসে।তাই আমাদের উচিত ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করা আগে ফরেক্স ব্যবসা শিখা ভাল অবিজ্ঞতা অর্জন করে ট্রেড করা তাহলে আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক আংশে কমে যাবে বলে আমি মনে করি।
কারন আমি অনেক লোভি তাই। শুধু মাত্র এই একটা কারনেই আমি বার বার লস করি, আমার মনে হয় আমার লস এর পিছনে এই কারনটাই সবচেয়ে বেশি কাজ করে। কারন আমি হয়তো ২/৩ সপ্তাহ ভালো টেড করছি তার পরই লোভ করে বা অতিরিক্ত কনফিডেন্ট হয়ে পরে বেশি ভলিউম দেই বা বাবরবার ট্রেড করি এই সব কারনেই আমার লসের পরিমান বেড়ে যায়।
ফরেক্স ভালো ভাবে না শিখে ডলারের লোভে নেমে পরে রিয়েল ট্রডে করতে এই হল ফরেক্স এ বার বার লমের প্রধান কারন। তাছারা এখন কেউ কোনো উপদেশ গ্রহন ই করে না। ডেমো ট্রেডে দুই একবার সাফল্য পেলেই রিয়েল ট্রেডে নেমে পরে কোনো প্রকার মার্কেট অ্যানালাইসিস ধারনা ছারাই।
আমার যে টা মনে হয় ফরেক্সে বার বার লস করার অন্যতম প্রধান কারন হল মাকেটের মুভমেন্ট না বুঝা, এনালাইসিস না করে ট্রেড অপেন করা। আর একটি কারন আছে সেটা হল আপনার মাঝে লুকায়িত অতিরিক্ত লোভ। মাকেট এনালাইসিস করে, লোভ পরিহার করে ট্রেড অপেন করুন ইনশাআল্লাহ লস খাবেন না। সব সময় নিয়মের মাঝে থাকুন। ধন্যবাদ
ফরেক্স মার্কেট এ লস করার অনেক কারন রয়েছে। যেমনঃ অনভিজ্ঞতা, লোভ করা। আপনি হয়ত আপনার সিস্টেম অনুযায়ী ট্রেড খুঁজবেন, কিন্তু দেখা গেল কিছু বিষয় মিল পাবেন, আর কিছু মিলবে না। আর তখন আপনি ভাববেন সব কিছু তো মিলান যায় না, সুতারাং ট্রেড টা নিয়ে নিই। আর আপনি হয়ত তখনই লস করে ফেলবেন।
বার বার লসের অনেক কারন আছে। কেউ যদি ট্রেড এর নিয়ম মেনে না চলে। তার স্ট্রেটেজী যদি পুরোপুরি মেনে না চলে আবেগে ট্রেড করে তবে তার অ্যাকাউন্ট বার বার জিরো হবে। সে কখনোই সফল হতে পারবে না। ফরেক্স মার্কেটে সবসময় নিয়মতান্ত্রিক ভাবে চলতে হবে।
ফরেক্স মার্কেটে আমরা কেহ কিন্তু নিজেদের ইচ্ছা মত ট্রড করে লস করতে পারি না । এখানে আমরা সবাই একটা ভালো কিছু পাওয়ার আশায় থাকি এবং ভালো কিছু করার চেষ্টা করি। ফরেক্স মার্কেটে আমরা যখন মার্কেটিং অবস্থা বুঝতে পারিনা এবং না বুঝে ট্রড করি তখন আমরা বার বার লসের শিকার হই। তাছাড়া লসের বড় একটা্ কারন হল আমাদের লোভ। লোভের বসে আমরা অনেক সময় নিজেদের বড় কোন ক্ষতি করে বসি।
আমি যখন প্রথম ফরেক্স এ রিয়েল ট্রেড করি তখন দুই মাসের মধ্যে আমার দুইবার ব্যালেন্স জিরো হয়ে গিয়ে হয়ে গিয়ে ছিল। তারপর আমি বুঝেছিলাম আমার এনালিসিসে কোনো ভুল ছিলনা, ভুল ছিল আমার মানি ম্যানেজমেন্টে। তাই আমার বার বার লস হচ্ছিল।
লস হওয়ার মুল কারণ হচ্ছে অভিজ্ঞতার অভাব ভালোভাবে না শিখে ব্যবসা করলেতো অবশ্যই লস খেতে হবে। ব্যবসা সম্পর্কে জানলেন ও না, টাকার লোভে পড়ে ব্যবসা শুরু করে দিলেন। তাহলে তো লস হওয়াটাই স্বাভাবিক।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ বার বার লসের প্রধান কারণ হচ্ছে অভিজ্ঞতার অভাব। ফরেক্স মার্কেট এ আপনি যদি ভালোভাবে পর্যবেকক্ষণ করতে পারেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা কমে যায়। এই মার্কেট এ লাভ লস নির্ভর করে একান্ত নিজের দক্ষতার উপর।
ফরেক্স বাবসায় সবার একটি সমস্যা প্রায়ই হয়ে থাকে তা হল ভলিউম বাড়িয়ে ট্রেড করা। আপনি যখনি ভলিউম বাড়িয়ে ট্রেড করবেন আপনি তখনই ফরেক্সে লস করবেন। এমনকি আপনি খুব মনোযোগ সহকারে ট্রেড করতে পারলে ফরেক্সে লস বলতে কোন জিনিস থাকবে না আপনার কাছে। ধন্যবাদ
ফরেক্স এমন একটা বিজনেস যেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি ফরেক্স সম্পর্কে ভালভাবে না জানেন তাহলে আপনি শুধু লস করবেন। আমি অনেক মানুস দেখেছি যারা ডেমো ট্রেড করতে চাই না। বা ফরেক্স সিখতেও চাই না। তারা ভাবে ফরেক্স থেকে এমনিতেই অনেক টাকা ইনকাম করা যাই। তাই তারা বার বার লস করে।