-
অতিরিক্ত আশা করার ফল কখনোই ভালো হয় না। একটি ট্রেড থেকে আমরা যদি অনেক বেশি প্রফিট করার আশা নিয়ে ট্রেড করি এটা অনেক সময় হিতে বিপরীত হতে পারে। অনেক সময় দেখা যায় একটি ট্রেড ভালো প্রফিটে আছে তখন আরো একটু লাভের আশায় ট্রেডটি ধরে রাখি, কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যে মার্কেট উল্টো দিকে মুভ করে লসে চলে যায়। তখন অনেক বেশী লসের ভয়ে ট্রেডটি ক্লোজ করে দেই। এভাবে করে কয়েকটি ট্রেড ক্লোজ করলেই দেখা যায় একসময় ব্যালেন্স জিরো হয়ে যায়। তাই আমাদের ট্রেড করার সময় অল্প প্রফিটের লক্ষ্য নিয়ে ট্রেড করে লক্ষ পূর্ণ হলেই ট্রেডটি ক্লোজ করে দেয়া উচিত।
-
ফরেক্স মার্কেট একটি আকর্ষণীয় ব্যবসায়িক ক্ষেত্র। ফরেক্স মার্কেটে আপনার প্রয়োজন মতো আপনি পেতে পারেন। যাই হোক না কেন, এটি আপনার পক্ষে উপকারী হবে না। আপনি যদি ফরেক্স মার্কেটে অসন্তুষ্ট হন, সেই মুহুর্তে আপনি মারা গেছেন। ধরে নিন আপনি একটি বিনিময় দিয়েছেন। অনিবার্যভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বেতনটি দেখছে যে আপনি আরও বেতনের জন্য আপনার এক্সচেঞ্জটি বন্ধ করে দিয়েছেন। যাই হোক না কেন, এর পরে আপনি কেবল হারাচ্ছেন। যেহেতু আপনি বিনিময় করেছেন এবং এক টন উপকার করেছেন।
-
অনেক সময় একটি ট্রেড দিয়ে অনেক বেশি মুনাফার আশায় থাকি, যেই কাজটা করা আমাদের একদমই উচিত নয়। আমাদের উচিত অল্পকিছু প্রফিট হলেই সেই ট্রেড টিকে বন্ধ করে দেওয়া এবং উইথ ড্র দিয়ে দেবা। কারণ আমরা জানি যে এইখানে অনেক কিছু অনিশ্চিত যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে,সেই জন্য আমাদের উচিত ক্ষতির হাত থেকে দূরে থাকা আর এই দূরে থাকার জন্য আমাদের উচিত অল্প প্রফিট হলেই আমাদের ট্রেড ক্লোজ করে দেওয়া, বেশি প্রফিট আর আশা করলে দেখা যেতে পারে আমাদের ক্ষতি হতে পারে।
-
ফরেক্স মার্কেট হচ্ছে একটি লোভনীয় মার্কেট । ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না । আপনি ফরেক্স মার্কেট এ লোভ করেছেন তো মরেছেন। মনেকরেন আপনি একটি ট্রেড দিয়েছেন। কিছুক্ষণ পরে দেখলেন আপনার আয় হচ্ছে তা দেখে আপনি আপনার ট্রেড টি ক্লোজ করলেন্না আর বেসি আয় এর জন্য। কিন্তু এর পর আপনার শুধু লস হচ্ছে । কারন আপনি ট্রেড করে বেসি লাভ এর আসাই বসে ছিলেন।
-
ফরেক্স মার্কেট এমন কেউই নাই যে 💯 শিউর দিয়ে বলতে পারবে মার্কেট এখানেই আসবে সবাই শুধু পেডিকশন করতে পারবেন। আমার এমন অনেক ট্রেড ছিলো সকাল বেলা লাভ থাকা সত্ত্বেও না কেটে রেখে দিয়েছিলাম রাতে ঐ ট্রেডই আমাকে অনেক ভূগিয়েছে । তাই আপনার যাই লাভ আসুক না কোনো লাভ আসলেই কেটে দিন বেশি লোভ করবেন তো মরবেন।
-
test with link [IMG]http://forex-bangla.com/customavatars/1035533911.gif[/IMG]
https://www.youtube.com/watch?v=QWedxGl_fWA
-
বেশি লাভের আশায় ট্রেড করা উচিত নয়, কারণ ট্রেড বেশিআশায় ক্ষতিগ্রস্ত হয়,। মন। মানসিকতা অন্যরকম হয়ে যায়। তখন প্রতিজ্ঞা থাকে যে বেশি লাভ করতে হবে, এই লাভের আশায় খুব বেশি সম্ভব লচের সম্ভাবনা থাকে
-
আপনাকে প্রফিটে পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে আপনি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চরে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে। অযাথা ট্রেডটিকে দীর্ঘায়িত করবেন না বেশি লাভের আশায় আপায় ট্রেডটিকে দীর্ঘায়িত করলে এতে আপনি লস খেতে পারেন।তাই আমাদের উচিত হবে প্ররফিটেবল ট্রেডকে দীর্ঘায়িত না করে ধৈর্যসহকারে লোভ সংবারন করুন।
-
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আসলে আমরা যখন ট্রেড নি তখন অতিরিক্ত লোভ করে ফেলি আসলে লোভ করাটা উচিত নয়। এবং একটি ট্রেডে বেশি প্রফিট করার ইচ্ছা টাও আপনার কথা অনুযায়ী ঠিক নয়। কিন্তু যখন আমি একটি লং ট্রেড নিবো তখন আমি একটু বেশি লাভ নেওয়ার চেষ্টা করবো। এটাই স্বাভাবিক কারণ আমি যখন একটি লং ট্রেড দিচ্ছি তখন আমার ওই ট্রেডের পেছনে অনেক সময় ব্যয় করতে হবে সে ক্ষেত্রে আমি একটু বেশি লাভের আশায় ট্রেড থেকে করতেই পারি।
-
ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। আপনি ফরেক্স মার্কেট এ লোভ করেছেন তো মরেছেন । মনে করেন আপনি একটি ট্রেড দিয়েছেন।কিছুক্ষ পরে দেখলেন আপনার আয় হচ্ছে তা দেখে আপনি আপনার ট্রেড টি ক্লোজ করলেন না আর বেসি আয় এর জন্য। অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চরে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে। আমি এর চেয়ে বেশি আশা করবো না তাহলে আমরা বেশি লস থেকে নিজেদের বাচাতে পাড়বো। যারা দক্ষ ট্রেডার তারা এক ট্রেড থেকেই বেশি বেশি লাভ করে থাকেন।
-
প্রফিটের আশায় ট্রেড করলে যেকোনো সময় আপনি মার্কেট প্লেস থেকে ঝোড়ে পরতে পারেন কারন লোভ এমনই একটি জিনিস যা আপনাকে সব সময় অধিক লাভ করার জন্য উতসাহ প্রদান করবে। তাই আমি মনে করি ট্রেডিং কেৌশল অনুসরে ট্রেড করতে হবে। অনেক সময় লাভ হয়ছে কিন্তু অনেক সময় দেখা জায় যে কিছু লাভ হয়ার পর মনে করে যে আর লাভ হবে বলে অনেক সময় রেখে দেয়া হয় তবে এটা ঠিক না কারন ফরেক্স মার্কেটে লোভ করা ভাল না।
-
অধিক লাভের বা প্রফিটের আশায় ট্রেড করলে যেকোনো সময় আপনি মার্কেট প্লেস থেকে ঝোড়ে পরতে পারেন কারন লোভ এমনই একটি জিনিস যা আপনাকে সব সময় অধিক লাভ করার জন্য উতসাহ প্রদান করবে। তাই আমি মনে করি ট্রেডিং কেৌশল অনুসরে ট্রেড করতে হবে এবং অল্প প্রফিটে ট্রেড গুছিয়ে নিতে হবে আর তা হলেই ভাল কিছু ফরেক্স থেকে পাওয়া সম্ভাব।
-
ফরেক্স মার্কেট হচ্ছে একটি লোভনীয় মার্কেট।ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। আপনি ফরেক্স মার্কেট এ লোভ করেছেন তো মরেছেন। মার্কেটের পজিশন বুঝে ট্রেড করতে হবে এবং একটা ট্রেড এন্ট্রি ভালো পজিশনে অপেন করতে হবে এবং ভালো পজিশনে ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে এবং ট্রেড ক্লোজ করতে হবে। বেশি বা কম মূল কথা নয় বরং মার্কেটের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা উচিত।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে আমার ধারনা কম তবে আমি মনে করি বেশি ট্রেড না করে একটি ট্রেডে ভাল করে লাভ করতে পারলে ভাল হবে । ফরেক্স মার্কেটে অতিরিক্ত ট্রেড করা ঠিক না কারন বেশি ট্রেড করলে একটা ট্রেডে লাভ করেছেন আরেক ট্রেডে সেগুলো লস করে পেলবেন। তাই আমাদের কে এনালাইসিস করে একটি ট্রেড দিতে হবে।ফরেক্স ট্রেড এ যারা নতুন তারা খুব অল্প প্রফিট এ বেশি লাভ করতে যাই যা কিন্তু একেবারেই ঠিক না।আপনাকে একটি নিদ্দিস্ট প্রফিট লাভের আশা করা দরকার বেশি করতে যেয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে ।ফরেক্স ট্রেড একটা বিপদজনক ভাল দক্ষতা না থাকলে। তাই যারা নতুন তারা লোভের আশা ত্যাগ করে নিজেকে আগে দক্ষ করে তুলা দরকার তাহলে পরে এমনিতেই বেশি প্রফিট লাভ করতে পারবে।ব্যাক্তি কিছু লাভের আসায় পরিশ্রম করে। ফরেক্স ব্যাবসাতে ও লাভের আসায় মানুষ পরিশ্রম করে । তবে আমার কাছে মনে হয় লাভ আর লোভ ভিন্ন জিনিস। যদি কোন ব্যাক্তি লাভের মাঝে লোভ করে বসে তবে তার প্রিনতি খুব ই ভয়াবহ হয়ে থাকে। ব্যাবসাতে লাভ লস আসে । কিন্তু লোভ থেকে বিরত থাকতে পারলেই কেবল লাভ করা সম্ভব । তবে মার্কেট এনালাইসিস ভালো ভাবে জানা থাকলে একটা ভালো মানের ট্রেড অনেক বেশি লাভ করা সম্ভব ।যারা নতুন তারা খুব অল্প প্রফিট এ বেশি লাভ করতে যাই যা কিন্তু একেবারেই ঠিক না।আপনাকে একটি নিদ্দিস্ট প্রফিট লাভের আশা করা দরকার বেশি করতে যেয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে ।ফরেক্স ট্রেড একটা বিপদজনক ভাল দক্ষতা না থাকলে। তাই যারা নতুন তারা লোভের আশা ত্যাগ করে নিজেকে আগে দক্ষ করে তুলা দরকার তাহলে পরে এমনিতেই বেশি প্রফিট লাভ করতে পারবে।
-
ফরেক্স মার্কেট এ ট্টেড করব তখন আমরা যে কোন একটিতে ট্টেড করব। কারন ফরেক্স মার্কেট এ যে কোন সময়তে অনেকটা মুভমেন্ট করে আর তখনই অনেকটা ঝুকি থাকে। আমরা যদি এক পেয়ার ছাড়া আর 2,3 টা পেয়ালে ট্টেড করি তাহলে অনেকটা ঝুকি থাকে । তখনই ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা বেশী থাকে। তাই আমরা যে কোন একটিতে ট্টেড করব তাহলেই ভাল সুফল পাওয়া যাবে।ফরেক্স এ আমরা যত লাভের আশা করি তা লাভ করা যায় না। ফরেক্স মার্কেট এ যে কোন একটিতে ট্টেড করলে লাভ হয়। একটি ছাড়া অধিক এ ট্টেড করলে অনেকটা লাভ হবে না, বরং তা লস হবে। তাই আমার মতে যে কোন একটিতে লাভ করা উচিত।
-
লাভ করার আশা বা চিন্তাটা আসলে কোন দোষের নয় তবে আপনাকে প্রফিটে পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে আপনি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চরে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে তাই প্রতিটি ট্রেডে অল্প লাভে খুশি থাকাই হল বুদ্ধিমান ট্রেডারদের অন্যতম বৈশিষ্ট্য।