মানুষের কাছে কোন কিছুই কঠিন নয়।মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন।আপনি যদি মনযোগ দিয়ে এটা শিখে আয়ত্ত করতে পারেন তাহলে অনেক সহজেই এখান থেকে আয় করতে পারবেন এবং তার জন্য প্রয়োজন ভালো করে ফরেক্স শেখা।
Printable View
মানুষের কাছে কোন কিছুই কঠিন নয়।মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন।আপনি যদি মনযোগ দিয়ে এটা শিখে আয়ত্ত করতে পারেন তাহলে অনেক সহজেই এখান থেকে আয় করতে পারবেন এবং তার জন্য প্রয়োজন ভালো করে ফরেক্স শেখা।
ফরেক্স ব্যাবসা অনেক কঠিন কিন্তু স্মার্ট, তাই আমাদের ফরেক্স মার্কেটের ব্যাবসা ভাল করে শিখতে হবে যাতে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারি,ফরেক্স মার্কেট থেকে আমরস ভাল ইনকামের জন্য ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করার সাথে সাথে ফরেক্স মার্কেটের নিউজ দেখে ফরেক্স ট্রেডিং কতে আসছি।
ফরেক্স একটি ব্যবসা এবং এতে লাভ লস আছে । এই মার্কেটে ট্রেড করতে গেসে প্রথমে সবাই লস করে থাকে । তাই বলা যায় ফরেক্স কিছুটা কঠিন তবে স্মার্ট ব্যবসা । এ জন্য শিখার কোন বিকপ্ল নেই ।আপনাকে শিখতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে । এরপর আপনাকে ডেমোতে ট্রেড করতে হবে । এখান থেকে আপনাকে মার্কেট এনালাইসিস করা শিখে মানি ম্যানেজমেন্ট করতে হবে । এভাবে সব বিষয় গুলো আয়ত্বে চলে আসলে ফরেক্স কঠিন হবে না ।
ফরেক্স হল একটি স্মার্ট বেবসা আমাদের কে এই বেবসা দিয়ে এই মার্কেট হতে ভাল করে লাভ করতে হবে তবেই আমরা পারব ফরেক্স করে আমাদের জীবন কে সুন্দর ভাবে তৈরি করতে আমি চাই সব সময় এই ফরেক্স মার্কেট এর সাথে কাজ করতে ট্যাব আমি এখানে সফল হতে পারব ।
ফরেক্স মার্কেটে পরিকল্পনা ও মানিম্যানেজমেন্ট সঠিক করে ট্রেড করলে বেশি করে ডেমো ট্রেড করলে এবং নিয়মিত এনালাইসিস করলে ফরেক্স কঠিন মনে হবে না। ফরেক্স এ প্রফিট করা খুব সহজ নয় আবার খুব কঠিন ও নয়।প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় দিলে আশা ছেড়ে না দিলে ফরেক্স কঠিন মনে হবে না ফরেক্স থেকে প্রফিট আয় করে লাভবান হোয়া যাবে।
প্রাথমিক অবস্থায় ফরেক্স কে অনেক কঠিন মনে হলেও আসলে ফরেক্স ততটা কঠিন নয়। আপনি যদি ঠিক মত মার্কেট এ্যানালাইসিস করতে পারেন তাহলে ফরেক্স মার্কেট আপনার জন্য কঠিন কিছু নয়। তাই আগে এ্যানালাইসিস শিখুন। বিশেষ করে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এ্যানালাইসিস যদি আপনি সঠিক ভাবে করতে পারেন তাহলে ফরেক্স আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে।
ফরেক্স একটা স্মার্ট ব্যবসা সাথে সাথে কিছুটা কঠিনও ব্যবসায় । বর্তমান বিশ্বে অনেক বেশি পরিমাণে ব্যবসায় । কিন্ত তার মধ্য থেকে স্মার্ট ব্যবসায় হিসেবে ফরেক্স স্বিকৃতি পেয়েছে । কেননা ফরেক্স থেকে আমরা অনেক কিছু ব্যবসাযের সুবিধা পায় । ফরেক্স এর মধ্য আমরা কিছু বিষয়ে নজর দিতে হবে । যেমন ফরেক্সে দিন রাত চব্বিশ ঘন্টা স্মার্ট ব্যবসা করা যায় ঘরে বসেই স্বাধীনভাবে ।
আমি এই কথাটির সাথে একমত ফরেক্স ব্যবসা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যবসা সবার জন্য নয়। এখানে যারা স্মার্ট , সময় ব্যয় করে মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ধৈর্যের সহিত পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই।আমি মনে করি ফরেক্স কঠিন ধৈর্যের ও একটি স্মার্ট ব্যবসা।
ফরেক্স ব্যাবসা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যাবসা সবার জন্য নয়, যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই, ফরেক্স করতে হলে আপনাকে অবশই মেধাবী এবং প্রস্রমি হতে হবে আর এর জন্যই ফরেক্স কঠিন একটি ব্যাবসা আর এটি একটি স্মার্ট ব্যাবসা।
ফরেক্স মার্কেট কঠিন এই কথাকে আমারা না বলি। আপনি যদি ফরেক্স ভাল করে শিখতে চান আজকের আধুনিক যুগে নিজে নিজে ফরেক্স শিখতে পারবেন। আপনার শিখার সকল ইপকরণ আপনার চোখের সামনেই, আপনি শুধু কষ্ট করে গুগুলে গিয়ে চার্স দেন, আপনি কি চান সব কিছু এখানে বলা আছে এক কথায় আপনি যে ভাবে চান সে ভাই আছে।আর যখনই ফরেক্সের জ্ঞান অর্জন করে এটাকে সহজ করে নিবেন তখনই আপনার কাছে এই ব্যবসা খুবই স্মাট মনে হবে। আর যদি ভাল ভাবে না বুঝে ফরেক্স করেন তা আপনার জন্য কষ্টের কারণ হবে।
পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং খুবই চমৎকার । তবে যদি আপনি প্রফিট করতে পারেন । আর যদি নিয়মিত লস করেন দেখবেন আপনার কছে পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং অত্যান্ত বাজে মনে হবে কারন এটা স্মার্ট ব্যবসা দক্ষতা ছাড়া কিছু করা যাবে না। তাই এই পেশায় ভালো কিছু করতে হলে ফরেক্স এর উপর দক্ষতা অর্জন করতে হবে।
ফরেক্স মার্কেটে ব্যবসা করা স্মার্ত হবে যদি আপনি মার্কেট সম্পর্কে ভাল দক্ষতা অর্জন করতে পারেন নইত আপনি মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না।একবার ভাবন তো আপনি ফাইনান্সিয়াল মার্কেটে বিজিনেস করেন দেখুন ভাল লাগবে।আপনি যদি মার্কেটে ভাল দক্ষতা অর্জন করতে পারেন।
আমার মনে হয় ফরেক্স কঠিন ব্যবসা ঠিক কিন্তু অসম্ভব নয়। আপনি যদি পরিশ্রম ও ধৈর্*্য্য সহকারে ফরেক্সে টিকে থাকতে পারেন তাহলে কেউ আপনার সফলতাকে ঠেকাতে পারবে না। তাই এটাকে কখনো কঠিন মনে করবেন না। শুধু মনে রাখবেন এখানে প্রাকটিস করাটা হচ্ছে আসল ব্যাপার। আপনি যতই ডেমোতে প্রাক্টিস করতে পারবেন ততই আপনার কাছে এটা সহজ মনে হবে।
যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷যে মার্কেটে মাত্র ৫ ভাগ ট্রেডার দক্ষতার সাথে নিয়মিত প্রফিট করে থাকেন৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
আমি বলবো এটা নির্ভর করে আপনি কি ধরনের ট্রেড করতে চান। আপনি যদি স্ক্যাল্পিং পছন্দ করেন তবে আপনার উচিত m1, m5 অথবা m15 এ ট্রেড করা। আপনি যদি সাধারন কিংবা একটু লং টার্ম ট্রেড করতে চান, তবে আপনার m30, h1 অথবা h4 এ ট্রেড করা উচিত। সুইং বা পজিশন ট্রেড করতে আগ্রহী হলে আপনার সপ্তাহ অথবা মাসের টাইমফ্রেমগুলোকে অ্যানালাইসিস করা উচিৎ।
ফরেক্স যেমন সহজ তেমনি কঠিন ওবটে। ফরেক্সে সকল শ্রেনীর মানুষ কাজ করতে পারে। ফরেক্স থেকে সবাই যে টাকা আয় করবে তাও কিন্তু নয়। ফরেক্সথেকে আয় করতে হলে অবশ্যই তাকে মেধার পরিচয় দিয়ে অর্থ উপারর্যন করতে হবে।কিন্তু তারা অর্থ আয় করতে পারবেনা যাদের মেধা শক্তি কম।তাই ফরেক্স হচ্ছে একটি স্মার্ট কাজ যা যার তার দ্বারা সম্ভব নয়।
আসলে ফরেক্স হচ্ছে একটা ট্রিকি বা টেকনিক্যাল বিজনেস। এখানে যত আপনি আপনার ক্রিয়েটিভিটি শো করতে পারবেন ততই আপনি ভালো করবেন। কাউকে ফলো করা ভালো কিন্তু অন্ধভাবে ফলো করা কখনই ভালো নয়। আপনার কাছে যদি কারো ট্রেডিং স্টাইল ভালো লাগে তাহলে আপনি তাকে ফলো করতে পারেন কিন্তু তাতে যে আপনি সফল হবেন সেটার গ্যারান্টি নেই কারণ সে হয়ত তার ঐ ট্রেডিং স্টাইলে অভ্যস্ত হয়ে গেছে। তাই আপনাকে নিজের মত করেই সহজ একটা ট্রেডিং স্টাইল তৈরি করতে হবে যেটাতে আপনি কমফোট ফিল করেন তাহলেই ট্রেডিংটা অনেক ইজি মনে হবে।
আমার মতে পরেক্স কঠিন কিছু নয়। কিন্তু এটির মধ্যে শিখার অনেক কিছু আছে ,প্রথমে আপনাকে ডেমো ট্রেড করে ধারনা নিতে হবে। পরেক্স কিছু নিয়মনীতি আছে সেগুলোর আপনার সিনিয়র ভাই এর সাথে আলোচনা করে জানতে হবে। এটি আপনি মনোযোগ দিয়ে করতে হবে। এটি করার সময় সবদিক বিচার বিশ্লেষণ করে করতে হবে। ড্রেমো ট্রেড করতে থাকলে আপনি অনেক বিষয়বলী জানতে ও বুঝতে পারবেন।এই বিশ্লেষনগুলো আপনি রিয়েল ট্রেড এ কাজে লাগাতে পারবেন। যাতে করে পরেক্স আপনার কাছে সহজ মনে হবে।:bravo:
আমার মতে পরেক্স কঠিন কাজ কিন্তু স্মার্ট বিজনেস, কেননা পরেক্স করতে হলে কঠিন প্ররিশ্রম করতে হয়। এটি করতে হলে সবদিক বিচার বিশ্লেষণ করতে হবে, তাই পরেক্স বুঝে করতে হবে। এটি স্মার্ট একটি বিজনেস,কেননা এটি করতে অনেক কিচু জানার ও বুঝার প্রয়োজন হয়। কেউ যদি এটি বুঝে শুনে করতে পারে তাহলে সে লাভবান হতে পারে। তাই আমার মতে পরেক্স কঠিন ও স্মার্ট দুটোই।:bravo:
ফরেক্স ব্যবসা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যাবশা সবার জন্য নয়, যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই, ফরেক্স করতে হলে আপনাকে অবশই মেধাবী এবং প্রস্রমি হতে হবে আর এর জন্যই ফরেক্স কঠিন একটি ব্যাবসা আর এটি একটি স্মার্ট ব্যাবশা, কেউ চাইলেই এখান থেকে প্রফিত করতে পারবে না।
আমার মতে ফরেক্স কটিন কাজ কিন্তু স্মার্ট বইজনেস কেনো না আপনি একটি করতে হলে আপনাকে অবশ্যই ভালো করে এনালাইসিস করে ট্রেড করতে হবে । সে জন্য আপনাকে ফরেক্স আগে শিখতে হবে তা না হলে আপনি ভাল কিছু করতে পারবেন না, আমি মনে করি প্রতেক ট্রেড আপনাকে মোনজোগ সহকারে করা উচিত বলে আমি মনে করি। আমার মতে ফরেক্স স্মার্ট কেনোনা আপনি যদি এটিকে বিজনেস হিসাবে নেন ।তাই আমি মনে করি ফরেক্স কটিন কাজ কিন্তু স্মার্ট বিজনেস।:tie::tie:
আমি যতদূর বুঝি ফরেক্স এতটা কঠিন না আবার অনেক বেশী সহজ ও না।আপনি যদি মনযোগ দিয়ে এটা শিখে আয়ত্ত করতে পারেন তাহলে অনেক সহজেই এখান থেকে আয় করতে পারবেন।
ফরেক্স ট্রেডিং একটি কঠিন ব্যবসা কথাটি ঠিক তবে কঠিন জিনিসকে মানুষ আয়ত্ব করে সহজ করে নেয়। ফরেক্স যতই কঠিন ব্যবসাই হোক না কেন মানুষ বা ফরেক্স ট্রেডাররা একে সহজ করে নেয়। এ ব্যবসায়ে টিকে থাকার অন্যতম উপায় হল কিছু *নিয়ম কানুন মেনে চলা। আর এ নিয়মগুলি মেনে চলতে পারলে ফরেক্স ট্রেডিং অনেক সহজ মনে হবে। তাই ফরেক্স ট্রেডিংকে সহজ করে *নিতে হলে প্রয়জন সঠিকভাবে জ্ঞান অর্জন করা ও অভিজ্ঞতা অর্জন করা। আর এ কাজগুলি অর্জন করতে হলে একজন ট্রেডারকে অনেক ধৈর্যশীল হতে হবে ও নিয়ামানুবর্তিতা অনুসরন করতে হবে।
না বুঝে কনো কাজ করতে গেলে তা কঠিন মনে হতে পারে। তবে আমি মনে করি যে কন কাজ আপনি যদি বুঝে করেন তাহলে আপনি সফল হতে পারবেন। মানুষ পারে না এমণ কন কাজ নেই। আর ফিওরেক্স একটা স্মার্ট ব্যবসায় তার কারন ফরেক্স করতে গেলে আপনাকে রাস্তা ঘাট জল কাদা কোথাও ও যেতে হবে ম্না আপনি একটা কম্পিউটার দিয়ে যেখান এ খুশি বসে কাজ করতে পারেন।
আসলে মানুষের পক্ষে কোন কাজই কঠিন নয় ঠিক তেমনি ফরেক্স ট্রেডিংও কোন কঠিন বিষয় নয় তবে সেটিকে সহজ করতে কেবল দরকার সঠিক জ্ঞান আর তা অবশ্যই যথাযোেথা ট্রেডিং সম্পকিৃত জ্ঞান হওয়া একান্ত বান্চনীয়।
ফরেক্স একটি স্মার্ট বিজনেস এতে কোন সন্দেহ নেই। যে কোন সময় ইন/আউট করা, পরিবার কে সময় দেয়া, ইচ্ছে মত আর্ন করা আর খুব কম ব্যাবসাতেই আছে। চাই শুধু একটু খানি মেধা আর ধৈর্য, ব্যাস।
মানুষের কাছে কোন কিছুই কঠিন নয়। মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন। তার মধ্যে ফরেক্স অন্যতম। ফরেক্স অনেকের কাছে কঠিন মনে হলেও এটা একটি সহজ কাজ ও বটে। তবে এই কাজ কে সহজ করে তুলতে আপনাকে আগে কিছু কঠিন সমইয় পার করতে হবে যে সমইয়গুলোতে আপনি ফরেক্স শিখার প্রতি মনোনিবেশ করবেন।
ফরেক্সে কাজ করতে হলে অবশ্যই ভালো করে আগে ফরেক্স বুঝে নিতে হবে নইলে কখনোই কোনো ব্যক্তিই সফল হতে পারবে।আসলে ফরেক্স কিন্তু খুব কঠিন কাজ নয় যে কেউ এটা করতে পারে এট করতে হলে যেটার প্রযোজন হবে সেটা হলো ফরেক্স সম্পর্কে কিছুটা ধারনা তবেই এখান থেকে আয় করা সম্ভব।ফরেক্স স্মার্ট ব্যাবসা হওয়ায় বর্তমানে অনেকে একে পেশার রূপ দিচ্ছে।
ফরেক্সের নিয়ম মেনে ট্রেড করলে আমার মনে হয় ফরেক্স মোটেও কঠিন কোন বিজনেস নয়। এটাকে সহজে আয়ত্ত করা যায় চেষ্টার মাধ্যমে। আপনাকে আত্মপ্রত্য্যী হতে হবে। তীক্ষ্ণ বুদ্ধিস্পমর্ন এবং বিচক্ষন হতে পারলে যে কী ফরেক্স মার্কেটে সফল হতে পারবে। তবে প্রয়োজন হচ্ছে ভাল করে ফরেক্স শিখে নেওয়া। যতটুকু শিখা হোক না কেন তা ভাল করে কাজে প্রয়োগ করা। কেননা আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু বাস্তবে প্রয়োগ করি না। সেজন্য আমরা সফল হতে কষ্ট হয়।
ফরেক্স মার্কেট এ ট্রেড করা কোন কঠিন কাজ না আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করা একবার শিখতে পারেন তা হলে আপনার ফরেক্স মার্কেট এ ট্রেড করা অনেক সহজ হয়ে যাবে আপনি যদি এক সিস্টেম এ ট্রেড করতে থাকেন তাহলে যত দিন যাবে তত আপনি ফরেক্স মার্কেট এ ভাল করতে থাকবেন তাই আপনাকে ফরেক্স মার্কেট এ লেগে থেকে ট্রেড করতে হবে ভাল করে শিখতে পারলে আপনার দেখবেন আপনার লাভ ও বেশি হবে
ফরেক্স অনেক ভাল একটা বিজনেস অ্যান্ড আসলে সহজ জিনিস যাই না পাওয়া সহজে তাই আমি বলচি আপনি যতই মনে করুন ফরেক্স অনেক সহজ শুধু বাই সেল দিলেই তো লাভ আসলে কিন্তু ফরেক্স টা না ফরেক্স এ লস করা সহজ কিন্তু লাভ করা অনেক কঠিন তাই বলচি ফরেক্স কে জানুন ফরেক্স কি জানুন তবে ফরেক্স থেকে ইনকাম করতে চাইলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো ও অভিজ্ঞ হতে হবে।।
কঠিন বলে মানুষের কাছে কিছুই নেই । একটু চেষ্টা করলে যে কোন কাজ করা সম্বম সুতরাং ইহা কঠিন ব্যবসা বলে আমি মনে করি না ।
যে কোন ব্যবসা সকল মানেুষের কাছে প্রথমে কঠিন লাগে তবে তা কিছুদিন পরে ঠিক হয়ে যায় । তেমনি ফরেক্স মার্কেটে যারা নতুন জয়েন্ট করেছেন তাদের কাছে অনেক কঠিন লাগতে পারে কিন্তু যখন আপনি এই ব্যপারে কিছুটা অভিজ্ঞতা রাভ করবেন তখন আপনার কাছে এই ব্যবসা কিছুই মনে হবে না । এই ব্যবসা আসলে কোন কঠিন কাজ নয় মূলত একটি স্মার্ট ব্যবসা । লেগে থাকতে পারলে অনেক উপকার হবে ।
আমার মনে হয় ফরেক্স কঠিন হলেও একটি সাফল্যকামী ব্যবসা যার মাধ্যমে আপনি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। এটা বলতে পারেন একটি স্মার্ট ব্যবসা যাতে একটু পরিশ্রম দিতে হবে আপনার ব্রেইন এর মাধ্যমে।
আমি বলবো ফরেক্স ব্যবসা একটা স্মার্ট ব্যবসা।ফরেক্স ব্যবসা আন্তর্জাতিক মুদ্রা ব্যবসা।এখানে প্রতিদিন হজার হাজার মানুষ ব্যবসা করে প্রচুর চাকা আয় করছেএটা একটা কঠিন কাজ হলেও আপনার মেধা খাঠিয়ে আপনি এখান থেকে প্রতিনিয়ত প্রচুর আয় করতে পারেন।
পৃথিবীর সকল কাজই কঠিন হয়। তবে মানুষ চেষ্টা করে তা সহজ করে নেয়। আর ফরেক্স স্বাভাবিক ভাবে জটিল লাগবে। কারন এটা সফট্যার এ করতে হয়। আর তাছারা বিভিন্ন দেশের মুদ্রার মান এর খবর রাখতে হয়। কোন দেশের কি অবস্থা তা জানতে হয়। না জানলে ট্রেড এ ভুল সিদ্ধান্ত হয়।
ফরেক্স কনো কঠিন কাজ নয় আপনি একটু মন দিয়ে ফরেক্স এর কাজ শিখতে চাইলে তা শিখতে পারবেন। ফরেক্স একটি স্মার্ট ব্যবসায়। ফরেক্স ব্যবসায় যে কেউ করতে পারে আপনি ইচ্ছা করলে ফরেক্স এর ব্যবসায় করতে পারেন তবে আগে ভাল করে আপনাকে ট্রেড শিখতে হবে না হলে লস করবেন।
আমি মনে করি ফরেক্স কখনও কঠিন কাজ না কারণ আপনি যদি ফরেক্স সম্পর্কে মন দিয়ে কাজ করতে চান তাহলে কোন দিনই আপনার কাছে কঠিন কাজ হবে না, আর দুনিয়াতে কোন কাজ নেই যে মন দিয়ে করলে কঠিন বলে মনে হবে। তবে ফরেক্স একটি স্মার্ট ব্যবসা কারণ এই ব্যবসায় তেমন কোন ঝামেলা নেই কেউ আপনাকে জোড়পূর্বক কোন কাজ করাতে পারবেন বা কেউ কোন ভাবে আপনাকে কিছু বলতে পারবেন না। যেমনটি পুরোটাই আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আর এটা অত্যন্ত সুন্দর একটা ব্যবসা যে আপনি ইচ্ছা করলে ঘরে বা বাইরে যে কোন স্থান থেকে এটি করা যায়।
আমি একজন দীর্ঘমেয়াদি ট্রেডার এবং আমার কাছে এটি সবচেয়ে উত্তম ব্যাবসা কারন এটি অনেক স্মার্ট ব্যাবসা যা ঘরে বসেই করা যায় । প্রতিটি ব্যাবসায় আপনাকে ঘরের বাহিরে যেতে হবে কিন্তু একমাত্র ফরেক্স এ শুধু টাকা তোলার জন্য আপনাকে ঘরের বাহিরে যেতে হবে । এটি ৪র্থ প্রজন্মের ব্যাবসা যা ঘরে বসে এমন কি বিছানায় বসে করা যায় এবং এটি করার কোনো নির্ধারিত সময় সীমা নেই । তাই এটি স্মার্ট ব্যাবসা ।
আমি ফরেক্সকে অনেক বেশি ভালবাসি কারণ এটি ঘরে বসে করা যায় তেমন কোন ধরনের অসুবিধা সৃষ্টি হয় না, আমার চাহিদা অনুযায়ী এই ব্যবসা করতে পারি আর এ কারণে আমি ফরেক্স স্মার্ট ব্যবসা বলি। আর ইচ্ছা করলেই ফরেক্স ব্যবসাটা ঘরে অথবা বাইরে যে কোন স্থান থেকে করতে পারি আর এই ব্যবসা করতে তেমন কোন ধরনের কঠিন কিছু নেই। শুধুমাত্র প্রয়োজন হয় কিছু দক্ষতা ও অভিজ্ঞতা এর আলোকে আপনি এই ব্যবসাটাকে সহজেই করতে পারবেন।