আমি মনে করি, সাধারণত ভুল ট্রেড মানে হচ্ছে আপনি এমন একটা ট্রেড ওপেন করলেন যেটার পিছনে আপনি কোনো এনালাইসিস করেননি। হয়তো মার্কেট ট্রেন্ড ও দেখেননি। কিন্তু এ ধরনের ট্রেড ওপেন করা খুবই বিপদজনক। কারন আপনার এমাউন্ট যদি কম থাকে তাহলে দেখবেন মার্কেট আপনার বিপরীতে যেতে যেতে এক সময় আপনার ব্যালেন্স শুন্য করে অটোমেটিক ট্রেড বন্ধ হয়ে যাবে।