সবাই যেমন এক রকন না, তেমনি ফরেক্স সবার জন্য না। যাদের ধৈর্য আছে, ফরেক্স বিষয়ে অভিজ্ঞ তারা ফরেক্সে খুব ভাল করবে। যারা ধৈর্য ধরতে পারে না, যাদের আবেগ বেশি তারা খুব তারাতারি ফরেক্সে লস করবে। ধৈর্য আর অভিজ্ঞতা ফরেক্সে কাজ করার জন্য খুব বড় ভূমিকা পালন করে। সবাই ফরেক্স ট্রেড করতে পারবেন । কারন ফরেক্স একটি স্বাধীন ও মুক্ত পেশা । এই ফরেক্স ব্যাবসায় কোন প্রকার প্রাতিস্ঠানি ও শিক্ষাগত সার্টিফিকেট এর দরকার নেই, ধনী, গরীব, কৃষক, শ্রমিক, ছাত্র , শিক্ষক সবাই ফরেক্স ট্রেড করে অর্থ উপার্জন করতে পারেন ।