আসলে আমি মনে করি ফরেক্স শিখতে কতদিন সময় লাগবে এটা নিজে নিরধারন করলে ভালো হয়। কত দিন সময় নিবেন এটা একমাত্র আপনিজেই বলতে পারেন । সময় নিরভর করে বুঝার উপর । যদি আমরা ফরেক্স মার্কেটে সময় দিতে পারি । বিভিন্য ট্রেড পর্যালোচনা করি। নিয়মিত ফরামের মাধ্যমে আমাদের সমস্যার সমাধানগুলো জেনে নিতে পারি , তাহলে ৬ মাসের বেশি লাগার কথা নয়।