আমি প্রতিনিয়ত একটু সময় পর পরই মার্কেট পর্যবেক্ষণ করি, এবং ট্রেডে এন্ট্রি নেওয়ার মতো সুযোগ এলে,ট্রেডে এন্ট্রি নেই। এছাড়া অবসর সময়ে ফোরাম ফলো করি, ফোরামে লেখালেখি করি।তাতে দেখা যায় যে দৈনিক প্রায় (৫-৬) ঘন্টা ফরেক্স এর পিছনে ব্যয় হয়। প্রতিদিন এতটা সময় ব্যয় হবার পর ও আমি খুশি। কেননা এইখানে ব্যয়কৃত সময় থেকে আমার উপার্জন হচ্ছে। তাই আমি ফরেক্সে আরো বেশি সময় ব্যয় করে, নিজের দক্ষতা ও অভিজ্ঞতার পরিমাণ বৃদ্ধি করে,আমার কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ন করতে চাই।