-
ফরেক্সে ইচ্ছামতো পুজি ডিপোজিট করে ট্রেড করা যায়।আপনি চাইলে ১$ দিয়েও ট্রেড করতে পারেন।তবে আপনি যদি পর্যাপ্ত পরিমানে ডিপোজিট করতে চান এবং ভালোভাবে ট্রেড করতে চান তবে ৫০০$ ডিপোজিট করতে পারেন।আপনি যত বেশি পুজি ডিপোজিট করে ট্রেড করবেন ফরেক্সে আপনার টিকে থাকার সম্ভবনা তত বাড়বে।তাই আমারর মতে যত বেশি পারেন তত বেশি পুজি দিয়ে ট্রেড করাই ভালো।
-
ফরেক্স ট্রেডিয় শুরু করার জন্য কি পরিমাণ মূধন দরকার সেটা নির্ভর করে আপনার উপর । আপনার যদি প্রতি মাসে ২০০০ ডলার চাহিদা থাকে তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্ট নিয়ম অনুযায়ি মিনিমাম ৪০০০০ ডলার ডিপোজিট করতে হবে । অথাৎ আপনার চাহিদার উপর নির্বর করে ডিপোজিট এর পরিমাণ ।
-
কিছু কিছু ব্রোকারের ইনভেস্ট এর জন্য লিমিট দেয়া থাকে। আপনি চাইলে ১ ডলারও ইনভেস্ট করতে পারেন। কিন্তু এক ডলার দিয়ে আপনি ভালোভাবে ট্রেড করতে পারবেন না। আমার মনে হয় নতুন হলে ৫০ থেকে ১০০ ডলার বিনিয়োগ করাই ভালো। তবে আরো বেশি বিনিয়োগ করতে পারলে ঝুকি কম থাকে ।আমি ১০০ ডলার ইনভেস্ত করেছি ।
-
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা , এখানে বিনিয়োগে ধরা-বাঁধা নিয়ম নেই । যে যার পছন্দ অনুযায়ী এখানে ডিপোজিট করে ট্রেড করতে পারেন । সাধারনত একজন নতুন ট্রেডার এই মার্কেটে ২০০ ডলার বিনিয়োগ করতে পারেন,কিন্তু যখনি সে এই মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবে ,এনালাইসিস করার যোগ্যতা অর্জন করবে , বিভিন্ন ইন্ডিকেটর ও প্রাইস একশান সম্পর্কে ভাল বুঝবে তখন সে ন্যুনতম ১০০০ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারে ।
-
আপনি চাইলে আপনি ১ ডলার দিয়েও ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করতে পারেন।আমি ৩০ ডলার দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করি।আপনি চাইলে আপনি বিনা পুঁজিতে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন।আমি বিনা পুঁজিতে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমরা ফোরাম এ পোস্টিং করে যে বোনাস পাই সে বোনাস দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুঁজিতে ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেট এ আমরা দুই ভাবে ট্রেড করতে পারি।যেমন-ডিপোজিট করে এবং ডিপোজিট করা ছাড়া।
-
ফরেক্স মার্কেটে আসলে কত ডলার হলে আপনি ট্রেড করতে পারবেন তা আমি ভাল করে জানি না তবে আমি মনে করি আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে আপনাকে ১০ ডলার দিয়া শুরু করতে পারেন । তারপরে আপনি দেখে শুনে ট্রেড করে ভাল কিছু করতে পারেন আপনি চাইলে আরো বেশী ডলার দিয়া করতে পারেন ।
-
প্রথমে ট্রেড করতে গেলে কম ডলার দিয়া শুরু করতে পারেন তা না হলে আপনি প্রথমেই লস করতে পারেন । আর আপনি যদি প্রথমে লস করেন তাইলে আপনি আর ফরেক্স মার্কেটে ট্রেড করতে নাও পারেন । তাই আপনাকে আগে কম ডলার দিয়া ট্রেড করতে হবে তাইলে আপনি লস করলেও কিছু মনে হবে না ।
-
ফরেক্স আসলে একটা মূলধন নির্ভর ব্যবসা । অার এই ব্যবসায় দীর্ঘ সময় টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেন্জ । অার এই চ্যালেন্জ মোকাবেলার জন্য অবশ্যই অনেক বেশি ট্রেডিং দক্ষতা ও যথেষ্ট পরিমাণে মূলধন প্রয়োজন । অবশ্যই যথেষ্ট মূলধন না হলে এখানে টিকে থাকাটা অনেক বেশি কষ্টকর । আর ফরেক্স মার্কেটে সর্বনিম্ন এক ডলারও বিনিয়োগ করা যায় তবে নতুন ট্রেডার হিসেবে আপনি চাইলে ১০০ ডলার বিনিয়োগ করতে পারেন । তবে সে ক্ষেত্রেও আপনাকে ট্রেডিং দক্ষতা অর্জন করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে শুরুতে ট্রেডিং করতে বা পরে ট্রেডিং করতে কি পরিমাণ টাকা লাগবে তা নির্দিষ্ট করে বলা নাই । আপনি যতটুকু ইচ্ছা ততটুকু টাকা দিয়েই ফরেক্স এ ট্রেডিং করা শুরু করতে পারবেন । তবে প্রথমদিকে অল্প অল্প ইনভেস্ট করাই ভালো । কারণ প্রথমদিকে লস হওয়ার সম্ভবনা থাকে । পরে দক্ষতা যত বাড়বে ইনভেস্টের পরিমাণ তত বাড়াবেন ।
-
আসলে ফরেক্স করতে তেমন ডলার দরকার হয় না। হ্য আপনি বেশি ইঙ্কাম করতে চাইলে অব্যশই বেশি ইনভেস্ট করতে হবে। আর এখানে আপনি ১ ডলার থেকে শুরু করতে পারেন এটাই হছে ফরেক্স মার্কেট এর বড় সুবিধা। ফরেক্স মার্কেট মোটামুটি আপনার ১০০০ ডলার থাকলে ভালো একটা পরিমান আয় করতে পারেন।
-
ফরেক্স এ ট্রেডিং শুরু করতে আমি মনে করি বেশি টাকার প্রয়োজন নেই। তবে কম টাকার ও প্রয়োজন নয়। বেশী টাকা হলে বড় লডে ট্রেড করা যায়, লস হলে ও একাঊন্ট শুন্য হয় না।
-
ফরেক্স শুরু করতে ১ ডলার হলেও হবে। আপনার যদি ডেমো করা শেষ হয়ে থাকে তাহলে ১ ডলার অথবা ১০/১৫ ডলার নিয়ে রিয়াল ট্রেড শুরু করতে পারেন। ডলার কোথায় পাবেন। আপনার পরিচিত কারো কাছ থেকে টাকার বিনিময়ে ডলার আপনার একাউন্টে শিফট করে নিতে পারেন। যদি এফিলেট কোড পোর্টাল ফোরাম ব্যবহার করে থাকেন তাহলে শিফট করা যাবে না তখন স্ক্রীল এর মাধ্যমে ডিপোজিট করবেন।
-
আপনি যদি ভাল ট্রেডার হন তাহলে এর চেয়ে বেশি বিনিয়োগ করতে পারেন।কারন আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে কম, তবে ইন্সটা-ফরেক্সে আপনি ১ডলারেও ট্রেড শুরু করতে পারবেন।
-
ফরেক্স এ ট্রেডিং শুরু করতে কত টাকা দরকার সেটা নির্ভর করে আপনারে উপর । যেমন আপন যদি মাসে ৫০০০০ টাকা আয় করতে চান তাহলে অাপনাকে সেই অনুপাতে বিনিয়োগ করতে হবে । অথাৎ আপনার মূলধন যত বেশি হবে অাপনি তত বেশি মানি ম্যানেজমেন্ট করে টেড করতে পারেন ।
-
এখানে সর্বনিম্ন ১ ডলার মূলধন থেকে শুরু করা যায়। আর যদি আপনি বন্ধুর কাছ থেকে শিখতে চান তাহলে টাকা লাগবে না ।
-
আসলে ফরেক্স হল টাকার বিজনেস । এখানে ট্রেডিং করতে হলে অবশ্যই টাকা দিয়ে করতে হবে । আর টাকা দিয়ে যেহেতু করতে হবে সেহেতু অবশ্যই টাকা লাগবে । তবে নিদ্দিষ্ট কোন পরিমাণ নেই যে ঠিক কি পরিমাণ টাকা নিয়ে এখানে আসতে হবে । তবে আমি মনে করি এক ডলার নিয়েও শুরু করা যাবে । এক্ষেত্রে কেউ এক ডলার নিয়ে শুরু করে না । তাই আমাদের মনে রাখতে হবে যে ইচ্ছামত ইনভেস্ট করা গেলে পরিমিত করতে হবে ।
-
ফরেক্স যেহেতু আন্তজার্তিক মানের একটি মুদ্রা ক্রয়-বিক্রযের বাজার ফলে এখানে আপনি টাকা না ডলার দিয়ে লেনদেন করতে পারবেন আপনি টাকাকে ডলারে কনভার্ট করে ফরেক্সে ট্রেড করতে পারবেন। আপনি যে কোন পরিমান ডলার এটানে ডিপোর্জিট করে ট্রেড করতে পারবেন এখানে আপনি সর্বনিম্ন ২ ডলার ডিপোর্জিট করেও ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে বেশি টাকা লাগেনা তার জন্য ফরেক্স মার্কেটে কৌশল সম্পর্কে জানতে পারলে সহজে কম টাকা দিয়ে ব্যাবসা করা যায়। ফরেক্স মার্কেটে আপনি সফল ট্রেডার হলে একাউন্ট ম্যানেজার হতে পারেন।
-
ফরেক্স ব্যবসায় ট্রেড করতে আপনার বেশি টাকা ইনভেষ্ট করতে হয় না আপনে চাইলে ১ ডলার দিয়ে ট্রেড করতে পারেন।আপনে চাইলে ইন্সটাফরেক্স ব্রোকারে ফোরাম করে ও ডলার আয় করতে পারেন সেই ফোরাম বোনাস দিয়ে আপনে অনেক টাকা আয় করতে পারবেন।তবে তার জন্য আপনাকে ফরেক্স ব্যবসায় অনেক দক্ষতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে খুব বেশি টাকার ধরকার হয় না আপনি ইচ্ছে করলে আপনি আপনার একাউন্ট এক ডল্লার দিয়েও আপনি একাউন্ট করতে পারেন তবে আপনি যদি বেশি ইনভেস্ট করেন তবে আমি মনে করি আপনার অনেক ভাল হবে ভাল করে ট্রেড করার জন্য ।তাই আগে ভাল করে ফরেক্স ট্রেড শিখতে হবে ।
-
আমি বলবো আপনি ফরেক্স দুই ভাবে শুরু করতে পারেন একনাম্বার হল আপনি টাকা ইনভেস্ত করে আর এক হল আপনি টাকা না ইনভেস্ট করে মানে ফোরাম এর বোনাস দিয়া তাই আমার মনে হয় এই ফোরাম আমাদের কে দুই ভাবে সুজুগ করে দিল ফরেক্স বিজনেস করার জন্য আর আমি ও তাই করলাম।
-
আপনি যদি টাকা ইনভেশট করতে না পারেন তবুও ফরামের বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন । আর যদি ইনভেস্ট এর কথা বলেন তাহলে মাত্র ১ ডলার দিয়েও ফরেক্স এ ট্রেড ওপেন করা যায় । আর এই সুযোগ শুধু ফরেক্স ই দিয়ে থাকে । অন্য কোন ব্যাসায় এমন সুযোগ আছে বলে আমার জানা নেই ।
-
ফরেক্স এ ট্রেডিং শুরু করতে আনুমানিক ৫০ ডলার দিয়ে ট্রেড শুরু করা যায় । কিন্তু ডলারের চেয়েও দরকার দক্ষতা । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভবান । সুতরাং আমরা ডলারের চেয়েও দক্ষতাকে বেশী প্রাধান্য দিয়ে থাকব ।
-
ফরেক্স এ ট্রেডিং শুরু করতে বেশি টাকার দরকার হয় না। আমি মনে করি একজন মানুষ ৪ থেকে ৫ হাজার টাকা দিয়ে ফরেক্স এ ট্রেডিং শুরু করতে পারে। তবে ফরেক্স এ ট্রেড করার জন্য বড় ধরনের ইনভেস্ত করতে পারলে ভালো হয় কারণ বেশি ডলার ইনভেস্ত করলে ছোট লটের পাশাপাশি বড় লটের ট্রেড ওপেন করা যাবে।
-
ফরেক্স এ ট্রেডিং করতে কত টাকা দরকার তা নির্ভর করে ট্রেডর এর উপর। ট্রেডর চাইলে ১ ডলার থেকে শুরু করে যতো ইচ্ছা তত ডলার আনতে পারে।
-
ফরেক্সে ট্রেড করতে সর্বনিম্ন ১ ডোলার প্রয়োজন। আপনি চাইলে যেকোন পরিমাণ অর্থ দিয়ে ট্রেড করতে পারেন। ফরেক্সে টাকা জমাদানের জন্য আপনি স্ক্রিল, মানিব্রকার , নিটেলার, ইন্সতা ওয়ালেট, মাস্টার কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন। বাংলাদেশে সরাসরি ফরক্সে ডিপোজিট করার কোন পদ্ধতি নেই।
-
ফরেক্স ট্রেডিং এর খেত্রে আপনি কত ডলার ইনভেস্ট করবেন তা কোনো মুখ্য বিষয় নয়।। আপনি ইচ্ছা করলে সর্বনিম্ন ১০ ডলার ইনভেস্ট করে ও ট্রেড করতে পারবেন।। তবে এখেত্রে আপনার একাউন্ট ঝুকি পুরন হবে।। যে কোনো স্পময় একাউন্ট জিরো হয়ে যেতে পারে।। তাই ট্রেডিং এর খেত্রে সতর্ক থাকুন।।।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে খুব বেশি টাকার পয়োজন হয় না বলে আমি মনে করি কারন আপনি যদি সেন্ট একাউন্টে ট্রেড করতে চান তাহলে আপনি সর্বনিন্ম এক ডলার দিয়েও ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন অর্থাৎ আপনি ফরেক্স মার্কেটে বাংলাদেশের টাকায় ৮০ টাকায় ট্রেড করতে পারবেন।
-
আমার মনে হয় আপনি ফরেক্স এ আপনার ইচ্ছামতে ইনভেষ্ট করে করতে পারেন কিন্তু আপনি মানিম্যানেজমেন্ট করে ফরেক্স করলেই আপনার পক্ষ এটি ভালো হবে করান। আপনি অল্প টাকা দিয়ে ফরেক্স শুরু করেলে আপনি প্রথমেই লস খেতে পারেন এবং লাভ যে করতে পারবেন না তা কিন্ত নই । আপনি যদি দক্ষ টেডার হল তাহলে আপনি অব্যশাু লাভ করতে পারবেন। তবে আমার মতে কিছু টাকা বেশি ইনভেষ্ট করে ফরেক্স করাই ভালো এতে আপনি মানিম্যানেজমেন্ট ভালো করে করতে পারবেন।
-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
ফরেক্স এর শুরুতে টাকার দরকার নাই । যদি আপনি একা একা ফরেক্স ব্যবসা করতে চান তাহলে শুধু আপনার নেট খরচ লাগবে এবং আপনি যদি ভাল ট্রেডারে কাছ থেকে ট্রেনিং নিতে চান তবে তার চাওয়া অনুযায়ী টাকা লাগবে এবং নেট খরচ লাগবে ।
-
ফরেক্স ট্রেডিং শুরু করতে অবশ্যই টাকা লাগে তবে সেটা তখনই যখন আপনি টাকাকে পরিচালিত করার মত যোগ্যতা অর্জন করবেন । তাই ফরেক্স মার্কেটে আপনি যে টাকা ইনভেস্ট করছেন তা কি সঠিক ভাবে করছেন কিনা তা জেনে নিতে হবে । ফরেক্স মার্কেটে আপনি প্রথমে এসেই ফোরামের সাহায্য নিয়ে পোস্টিং বোনাসের মাধ্যমে ট্রেডিং শুরু করতে পারেন । এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনাকে দক্ষতাই ইনকাম দিতে পারে ।
-
আপনি মানিম্যানেজমেন্ট করে ফরেক্স করলেই আপনার পক্ষ এটি ভালো হবে করান। আপনি অল্প টাকা দিয়ে ফরেক্স শুরু করেলে আপনি প্রথমেই লস খেতে পারেন এবং লাভ যে করতে পারবেন না তা কিন্ত নই । আপনি যদি দক্ষ টেডার হল তাহলে আপনি অব্যশাু লাভ করতে পারবেন। তবে আমার মতে কিছু টাকা বেশি ইনভেষ্ট করে ফরেক্স করাই ভালো তাইলে ফরেক্স এ সফলতা পওযা যাবে আমি মনে করি
-
ফেরেক্স এ ট্রেডিং করতে সর্বনিন্ম ২০-৫০ ডরার হলেই যথেষ্ট এতে লাভের সিমা খুবি সিমীত কিন্তু আপনি খুব ভাল প্যাকটিস করতে পারবেন ও ভবিষ্যতে অধিক পরিমানে ডলার ইনভেস্ট করে ট্রেড করতে কোন সমস্যা হবেনা। তবে মানি ম্যানেজমেন্ট ব্যাতিত কোন প্রকার ট্রেডিং এ অংশ গ্রহন করবেন না। না হলে একবার লস করলে আপনার পুনরায় রস রিকভার করার মত রট থ্কবেনা। ফলে একাইন্ট বন্ধ করতে বাদ্ধ হবেন।
-
ফরেক্স এ কাজ শুরু করতে গেলে টাকাটা কোন ব্যাপার না।আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।আর ফরেক্স এর পিছনে একটু সময় দিতে হবে।ফরেক্স থেকে ভাবা যাবে না আপনি একবারে কোপতি হবেন।
-
আমরা জানি ফরেক্স দুই ভাবে শুরু করতে পারেন একনাম্বার হল আপনি টাকা ইনভেস্ত করে আর এক হল আপনি টাকা না ইনভেস্ট করে মানে ফোরাম এর বোনাস দিয়া তাই আমার মনে হয় এই ফোরাম আমাদের কে দুই ভাবে সুজুগ করে দিল ফরেক্স বিজনেস করার জন্য আর আমি ও তাই করলাম।
-
এটা কঠিন কাজ, কিন্তু ফরেক্স একটি ভালো বাণিেজ্য পরিণত হতে পারে,ফরেক্সে ভালো উন্নতি করতে প্রত্যেক ব্যবসায়ীর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে.
-
আমি মনে করি যে, এত গুরুত্বপূর্ণ এসব কৌশল লালন পালন করে রাখা হয় যা ভাল জিনিস আপনি করতে পারেন ফরেক্স।লোকসান ফরেক্স এর অংশ এবং কোনো ব্যবসায়ী এই সত্য অস্বীকার করতে পারেন না.আমি মনে করি ক্ষতির সম্মুখীন হয় নি এমন কোন ট্রেডার নাই ফরেক্স
-
ফরেক্স আমার জন্য লাভজনক ব্যবসা কিন্তু ফরেক্স তাই ঝুঁকিপূর্ণ ব্যবসা অত্যধিক.আমি বিশ্বের সফল ফরেক্স ট্রেডার হতে চেষ্টা করছি.
এটা সাধারণত আমি
-
আমার কাছে এটা কী দুর্গন্ধ! ফরেক্স সত্যিই যে ঝুঁকিপূরণ,বৈদেশিক মুদ্রার একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা যাইহোক আমরা ভয় কারণ এটা।এই ফরেক্স উপকার করতে পারে না, শিখতে এবং ফরেক্সে লাভ পেতে হলে অনুশীলন চালিয়ে যেতে হবে।