আমিও মনে করি যে কোন রকম অভিজ্ঞতা এবং দক্ষতা ছাড়া প্রফিট নিয়মিত করা খুবই কঠিন কাজ । আমি প্রায় দুই মাস যাবত ডেমো একাউন্ট দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করেছি । এই সময়ে আমি যেমন লাভ করেছি তেমনি আবার অনেক ট্রেড লসও করেছি । আর এই ট্রেডগুলি করার জন্য আমি শুধু মন থেকে যা বুজেছি সেই অনুযায়ী ট্রেড করেছি কিন্তু এখনো বুঝে উঠতে পারি নি যে মার্কেট কখন কি কারন এ নামছে আবার উঠছে ।