এ্যাকাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারণ হলো মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে মেনে না চলা। ব্যালেন্স জিরো হবার কারণ আমরা হয়ত একেক জন এক একটি বললে পারি তবে সব কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় একটিই মাত্র কারণ। তাহলো ক্যাপিটাল অনুযায়ী মানি ম্যানেজমেন্টের সঠিক ব্যবহার না করা। ক্যাপিটাল হিসাবে কত লটে ট্রেড নেয়া উচিত, সর্বোচ্চ কতটা এ্যান্ট্রি নেয়া উচিত,কত রিক্সে স্টপ লস সেট করা উচিত,সর্বোচ্চ কত টার্গেট হওয়া উচিত,টার্গেট অর্জিত হওয়ার পরে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া ইত্যাদি নিয়মগুলো মেনে চললে এ্যাকাউন্ট জিরো হওয়ার কোন কারণ নেই।