-
আগামীকাল যারা মার্কিন ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সকাল ৭:৩০ ঘটিকায় মার্কিন শ্রম দপ্তর বেকারত্ব দাবি এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে বেকারের দাবি 775K হবে। আগে মাসে এটি ছিল 778K । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী বেকারত্ব দাবি কমার সম্ভাবনা রয়েছে যা মার্কিন ডলারকে কিছুটা শক্তিশালী করতে পারে। যদি বেকারের দাবি এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় usd ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
প্রতিদিন বিভিন্ন ব্রোকার কেলেন্ডারে *ফরেক্স নিউজ প্রকাশিত করা হয় । এই নিউজগুলো ফরেক্স মাকের্ট কে প্রভাবিত করে । তাই সকল ট্রেডারদের করনিয় আপকামিং নিউজগুলো চেক করা ।
-
আগামী ৩রা ডিসেম্বর রোজ শুরুবার মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ সময় 7:30pm তে ডলারে জন্য হাই ইমপ্যাক্টের নিউজ বেকারত্বের হার( Unemployment Rate) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 6.9% আর এই মাসে এর পূর্বাভাস হল 6.8% এর মানে বেকারত্বের হার কমার সম্ভাবনা রয়েছে যা মার্কিন ডলারের জন্য ভাল হবে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল ৭ই ডিসেম্বর যারা ইউরোতে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আগামীকাল ডিস্ট্যাটিস একটি লো ইমপ্যাক্ট নিউজ প্রকাশ করবে এটি হল জার্মান শিল্প উৎপাদন। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে জার্মান শিল্প উৎপাদন হবে ১.৮%। আগে মাসে এটি ছিল ১.৬%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী জার্মান শিল্প উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে যা ইউরোকে শক্তিশালী করতে পারে। যদি জার্মান শিল্প উৎপাদন আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা ইউরো জন্য ভাল হবে। সেক্ষেত্রে ইউরো বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় ইউরো ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর ইউরো ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামী ৮ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সুইস অর্থনৈতিক বিষয়ক প্রতিমন্ত্রী সচিবালয় বাংলাদেশ সময় 12:45pm এ CHF জন্য লো ইমপ্যাক্টের নিউজ বেকারত্বের হার( Unemployment Rate) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর CHF উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 3.3% আর এই মাসে এর পূর্বাভাস হল 3.4%। এর মানে বেকারত্বের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি CHF শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা CHF দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল কানাডিয়ান ডলারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে আর সেই নিউজগুলো হল ব্যাংক অব কানাডার রেট স্টেটমেন্ট এবং ওভারনাইট রেট। এই দুটি নিউজ বাংলাদেশ সময় রাত ৯ টায় প্রকাশিত হবে। সব মিলিয়ে আগামীকাল কানাডিয়ান ডলারের ভোলাটিলিটি অনেক বেশি হতে পারে। আশা করা হচ্ছে ব্যাংক অব ওভারনাইট রেট ০.২৫% তে স্থিতিশীল রাখবে। যদি ওভারনাইট রেট ০.২৫% বৃদ্ধি করে তাহলে কানাডিয়ান ডলার শক্তিশালী হবে। তাই নিউজ ট্রেডারা এই কারেন্সি তে ট্রেড নিতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
প্রত্যেক ট্রেডারকে ফলোকরা একান্ত জরুরী একটি বিষয় আর আমরা এই নিউজগুলো এ্যানালিসিস করাকে ফান্ডামেন্টাল এ্যানালিসিস বলে থাকি যেটা ফরেক্স এর তিন ধরনের এ্যানালিসিস এর মধ্যে অন্যতম। যারা নিউজ ট্রেড করেন বা নাও করেন সবাইকে নিউজ এর দিকে অবশ্যয় খেয়াল রাখতে হবে। আমেরিকার পিসিই ইনফ্ল্যাশন রিপোর্ট, নর ফার্ম প্যারল, আর্নিং এবং ব্যাংক অব ইংল্যান্ড এর রেট ডিসিশন সহ আরো বেশ কিছু ইন্ডেক্স। সুতরাং ইন্টাফরেক্স ইকোনোমিক ক্যালেন্ডারে নিউজগুলোর উপর নজর রাখুন।
-
আমি সকলকে অবহিত করছি যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আগামিকাল বাংলাদেশ সময় সন্ধায় 6:45pm তে ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ Main Refinancing Rate এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.00% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.00% নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা যারা মার্কিন ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন যে আগামীকাল বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ তে শ্রম পরিসংখ্যান ব্যুরো মাসিক উৎপাদক মূল্য সূচক (পিপিআই)এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই উৎপাদক মূল্য সূচক (পিপিআই)০.১% হবে। আগে মাসে এটি ছিল ০.৩%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী মূল্য সূচক (পিপিআই) হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে যা মার্কিন ডলারকে দুর্বল করতে পারে। যদি উৎপাদক মূল্য সূচক (পিপিআই) এই আগের রিপোর্ট এর চেয়ে ভাল হয়ত তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আমি সকলকে অবহিত করছি যে ইউরোস্ট্যাট আগামিকাল বাংলাদেশ সময় 4:00pm তে ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ Industrial Production m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি লো ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -0.4% আর এই মাসে এর পূর্বাভাস হল 1.8% নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।