-
আপনি নিজের এনালাইসিস অনুসারে ট্রেড করলে, লস ট্রেড ক্লোজ করে দিবেন আর win ট্রেড দরে রাখবেন, কিন্তু যদি আপনি অন্যের এনালাইসিস ফলো করেন কিংবা লক্কে জক্কে এনালাইসিস করেন তাহলে win ট্রেড ক্লোজ করে দিবেন আর লস ট্রেড দরে রাখবেন । অন্যের এ্যানালাইসিস এবং সিগনাল দিয়ে কোন দিনে প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। এই মার্কেটে টিকে থাকতে হলে নিজের বুদ্ধিতে ট্রেডিং করা শিখতে হবে। অন্যের উপর নির্ভর করে টিকে থাকা যাবে না।
-
অভিজ্ঞতা থেকে বলতে পারি নিজের অ্যনালাইসিস থেকে বড় আর কিছু হতে পারে না।আমরা কম প্রফিট করব।তবুও নিজের স্ট্রাটেজি দিয়ে ট্রেড করব।এতে আমাদের কনফিডেন্ট বাড়বে এবং আরো ভালভাবে ফরেক্স শিখা হবে।আমরা যদি আমাদের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগায় তাহলে আমরা অবশ্যই ফরেক্স থেকে বড় কিছু আশা করতে পারি।যা আমাদের জন্য একটা আশাসরুপ বাণী।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে এ্যানালাইসিস করতে হবে। ফরক্স এ ২ ধরণের এনালাইসিস এর মাধ্যমে আপনি ট্রেডিং শুরু করতে পারেন। ১। ফান্ডামেন্টাল এনালাইসিস ২। টেকনিক্যাল এনালাইসিস । এনালাইসিস এর মাধ্যমে আপনি বুঝবেন মার্কেট এখন আপ এ যাবে কিংবা ডাউন এ যাবে, আন্দাজ বা ধারণা করে তো আর ট্রেড করা যাবে না। তাই যদি হত তাহলে এত শিখারই বা কি দরকার। অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভালো ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজেটিভ হয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নিতে হবে। অন্যের এনালাইসিস এর উপর ডিপেন্ড না করে অবশ্যই নিজের ট্রেডিং এনালাইসিস ডেভলপ করে তার ওপর ভিত্তি করে ট্রেড করা উচিত। ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের এনালাইসিস দেখা যায়। যথা- ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। এদের মধ্য থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এনালাইসিস হল ফান্ডামেন্টাল এনালাইসিস। বেশিরভাগ ট্রেডারই ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেডিং করে থাকেন। এটি সবথেকে সাকসেসফুল এনালাইসিস। আবার অনেকে শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেডিং করে থাকেন।
দেখা যায়, যারা টেকনিক্যাল এনালাইসিস করেন তারা ফান্ডামেন্টাল এনালাইসিসকে গুরুত্ব দেন না। আবার যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করেন টেকনিক্যাল অ্যানালাইসিস তাদের কাছে দুচোখের বিষ। তবে আমি বলব ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর সাথে নিজের সেন্টিমেন্টাল এনালাইসিস করে ট্রেড নেওয়া উচিত। তাতে করে লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
-
আমরা ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাসিস দেখে থাকি। এগুলো হলো-টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস সব থেকে গুরুত্বপূর্ন। কোন ট্রেড নেয়ার আগে অবশ্যই সে ব্যাপারে ফান্ডামেন্টাল এনালাইসিস করে নিতে হবে। ফরেক্সে প্রতিদিনই কিছু আগাম নিউজ রিলিজ হয়। এখানে সাধারনতো কোন একটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে তার একটা বিশদ বিবরন থাকে। কোন দেশের কারেন্সির সাথে ঐ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তাই রাজনৈতিক পতন বা অর্থনৈতিক বিপর্জয়ের সাথে সাথে ঐ দেশের কারেন্সিরও মূল্য পরিবর্তিত হয়। এসব নিউজগুলো বিভিন্ন ব্রোকারের ইকনোমিক ক্যালেন্ডারে সন্নিবেসিত থাকে। যেখান থেকে একজন ট্রেডার স্টাডি ও এনালাইসিস করে বুঝতে পারে আগামিতে কারেন্সির মূ্ল্য কেমন হতে পারে।
অন্যদিকে, ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিসের গুরুত্বও অপরিশীম।কেউ কেউ ট্রেকনিক্যাল এনালাইসিসের উপর ভিত্তি করেই ট্রেড করে থাকেন। তাদের কাছে ফান্ডামেন্টাল এনালাইসিস দু চোখের বিষ। তবে আমি মনে করি ট্রেডনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিসের সাথে সেন্টিমেন্টাল এনালাইসিসের সংমিশ্রণ করে ট্রেড নেয়া উচিত। তাতে করে সঠিক ট্রেডিটি নিতে অনেক সহায়তা করতে পারে।
-
এনালাইসিস
আপনি নিজের এনালাইসিস অনুসারে ট্রেড করলে, লস ট্রেড ক্লোজ করে দিবেন আর win ট্রেড দরে রাখবেন, কিন্তু যদি আপনি অন্যের এনালাইসিস ফলো করেন কিংবা লক্কে জক্কে এনালাইসিস করেন তাহলে win ট্রেড ক্লোজ করে দিবেন আর লস ট্রেড দরে রাখবেন। প্রমানিত...।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্সে আপনার ট্রেডের ফলাফল কেমন হবে তা নির্ভর করবে আপনার ট্রেড নেওয়ার পূর্বে এনালাইসিস এর উপর ভিত্তি করে। আপনি যদি ফরেক্স মার্কেট এনালাইসিস এর বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকে তাহলে ট্রেড করে প্রফিট করার সম্ভাবনাও বেশি থাকবে। কেননা প্রতিটা ট্রেড খুবই মুল্যবান তাই পর্যাপ্ত ও যথাযথ সময় নিয়ে মার্কেট এনালাইসিস করতে হবে। সাধারণত এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। প্রতিটা এনালাইসিসই খুবই গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স মার্কেটে প্রতিটি অভিজ্ঞ ট্রেডারগনই তাদের নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি ও স্টাইলে ট্রেডিং করে থাকেন। কেননা তারা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পরই,আজ ঐখানে পৌঁছেছেন। তাইতো তারা প্রতিটা সিদ্ধান্তই, নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়েই গ্রহন করেন। তেমনি আমাদের ও উচিৎ, আগে নিজেকে ফরেক্স মার্কেটের উপযুক্ত করে গড়ে তোলা। কেননা লস হলে,আমার টাকা,আমার ডলারই লস হবে। এইটার গুরুত্ব আমি যতটা উপলদ্ধি করতে পারবো,তা অন্য কেউই পারবে না। তাই একান্তই বিশ্বস্ত,কোন অভিজ্ঞ ট্রেডার ছাড়া,অন্য কারো সিদ্ধান্তে প্রভাবিত না হয়ে, বরং নিজের জ্ঞান ও অভিজ্ঞতা থেকেই সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।