-
আমি মনে করি ফরেক্স মার্কেটে একমাত্র তারাই টিকে থাকতে পারে যাদের মার্কেট সম্পরকে ভালো অভিজ্ঞতা রয়েছে। ফরেক্স বিজনেসে ভাল ট্রেডার হতে গেলে বেশি কিছু নিয়ম মেনে ট্রেড করতে হয়। মানি ম্যানেজমেন্ট, মার্কেট এনালাইসিস করতে জানতে হয়। ফরেক্স মার্কেটে একজন ট্রেডার যদি দক্ষ না হয় তবে সে স্থায়ীভাবে লাভ করতে পারবে না। ভাল ট্রেডার হতে গেলে মার্কেট সম্পরকে ভালভাবে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে। প্রচুর পরিমানে ডেমো ট্রেডিং করে রিয়েল ট্রেডিং এর জন্য অভিজ্ঞতা বাড়াতে হবে।
-
ভালো মানের ট্রেডার হতে হলে অনেক সময় দিতে হবে, ধৈর্য ও আস্থার পরিচয় দিতে হবে। প্রতিদিন একটু একটু করে শিখলেও অনেক শেখা হয়ে যায়। ঐ শেখাটা কাজে লাগাতে হবে হাতে কলমে। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে ও সেটা কাজে লাগাতে হবে। তাহলেই একজন ভালো ট্রেডার হওয়া যাবে এবং ট্রেডিং থেকে লাভ করা যাবে।
-
আসলে একজন ভাল মানের ট্রেডার অনেক বেশি ধৈর্যশীল । তার নিজের একটি ট্রেডিং প্ল্যান থাকে । সে জানে কখন ট্রেডে এট্রি করতে হবে এবং কখন ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে ।ট্রেড সম্পর্কে একটি বিস্তারিত প্লান থাকে এবং সে জানে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় ।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য দক্ষতা অর্জন করা ছাড়া কোন বিকল্প পথ নেই।ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য প্রত্যেক ট্রেডারের কিছু গুণ বা বৈশিষ্ট থাকতে হবে।অামার মতে একজন ভালোমানের ট্রেডারের এই গুণ বা বৈশিষ্ট গুলো হল লোভ ত্যাগ করা,যৈর্য সহকারে সুযোগের অপেক্ষা করা,অতিরক্ত ওভারট্রেড করেনা এবং প্রতিটি ট্রে করার আগে ভলোভাবে মার্কেট এনালাইসিস করে।আর ভালোমানের টেডারের সবচেয়ে ভানো বৈশিষ্ট বা গুণ হল প্রতিটি ট্রেডের জন্য ভালোভাবে মানিম্যানেজমেন্ট করতে পারে।
-
ভালো মানের ট্রেডারের পদে পদে গুণ রয়েছে । কয়টি বলব অার কয়টিও বা শুনবেন । ভালো মানের ট্রেডার হতে পারলেই লাভাবন । তারা কখনোই ওভঅর টেড করে না এমনকি এ্যাকাউন্ট যাওয়ার মত কোন কার্য তারা করে না । লোভের দ্বারে কাছেও তো না ।
-
প্রথমত একজন ভাল মানের ট্রেডার অনেক বেশি ধৈর্যশীল । তার নিজের একটি ট্রেডিং প্ল্যান থাকে । সে জানে কখন ট্রেডে এট্রি করতে হবে এবং কখন ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে ।ট্রেড সম্পর্কে একটি বিস্তারিত প্লান থাকে এবং সে জানে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় ।
-
ভালো মানের ট্রেডাররা সারা দিন প্রফিট এর চিন্তা করে না। তারা মার্কেট এ ট্রেড সেটাপ পেলে ট্রেড করে। আর না পেলে ট্রেড করে না। সে জন্য আপনি যদি আস্তে আস্তে ফরেক্স শিখেন সমস্যা নেই। আর সকল কাজের পাশাপাশি ফরেক্স করতে পারবেন।
-
ভালো মানের ফরেক্স ট্রেডার এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, সর্বনিম্ন লিভারেজ ব্যবহার করে ছোট ছোট লট এ ট্রেড করা ।মার্কেট এনালাইসিস করে রিস্ক রিওয়ার্ড রেশিও 1 : 3 অনুপাতে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা ।
-
আউট সোর্সিংএর মধ্যে ওয়েব ডিজাইন কাজ করে উপার্জন করা ভালো,অনেকেই এই কাজ করছে৷ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷দুইটা সম্পূর্ন আলাদা বিষয়৷ ফরেক্স হলো আপনার একান্ত ইচ্ছাধীন নিজের ব্যাবসা৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷ফরেক্স মার্কেটে আপনি ব্যাবসা করতে পারলে অন্য কোনো কর্মের প্রয়োজন হবেনা৷
-
একজন ভালো ট্রেডার মানেই হলো একজন দক্ষ ও অভিজ্ঞ ফরেক্স ট্রেডার । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জনের জন্য সংগ্রাম করতে হবে । যে যত বেশি দক্ষতার সহিত ফরেক্সে ট্রেড করে যাবে সে তত বেশি পরিমাণে সফলতা অর্জনের দিকে ছুটে যাবে । একজন দক্ষ ট্রেডারের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো সে সর্বদা চেষ্টা অব্যহত রাখবে ।