-
এক্ষেত্রে আমি বলব-বিষয়টা এভাবে না নিয়ে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করা উচিত। বেশী এ্যান্ট্রি না দিয়ে আবার বড় এ্যান্ট্রি ও না দিয়ে যেভাবে ব্যালেন্স ঠিক থাকে সেদিকে নজর দিতে হবে। ইনভেস্ট যেমন হবে সেটা বিবেচনায় নিয়ে মানি ম্যানেজমেন্টের সূত্র অনুযায়ী লট/ভলিউম ঠিক রেখে একটা বা যেটা নিয়মের মধ্যে পড়ে সেই অনুযায়ী এ্যান্ট্রি দেয়া হলে আশা করি আপনার দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী ট্রেড ও প্রফিট ঠিক থাকবে । ইনশা আল্লাহ। শুভ কামণা রইল।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297
-
একসাথে একাধিক ট্রেড ওপেন করা উচিত নয় । আপনি যদি লস খান তাহলে একসাথে আপনার সব ট্রেডগুলোই হারালো । তবে আপনার যদি সেই মানের দক্ষতা ও অভিজ্ঞতা থাকে তাহলে এরকম করতে পারেন, কিন্তু এর সাথে আপনাকে অবশ্যই স্টপ লস ব্যবহার করে ট্রেড করতে হবে । এছাড়া যদি ওপেন করতেই চান একাধিক তাহলে অবশ্যই কম লটের ট্রেড ওপেন করুন আর টার্গেট অল্প অল্প করে দিন ।
-
একটা প্রবাদ আছে যে হাটতে শিখে না শিশু না খেয়ে আঁছাড় । আমি অনেকবার ব্যার্থ হওয়ার পরেও একদিন আমি সফল হব । এই ফরেক্স মার্কেটে প্রথম প্রথম একজন সম্পূর্ণ নতুন ট্রেডার অনেক সমস্যর সম্মুখীন হয়ে থাকেন । ই ব্যাবসা করতে হলে আমাদের অনলাইন সম্পর্কে জানা থাকতে হবে। ফরেক্স মার্কেট আমাদের দেশে এখনো কম লোকই এটার সাথে জরিত তবে দিন দিন নতুন ট্রেডারের সসংখ্যা বাড়ছে। এবং নতুন দের জন্য আলাদা ট্রেডিং সেন্টার থাকলে অনেক সুবিদা হত।
-
মার্কেট সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করা আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে। আরো বেশি বেশি দক্ষতা অভিজ্ঞতা অধ্যায়ন এবং নিয়মিত প্র্যাকটিস এর বিকল্প নেই।
-
আপনি যেহেতু এখনও ডেমো অ্যাকাউন্টেই প্র্যাকটিস করছি। তাই এসম্পর্কে পুরোপুরি ক্লিয়ার মতামত দেয়া কঠিন। তবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট যদি একই রকম কাজ করে তবে লস হওয়া ফরেক্সে খুবই কঠিন।
-
ফরেক্স এর মার্কেট মুদ্রার মান এর উপর নিয়ন্ত্রিত হয় নাকি সদস্যদের ট্রেড করার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আচ্ছা মাঝে মাঝে বুঝতে খুবই কষ্ট হচ্ছে।
-
ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং অত্যান্ত খারাপ অভ্যাস।ওভার ট্রেডিং এ কারনে ফরেক্স মার্কেটে বেশিভাগ ট্রেডার লস করে।আমরা একসাথে অধিক লাভের আশায় অনেকগুলো ট্রেড ওপেন করি।কিন্তুু একবারও ভাবিনা যদি ট্রেডগুলো আপনার বিপক্ষে যায় তাহলে আপনার একাউন্টের অবস্থা কি হবে।তাই আমাদের উচিত অতিরক্ত লাভে আশায় অভার ট্রেডিং না করা।তার চাইতে একটি ভালো পজিশন খুজে নিয় বড় লটের ট্রেড করাই আমাদের উচিত।
-
একটা ট্রেড ওপেন থাকলে প্রতিকুলে গেলেও ৫০-১০০ পিপস পর পর নতুন এন্ট্রি নেওয়া যায় । ফরেক্স মার্কেটে না বুঝে লোভে পড়ে অনেক ট্রেড অপেনিং করে থাকি কম ব্যালেন্স নিয়ে তাই আমাদের একাউন্ট । কম ব্যালেন্স নিয়ে তাই আমাদের একাউন্ট জিরো হয়ে যায় । রিয়াল মার্কেটে আসার আগে আমাদের কে এক বছর ডেমো প্রেকটিস করতে হবে। আপনার যে পরিমান ইনবেস্ট করবেন সে পরিমান ডলার নিয়ে ট্রেড করতে হবে।
-
আসলে আমি মনেকরি আমাদের নতুন ট্রেডারদেরকে এই মার্কেটে টেকে টেকে শিখতে হয় । আসলে একটা প্রবাদ আছে যে হাটতে শিখে না শিশু না খেয়ে আঁছাড় । আমি অনেকবার ব্যার্থ হওয়ার পরেও একদিন আমি সফল হব । এই ফরেক্স মার্কেটে প্রথম প্রথম একজন সম্পূর্ণ নতুন ট্রেডার অনেক সমস্যর সম্মুখীন হয়ে থাকেন।কারণ তখন ফরেক্স এ তখন নতুন ছিলাম তাই আমার মন সবসময় থাকত কখন রিয়েল একাউন্টে ট্রেড করব এই আশায় । কিন্ত এখন আমি রিয়েল একাউন্টে ট্রেড করতে গিয়ে খুব ভালোভাবে ডেমো একাউন্ট এর গুরুত্ব বুঝতে পারছি ।
-
ফরেক্স হল এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ নিজেকে প্রতিষ্ঠা করা যায় এবং যার মাধ্যমে মানুষ নিজের পরিবর্তন ঘটাতে পারে খুব অল্প সময়ে ফ্যাক্সের মাধ্যমে মানুষ লাভবান হতে পারে ফরেক্স বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে তাদের অর্থনৈতিক লেনদেন করেন পরের বাজারে আয় ব্যয় দিতে হয় যেখান থেকে মানুষ খুব সহজে আয় করতে পারে।