-
ফরেক্সে টিকে থাকাটাই আসল তাই ফরেক্সে টিকে থাকার প্রধান রুলস হচ্ছে ধৈর্য্য ধারন করতে শিখা।ধৈর্য্য ধরে অধ্যাবসায় এর সহিত পরিশ্রম করতে পারলে অবশ্যই ফরেক্সে টিকে থাকা সম্ভব।আর একটা বিষয় হচ্ছে ফরেক্স যথাসম্ভব বুঝে ট্রেডিং এন্ট্রি নিতে হবে।মার্কেটের পরবর্তী মুভমরন্ট কোথায় যাবে তা ১০০% নিশ্চিত বলা না গেলেও সর্বোচ্চ ভালো পজিশন খুজে ট্রেড করতে হবে।
-
ফরেক্স র্মাকেটে টিকে থাকা জন্য কতগুলো বিষয় মাথায় রেখে ট্রেড করতে হয় ট্রেড করার পূর্বে ট্রেডারের ভাল ভাবে র্মাকেট এনালাইসিস করেতে হবে , ট্রেডারের নিজের ব্যলেন্স এর উপর মানি ম্যনেজমেন্ট করতে হবে , ট্রেডারকে অনেক ধৈর্য সহকারে ট্রেড করতে হবে এবং এই খান থেকে ট্রেডার কে জ্ঞান অর্জন করতে হবে ।
-
ফরেক্স মার্কেট দেখতে যতোটা সোজা আসলে ততটাই কঠিন।তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদের কে কিছু রুলস মেনে চলতে হবে তাহলে এই খান থেকে আয় করতে পারব। আমার লসের কয়েকটি কারনের মধ্যে একটি মানি মেনেজমেন্ট না মেনে ট্রেড করা। একাদিক ট্রেড অপেন করা এবং লাভ করার পর আরো লাভ করতে মার্কেটে বসে থাকা।
-
আপনাকে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে যেটা দরকার সেটা হল আপনার ধৈর্য্য কতো তুক,জদি আপনার ভিতর কোন ধৈর্য্য শীল না থাকে, তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব না, আর সব সময় আপনাকে ঠাণ্ডা মাথাই চিন্তা ভাবনা করতে হবে ,একটা ট্রেড ওপেন করতে হলে আপনাকে বুঝতে হবে কেন এই ট্রেড টা আপনে দিবেন তার জন্য আপনাকে অনেক ধৈর্য্য ধরে বুঝার চেষ্টা করতে হবে,তাই আমি বলি ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই অনেক ধৈর্য্যশীল হতে হবে আপাঙ্কে......।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকা রুলস গুলো হল-
১।ধৈর্য ধারন করতে হবে
২।মানি ম্যনেজম্যান্ট ঠিক রাখতে হবে
৩।মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে
৪।লোভ করা যাবে না
৫।ওভার কনফিডেন্স ত্যাগ করতে হবে
৬।লস করলেও হতাশ হওয়া যাবে না
-
ফরেক্স মার্কেটে টিকে থাকাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ । কে কত সময়ের জন্য টিকে থাকতে পারে সে হয় হিরো । কেননা একজন ট্রেডার তার ব্যালেন্সকে যথার্থ সমন্বয় করতে পারলে তবেই টিকে থাকতে পারে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো দক্ষতা । ট্রেডিং দক্ষতা থাকলে কোন ট্রেডার সহজে লস করে না বরং উত্তোরত্তোর লাভ করতে থাকে ।
-
ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে থাকতে হলে প্রথমে আপনাকে ট্রেডিং বিষয়ক জ্ঞান ভাল ভাবে রপ্ত করতে হবে এবং সেই জ্ঞানের আলোকে মাকেৃট মূল্যায়ন করে সব সময় ট্রেড করতে হবে,লোভ-লালসা,আবেগ,উত্তেজনা ইত্যাদিকে কখনই ট্রেড করার সময় প্রধান্য দেওয়া যাবে না।
-
ফরেক্স মার্কেট এ আপনাকে টিকে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি ফরেক্স মার্কেট এ টিকা থাকতে পারবেন না। আপনাকে ভাল করে ফরেক্স এর কাজ শিখতে হবে আপনাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে। যত ভাল ট্রেড করতে পারবেন আপনি তত বেশি আয় করতে পারবেন ফরেক্স থেকে। তাই আগে আপ্নসাকে ভাল করে ট্রেড করা শিখতে হবে।আ
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে প্রথমে আপনাকে অবশ্যই ভাল ভাবে ফরেক্স ট্রেডিং জ্ঞান রপ্ত করতে হবে এবং প্রতিটি ট্রেডে তার পতিফলন ঘটাতে হবে। ট্রেড করার সময় লোভ,আবেগ,ওভার কনফিডেন্স ইত্যাদি বিষয়গুলোকে কখনই প্রধান্য দেওয়া যাবে না। ভার ভাবে মার্কেট অ্যানালাইসিস করে তার পর ট্রেড করতে হবে।
-
হ্যা আপনি সুন্দর কথা বলেছেন ফরেক্স মাকেটে আমরা লস করে থাকি ফরেক্স থেকে যদি ভাল কিছু করতে চায় তবে ফরেক্স মাকেটে ভালো করে ডেমো পারতিস করতে হবে তবেই ফরেক্স থেকে আয় করা সম্ভব হবে |ফোড়েক্স মাকেট করার সময় সাবধানে করতে হবে যাতে ফরেক্স মাকেট একাউন্ট জিরো না হয় |