ধৈর্য্য সবসময়ই একটা অনেক বড় মহৎ গুণ । আমি মনে করি যে ধৈর্য্যশীল ব্যাক্তি একশ অস্থির ধৈর্য্যহারা ব্যাক্তি থেকে ও বেশি শক্তিশালী । আর সবসময় এটা মনে রাখতে হবে যে ফরেক্স এর মত একটা প্লাটফ্রমে এসে যদি আমরা ধৈর্য্যহীন হয়ে যায় তবে তা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হবে ।