-
ফরেক্স বাজি না। ফরেক্স অনলাইন ট্রেডিং ব্যবসা। বৈদেশিক মুদ্রার ব্যবসা বিশ্বব্যাপী ব্যবসায়ের ব্যবসা। ফরেক্স ট্রেডিং সিস্টেম সম্পূর্ণ স্বয়ংক্রিয়। তবে বৈদেশিক মুদ্রার মতো বেটের মতো মনে হচ্ছে। কিন্তু বৈদেশিক মুদ্রার আসলে বাজি না। কারণ ব্যবসায়ের বোঝাপড়া খুব গভীর কিন্তু এত কঠিন কোন বিষয় নয়। কিছু লোক ফরেক্স বোঝে না। সুতরাং তারা বলছে ফরেক্স বাজি আছে। এটা ধারণা ভুল।
-
অনলাইন ট্রেডিং মার্কেটে ব্যাঙ্গের ছাতার মতো ব্রোকার হাউস রয়েছে,,, তাদের মধ্যে আমাদের সঠিক ব্রোকার হাউসকে বেছে নিতে হবে এবং সেটা যেনো সঠিক এবং বিশ্বাস যোগ্য ব্রোকার হাউস হয় । সেক্ষেত্রে আমি বলবো ইন্সটাফরেক্স ব্রোকার হাউস খুবই ভালো এবং বিশ্বাস যোগ্য ব্রোকার হাউস । এখানে আপনাদের সকলের মতামত আশা করছি,,,, ধন্যবাদ ।
-
ভাল ব্রোকার আপনি সেটাকেই ভাববেন যার ভিজিটর ভাল । যে ব্রোকারের মেম্বার তুলনামুলক বেশি। এক্ষেত্রে আমি ফরেক্স এর কথাই বলব। ফরেক্স বিশ্ব ব্যাপি বহূল পরিচিত ব্যোকার। এর সদস্য সংখ্যাও অনেক বেশি।।। অন্যান্য ব্রোকারের তুলনায় এর সুবিধা ও মুটামুটি অনেক ভাল। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।
-
ভালো ব্রোকারের যেমন অনেক বেশি অ্যাড দেয়ার প্রয়োজন হয়না তেমনি মেম্বার সংখ্যা অন্যান্য ব্রোকারের থেকে তুলনামূলকভাবে বেশি থাকে।সেই সাথে এরা ট্রেডারের উইথড্র নিয়ে কখনও ঘোরায় না যথাসম্ভব দ্রুত পরিশোধ করার চেষ্টা করে থাকে। সে দিক থেকে প্রথম সারিতে আমি ইন্সটা ফরেক্স ব্রোকার এর কথা বলব।কেননা বিগত 10 বছর যাবত ইন্সটাফরেক্স বিশ্বের অন্যতম ব্রোকার হিসেবে লেনদেন করে আসছে। এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে ট্রেডারের উইথড্র করা টাকা পরিশোধ করে থাকে। তাই ইন্সটাফরেক্স কে আমার সবথেকে ভাল ব্রোকার বলে মনে হয় থাকে।
-
ফরেক্স মার্কেটে অনেক।ব্রোকার আছে যারা আপনাকে অনেক লোভনিয় অফার দিয়ে থাকে কিন্তু আপনাকে ডিপোজিট করতে বলবে কিন্তু যখন উইথড্র করতে যাবেন সেই সময় আপনার উইথড্র দিবেনা,তাই আমাদের ইন্টার নেটে দেখতে হবে ব্রোকার স্কেম কিনা তার পরে একাউন্ট করতে হবে। ভাল ব্রোকার আপনার পেমেন্ট দিবে ঝামেলা করবেনা।যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে।
-
ভালো ব্রকার বাছাই করতে হলে আপনার উচিত হবে রেগুলেটেড ব্রকার বাছাই করা। আপনি গুগলে বেষ্ট রেগুলেটেড ব্রকার দিয়ে সাচ দিলে টপ ব্রকার চলে আসবে। আর ব্রকারের লাইভ চাটে গিয়ে আপনি লাইসেন্স চেক করে নিতে পারেন। তবে আবার আপনি চাইলে ইউটিউবে সেই সকল ব্রকারের উত্তলন কেমন বুজতে পারবেন।
-
ভাল ব্রোকার চিনতে হলে অাপনাকে নানান ধরনের বিষয় চেক করে দেখতে হবে । যেমন তাদের রেগুলেশন আছে কিনা । সাধারনত সব ব্রোকারেরই Cysec এর রেগুলেশন থাকে । তবে Cysec এর রেগুলেশন তেমন গুরুত্ব বহণ করেনা । FCA CSA, ASIC, ইত্যাদি রেগুলেশন থাকলে বুঝতে হবে ভাল ব্রোকার ।
-
প্রতিটি ব্রোকারই ভালো , তবে কিছু কিছু স্ক্যামার ব্রোকার সেজে মানুষকে ধোঁকা দেয়। এজন্য ব্রোকার নির্ধারণের সময় অবশ্যই উক্ত ব্রোকার কোন কোন প্রতিষ্ঠান থেকে লাইসেন্স প্রাপ্ত তা দেখে নিবেন। কেননা লাইসেন্স প্রাপ্ত ব্রোকার আপনার সাথে স্ক্যাম করবে না। এর সাথে দেখবেন ব্রোকারটি কত বছর যাবৎ আছে , সর্বদা চেষ্টা করবেন দীর্ঘমেয়াদী ব্রোকারদের সাথে ট্রেড করতে।
-
ভাল ব্রোকার আপনি সেটাকেই ভাববেন যার ভিজিটর ভাল । যে ব্রোকারের মেম্বার তুলনামুলক বেশি। এক্ষেত্রে আমি ফরেক্স এর কথাই বলব। ফরেক্স বিশ্ব ব্যাপি বহূল পরিচিত ব্যোকার। এর সদস্য সংখ্যাও অনেক বেশি।।। অন্যান্য ব্রোকারের তুলনায় এর সুবিধা ও মুটামুটি অনেক ভাল।।।
-
ফরেক্স মার্কেট খুব ঝুঁকিপূর্ণ এবং বিস্তৃতt এই বাজারে টিকে থাকার জন্য বিশেষজ্ঞ পেতে অনেকগুলি জিনিস রয়েছে। প্রথমত আমাদের এই বাজারের প্রক্রিয়া সম্পর্কে আমাদের প্রাথমিক জ্ঞান পরিষ্কার করতে হবে। দিনে দিনে আমরা আমাদের বাণিজ্য এবং জ্ঞানের দক্ষতা বিকাশ করতে পারি। আমাদের বেশি লাভের লোভ হওয়া উচিত নয়; আমাদের শীতল ও শান্ত হওয়া দরকার এই বাজারে শেখার সীমা নেই তবে সঠিক শেখা ছাড়া কেউ সফল হয় না।