-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন।যারা শর্ট ট্রেড করে তাদের জন্য ৩০ মিনিট ও ১ ঘন্টার টাইম ফ্রেম উপযুক্ত।আবার যারা লং ট্রেড করেন তাদের জন্যই ডেলি টাইম ফ্রেম।আমি ডেলি টাইম ফ্রেমে ট্রেড করি।এই টাইম ফ্রেমে আপনি খুব সহজেই সিগন্যাল ও ট্রেন্ড বুঝতে পরবেন।
-
আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয়। আমরা যদি বাজারটি অব্যাহত রাখি তবে প্রতিদিন আমাদের বাজার অবাক করতে হবে। সুতরাং আমরা কখনই প্রস্তুত হতে ব্যর্থ হই না। যদি কোনও শুভ রাত্রি আপনাকে পর্যবেক্ষণ করে রাখে তবে আপনি এটির অনেক কিছু করতে সক্ষম হবেন।
-
আসলে আমি মনে করি ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেডার আছে যারা বিভিন্ন টাইমফ্রেমে কাজ করে। তাদের সুবিধামত তাদের কাজ করা উচিত যে টাইমফ্রেমে কাজ করে প্রফিট ভাল হয় তার সেই টাইমফ্রেমে কাজ করা উচিত। এবং মাঝে মধ্যে চেঞ্জ এর দরকার আছে আসলে একটা ফ্রেমে সবসময় প্রফিট করা সম্ভব হয় না তাই মাঝে মাঝে কিছু সময় টাইমফ্রেম চেঞ্জ করে কাজ করা উচিত। এটা তার জন্য ভালো এবং প্রত্যেকটা টাইম সম্পর্কে ধারণা থাকা ও আমি মনে করি ভাল কোন টাইমফ্রেমে কখন সেট করা যায় এটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাই যে টাইমফ্রেমে প্রফিট করতে সক্ষম তার উচিত সেই ভাবে কাজ করা তাহলেই সে প্রফিট্যাবল হতে পারবে।
-
ডেইলি চার্ট বলেন আর সাপ্তাহিক বলেন কিংবা মাসিক চার্ট সবগুলোই আসলে একই ধরনের। কারন এই সবগুলোতেই কিন্তু আপনাকে আপনার ঐ নিজস্ব একটা সিস্টেম ফলো করে কাজ করতে হবে। একেকজন একেক ধরনের চার্ট টাইপ ফলো করে আমি সাধারনত ডেইলি এবং ফোর আওয়ার চার্ট ব্যাবহার করে ট্রেড এনালাইসিস করি।আমার কাছে এটা সুবিধা মনে হয় কারন আমি শর্ট টাইপ ট্রেডার আর যারা লং ট্রেডার তারা সাপ্তাহিক, মাসিক চার্ট দেখে ট্রেড করে। কাজেই এখানে আপনাকে যে জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে সেটা হল আপনার ধৈর্য, আপনাকে অপেক্ষা করতে হবে মার্কেট যতক্ষন না আপনার ফেবারে আসে, তার আগে কখনই আপনি পজিশন না পাওয়া পর্যন্ত ট্রেডে যেতে পারবেন না।
-
টাইম ফ্রেম ভিত্তিক সফলতাটা আসলে ব্যক্তিগত ভাবে নির্ভর করে। কারণ এক এক টাইম ফ্রেম এক এক ব্যক্তির জন্য উপযোগী বলে প্রমানিত হয়ে থাকে। তাই বলে সবাই যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম এ ট্রেড করলেই লাভবান হবেন তা কিন্তু না ও হতে পারে। তাই এই ডেইলি টাইম ফ্রেম ভিত্তিক চার্ট ও হতে পারে আপনার জন্য উপযোগী আপনি পর্বেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারেন। এটা নির্ভর করে একজন ট্রেডারের ট্রেডিং কৌশলের ওপর।আমার কাছেও ডেইলি চার্ট এ ট্রেড করাকে অনেক বেশি সুবিধার বলে মনে হয় । কেননা এত করে ট্রেডে ভুল হবার সম্ভাবনা অনেকটা কমে যায় । আর ডেইলি চার্ট এ ট্রেড করলে আমাকে বার বার মার্কেটে এসে দেখতে হয়না মার্কেটের কি অবস্থা ।
-
প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু ।টাইম ফ্রেম ভিত্তিক সফলতাটা আসলে বেক্তিগত ভাবে নির্ভর করে.কারণ এক এক টাইম ফ্রেম এক এক বেক্তির জন্য উপযোগী বলে প্রমানিত হয়ে থাকে.তাই বলে সবাই যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম এ ট্রেড করলেই লাভবান হবেন টা কিন্তু না ও হতে পারে.তাই এই ডেইলি টাইম ফ্রেম ভিত্তিক চার্ট ও হতে পারে আপনার জন্য উপযোগী আপনি পর্বেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারেন.
-
ফরেক্স মার্কেটে পেশাদার ও প্রতিষ্ঠিত ট্রেডারগণ সবাই D1 ট্রেডিং চার্ট হিসাবে ব্যাবহার করে থাকেন৷এই D1 চার্টে Daily কেন্ডেলগুলো এনালাইসিস করা তুলনামূলক সহজ৷নতুন শিক্ষার্থী ট্রেডারদের অবশ্যই D1 চার্ট দেখে ট্রেড করার অভ্যাস করা জরুরী৷নিখুঁত প্রফিটেবল ট্রেডিংয়ের জন্য D1 চার্টই সর্বাধিক নির্ভরযোগ্য৷একেক ন একেক ধরনের চার্ট টাইপ ফলো করে আমি সাধারনত ডেইলি এবং ফোর আওয়ার চার্ট ব্যাবহার করে ট্রেড এনালাইসিস করি।আমার কাছে এটা সুবিধা মনে হয় কারন আমি শর্ট টাইপ ট্রেডার আর যারা লং ট্রেডার তারা সাপ্তাহিক, মাসিক চার্ট দেখে ট্রেড করে বলে আমার ধারনা।ফরেক্স মার্কেটে ট্রেড করার ডেইলি চাট এর চেয়ে সপ্তাহিক চার্ট বেশি বেশি ফলো করুন। কেননা নতুন ট্রেডারদের জন্য সপ্তাহিক চার্ট সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন হতে ডেইলি চার্ট অথবা ৪ঘন্টার চার্ট ফলো করলে আপনি বেশ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এজন্য আপনাকে বেশি বেশি মানি ম্যনেজমেন্ট সম্পর্কে জানতে হবে আর নিউজগুলো বুঝার ক্ষমতা অর্জনে সক্ষম হতে হবে।