হা ভাই আমার প্রথম ট্রেডে আমি অনেক ভাল করছি। তবে যত দিন যাচ্ছে ততই আমার কাছে মনে হচ্ছে আমি লস করছি। তবে বেশি বেশি ট্রেড করলে আপনি অবিজ্ঞ হতে পারবেন আর আপনি যদি অবিজ্ঞ হতে পারেন তবে আপনার লসের পরিমান কপমে আসবে আর আপনি অনেক লাভবান হতে পারবেন।
Printable View
হা ভাই আমার প্রথম ট্রেডে আমি অনেক ভাল করছি। তবে যত দিন যাচ্ছে ততই আমার কাছে মনে হচ্ছে আমি লস করছি। তবে বেশি বেশি ট্রেড করলে আপনি অবিজ্ঞ হতে পারবেন আর আপনি যদি অবিজ্ঞ হতে পারেন তবে আপনার লসের পরিমান কপমে আসবে আর আপনি অনেক লাভবান হতে পারবেন।
তবে ট্রেড করার আগে যথযথ ভাবে এনালাইসিস করে তারপর সিন্ধান্ত নিতে হবে। তারপর ট্রেড টি ওপেন করতে হবে। কারন কোন কাওরন ছাড়া ট্রেড অপেন করলে আপনি কিছুই শীখেত পারবেন না মার্কেট থেকে। যদিও আমি আমার প্রথম ট্রেডিং এ ভালো করে সফল হতে পারছিলাম। এখানে অনেক ট্রেডার আছেন যারা প্রথম ট্রেডিং এই শেষ হয়ে গেছে। তবে আমি সেই দিক দিয়ে ভাগ্যবান।
আমি যখন ট্রেড শুরু করি তখন আমি কিছুই বুঝতাম না। কিন্তু লাইভ ট্রেডিং শুরু করে দেই। এতে দেখা যায় দুই একদিন ভালো প্রফিট করতে পারলে বেশি দিন মার্কেট এ টিকে থাকতে পারিনি। আমার একাউন্ট এ প্রায় ১০০ ডলার এর চেয়ে বেশি ছিল। কিন্তু তখন না বুঝে ট্রেড করার কারনে সেই একাউন্ট টিকিয়ে রাখতে পারিনি।
ফরেক্স এ প্রথম ট্রেড কেউ না বুঝে করে আবার কেউ বুঝে করে। তবে ট্রেড করার আগে যথযথ ভাবে এনালাইসিস করে তারপর সিন্ধান্ত নিতে হবে। তারপর ট্রেড টি ওপেন করতে হবে। কারন কোন কাওরন ছাড়া ট্রেড অপেন করলে আপনি কিছুই শীখেত পারবেন না মার্কেট থেকে।
ফরেক্স মার্কেটে রিয়াল মার্কেটে প্রথম ট্রেডের অভিজ্ঞতা সকলের কাছেই স্বরনীয় হয়ে থাকে। আমারও প্রথম ট্রেডের কথা অনেক ভাল ভাবে মনে আছে। তখন আমার ডিপোর্জিট ছিল 49 ডলার আর সেই ট্রেডিং ব্যালেন্স দিয়ে আমি 0.05 লটে প্রথম একটি ট্রেড ওপেন করি gbp/usd কারেন্সি পেয়ারে এবং সেখান থেকে আমি 7 ডলার প্রফিটও হয়েছিল। কিন্তু ট্রেড না কাটার কারনে পরবর্তিকালে আমার অনেক লস হয়ে যায়। তারপর থেকে আমি আর লোভ করি না।
আমার প্রথম ট্রেড আমাকে হ্যাপি করেছিলো। প্রথম ট্রেডে আমি ৪৫.৪৫ ডলার প্রফিট করেছিলাম। যেটা আমার এক্সপেক্টেশনের বাহিরে ছিলো। শুনতে খারাপ লাগলেও এটা সত্য যে আমার প্রথম ট্রেড ছিলো Gold এর উপরে, তাও আবার .০৫ লটে। অবশ্য দুজন সিনিয়র ট্রেডারের পরামর্শ অনুযায়ী ট্রেড নিয়েছিলাম, যাদের হাত ধরে আমার ফরেক্সের শুরু হয়েছিলো।
আমি আমার প্রথম ট্রেড বোনাস ডলার দিয়ে করেছিলাম না। আমি upwork এ SEO এর কাজ করি। সেখান থেকেই ২৫ ডলার নিয়ে শুরু করেছিলাম। আমি ইন্সটা ফরেক্স মার্কেটেই ট্রেড করি
জীবনের প্রথম ট্রেডের কথা তো আমি ভুলেই গিয়েছি প্রায়। আপনার পোস্টটি পড়ে আমি আমার প্রথম ট্রেডের কথা চিন্তা করতে করতে হয়রান হয়ে গেলাম ভাই, কিছুতেই মনে পড়ছে না যে লাভ করেছিলাম না লস করেছিলাম। তবে একটা কথা না বললেই নয় এখানে লাভ ও লসের মাঝখানে কিন্তু অনেক আনন্দ - বেদনা লুকায়িত রয়েছে। অর্থাৎ* আপনি যখন লাভ করবেন তখন একটু আনন্দ পাবেন আর যখন একটা ট্রেডে লস খাবেন তখন একটু মন খারাপ হবে। আসলে এটাই হলো ট্রেডিং এর বৈশিষ্ট্য, কখনও মেঘ কখনও বর্ষা।
আমি আমার জীবণের প্রফিট করার সবচেয়ে বড়এমাউন্টটা উইথড্র করতে পেরেছিলাম ইন্সটাফরেক্স থেকে।সেজন্য আমি ইন্সটাফরেক্সকে স্বাগত জানাই।এদের থেকে প্রফিট উইথড্র করে আমি কিছুটা উন্নতি করতে পেরেছি।এখনো আরো চেষ্টা করে যাচ্ছি ।দেখা যাক সামনে কি হয়।আমার প্রথম ট্রেডে আমি অনেক ভাল করছি। তবে যত দিন যাচ্ছে ততই আমার কাছে মনে হচ্ছে আমি লস করছি। তবে বেশি বেশি ট্রেড করলে আপনি অবিজ্ঞ হতে পারবেন আর আপনি যদি অবিজ্ঞ হতে পারেন তবে আপনার লসের পরিমান কপমে আসবে আর আপনি অনেক লাভবান হতে পারবেন।
প্রথম ট্রেড সত্যিই খুব মজার কারণ প্রথম ট্রেড করে আমি লাভবান হতে পেরেছি । সুতরাং আমি আশা করি মার্কেট আর কিছুদিন এ্যানালাইসিস করতে পারলেই একটা পর্যায় যেতে পারব । আর আপনারাও ভালোভাবে দক্ষতা অর্জন করুন তাহলে লাভবান হতে পারবেন । যে ট্রেডার যত বেশী লাভবান সে তত বেশী দক্ষতাবান ।