একটা ট্রেড ওপেন করবেন তখন ঐ ট্রেড যদি প্রতিকুলে যায় তাহলে কি পরিমান লস হলে ট্রেড অটো ক্লজ হয়ে যাবে তা সেট করে দেয়াকে স্টপ লস বলে।অথাৎ স্টপ লস দ্বারা লসের সীমা ঠিক করে দিতে পারবেন । মাকের্ট স্টপ লসের সীমায় পৌছিলেই ট্রেড অটো ক্লজ হয়ে যাবে। যদি স্টপ লস ব্যবহার না করেন তাহলে হয়ত আপনার লস অনেক বেড়ে যাবে।