-
আমার মতে এটা অবশ্যই ব্যবসা। কারণ ব্যবসায় যেমন লাভ বা ক্ষতি দুটাই থাকে তেমনি ফরেক্সেও লাভ বা ক্ষতি আছে। সাথে পরিশ্রম ও আছে। কাজেই এটাকে জুয়া মনে করে থাকলে অবশ্যই ভুল হবে। কাজেই এসকল ভিত্তিহীন কথায় কান দেওয়া উচিত না। বেশি বেশি ট্রেডিং করুন আর অনেক অভিজ্ঞতার মালিক হোন।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যাবসা। এখানে অনেকেই অনেকভাবে যুক্তি দিয়ে চেষ্টা করেছে ফরেক্স জুয়া না ব্যাবসা। আমিও বলি ফরেক্স একটি ব্যাবসা। কারণ হচ্ছে ফরেক্সে আমরা সাধারণত একটি দেশের মুদ্রার বীপরিতে আরেকটি দেশের মুদ্রা ক্রয় করে থাকি যেখানে এই মুদ্রা গুলোর দাম সেই দেশগুলোর বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে বাড়ে বা কমে থাকে। তাই এটি একটি ব্যাবসা। যদি এখানে এমনকিছু ঘটে থাকতো যা কিনা অকারণে দাম বাড়ে বা কমে যেত তাহলে এটা জুয়া বলা যেত। ফরেক্স কোন জুয়া না এটা ব্যাবসা ।
-
অবশ্যই ফরেক্স কোন প্রকার জুয়ার ভিতরে পরে না। কারন কোন জুয়াতেই টেকনিক্যাল এনালাইসিস বা ফান্ডামেন্টাল এনালাইসিস এর কথা উল্লেখ থাকে না। কিন্তু আপনি ইচ্ছা করলে ফরেক্স থেকে নিশ্চয়তার সাথে কিছু প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেস এর জন্য অবশ্যই আপনাকে খুব ভাল মানের ট্রেডার হতে যাতে আপনি মার্কেট কে থুব ভাল বাভে এনালাইসিস করতে পারেন। তাই ফরেক্স একটি ব্যবসা যেখাসে বুদ্ধি ব্যবহার করতে হয় প্রফিটের জন্য।
-
ফরেক্স ব্যবসা দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আর ট্রেডিংয়ের দক্ষতা জ্ঞান এবং কৈৗশলের উপর। সব বড় বড় ব্যবসায়িক ফরেক্সে ট্রেড করছে। ফরেক্স ব্যবসা জুয়া কেন হবে? জুয়া কি সেটা জানা উচিত। ফরেক্স ব্যবসা করে কি কেউ রাতারাতি কোটিপতি হয়ে যায় না ফরেক্স ব্যবসা কোন দক্ষতা জ্ঞান এবং কৈৗশলের কোন প্রয়োজনই নেই। নাকিফরেক্স ট্রেডিং সোনার ডিমের মত? তাই যে বা যারা এই ধরনের কথাগুলো বলেন তারা একবার বিষয়গুলো ভেবে দেখবেন।
-
যদিওবা অনেকেই ফরেক্স কে বজুয়া বলে মনে করেন কিন্তু এটি কিন্তু আসলে জুয়া নয়। ফরেক্স কি এটা সম্পর্কে জানতে গেলে অবশ্যই আপনাকে আগে জুয়ার নিয়ম এবয ফরেক্স এর নিয়ম গুলোোকে ফলো করতে হবে। জুয়া খেলাতে খেলয়ারের হাতে কার্ড থাকে যেখানে কেও কারো কার্ড দেখতে পারে না। এবং আন্দাজে হিত করতে হয়। কিন্তু আন্দাজে ফরেক্স এ বিসনেস করা যায় না। ভাগ্য ক্রমে দু একটা ট্রেডে প্রফিট হলেও লস থার জন্য অবধারিত থাকে।
-
ফরেক্স ব্যাবসায় যারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করে ভালো করে স্টাডি করে নিয়মিত প্রফিট করেন তারাই পেশাদার ট্রেডার৷আর যারা স্টাডি না করেই,কোনোও কিছু না বুঝেই মাত্র কয়েকদিন উল্টা-পাল্টা ট্রেড করে করে কিছু পুজিঁ হারিয়ে মার্কেট থেকে পালিয়ে যায় তারা তো আর ট্রেডার নয়৷ তাই তাদের পুজিঁ হারানোর ব্যাথায় তারা তখন ফরেক্স ব্যাবসাকে জুয়া,গেইম,হারাম,অবৈধ...ইত্যাদি বলে বলে অতূপ্ত মনকে সান্তনা দেয় !!আমি আমার প্রথম ৬ মাস সময় ব্যায় করেছিলাম শুধুমাত্র জানার জন্য যে ফরেক্স কী আসলেই বিশ্বব্যপী স্বাধীন মুদ্রা বাজার নাকি লাসভেগাসের কোনো সিক্রেট জুয়াখেলা ?ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷ফরেক্স ট্রেড নিয়ে নেগেটিভ কোনো চিন্তাই করবেন না৷
-
অন্যান্য বিজনেস এর মতো ফরেক্স বিজনেস এও লাভ লস রয়েছে। অন্যান্য বিজনেস এ যেমন দক্ষতা সহিত কাজ করলে সফলতা পাওয়া যায় ফরেক্স এও ঠিক তাই। আবার খুব বেশির আশায় যারা অভিজ্ঞতা ছাড়া মাঠে নামে তারা হেরে গিয়ে লস করে। এবং ফরেক্স এও তাই হয় তাই ফরেক্সকে জুয়া বলা যাবে না।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে আমার ধারনা একজন সফল ট্রেডার হতে পারলে এই ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক মুনফা আয় করা সম্ভব । এই জন্য আপনাকে ধৈর্যশীল হয়ে ফরেক্স ট্রেডিং শিখতে হবে । ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য একটি ভালো ব্রোকার নির্বাচন করতে হবে .
-
বাংলাদেশ ১৯৭৯ সালে সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর রেগুলেশনে ফরেক্স কে অনুমোদন প্রদান করে। আর এই রেগুলেশনের আওতায় আপনি বাংলাদেশের মূদ্রা কে অন্য যেকোনো দেশের মূদ্রা এক্সচেঞ্জ করতে পারবেন। তবে এর জন্য নির্ধারিত কর সাপেক্ষে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে। আমি এতটুকুই জানি.
-
ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক মানের ব্যবসা এটা কখনও জুয়া হতে পারে না। আর এই মার্কেটে কোটি কোটি মানুষ ব্যবসা করে তাদের ভাগ্যে পরিবর্তন করতে পারছে এমনকি তাদের পরিবারের আর্থিক অবস্থায় অর্থ যোগান দিতে সফল হচ্ছে। তাই এটা জুয়া কখনও হতে পারে না।