-
টি সর্বাধিক বাণিজ্য জিততে পারে তবে 100% বাণিজ্য নয় কারণ কেউ সঠিকভাবে 100% ফরেক্স বাজারের পূর্বাভাস দিতে পারে না। ট্রেডারের বাজারের প্রবণতা এবং এমন কোনও ব্যবসায়ীকে জানা উচিত যা প্রতিটি ট্রেডের প্রবণতা অনুসরণ করে তারা ফরেক্সে বিজয়ী হতে পারে। যদি ব্যবসায়ী 80% ট্রেডে জিতেন তবে তারা ভাল ব্যবসায়ী হিসাবে বিবেচিত হবে। বিপরীত ট্রেন্ডে কখনই ট্রেডিং অর্ডার খুলবেন না, ব্যবসায়ের বিপরীত প্রবণতা ব্যবসায়ীর শত্রু।
-
ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টাই খলা থাকে তাই সবসময় ট্রেড করা যায়। নির্দিস্ট করে বলা যায় না যে কোন সময় ট্রেড করার জন্য উপযুক্ত। যে কোন সময় মার্কেটে বড় মুভমেন্ট হতে পারে। তাই একজন ট্রেডার হিসেবে যখনই ট্রেড করেন মার্কেট ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করাই উত্তম মনে করি। তাই ট্রেড করার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিন।
-
ফরেক্স দিন বা রাত বলতে কোন কথা নেই। আপনি যদি ভালভাবে অ্যানালাইসিস করতে পারেন তাহলে যে কোন সময় ই প্রফিট করা সম্ভব বলে মনে করি।
-
রবিবার রাত ৩ টা থেকে শুক্র বার রাত ৩ টা পর্যন্ত ফরেক্স মার্কেট খোলা থাকে। ফরেক্স মার্কেটে ৪ টা সিজন আছে । এই সিজন গুলোর মধ্যে যখন Tokyo , London, New York এর মার্কেট ওপেন থাকে তখন মার্কেট ভাল মুভ করে । আপনি ফরেক্স ফেকটরি তে এই সিজন গুলো দেখতে পাবেন। বেলা ১২.৩০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত এবং সন্ধা ৬.০০ থেকে রাত ১০.০০ টা পর্যন্ত মার্কেট ভাল মুভ করে।
-
সব সময় নিউজের দিকে চোখ রাখবেন। নিউজের পরে পরে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। নিউজের পরে মার্কেট ভালো পরিমান একটা মুভ করে। আপনি দরকার হলে সপ্তাহে দুই দিন ট্রেড করেন কিন্তু মুটামুটী ভালো ভাবে এনালাইজ করে বুঝে শুনে ট্রেড করেন । দেখবেন যে আপনার দুই দিনেই বেশ ভালো একটা প্রফিট চলে আসবে ইনশাআল্লাহ্*
-
ফরেক্স মার্কেটে মুভমেন্ট সেশন অনুযায়ী কমবেশি হয়ে থাকে।মার্কেটে সেশন সেশন রয়েছে তিনটি তারমধ্যে নিউইয়র্ক ও ইউরোপিয়ান সেশন বেশি গুরুত্বপূর্ণ। নিউইয়র্ক সেশন মুলত বাংলাদেশ সময় দুপুর ১২ টার পর থেকে শুরু হয় এবং সন্ধা ৬ টায় শেষ হয়। আর ইউোপিয়ান সেশন সন্ধা ৬ টা থেকে রাত ১১ পর্যন্ত হয়ে থাকে মার্কেট এই সময়ে বেশি মুভমেন্ট করে থাকে। তাই আপনি আপনার সুবিধা অনুযায়ী সময়ে ট্রেড সেশন বেছে নিতে পারেন।
-
আপনি যদি মার্কেটে মুভমেন্ট ভালো ভাবে অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি যেকোন সময় ট্রেড করতে পারেন।তবে রাতে ট্রেড করা ভালো।
-
সহজেই সীমাহীন আয় অর্জন করে। প্লাস সর্বশ্রেষ্ঠ বৈদেশিক মুদ্রার এক ব্যবসা যার মধ্যে সহজেই লাভজনক হ্যালো কে কে কী জীবন সবী অর্থনৈতিক সমস্যাগুলি সংকট সমাধান করে হ্যালো তবে বৈদেশিক মুদ্রার ক্ষতি হাই বা না হাই বৈদেশিক মুদ্রার লোকসান কেবলমাত্র আয় ব্যবসায়ীদের কী দক্ষতার আলোচনার দক্ষতা বা আমরা বিনিয়োগ করছি জ্ঞান পে নির্ভর করে, হাই আছে হাই। আমার বন্ধু. ফরেক্স একটি গতিশীল বাজার। এটি নিয়মিত পরিবর্তন করতে থাকে
-
আমি মনে করি ফরেক্স মার্কেট দিন বা রাতের সম্পর্ক নেই কারণ এটি আপনার নিজস্ব স্ট্রেটিজির উপর নির্ভর করে আপনি টাইমফ্রেম অনুযায়ী কখন আপনার সিস্টেম সিগ্ন্যাল দিতে পারে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এক এক জনের জন্য এক এক রকম যেমন যদি লং টাইম ট্রেডার হন তাহলে তারা দিনে দুই তিন বার মার্কেট দেখেন এবং ট্রেড এ এন্ট্রি নেন আবার যিনি স্ক্যালপিং করেন তাদের তো সব সময় মার্কেট এর প্রতি নজর রাখতে হয় । তাই আপনি দিন বা রাতের উপর নির্ভর না করে সঠিক নিউজগুলো দক্ষতার সাথে বুঝার চেষ্টা করুন এবং তারপর মার্কেটের বুঝে শুনে ট্রেড ওপেন করবার চেষ্টা করুন ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কোনো প্রকার সময় নির্ধারণ করে দেওয়া হয় নাই । রাত দিন ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৫ দিন ফরেক্স ট্রেডিং মার্কেট খোলা থাকে এবং শনিবার ও রবিবার ট্রেডিং মার্কেট বন্ধ থাকে । ফরেক্স ট্রেডিং মার্কেটে ট্রেড করার জন্য সময় নির্বাচন করাটা একান্তই একজন ট্রেডারের দক্ষতার উপর নির্ভরশীল করে । তাই একজন ট্রেডার তার সময় অনুযায়ী ফরেক্স ট্রেডিং মার্কেটে ট্রেড ওপেন করতে পারবে,,, ধন্যবাদ ।