সর্বপ্রথম ইন্সটাফরেক্স ব্রোকার এ কাজ শুরু করেছি তাও আবার ফোরাম বোনাস দিয়ে। তবে এই ব্রোকার কাজ করার আগে ইন্টারনেটের মাধ্যমে ব্রোকার সম্পর্কে যাচাই বাছাই করেই প্রবেশ করেছি। কেননা আমি দেখেছি এই ব্রোকারটি অত্যন্ত আস্থাভাজন একটি ব্রোকার, এদের কার্যক্রম অত্যন্ত সহজ ও সুন্দর বিশেষ করে এরা সব সময় ট্রেডারদের কথা চিন্তা্ করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই এই ব্রোকারকে আমি অনেক বেশি পছন্দ করি। আমি এখনো ইন্সটা ফরেক্স ব্রোকার এ ট্রেড করি,আমার কাছে এই ব্রোকার বেস্ট,এই ব্রোকার অনেক সুবিধা প্রদান করে থাকে,আর এটি দক্ষিণ এশিয়ার সব থেকে ভালো ব্রোকার,অনেক এ বিভিন্ন কমেন্ট করলেও আমার কাছে ইন্সটা বেস্ট।