-
ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টাই ট্রেড করা যায় তবে ট্রেড করার জন্য আমাদের সেই সকল সময়কে বেছে নেওয়া উচিত যখন মার্কেট ট্রেন্ড ট্রেড সহনীয় থাকে অর্থাত যখন ট্রেড করলে ভাল প্রফিটের সম্ভাবনা থাকে আর সেই সম।ভাব্য সময় জানতে হলে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস জ্ঞান অনেক ভাল থাকতে হবে।
-
ফরেক্স মার্কেট খুবই জটিল একটি ব্যবসায় বলে আমি মনে করি । মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে কিছু প্লান *মোতাবেক আগাতে হবে । যেমন একটি নির্দিষ্ট ট্র্রেডিং প্লান তৈরি করা । আপনি যদি মার্কেটে প্লান অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে ট্রেড করেন তাহলে *আমি মনে করি মার্কেটে সফল হওয়া সম্ভব । ধন্যবাদ ।
-
ফরেক্স ব্যবসা তো সপ্তাহে ৫ দিন খোলা থাকে । অামরা যদি মনেকরি যেকোন সময়েই এ ব্যবসা করার জন্য ট্রেড করতে পারি । আমরা তারপরও একটা সময়কে বেছে নেব সেটা হল সন্ধা । আমরা যদি এই সময়কে ঠিকমত বেছে নিতে পারি তাহলে আশাকরি সফলতা অর্জন করা সম্ভব হবে ।
-
অামি অপনার সাথে এক মত সারা দিন ট্রেড না করে নির্দিষ্ট একটি সময় নির্ধারন করা ভাল । ফরেক্স মার্কেট সপ্তাহের ৫দিন ২৪ ঘন্টা খোলা থাকে দপুর ২থেকে রাত ২টা মধ্যে মার্কেট অনকে বেশী আপডাউন করে এবং এ সময় মার্কেটের আবস্থা বুঝে ট্রেড করলে লাভ করা সম্ভব মার্কেট এই সময় অনেকটা মুভিং করে ঘুরে দ্বারায় ।
-
যারা অন্য কোন কাজ করেন। যেমন অন্য কোন বিজনেস বা কোন চাকরি করেন, তাহলে আপনারা আপনাদের সময় মত ফরেক্স এ ট্রেড করতে পারেন। কারণ ফরেক্স সবসময় করা যাই।
-
ফরেক্সকে পেশা হিসেবে যারা নেয় তারা ফরেক্সে বেশি সময় দিতে তবে যারা অন্যান্য পেশার পাশাপাশি ফরেক্স ট্রেড করে তাদের জন্য সময় নিরধারন করে নেওয়া জরুরী। কারন সকল ট্রেড করার পুর্বে মার্কেট পর্যালোচনা করা দরকার হয়। তবে এখন ট্রেডের ক্ষেত্রে স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করা সহজ হয়। তারপরেও ট্রেডের ক্ষেত্রে ট্রেড করার উপযুক্ত সময় নির্বাচন দরকার হয়। কখন বাই বা কখন সেল করতে হবে তা একমাত্র এনালাইসিস দ্বারা বোঝা সম্ভব।
-
ফরেক্স মার্কেট চব্বিশ ঘন্টা খোলা থাকে তবে এর মধ্যে আমাদের কে বের করতে হবে কোন সময়ে ট্রেড করা উপযুক্ত।। আমার কাছে মনে হয় বিকাল থেকে রাত আট টা পর্যন্ত ট্রেড করার উপযুক্ত সময়। ফরেক্স মার্কেটে ট্রেড করা কোন ব্যাপার না তবে আমাদের কে ফরেক্স সম্পর্কে বেশি করে জানতে হবে।
-
ফরেক্স ট্রেড সপ্তাহে ৫দিন শনিবার এবং রবিবার বাদে ২৪ ঘন্টা করা যায় । আমাদের সারাদিন ফরেক্স ট্রেড করতে হবে এমন কথা নেই ।আর সারাদিন ফরেক্স ট্রেড করলে যে অনেক পিপ আয় হবে তা কিন্তু নয় । সেসন বুঝে ট্রেড করলে কম সময়েও অনেক ভাল প্রফিট করা যায় । তাই আমি সেসন ওভারলেপ এর সময় ট্রেড করতে পছন্দ করি ।
-
ফরেক্স মার্কেট যে বিষয়গুলোর কারণে অনেক বেশি জনপ্রিয় ও যে বিষয়গুলো সর্বজন নন্দিত সেই বিষয়গুলো অন্যতম সময় । ফরেক্সে দিনরাত যে কেউ চব্বিশ ঘন্টা বিজনেস করতে পারবে । কেউ হয়ত সারাদিন চাকুরি করে সেও সন্ধ্যায় কিংবা রাতে ট্রেড করতে পারে । এভাবে উপযুক্ত ট্রেডিং সময়টা বেছে নিতে হলে এনালাইসিস করে মার্কেট মুভমেন্ট বেশি থাকার সময় নিতে হবে ।
-
আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচেয়ে ভালো এবং সুন্দর সময় হল সন্ধার সময়। এই সময়ে মার্কেট দ্রুত থাকে। আর এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।