-
আমিও আপনার সাথে পুরোপুরি ভাবে একমত কারন আমিও মনে করি নিউজ ট্রেড করে ফরেক্স থেকে ভাল প্রফিট একমাত্র দক্স এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররাই করতে পারে। আর নতুন ফরেক্স ট্রেডারদের এখানে নতুন অবস্থায় না আসাই ভাল কারন এখানে তারা আসরে ভাল প্রফিটের পরিবর্তে বড় ধরনের লস করে মার্কেট থেকে ছিটকে পড়বে।
-
ফরেক্স মার্কেটে নিউজ করা খুভ কঠিন একটি বেপার নিউজ ট্রেড করা খুভ রিকশয়ে যায় কারন যখন কোন নিউজ রিলিজ হয় তখন মার্কেট মুভমেন্ট অনেক বেশি পরিমানের মুভমেন্ট দেখা যায় তাই ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেড করতে গেলে খুভ সতর্ক থাকতে হবে।
-
নতুনদের বা যাদের ব্যালান্স অনেকবেশি না তাদের আসলে নিউজ ট্রেড করা ঠিক না কারন এতে আপনার একাউন্টস খালি হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারন এই সময় মুভমেন্ট অনেক বেশি থাকে
-
নিউজ ট্রেড ফরেক্স এর একটা অনেক জরুরি একটা বিষয় ।কারন ফরেক্সে নিউজ ট্রেড অনুসরণ করে ট্রেড করলে অনেক লাভ হয়। ফরেক্স মার্কেট এর গতি সব সময় এক রকম থাকে না। ফরেক্সে এর গতি সবসময় উঠানামা করতে থাকে। তাই ফরেক্স মার্কেট এ নিউজ অনুসরণ করে ট্রেড করলে লস এর সম্ভাবনা অনেক কম থাকে। তাই ফরেক্সে উন্নতি করেতে চাইলে আমার মতে নিউজ এর কোন বিকল্প নেই।
-
ফরেক্স মার্কেটে প্রতিদিন কিছু না কিছু নিউজ থাকে আর এই নিউজ গুলতে মার্কেট অনেক বর মুভমেন্ট দেখা জায় যখন কোন নিউজ রিলিজ হয় তখন সেই নিউজ এবং সেই পেয়ারে সেই কারেছিতে অনেক বেশি মুভ করতে দেখা জায় ।
-
নিউজ ট্রেডিং খুবই বিপদজনক ট্রেডিং। নিউজের আগে এবং পরে ট্রেডিং না করাই ভাল। তবে যারা অভিজ্ঞ এবং সফল ট্রেডার তাদের কথা ভিন্ন। যারা অভিজ্ঞ তারাও নিউজের সময় সব সময় ট্রেড করে না। নিউজের সময় ট্রেড করতে হলে আপনাকে অনেক বেশি অভিজ্ঞ হতে হবে। এবং নিউজ পর্যবেক্ষন করে মার্কেট এ্যানালাইসিস করে ১০০% সিওর হয়ে তারপর ট্রেড করতে হবে। তা না হলে বিপদের সম্ভাবনাই বেশি তাকবে।
-
এটা ফরেক্স মার্কেট এর জন্য যেমন ভালো আবার তেমন খারাপ কারণ নিউজ দেখে ট্রেড করতে পারলে এখান থেকে খুব ভালো কিছু করা যায় কিন্তু এর জন্য আপনাকে খুব ভালো করে নিউজ এনালাইসিস করতে হয় তা না হলে ফরেক্স মার্কেটে আপনি তেমন কিছু করতে পারবেন না
-
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড করতে গেলে আর বেশি অভিজ্ঞতা দরকার হয় কারন নিউজ ফরেক্স মার্কেটে অনেক মুভ করে বা নিউজ ফরেক্স মার্কেট কে অনেক পরিবরতন করে নিউজ জেকন সময় ফরেক্স ট্রেডারকে পরিবরতন করে দিতে পারে তাই নিউজ ট্রেড করতে অনেক বেশি অভিজ্ঞতা লাগে ।
-
নিউজ ট্রেড আমাদের মত ছোট ইনভেস্টর দের জন্য অভিশাপ,কারন নিউজের সময় কারেন্সি মুভমেন্ট যে পরিমানে বেড়ে যায় তা সামাল দেয়ার মত ব্যালান্স আমাদের থাকে না।তাই আমাদের নিউজ ট্রেড না করাই ভাল।
-
আমিও মরি তাই ,যদিও নতুনদের জন্য নিউজ ট্রেড খুবই বিপদজনক কিন্তু অভিজ্ঞ ট্রেডারদের ন্য নউিজ ট্রেড অধিক পিপ্স লাভের দারুন একটা সুযোগ। আমরা যারা ফরেক্স করি তারা চাইলে নিউ ট্রেডের মাধ্যমে অনক প্রফিট অর্জন করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতার দরকার হবে। অভিজ্ঞতা ছাড়া আরা ফরেক্সে নিউজ ট্রেড কলে লাভের তুলনায় লসের পরিমাণ বেশি হবে। তাই আমাের উচিত বুঝে শুনে নিউজ ট্রেড করা ।