-
আমি মনে করি ১০০ ডলার ইনভেস্ট করে ৩০ ডলার প্রফিট করার আশা করা যৌক্তিক। ১০০ ডলার ইনভেস্ট করে ৩০ ডলার আর্ন খুব সহজ যদি আপনি নিভুল ট্রেড নিতে পারেন। আপনি যত বেশি প্রফিটের আশা করবেন ততোবেশি লস করার সম্ভাবনা। মাসে ত্রিশ ডলার তার মানে দৈনিক এক ডলারের *ঝুকি নিতে হবে। এটা খুব বেশি নয়। লস করার থেকে ৩০ ডলার আর্ন করা অনেক ভালো। ট্রেড ওপেন করার পরে ভালো সিগনাল পেলে ট্রেড নিন তাতে করে লস করার সম্ভাবনা অনেক কম। অবশ্য মার্কেট অনেক সময় ভূল সিগনাল দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত মেধা কাজে লাগাতে হবে। বেশিরভাগ ট্রেডার লোভ করতে গিয়ে ধরা খায়। তাই লোভ নিয়ন্ত্রন করতে হবে। বলা হয়ে থাকে, “ফরেক্সে লোভকে না বলি”।
-
মনে করি ১০০ ডলার এ ২০ ডলার আশা করা ভাল । মাসে সাধারনত ২০ টি ট্রেডিং ডে থাকে । এই ২০ দিনে প্রতিদিন ১ ভাগ করে আশা করলে আপনি অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। বেশিরভাগ মানুষ লোভ করতে গিয়েই ধরা খায় বেশি । তাই লোভ করা যাবে না
-
ফরেক্স মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ একটি মার্কেটপ্লেস যার ফলে কোন ট্রেডারের 100 ডলার ডিপোজিট করে 30 ডলারের বেশি প্রফিট করা কখনোই আশা করা উচিত না বলে আমি মনে করি।কেননা যখন সে 100 ডলার ডিপোজিট করে 30 ডলার এর অধিক প্রফিট করতে চাইবে তখন তাকে ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করতে হবে ফলস্বরূপ অতিরিক্ত লস করার মাধ্যমে তার ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।অন্যদিকে সে যদি প্রতিমাসে 30 ডলার আয় করতে চায় তাহলে তাকে যেমন ঝুঁকি নিয়ে ট্রেড করার প্রয়োজন হবে না তেমনি মার্কেটে টিকে থেকে ট্রেডিং করার মাধ্যমে প্রফিট করাটা তার জন্য সহজ হয়ে দাঁড়াবে।তাই আমি মনে করি প্রথম অবস্থায় একজন ট্রেডারের উচিত 100 ডলার ডিপোজিট করে সর্বোচ্চ 30 ডলার প্রফিট আশা করা এবং ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি ডিপোজিট এর পরিমাণ বৃদ্ধি করা এবং এগুলোকে কাজে লাগিয়ে প্রফিটের পরিমাণ বাড়িয়ে নেওয়া।
-
100 ডলারে 30 ডলার আয় করা ভালো । কারন এখানে টিকে থাকাটাই উওম । যদি আপানি কম ঝঁকিতে ট্রেড করেন তাহলে আপনার লস কম হবে েএতে আপনি ফরেক্স টিকে থাকতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার মার্কেটে টিকে থাকাটাই অনেক বড় বিষয়। দেখা গেছে এমন অনেক নতুন ফরেক্স ট্রেডার রয়েছে যারা নতুন অবস্থায় তাদের ব্যলেন্স টিকিয়ে রাখতে পারেনা। ১০০ ডলার দিয়ে সেই ক্ষেত্রে ৩০ ডলার মাসে আয় করা এটা অনেক বড় একটা প্রাপ্তি। এই বিষয়ের দিকে আমাদের যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে কেননা আমাদের প্রথম অবস্থায় অতিরিক্ত লোভ করলে ফরেক্স মার্কেটে কোন ভাবে টিকা যাবে না। শুধু প্রথম অবস্থানে ফরেক্স মার্কেটে অতিরিক্ত লোভ একটি বড় ক্ষতিকারক তাই এ থেকে বিরত থাকতে হবে।
-
ফরেক্স মার্কেট ১০০ ডলারের মাসে ৩০ ডলার প্রফিট ও অনেক কিছু কারন ফরেক্স মার্কেট ভাল এবং লস দুটোই আছে এখানে আপনে অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তাই ভালো সিগনাল পাওয়ার পরে ট্রেড ওপেন করুন আশা করি ৩০ থেকে ও অনেক বেশি প্রফিট করতে পারবেন।
-
100 ডলার থেকে 30ডলার প্রতি মাসে আয় করা পরিমাণটা অল্প হলেও মাসের শেষে অনেক টাকায় আসে। এছাড়া অল্প অল্প ট্রেডিংয়ে ঝুঁকি কম থাকে ফলে লাভ ভালো হয়। এবং অল্প অল্প লট এ যখন বেশি ট্রেড করবেন তখন আপনার ঝুঁকি কম থাকে কিন্তু আয় বেশি হবে।
-
ফরেক্স এ টিকে থাকাটাই কঠিন । আপনি যদি 100 ডলারে 30 ডলার আশা করেন তাহলে আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন । কারন এখানে আপনি ট্রেডিং এর সময় 1 ডলারের বেশি ঝুঁকি নিবেন না ।
-
আমি মনে করি ১০০ ডলার বিনিয়োগ করে মাসে কমপক্ষে ১০০ ডলার প্রফিট করার আশা করতে পারেন। ১০০ ডলার থেকে মসে ৩০ ডলার প্রফিট করা খুবই সামান্য। আপনার সময় ও শ্রমের একটা মুল্য আছে। আপনি যদি শুধু সময় দিয়ে যান এবং শ্রম দিয়ে যান কোন রকম সুবিধা ছাড়া, সেটা একদমই ঠিক নয়। ১০০ ডলার *দিয়ে ট্রেড করে দৈনিক এভারেজে ৫ ডলার প্রফিট এবং মাসে ১৫০ ডরার হয়। সে তুলনায় যদি ১০০ ডলার লাভ করার চেষ্টা করেন তাহলে সেটা খুব কঠিন কিছু নয়। সেটা অনায়াসেই করা সম্ভব। অবশ্যই এর জন্য আগে আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে, নতুবা আপনি যতো ডলারই বিনিয়োগ করেন না কেনো জিরো হতে সময় লাগবে না।
-
যে ট্রেডারের ১০০ ডলার এ্যাকাউন্টে থাকবে সে প্রতিমাসে যদি ৩০ ডলার আশা করে তাহলে অবশ্যই সে সফল হবে । আমরা সব সময় কম লোভ করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । লোভ ছাড়বতো ফরেক্সে জিতবো । সুতরাং আর লোভ করব না তাহলেই আমরা লাভবান হতে পারব ।