যখন প্রথম ফরেক্স শিখা শুরু করলাম তখন ফরেক্স খুব সহজ মনে হয়েছিল। সাদা কেন্ডেল দেখলে বাই করতাম লাভ হয়ে যেত আর লাল হলে সেল কিন্তু এখন ফরেক্স এতো কঠিন হয়ে গেছে যে, আমি যে পাশেই ট্রেড ওপেন করি শুধু লস হয়। শুধু যে লসই হয় তা নয় লাভও হয় মাঝে মাঝে।
Printable View
যখন প্রথম ফরেক্স শিখা শুরু করলাম তখন ফরেক্স খুব সহজ মনে হয়েছিল। সাদা কেন্ডেল দেখলে বাই করতাম লাভ হয়ে যেত আর লাল হলে সেল কিন্তু এখন ফরেক্স এতো কঠিন হয়ে গেছে যে, আমি যে পাশেই ট্রেড ওপেন করি শুধু লস হয়। শুধু যে লসই হয় তা নয় লাভও হয় মাঝে মাঝে।
আমরা যারা নতুন অবস্থায় ট্রেড করেছি তখন আমরা মনে করেছি যে ট্রেড করব প্রফিট অাসবে । কিন্তু যতদিন বেশী যাচ্ছে ততই আমরা মনে করতেছি ফরেক্স আমাদের নিকট কঠিন হচ্ছে । অামরা এই কঠিন অবস্থাকে সহজ করতে হলে অবশ্যই ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করতে হবে তাহলে আমরা সফলকাম হতে পারব ।নতুনদের জন্য ফরেক্স একটু বেশি কঠিন।
এটা তহ খুবই স্বাভাবিক ভাই , দিন দিন ফরেক্স এ ট্রেডার এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । সাথে সাথে বিশ্বের অর্থনৈতিক অনেক পরিবর্তন ঘটছে । সেজন্য ফরেক্স মার্কেট একটু জটিল হবে দিন দিন এটাই স্বাভাবিক । কারণ ফরেক্স তো সবাইকে শুধু লাভ দিবে না । একজন লস করবে আর অন্য একজন লাভ করবে এটাই ফরেক্স । সেজন্য ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকেও আপনার ট্রেডিং কওশল খুবই তীক্ষ্ণ করতে হবে । তাহলে ইনশাল্লাহ আর কোন সমস্যা হবে না ।
আমার জানামতে নতুন বিজনেসে প্রথমে যারা আসে তারা অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করে ঐ বিজনেসে সাফল্য অর্জন করে। এরপর যারা ঐ বিজনেসে আসে তারা পুরাতনদের সাহায্য পায় যেটা আগের জনেরা কারো কাছে পায়নি। তবে আস্তে আস্তে নিয়ম-কানুনের অনেক পরিবর্তন আসে। কিন্তু যারা এইসব প্রতিকুল পরিস্থিতির মধ্যে দিয়ে টিকে যায় তারাই একসময় সাফল্য অর্জন করে।
ফরেক্স প্রতিদিন নতুন কিছু শিক্ষা দেয়। যেমন মার্কেট প্রতিদিন একই রকম বিহ্যাভ করে না যে কারণে আমাদের মনে প্রতিনিয়ত ডাউটের সৃষ্টি হয়। ফরেক্স একটি চলমান প্রক্রিয়া এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। প্রতিদিন নতুন প্ল্যানিং নিয়ে আসতে হবে মার্কেট এ। মার্কেটের সাথে এডজাস্ট করতে না পারলে ফরেক্স কে অনেক কঠিন এবং সফলতা অসম্ভব মনে হবে। আর বুঝলে সবকিছুই সহজ।
আমার মনে হয় ফরেক্স প্রাথমিক অবস্থায় অনেক কঠিন মনে হলেও মূলত ফরেক্স খুব সহজ একটা ব্যবসা। আসলে আসলে যে জিনিসটা আমরা পূর্বে কখনো করি নি সেটা প্রথমদিকে কঠিন মনে হবে এটাই স্বাভাবিক । তাই আমাদের মনে রাখতে হবে যে ফরেক্সে যথার্থ পরিমাণে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমানে চেষ্টা ও পরিশ্রম অব্যহত রাখতে হবে । এটাই হলো সফলতার মূল মন্ত্র ।
কথায় আছে যায় দিন ভালো আসে দিন খারাপ।যেদিন গুলো চলে যায় জীবন থেকে সেদিন গুলো ভালোই যায়।আর নতুন যেদিন গুলো আসে সেগুলো আরও বেশী কঠিন থেকে কঠিনতরও হয়।ঠিকতেমনি এখন ফরেক্স বিজনেস ও অনেক কঠিন হয়ে গেছে।আগে পোষ্ট লিখে পোষ্টের মান ও অন্যান্য সবকিছু দেখে বোনাস দেওয়া হতো।আর এখন পোষ্টের লাইকের ওপর ভিত্তি করে বোনাস দেওয়া হয়।যার ফলে বোনাসের পরিমাণ দিনদিন কমছে।আর সবকিছু আপডেট হয় যতদিন যায়।শুধুমানুষই আপডেট হয়বা।আপনি নিজে আপডেট হয়ে যান তাহলে আবার সবকিছু সহজ মনে হবে।নিজের ওপর আত্ম বিশ্বাস বাড়ান।নিজের ওপরবিশ্বাস রাখেন তাহলেই আপনি পারবেন আপনার লক্ষ্য পৌছাতেঁ
ফরেক্স মার্কেট অনেক বেশি সময় দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা যায় ফরেক্স দরকার ধৈর্য মাথা ঠান্ডা রেখে মার্কেট এনালাইসিস করতে পারলে অনেক ডলার আয় করা যায়।
যতই দিন যাচ্ছে আপনি ফরেক্স সম্পর্কে জানতে পারতাছেন আর বুঝে বুঝে ট্রেড করতে পারতাছেন আর সেই অনুপাতে আপনি দেখতে পারতাছেন আপনার জ্ঞান অনেক কম যার কারণে আপনার কাছে বর্তমানে মনে হচ্ছে ফরেক্স অনেক কঠিন। একটু চিন্তা করে দেখুন আগে আপনি যখন ট্রেড করতেন তখন তেমন চিন্তাই করতেন না। শুধুমাত্র চার্ট দেখতেন আর এন্ট্রি হতেন। আমি কিন্তু প্রথম দিকে এমনটাই করতাম। কিন্তু ধীরে ধীরে যখন এই ব্যবসা সম্পর্কে জানতে পারতাছি তখন আমি কিন্তু আগের মত আন্তাজে ট্রেড করতাছি না। তবে হ্যা আপনি যদি আরও বেশি সময় এই মার্কেটে ব্যয় করেন তাহলে দেখতে পাবেন আপনি ঠিক আগের মতই এই ব্যবসায় সহজে মুনাফা করতে পারতাছেন। তখন আর আপনার কাছে কোন কঠিনই মনে হবে না।
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷ ফরেক্স আয়ত্ত করতে পারলে তা সহজ নতুবা সারাজীবন করলেও কঠিন মনে হবে।