আমি প্রায়ই এই পেয়ারে ট্রেড করে থাকি। তাই আমার পছন্দের পেয়ার eur-usd. আমি এই পেয়ারে ট্রেড করে অনেক লাভ করি।
Printable View
আমি প্রায়ই এই পেয়ারে ট্রেড করে থাকি। তাই আমার পছন্দের পেয়ার eur-usd. আমি এই পেয়ারে ট্রেড করে অনেক লাভ করি।
ফরেক্স বাজারে অনেক পেয়ার আছে,একেক জনের কাছে একেক পেয়ারে ট্রেড করা পছন্দের তবে আমার কাছে ট্রেডনিতে ভালো লাগে eur/jpy তে ট্রেড নিতে এবং এটাই আমার বেস্ট পছন্দের পেয়ার ধন্যবাদ।
আমি সব সময় মেজর পেয়ারেই ট্রেড করতে পছন্দ করি এছারা আমি মনে করি ফরেক্স মার্কেট এর বেশীর ভাগ ট্রেডার ইউরো ইউ এস ডি পেয়ারে ট্রেড করে থাকে এই পেয়ারে বেশী সংখ্যক ট্রেড এর কারনে এখানে মার্কেট একটা লিমিটেশন এর মাঝে মুভমেন্ট করে থাকে ।
আমি মনে করি যে USD যুক্ত যেকনো পেয়ার অনেক ভাল । কারন ডলার অনেক পাওয়ার ফুল একটি মুদ্রা । যে কেও সহজেই এটি নিয়ে কাজ করতে পারেন । আপনারা যেকনো ফরেক্স এর ভাল ব্লগে এই সম্পরকে বিস্তারিত পাবেন ।
আমি সাধারনত তিনটি পেয়ার এট্রেড করে থাকি সে গুলো হল ইরইসডি ও জিপিবিইসডি ইরজিপিবি । তার কারন হল এই পেয়ার গুলোতে ট্রেড করে আমার রস খুব কম হয় , এবং এদের ইসপ্রীড কম । ইত্যাদি কারনে আমি এই পেয়ার গুলোতে ট্রেড করে থাকি ।
আমি আগে কোন নির্দিস্ট কোন পেয়ার নিয়ে কাজ করতাম না । কিন্তু এখন আমি ইউরো-ইউএসডি পেয়ার নিয়ে কাজ করি । আমার মনে হয় সবসময় একটা পেয়ার নিয়ে কাজ করা ভাল । তা হলে সেই পেয়ার সম্পর্কে ভাল ধারনা থাকে এবং ট্রেড করতে সুবিধা হয় ।
ফরেক্স মার্কেটে আমার সবচাইতে পছন্দনীয় পেয়ার হচ্ছে eur-jpy।
বিভিন্ন ট্রেডারের বিভিন্ন মুদ্রার কারেন্সির পেয়ার পছন্দ হতে পারে এবং তারা তাদের ইচ্ছামত তা ব্যবহার করতে পারেন। আমি স্ক্যাল্পিং ট্রেড করি তাই আমি কম ঝুকির পেয়ার ইউরো বনাম ইউ.এস.ডি ব্যবহার করি বা পছন্দ করি।
বন্ধু, আমার নিকট ফরেক্স মেজর পেয়ারের সব পেয়ার গুলোই বেশ পছন্দের পেয়ার তবে আমি সব চেয়ে বেশি ট্রেড করেছি বা ট্রেড করার জন্য বেছে নিই eur/usd, gbp/usd nuz/usd and usd jpy পেয়ারকে। ধন্যবাদ।
আমি মনে করি আপনার যে পেয়ার পছন্দ সে পেয়ারেই ট্রেড করা। কারন আপনি যে পেয়ারে ট্রেড করে মজা পান বা আনন্দ পান সে পেয়ারে ট্রেড না করলে আপনার লস হতে পারে এবং আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই আমার মতে আপনার পছন্দের পেয়ারে ট্রেড করাই ভাল শুধু ট্রেড করলে হবে না আপনার পছন্দের পেয়ারের উপর অনেক এনালাইসিস করতে হবে তাহলে আপনি ঐই পেয়ার থেকে অনেক লাভবান হতে পারবেন।