-
আমিও আপানার সাথে একমত ফরেক্সে ধৈয্যর খেলা যার ধৈয্য নাই সে ফরেক্সে টিকে থাকতে পারবেনা । আমার মতে ধৈয্যর পাশাপাসি অভিঞ্জতা দক্ষতা মানি ম্যান্জেমেন্ট মার্কেট এনালাইসি এ বিষয়গুলো আমদের অনেক ভাল ভাবে শিখতে হবে। তবেই আমরা ফরেক্সে থেকে ভাল কিছু আশা করতে পারি ।
-
ধৈর্য্যর ব্যাপারটা সর্বদাই অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা ধৈর্য্য যত বেশি পরিমাণে ধরে রাখতে পারব তত বেশি পরিমাণে আমরা লাভবান হতে পারব । ফরেক্সে লাভবান হওয়ার জন্য ধৈর্য্য একটা মহৌষধ হিসেবে কাজ করে । মানি ম্যান্জেমেন্ট মার্কেট এনালাইসি এ বিষয়গুলো আমদের অনেক ভাল ভাবে শিখতে হবে। তবেই আমরা ফরেক্সে থেকে ভাল কিছু আশা করতে পারি ।
-
বুঝার কি উপায় আছে যে কখন কোন টা টেষ্ট আর কখন কোন টা ওয়ানডে সিরিজের মত তাই তো সার্বক্ষণিক সংসয় থাকি যে কোন টা ধরবো কোনটা নিবো অনেকটা তাই তো ক্রিকেট এর মত ঝুকি টা বেশি দেখা দেয়।
-
আপনি যথার্থই বলেছেন। আপনার সাথে আমি পুরোপুরি সহমত পোষণ করছি। টেস্ট যেমন ধৈর্যের খেলা ফরেক্সও তেমনি একটি ধৈর্যের ব্যাবসা। টেস্টে ধৈর্য ধরে টিকে থাকলে রান একসময় আসবেই, সফলতা আসবেই। অনুরুপ ভাবে ফরেক্সে ধৈর্যের সাথে টিকে থাকলে সফলতা সুনিশ্চিৎ। ফরেক্স যেনো এক ধৈর্য অনুশীলনের প্লাটফর্ম। দেখা যাবে আপনি সারাদিন বসে থেকেও ট্রেড নেয়ার জন্য কোন পজিটিভ সিগনাল পেলেন না। এরকম অবস্থায় কোন ট্রেড নেয়া *যাবে না। কারন ঝুকি নিয়ে ট্রেড নেয়া কোন দক্ষ ট্রেডারের কাজ নয়। তাই ধৈর্য ধরে টিকে থাকুর সফলতা আসবেই।
-
অনেকটা সেরকমই । ফরেক্স টেস্ট ক্রিকেটের মতই । টেস্ট ক্রিকেটে যেমন প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। তেমনি ফরেক্স ট্রেডিংয়ে সফলতা লাভ করতে হলে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। যার অপরিসীম ধৈর্যের অভাব রয়েছে তার ফরেক্সে না আসাই ভাল। যারা অপরিসীম ধৈর্যের অধিকারী তারাই কেবল ফরেক্সে সফলতা অর্জন করতে পারে। ঠিক যেমনি টেস্ট ক্রিকেটে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্যের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে জয়লাভ করতে হয়। তেমনি ধৈর্যের মাধ্যমেই ফরেক্সে সফলতা আনতে হয়। ধন্যবাদ।
-
টেস্ট ক্রিকেটে যেমন ধৈর্য্য প্রয়োজন তেমনি ফরেক্স মার্কেটেও প্রচুর ধৈর্য্য প্রয়োজন।এখানে যারা ধৈর্য্য ধরে টিকে থাকতে পারে তারাই সফল হতে পারবে।তবে ধৈর্য্যের পাশাপাশি আপনাকে নিয়মিত মার্কে এনালাইসিস করে যেতে হবে।
-
যখনই আপনি অধৈর্য্য হয়ে যাবেন তখনই হয়ত আপনি লস করে বসবেন। তাই ফরেক্স করতে হলে আপনাকে অনেক বেশি ধৈর্য্যশীল হতে হবে। ধৈর্য্য ব্যতীত ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না। তার সুবিধা নিয়েছি এবং একে অপরের সাথে বাণিজ্য করতে চাইছি। হোগা আপনার জন্য সেরা প্রবেশের স্থান হবে এবং আপনি ফেইসলা নাহিন কারেঙ্গে যোগ দিতে পারবেন ।
-
আমার মতে, ফরক্স মার্কেটে আপনি যতদিন টিকে থাকতে পারবেন ততই আপনার জ্ঞান বাড়বে এবং আপনি অভিজ্ঞ হয়ে উঠবেন। ফরেক্স মার্কেটে আপনি টিকে থাকতে পারলে প্রফিট আপনার হবে এটাই স্বাভাবিক। টিকে থাকা হচ্ছে আসল ব্যাপার। টিকে থাকার জন্য প্রয়োজন হবে সঠিক গাইড লাইন আর নিয়মিত প্রাক্টিস। নিয়মত প্রাক্টিস করলে বুঝতে পারবেন ভুল কোথায় হচ্ছে। ভুলটি খুজে বের করার চেষ্টা করুন এবং ভবিষ্যতে ভুলটি যেন আর না হয় সেদিকে মনযোগী হন।
-
ধৈর্য্য ছাড়া ফরেক্স এ টিকে থাকা কখনো সম্ভব নয়। যাদের ধৈর্য্য আছে তারাই ফরেক্স মার্কেট এ কিছু করতে পারবে। অনেক সময় দেখা যায় ধৈর্য্য হারা হয়ে বড় বড় লট সাইজ ব্যবহার করে নিজের একাউন্ট জিরো করে ফেলে। আবার ওভার ট্রেড করেও একাউন্ট জিরো করে ফেলে।
-
রেক্স ব্যবসার জন্য ধৈর্য্য অপরিহার্য । তবে আমার মতে যারা লং ট্রেড করে তাদেরকে আমি টেস্ট ক্রিকেট খেলার সাথে তুলনা করতে পারি। আর যারা ডে-ট্রেডিং করে তাদেরকে আমি ওয়ানডে ক্রিকেটের সাথে তুলনা করতে পারি। আর যারা স্ক্যপ্লিং করতে অভ্যস্থ তাদের টুয়ান্টি টুয়ান্টি ক্রিকেটের সাথে তুলনা চলে।ধৈর্য মানুষের একটা বড় গুন আপনি ধৈর্য ধারন করতে পারলে এই মার্কেটে আপনি ১০০ ভাগ সফল হতে পারবেন এবং অনেক কিছুই শিখার আছে ফরেক্স মার্কেট থেকে ।